ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • lff পাঠ ৩৯
  • রক্ত সম্বন্ধে ঈশ্বর কী বলেন?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • রক্ত সম্বন্ধে ঈশ্বর কী বলেন?
  • চিরকাল জীবন উপভোগ করুন!—ঈশ্বরের কাছ থেকে শিখুন
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • গভীরভাবে গবেষণা করুন
  • সারাংশ
  • আরও জানুন
  • রক্তের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ এবং অস্ত্রোপচার পদ্ধতি
    “ঈশ্বরের প্রেমে আপনাদিগকে রক্ষা কর”
  • পাঠক-পাঠিকাদের থেকে প্রশ্নসকল
    ২০০৪ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • পাঠকদের থেকে প্রশ্নসকল
    ২০০০ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • জীবন্ত ঈশ্বরের দ্বারা নির্দেশিত হোন
    ২০০৪ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
চিরকাল জীবন উপভোগ করুন!—ঈশ্বরের কাছ থেকে শিখুন
lff পাঠ ৩৯
পাঠ ৩৯. মাইক্রোস্কোপ দিয়ে রক্তের প্রবাহ দেখানো হয়েছে।

পাঠ ৩৯

রক্ত সম্বন্ধে ঈশ্বর কী বলেন?

ছাপানো সংস্করণ
ছাপানো সংস্করণ
ছাপানো সংস্করণ

রক্ত খুবই গুরুত্বপূর্ণ। এটা ছাড়া আমরা কেউই বেঁচে থাকতে পারি না। যিহোবা হলেন আমাদের সৃষ্টিকর্তা, তাই তাঁর এটা বলার অধিকার রয়েছে যে, কীভাবে আমাদের রক্তকে ব্যবহার করা উচিত। কিন্তু, তিনি রক্ত সম্বন্ধে আমাদের কী জানিয়েছেন? আমরা কি রক্ত খেতে পারি কিংবা শরীরে নিতে অথবা কাউকে দিতে পারি? কীভাবে আমরা এই বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারি? আসুন তা জানি।

১. রক্তকে যিহোবা কোন দৃষ্টিতে দেখেন?

প্রাচীন কালে যিহোবা তাঁর উপাসকদের বলেছিলেন: “প্রত্যেক প্রাণীর রক্তই তাহার প্রাণ।” (লেবীয় পুস্তক ১৭:১৪) যিহোবার দৃষ্টিতে রক্ত হল, জীবনের প্রতীক। ঠিক যেমন, তিনি জীবনকে পবিত্র হিসেবে দেখেন, তেমনই রক্তকেও তিনি পবিত্র হিসেবে দেখে থাকেন। আর এই দুটোই হল যিহোবার দেওয়া দান।

২. রক্তের বিষয়ে যিহোবা কোন আজ্ঞা দিয়েছেন?

জলপ্লাবনের কিছু সময় পর, যিহোবা তাঁর উপাসকদের আজ্ঞা দিয়েছিলেন, যেন তারা রক্ত না খায়। পরে, তিনি ইজরায়েল জাতিকেও একই আজ্ঞা দিয়েছিলেন। (পড়ুন, আদিপুস্তক ৯:৪ এবং লেবীয় পুস্তক ১৭:১০.) খ্রিস্টীয় মণ্ডলী গঠিত হওয়ার পরও রক্ত সম্বন্ধে যিহোবার আজ্ঞা বদলে যায়নি। পরিচালকগোষ্ঠীর মাধ্যমে মণ্ডলীগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছিল, যেন তারা “রক্ত . . . থেকে পৃথক থাকে।”—পড়ুন, প্রেরিত ১৫:২৮, ২৯.

রক্ত থেকে পৃথক থাকার অর্থ কী? ধরুন, ডাক্তার আপনাকে বলেছেন, মদ থেকে দূরে থাকুন। তখন আপনি কী করবেন? আপনি নিশ্চয়ই মদ খাবেন না। কিন্তু, আপনি কি এমন খাবার খাবেন, যেটাতে মদ রয়েছে অথবা আপনি কি শিরার মাধ্যমে মদ নেবেন? না। আপনি কখনোই এরকম চিন্তা করবেন না। ঠিক একইভাবে, ঈশ্বর যখন আমাদের রক্ত থেকে পৃথক বা দূরে থাকতে বলেছেন, তখন এর অর্থ হল, আমাদের রক্ত খাওয়া উচিত নয়। আর আমাদের এমন কোনো প্রাণীর মাংস খাওয়া উচিত নয়, যেটার রক্ত ঝরানো হয়নি। শুধু তা-ই নয়, আমাদের এমন কোনো খাবারও খাওয়া উচিত নয়, যেটাতে রক্ত মেশানো আছে।

চিকিৎসায় রক্তের ব্যবহার সম্বন্ধে কী বলা যায়? চিকিৎসার কিছু পদ্ধতি সরাসরি ঈশ্বরের আইনকে লঙ্ঘন করে। যেমন, রক্ত নেওয়া অথবা রক্তের চারটে মূল উপাদানের মধ্যে যেকোনো একটা নেওয়া। রক্তের এই চারটে মূল উপাদান হল—লোহিতকণিকা, শ্বেতকণিকা, অনুচক্রিকা ও রক্তরস। কিন্তু, চিকিৎসার এমন কিছু পদ্ধতিও রয়েছে, যেগুলো হয়তো সরাসরি যিহোবার আইনকে লঙ্ঘন করে না। যেমন, কিছু চিকিৎসা পদ্ধতিতে রক্তের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ ব্যবহার করা হয়, যেগুলো রক্তের কোনো মূল উপাদান থেকে নেওয়া হয়েছে। কিছু ক্ষেত্রে, রোগীর নিজের রক্তই তার চিকিৎসায় ব্যবহার করা হয় আর সেটা এমনভাবে করা হয়, যেটা ঈশ্বরের আইনকে লঙ্ঘন করে না। এই পরিস্থিতিতে আমরা চিকিৎসার কোন পদ্ধতি গ্রহণ করব? এই সিদ্ধান্ত আমাদের প্রত্যেককেই ব্যক্তিগতভাবে নিতে হবে, আর তা-ও ভালোভাবে চিন্তাভাবনা করে।a—গালাতীয় ৬:৫.

গভীরভাবে গবেষণা করুন

আপনি কোন চিকিৎসাপদ্ধতি গ্রহণ করবেন, তা কীভাবে নির্ধারণ করতে পারেন? আসুন তা জানি।

৩. যিহোবাকে খুশি করে এমন সিদ্ধান্ত নিন

চিকিৎসার ক্ষেত্রে আপনি কীভাবে এমন সিদ্ধান্ত নিতে পারেন, যা যিহোবাকে খুশি করে? ভিডিওটা দেখুন এবং আলোচনা করুন যে, নীচে দেওয়া পরামর্শগুলো মেনে চলা কেন গুরুত্বপূর্ণ।

ভিডিও: রক্তের ব্যবহার জড়িত রয়েছে এমন চিকিৎসার ক্ষেত্রে কীভাবে সঠিক সিদ্ধান্ত নেওয়া যায়? (৫:৪৭)

  • প্রজ্ঞা চেয়ে প্রার্থনা করুন।—যাকোব ১:৫.

  • গবেষণা করুন এবং এই বিষয়ে বাইবেলের বিভিন্ন নীতি খুঁজে বের করুন।—হিতোপদেশ ১৩:১৬.

  • আপনি যেখানে থাকেন, সেখানে চিকিৎসার কোন পদ্ধতিগুলো রয়েছে, তা খুঁজে বের করুন।

  • আপনি যে-পদ্ধতিটা একদম গ্রহণ করতে চান না, সেটাকে চিহ্নিত করুন।

  • আপনি যে-সিদ্ধান্ত নেবেন, তাতে যেন আপনার বিবেক শুদ্ধ থাকে, সেই বিষয়ে খেয়াল রাখুন।—প্রেরিত ২৪:১৬.b

  • আপনার বিবেক অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার সময় খেয়াল রাখুন, যেন অন্য কেউ আপনার হয়ে সিদ্ধান্ত না নেন। এমনকি তিনি যদি আপনার স্বামী অথবা স্ত্রী, মণ্ডলীর প্রাচীন অথবা আপনার বাইবেল শিক্ষক হয়ে থাকেন, তা হলেও নয়।—রোমীয় ১৪:১২.

  • সিদ্ধান্ত নেওয়ার পর তা লিখে রাখুন।

কোলাজ: একজন ব্যক্তি চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছেন। ১. তিনি প্রার্থনা করছেন। ২. তিনি তার কম্পিউটার, বাইবেল এবং বাইবেলভিত্তিক প্রকাশনা ব্যবহার করে গবেষণা করছেন। ৩. তিনি তার ডাক্তারের সঙ্গে কথা বলছেন।

৪. যিহোবার সাক্ষিরা সবচেয়ে ভালো চিকিৎসা করাতে চান

রক্তের বিষয়ে যিহোবার আজ্ঞা পালন করা আর সেইসঙ্গে রক্ত ছাড়া ভালো চিকিৎসাপদ্ধতি গ্রহণ করা সম্ভব। ভিডিওটা দেখুন।

ভিডিও: প্রফেসর মাসিমো পি. ফ্রান্চির (এম. ডি.) সাক্ষাৎকার (১:৩৬)

তীত ৩:২ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নটা নিয়ে আলোচনা করুন:

  • কেন আমাদের ডাক্তারদের সঙ্গে সম্মান দেখিয়ে কথা বলা উচিত এবং তাদের সহযোগিতা করা উচিত?

