এই প্রশ্নগুলোর উত্তর খুঁজুন:
১. “খ্রীষ্টের ব্যবস্থা” কী? (গালা. ৬:২)
২. কীভাবে আমরা মানুষের দৃষ্টির আড়ালে খ্রিস্টের ব্যবস্থা পালন করতে পারি? (১ করি. ১০:৩১)
৩. কীভাবে আমরা ক্ষেত্রের পরিচর্যায় খ্রিস্টের ব্যবস্থা পালন করতে পারি? (লূক ১৬:১০; মথি ২২:৩৯; প্রেরিত ২০:৩৫)
৪. কোন বিষয়টা মোশির ব্যবস্থার চেয়ে খ্রিস্টের ব্যবস্থাকে শ্রেষ্ঠ করে তোলে? (১ পিতর ২:১৬)
৫. কীভাবে বিবাহসাথি ও বাবা-মায়েরা তাদের পরিবারে খ্রিস্টের ব্যবস্থা পালন করতে পারে? (ইফি. ৫:২২, ২৩, ২৫; ইব্রীয় ৫:১৩, ১৪)
৬. কীভাবে তোমরা স্কুলে খ্রিস্টের ব্যবস্থা পালন করতে পারো? (গীত. ১:১-৩; যোহন ১৭:১৪)
৭. কীভাবে আমরা যিশুর মতো অন্যদের প্রেম করতে পারি? (গালা. ৬:১-৫, ১০)