ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • CO-pgm19 পৃষ্ঠা ৭-৮
  • সম্মেলনে যোগদানকারীদের জন্য তথ্য

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • সম্মেলনে যোগদানকারীদের জন্য তথ্য
  • ২০১৯ সালের আঞ্চলিক সম্মেলনের বিষয়সূচি
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • বিশেষ সভা
  • সম্মেলনে যোগদানকারীদের জন্য তথ্য
    ২০১৮ সালের আঞ্চলিক সম্মেলনের বিষয়সূচি
  • সম্মেলনে যোগদানকারীদের জন্য তথ্য
    ২০২০ সালের আঞ্চলিক সম্মেলনের বিষয়সূচি
  • সম্মেলনে যোগদানকারীদের জন্য তথ্য
    ২০২৪ সালের আঞ্চলিক সম্মেলনের বিষয়সূচি
  • সম্মেলনে যোগদানকারীদের জন্য তথ্য
    ২০২৩ সালের আঞ্চলিক সম্মেলনের বিষয়সূচি
আরও দেখুন
২০১৯ সালের আঞ্চলিক সম্মেলনের বিষয়সূচি
CO-pgm19 পৃষ্ঠা ৭-৮

সম্মেলনে যোগদানকারীদের জন্য তথ্য

পরিচারক আপনাকে সাহায্য করার জন্য পরিচারকদের নিযুক্ত করা হয়েছে। দয়া করে গাড়ি রাখার, ভিড় কমানোর, আসন সংরক্ষণ করার ও অন্যান্য বিষয়ে তাদের নির্দেশনা মেনে চলে তাদের সঙ্গে পুরোপুরি সহযোগিতা করুন।

দান যথেষ্ট টাকাপয়সা খরচ করে পর্যাপ্ত আসন, সাউন্ড সিস্টেম, ভিডিওর সরঞ্জাম এবং সেবার অন্যান্য বিষয় জোগানোর জন্য বিভিন্ন ব্যবস্থা করা হয়েছে, যা সম্মেলনে যোগ দেওয়াকে উপভোগ্য করে তোলে এবং আমাদেরকে যিহোবার আরও নিকটবর্তী হতে সাহায্য করে। আপনার স্বেচ্ছাকৃত দান এই খরচগুলো মেটাতে ও সেইসঙ্গে বিশ্বব্যাপী কাজেও সাহায্য করে। আপনার সুবিধার জন্য স্পষ্ট চিহ্ন দেওয়া দান বাক্সগুলো এই হলের সব জায়গায় রাখা হয়েছে। সমস্ত দান খুবই উপলব্ধি করা হয়। রাজ্যের কাজে আপনার উদার সমর্থনের জন্য পরিচালকগোষ্ঠী আপনাকে ধন্যবাদ জানাচ্ছে।

প্রাথমিক চিকিৎসা দয়া করে মনে রাখবেন, এটা কেবল জরুরি অবস্থার ক্ষেত্রে প্রযোজ্য।

হারানো ও প্রাপ্তি দাবি না করা সমস্ত জিনিস, হারানো ও প্রাপ্তি বিভাগ-এ জমা দেওয়া উচিত। আপনার যদি কিছু হারিয়ে গিয়ে থাকে, তাহলে এই বিভাগে গিয়ে আপনার জিনিস চিনে নিন। বাবা-মায়ের কাছ থেকে আলাদা হয়ে পড়া এবং হারিয়ে যাওয়া বাচ্চাদের এই বিভাগে নিয়ে আসা উচিত। কিন্তু, অন্যেরা যাতে অযথা উদ্‌বিগ্ন না হয়ে পড়ে, সেইজন্য দয়া করে আপনার বাচ্চাদের দিকে খেয়াল রাখুন এবং তাদেরকে আপনার সঙ্গে সঙ্গে রাখুন।

আসন সংরক্ষণ দয়া করে অন্যদের প্রতি বিবেচনা দেখান। মনে রাখবেন, কেবল নিজের পরিবারের সদস্য এবং যারা আপনার সঙ্গে একই গাড়িতে যাতায়াত করে, একই বাড়িতে থাকে বা বর্তমানে যাদের সঙ্গে আপনি বাইবেল অধ্যয়ন করছেন, কেবল তাদের জন্যই আসন সংরক্ষণ করা যেতে পারে। যে-আসনগুলো আপনি সংরক্ষণ করছেন না, দয়া করে সেগুলোর উপর জিনিসপত্র রাখবেন না।

স্বেচ্ছাসেবকের কাজ আপনি যদি সম্মেলনের ব্যবস্থাপনার অন্তর্ভুক্ত কোনো কাজে সাহায্য করতে চান, তা হলে দয়া করে তথ্য ও স্বেচ্ছাসেবক পরিচর্যা বিভাগ-এ তা জানান।

বিশেষ সভা

রাজ্যের সুসমাচার প্রচারকদের জন্য স্কুল নিজেদের পরিচর্যাকে বৃদ্ধি করতে চায় এমন ২৩ থেকে ৬৫ বছর বয়সি অগ্রগামীদের তৃতীয় দিন দুপুরে রাজ্যের সুসমাচার প্রচারকদের জন্য স্কুল-এর আবেদনকারীদের সভায় যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। এই সভা কখন ও কোথায় হবে, তা আগে থেকেই জানিয়ে দেওয়া হবে।

যিহোবার সাক্ষিদের পরিচালকগোষ্ঠীর দ্বারা আয়োজিত

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার