দ্বিতীয় দিন
“তোমার গৃহের প্রতি আমার উদ্যোগ আমাকে গ্রাস করবে”—যোহন ২:১৭
সকাল
৯:২০ যন্ত্রসংগীতের ভিডিও প্রদর্শন
৯:৩০ গান ৯৩ এবং প্রার্থনা
৯:৪০ “তোমরা কী চাও?” (যোহন ১:৩৮)
৯:৫০ বাইবেলভিত্তিক ভিডিও নাটক:
সুসমাচারের বিবরণে যিশুর জীবনকাহিনি: পর্ব ২
“ইনি আমার প্রিয় পুত্র”—ভাগ ২ (যোহন ১:১৯–২:২৫)
১০:২০ গান ৫৪ এবং ঘোষণাবলি
১০:৩০ সিম্পোসিয়াম: তাদের মতো হোন, যারা বিশুদ্ধ উপাসনাকে ভালোবাসতেন!
• যোহন বাপ্তাইজক (মথি ১১:৭-১০)
• আন্দ্রিয় (যোহন ১:৩৫-৪২)
• পিতর (লূক ৫:৪-১১)
• যোহন (মথি ২০:২০, ২১)
• যাকোব (মার্ক ৩:১৭)
• ফিলিপ (যোহন ১:৪৩)
• নথনেল (যোহন ১:৪৫-৪৭)
১১:৩৫ উৎসর্গীকরণ বক্তৃতা: আপনার উৎসর্গীকরণ আপনার জন্য কোন অর্থ রাখে? (মালাখি ৩:১৭; প্রেরিত ১৯:৪; ১ করিন্থীয় ১০:১, ২)
১২:০৫ গান ৫২ এবং বিরতি
দুপুর
১:৩৫ যন্ত্রসংগীতের ভিডিও প্রদর্শন
১:৪৫ গান ৩৬
১:৫০ সিম্পোসিয়াম: যিশুর প্রথম অলৌকিক কাজ থেকে শিখুন
• সমবেদনা দেখান (গালাতীয় ৬:১০; ১ যোহন ৩:১৭)
• নম্রতা দেখান (মথি ৬:২-৪; ১ পিতর ৫:৫)
• উদার হোন (দ্বিতীয় বিবরণ ১৫:৭, ৮; লূক ৬:৩৮)
২:২০ কীভাবে “ঈশ্বরের মেষশাবক” আমাদের পাপ বয়ে নিয়ে যান? (যোহন ১:২৯; ৩:১৪-১৬)
২:৪৫ সিম্পোসিয়াম: মশীহ সম্বন্ধে করা ভবিষ্যদ্বাণী পরিপূর্ণ হয়েছে!—ভাগ ২
• যিহোবার গৃহের প্রতি উদ্যোগ তাঁকে গ্রাস করবে (গীতসংহিতা ৬৯:৯; যোহন ২:১৩-১৭)
• তিনি “মৃদুশীল ব্যক্তিদের কাছে সুসমাচার ঘোষণা” করবেন (যিশাইয় ৬১:১, ২)
• গালীলে এক “মহা আলো” দেখা যাবে (যিশাইয় ৯:১, ২)
৩:২০ গান ১১৭ এবং ঘোষণাবলি
৩:৩০ “এগুলো নিয়ে এখান থেকে চলে যাও!” (যোহন ২:১৩-১৬)
৪:০০ ‘আমি আবার এটা তৈরি করব’ (যোহন ২:১৮-২২)
৪:৩৫ গান ৭৫ এবং শেষ প্রার্থনা