“ঐশিক শিক্ষা” জেলা সম্মেলনগুলি
যারা যিহোবার দ্বারা শিক্ষিত হতে ইচ্ছুক, তারা সকলেই “ঐশিক শিক্ষা” জেলা সম্মেলনের প্রতি আগ্রহের সাথে তাকিয়ে আছেন। চার দিনের কার্যক্রম শাস্ত্রীয় শিক্ষার গুরুত্বপূর্ণ বিষয়গুলির প্রতি আলোকপাত করবে যা খ্রীষ্টানদের বর্তমানে বৃদ্ধিপ্রাপ্ত ব্যক্তিগত সমস্যা ও জগতের অশান্তি থেকে রক্ষা করবে। এই কার্যক্রম তাদের “যাহা কিছু নিরাময় শিক্ষার বিপরীত” তার বিরুদ্ধে দৃঢ় প্রতিরোধ করতে সাহায্য করবে। (১ তীমথিয় ১:১০) উপস্থিত সকলকে তা ঈশ্বরের বাক্যের উত্তম শিক্ষক হতেও উৎসাহ প্রদান করবে।
অনুকরণ করার কী অপূর্বই না উদাহরণসকল আছে! সবচেয়ে মহান্ শিক্ষক হলেন আর কেউই নন যিহোবা ঈশ্বর স্বয়ং! তাই, ইলীহু উপযুক্তরূপে ইয়োবকে বলতে পেরেছিলেন যিহোবা “ভূতলের পশুদের অপেক্ষা আমাদের অধিক শিক্ষা দেন, আকাশের পক্ষীদের অপেক্ষা অধিক বুদ্ধিমান করেন।” যিহোবা সম্পর্কে তিনি জিজ্ঞাসাও করেন: “তাঁহার ন্যায় কে শিক্ষা দিতে পারে?” (ইয়োব ৩৫:১১; ৩৬:২২) যিশাইয় ৩০:২০ (NW) পদে ঈশ্বরকে “মহান শিক্ষক” বলা হয়।
যিহোবার পরেই দ্বিতীয় স্থানে শিক্ষক হলেন তাঁরই পুত্র যীশু খ্রীষ্ট। তিনি “গুরু” ও “শিক্ষক” হিসাবে পরিচিত ছিলেন, এবং সুসমাচারে তাকে প্রায় ৫০ বার সেইরূপে সম্বোধন করা হয়। সুস্থ করার মত উত্তেজনাপূর্ণ বিষয় ও অন্যান্য আশ্চর্যকাজ করলেও যীশু চিকিৎসক হিসাবে পরিচিত ছিলেন না, কিন্তু তিনি শিক্ষক ও গুরু হিসাবে পরিচিত ছিলেন।—মথি ৮:১৯; লূক ৫:৫, (NW); যোহন ১৩:১৩.
উপযুক্তরূপে, তিনি তাঁর শিষ্য ও প্রেরিতদের তাঁর মতোই শিক্ষক হতে শিক্ষা দেন। এই বিষয় আমরা মথি ১০:৫ থেকে ১১:১ এবং লূক ১০:১-১১ পদে দেখি। স্বর্গে আরোহণ করার কিছু পূর্বেই তিনি শিষ্যদের সর্বজন পরিচিত শিক্ষাভার অর্পন করেন যা মথি ২৮:১৯, ২০ পদে লিপিবদ্ধ আছে: “তোমরা গিয়া সমুদয় জাতিকে শিষ্য কর; পিতার ও পুত্ত্রের ও পবিত্র আত্মার নামে তাহাদিগকে বাপ্তাইজ কর; আমি তোমাদিগকে যাহা যাহা আজ্ঞা করিয়াছি, সে সমস্ত পালন করিতে তাহাদিগকে শিক্ষা দেও।” খ্রীষ্টীয় গ্রীক শাস্ত্রে প্রেরিতদের কার্য্য পুস্তক ও এর পরের অনুপ্রাণিত পত্রগুলি বলে যে কিভাবে উৎসাহপূর্ণরূপে, নিপূণভাবে ও বিশ্বস্তভাবে যীশুর প্রাথমিক অনুসরণকারীরা এই শিক্ষার কার্যভার বহন করেন।
এই শিক্ষার কার্য বর্তমানে, পূর্বের থেকে আরও জরুরী হয়ে পড়েছে। আমরা এই বিধিব্যবস্থার শেষ কালে বাস করছি, আর তাই জীবন জড়িত আছে। লোকেরা মহতী বাবিলের পাপের ভাগী যাতে না হয় এবং তার আঘাত না পায়, তাই তাদের বাবিল থেকে বার হয়ে আসতে ও যিহোবাকে সেবা করতে সিদ্ধান্ত নিতে এবং তাঁর রাজ্যের পক্ষ সমর্থন করতে তাদের শিক্ষা দিতে ও সাহায্য করতে হবে।—প্রকাশিত বাক্য ১৮:৪.
সকল যিহোবার সাক্ষীদের এই শিক্ষার কার্যভারটি বহনে সাহায্য করতে, যিহোবা তাঁর সংগঠনের মাধ্যমে “ঐশিক শিক্ষা” জেলা সম্মেলনগুলির ব্যবস্থা করেছেন। চার দিনের এই জেলা সম্মেলনগুলি ভারতে ১৯৯৩ সালের সেপ্টেম্বর থেকে শুরু হবে। প্রত্যেক উৎসর্গীকৃত যিহোবার দাসেরা বৃহস্পতিবার দুপুরবেলা আরম্ভের গান ও প্রার্থনা থেকে রবিবার দুপুরবেলা সমাপ্তির প্রার্থনা পর্যন্ত উপস্থিত ও মনোযোগী হয়ে যেন অন্তত একটি সম্মেলনে যোগদান করতে স্থির নিশ্চিত থাকেন। (w93 2/15)