একটা টেস্ট টিউবে রক্তের চারটে প্রধান উপাদান আলাদা আলাদা করে দেখানো হয়েছে। ক,খ,গ ও ঘ দিয়ে সেগুলো চিহ্নিত করা আছে।

গ্রহণযোগ্য নয়

খ্রিস্টানদের সিদ্ধান্ত নিতে হবে

ক. রক্তরস

রক্তরস থেকে পাওয়া ক্ষুদ্র ক্ষুদ্র অংশ

খ. শ্বেতকণিকা

শ্বেতকণিকা থেকে পাওয়া ক্ষুদ্র ক্ষুদ্র অংশ

গ. অনুচক্রিকা

অনুচক্রিকা থেকে পাওয়া ক্ষুদ্র ক্ষুদ্র অংশ

ঘ. লোহিতকণিকা

লোহিতকণিকা থেকে পাওয়া ক্ষুদ্র ক্ষুদ্র অংশ

৫. যখন রক্তের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ নেওয়ার বিষয়টা আসে

রক্তে মূল চারটে উপাদান রয়েছে: লোহিতকণিকা, শ্বেতকণিকা, অনুচক্রিকা ও রক্তরস। এই উপাদানগুলো থেকে রক্তের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ বের করা হয়।c রক্তের এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশ দিয়ে ওষুধ তৈরি হয়, যা রোগের সঙ্গে লড়াই করতে এবং রক্ত জমাট বাঁধতে সাহায্য করে।

কিন্তু প্রশ্ন হল, চিকিৎসার জন্য একজন খ্রিস্টান কি রক্তের এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশ নিতে পারেন? একজন খ্রিস্টানকে ব্যক্তিগতভাবে এই সিদ্ধান্ত নিতে হবে আর তা বাইবেল প্রশিক্ষিত বিবেকের উপর ভিত্তি করে। কিছু খ্রিস্টান হয়তো এই সিদ্ধান্ত নিতে পারে যে, তারা চিকিৎসার ক্ষেত্রে রক্তের এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশ নেবে না। অন্যদিকে, কিছু খ্রিস্টানের বিবেক হয়তো এই অংশগুলো নেওয়া সঠিক বলে মনে করতে পারে।

এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় নীচে দেওয়া প্রশ্নটা নিয়ে চিন্তা করুন:

  • কেন আমি রক্তের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ নেব অথবা নেব না, সেই বিষয়টা কি আমি ডাক্তারকে বোঝাতে পারব?

কেউ কেউ জিজ্ঞেস করতে পারে: “রক্ত দেওয়া অথবা নেওয়ার মধ্যে ভুলের কী আছে?”

  • আপনি এই বিষয়ে কী চিন্তা করেন?

সারাংশ

যিহোবা চান আমরা যেন রক্তকে পবিত্র হিসেবে দেখি এবং রক্তকে ভুলভাবে ব্যবহার না করি।

পুনরালোচনা

  • কেন যিহোবা রক্তকে পবিত্র হিসেবে দেখেন?

  • কেন আমরা বলতে পারি, রক্ত থেকে পৃথক থাকার বিষয়ে যিহোবা যে-আজ্ঞা দিয়েছেন, তা রক্ত নেওয়ার ক্ষেত্রেও প্রযোজ্য?

  • চিকিৎসার বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনি কী করতে পারেন?

লক্ষ্য

আরও জানুন

আপনি কি সেই চিকিৎসাপদ্ধতি গ্রহণ করবেন, যেখানে আপনার নিজের রক্তই ব্যবহার করা হয়ে থাকে? এই ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার আগে কোন বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে? আসুন তা জানি।

“পাঠকদের থেকে প্রশ্নসকল” (প্রহরীদুর্গ, অক্টোবর ১৫, ২০০০)

আপনি কি আপনার চিকিৎসায় রক্তের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ নেবেন? এই ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার সময় আপনাকে কোন বিষয়টা চিন্তা করতে হবে? আসুন তা জানি।

“পাঠক-পাঠিকাদের থেকে প্রশ্নসকল” (প্রহরীদুর্গ, জুন ১৫, ২০০৪)

কীভাবে একজন ডাক্তার নিশ্চিত হয়েছিলেন যে, রক্তের বিষয়ে যিহোবার দৃষ্টিভঙ্গি সঠিক? আসুন তা জানি।

“রক্তের বিষয়ে আমি ঈশ্বরের দৃষ্টিভঙ্গিকে মেনে নিয়েছি” (সচেতন থাক!, ডিসেম্বর ৮ ২০০৩, ইংরেজি)

হসপিটাল লিয়েইজন কমিটিতে সেবা করে এমন প্রাচীনেরা, কীভাবে ভাই-বোনদের সাহায্য করে থাকে? আসুন তা জানি।

যিহোবা অসুস্থ ব্যক্তিদের যত্ন নেন (১০:২৩)

a পাঠ ৩৫ দেখুন, যেটার শিরোনাম হল, “কীভাবে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন?”

b বিষয় ৫ “যখন রক্তের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ নেওয়ার বিষয়টা আসে”; টীকা ৩ “রক্ত জড়িত রয়েছে এমন চিকিৎসাপদ্ধতি।”

c কিছু ডাক্তার রক্তের মূল চারটে উপাদানকেও রক্তের অংশ হিসেবে মনে করে। তাই, আপনি যখন ডাক্তারের সঙ্গে কথা বলবেন, তখন হয়তো তাকে স্পষ্টভাবে বলার প্রয়োজন হতে পারে যে, আপনি রক্ত তো নেবেনই না আর সেইসঙ্গে লোহিতকণিকা, শ্বেতকণিকা, অনুচক্রিকা ও রক্তরসও নেবেন না।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার