প্রথম দিন
“আইস, আমরা সৎকর্ম্ম করিতে করিতে নিরুৎসাহ না হই”—গালাতীয় ৬:৯
সকাল
৯:২০ যন্ত্রসংগীতের ভিডিও প্রদর্শন
৯:৩০ গান ৪৭ এবং প্রার্থনা
৯:৪০ সভাপতির বক্তৃতা: আমরা অবশ্যই হাল ছেড়ে দেব না—বিশেষভাবে এখন! (প্রকাশিত বাক্য ১২:১২)
১০:১৫ সিম্পোসিয়াম: ‘ক্ষান্ত না হইয়া’ প্রচার করে চলুন
রীতিবহির্ভূতভাবে (প্রেরিত ৫:৪২; উপদেশক ১১:৬)
ঘরে ঘরে (প্রেরিত ২০:২০)
জনসাধারণ্যে (প্রেরিত ১৭:১৭)
শিষ্য তৈরি করে (রোমীয় ১:১৪-১৬; ১ করিন্থীয় ৩:৬)
১১:০৫ গান ১৬ এবং ঘোষণাবলি
১১:১৫ নাটকের আকারে বাইবেল পাঠ: যিহোবা তাঁর লোকেদের উদ্ধার করেন (যাত্রাপুস্তক ৩:১-২২; ৪:১-৯; ৫:১-৯; ৬:১-৮; ৭:১-৭; ১৪:৫-১০, ১৩-৩১; ১৫:১-২১)
১১:৪৫ যিহোবা—ধৈর্য ধরার ক্ষেত্রে সবচেয়ে বড়ো উদাহরণ (রোমীয় ৯:২২, ২৩; ১৫:১৩; যাকোব ১:২-৪)
১২:১৫ গান ৩৫ এবং বিরতি
দুপুর
১:২৫ যন্ত্রসংগীতের ভিডিও প্রদর্শন
১:৩৫ গান ২৪
১:৪০ সিম্পোসিয়াম: ধৈর্য বজায় রাখুন . . .
দুর্ব্যবহার পাওয়া সত্ত্বেও (মথি ৫:৩৮, ৩৯)
বয়স বৃদ্ধি সত্ত্বেও (যিশাইয় ৪৬:৪; যিহূদা ২০, ২১)
আমাদের নিজেদের অসিদ্ধতা সত্ত্বেও (রোমীয় ৭:২১-২৫)
শাসন লাভ করা সত্ত্বেও (গালাতীয় ২:১১-১৪; ইব্রীয় ১২:৫, ৬, ১০, ১১)
দীর্ঘস্থায়ী অসুস্থতা সত্ত্বেও (গীতসংহিতা ৪১:৩)
প্রিয়জনকে হারানো সত্ত্বেও (গীতসংহিতা ৩৪:১৮)
তাড়না সত্ত্বেও (প্রকাশিত বাক্য ১:৯)
২:৫৫ গান ২৬ এবং ঘোষণাবলি
৩:০৫ নাটক: লোটের স্ত্রীকে স্মরণ করুন—ভাগ ১ (লূক ১৭:২৮-৩৩)
৩:৩৫ সিম্পোসিয়াম: ধৈর্য বৃদ্ধি করতে সাহায্য করে এমন গুণাবলি গড়ে তুলুন
বিশ্বাস (ইব্রীয় ১১:১)
সদ্গুণ (ফিলিপীয় ৪:৮, ৯)
জ্ঞান (হিতোপদেশ ২:১০, ১১)
আত্মসংযম (গালাতীয় ৫:২২, ২৩)
৪:১৫ যেভাবে আপনি ‘কখনও উছোট খাইবেন না’ (২ পিতর ১:৫-১০; যিশাইয় ৪০:৩১; ২ করিন্থীয় ৪:৭-৯, ১৬)
৪:৫০ গান ২৩ এবং শেষ প্রার্থনা