ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯৩ ৯/১ পৃষ্ঠা ৮-১৩
  • খ্রীষ্টীয় পরিবার একত্রে কাজ করে

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • খ্রীষ্টীয় পরিবার একত্রে কাজ করে
  • ১৯৯৩ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • কেন সবকিছু একত্রে করা উচিৎ?
  • একত্রে পারিবারিক অধ্যয়ন
  • একত্রে সুসমাচার প্রচার
  • একত্রে সমস্যাগুলির মোকাবিলা করা
  • একত্রে আমোদপ্রমোদ করা
  • একত্রে থাকার আশীর্বাদসকল
  • পরিবার—এক মানবিক চাহিদা!
    ১৯৯৮ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • পারিবারিক সুখের কি কোনো রহস্য আছে?
    পারিবারিক সুখের রহস্য
  • পরিবারের সবাই মিলে নিয়মিত ঈশ্বরের বাক্য অধ্যয়ন করুন
    ১৯৯৯ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • পরিবারগুলোর জন্য সাহায্য
    ২০১১ আমাদের রাজ্যের পরিচর্যা
আরও দেখুন
১৯৯৩ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯৩ ৯/১ পৃষ্ঠা ৮-১৩

খ্রীষ্টীয় পরিবার একত্রে কাজ করে

“হে ভ্রাতৃগণ, . . . আমি তোমাদিগকে বিনয় করিয়া বলি, তোমরা সকলে . . .এক মনে ও এক বিচারে পরিপক্ক হও।”—১ করিন্থীয় ১:১০.

১. বহু পরিবারে একতা সম্পর্কীয় পরিস্থিতি কী?

আপনার পরিবার কি মনোভাবে একত্রিত? অথবা মনে হয় যে স্ত্রী ও পুরুষ প্রত্যেকে যে যার নিজ নিজ পথে চলছে? আপনারা কি একত্রে কাজ করেন? অথবা আপনারা কদাচিৎ সকলে এক স্থানে একই সময়ে একসঙ্গে থাকেন? “পরিবার” এই শব্দটির অর্থই একত্রিত পরিজনবর্গ।a তবুও, সকল পরিবারই একতাবদ্ধ নয়। একজন ব্রিটিশ অধ্যাপক এমনকি এও বলেছিলেন: “উত্তম সমাজের ভিত্তি হওয়ার পরিবর্তে, পরিবারই . . . আমাদের সকল অসন্তোষের উৎসস্বরূপ।” আপনার পরিবারের ক্ষেত্রে তা কি সত্য? যদি হয়, সেরূপ কি হতেই হবে?

২. কোন্‌ বাইবেল চরিত্রগুলি উত্তম পরিবার থেকে আসার প্রমাণ দেয়?

২ কোন পরিবারের একতা অথবা ভাঙ্গন সাধারণত নির্ভর করে এর নেতৃত্বের উপরে, তা পিতামাতা দুজনের বা একজনের উপরেই থাকুক। বাইবেলের সময়ে, একত্রিত পরিবারসকল যারা একসঙ্গে উপাসনা করত, যিহোবার আশীর্বাদ লাভ করত। প্রাচীন ইস্রায়েলে তা সত্য ছিল, যেখানে যিপ্তহের কন্যা, শিম্‌শোন এবং শমূয়েল, প্রত্যেকেই বিভিন্ন ভাবে, প্রমাণ করেছিল যে তারা ঐশিক পরিবার থেকে এসেছে। (বিচারকর্ত্তৃগণের বিবরণ ১১:৩০-৪০; ১৩:২-২৫; ১ শমূয়েল ১:২১-২৩; ২:১৮-২১) প্রাথমিক খ্রীষ্টীয় সময়ে, পৌলের কিছু মিশনারী যাত্রায় তার বিশ্বস্ত সঙ্গী তীমথিয়, শিশুকাল থেকে তার মাতামহী লোয়ী এবং মাতা উনীকীর কাছে ইব্রীয় শাস্ত্রে জ্ঞান লাভ করেছিলেন। কী বিশিষ্ট শিষ্য ও মিশনারীই না তিনি হয়েছিলেন!—প্রেরিত ১৬:১, ২; ২ তীমথিয় ১:৫; ৩:১৪, ১৫; আরও দেখুন প্রেরিত ২১: ৮, ৯.

কেন সবকিছু একত্রে করা উচিৎ?

৩, ৪. (ক) একটি একত্রিত পরিবারে কোন্‌ গুণগুলি প্রতীয়মান হওয়া উচিৎ? (খ) এক গৃহ শুধুমাত্র একটি বাসগৃহের চাইতেও আরও অধিক কিভাবে হতে পারে?

৩ বিষয়গুলি একত্রে করা পরিবারের জন্য উপকারী কেন? কারণ তা পারস্পরিক বোঝাপড়া ও সম্মান গড়ে তোলে। একে অপরের থেকে দূরে সরে যাওয়ার পরিবর্তে, আমরা কাছাকাছি থাকি ও সাহায্য করি। ফ্যামিলি রিলেশান্‌স পত্রিকাটিতে একটি সাম্প্রতিক প্রবন্ধ বলেছিল: “বিশেষ গুণগুলির বর্ণনা করে ‘দৃঢ় পরিবারগুলির’ একটি তুলনামূলক সুস্পষ্ট প্রতিচ্ছবি বেরিয়ে এসেছে। এই গুণগুলির অন্তর্ভুক্ত একে অপরের প্রতি দায়িত্ব ও উপলব্ধিবোধ, ঘনিষ্ঠতাবোধ, উত্তম পারস্পরিক ভাববিনিময়, সমস্যা-সমাধানের দক্ষতা এবং জীবনে একটি শক্তিশালী আত্মিক দিক।”

৪ কোন পরিবারে যখন এইসকল গুণাবলি দেখা যায়, গৃহ তখন কোন পেট্রল স্টেশন, ইন্ধনের জন্য থামবার একটি স্থানের মত আর থাকে না। শুধু একটি গৃহের চাইতেও আরও বেশি কিছু হয়। একটি আমন্ত্রণের স্থান যা পরিবারের সদস্যদের আকর্ষণ করে। আন্তরিকতা, স্নেহ, মমতা ও উপলব্ধিবোধের এক আশ্রয়স্থল হয়। (হিতোপদেশ ৪:৩, ৪) সংঘর্ষ ও বিভেদে পূর্ণ বৃশ্চিকের কোন বাসা নয়, কিন্তু একটি নীড় যেখানে পারিবারিক একতা দেখা যায়। কিন্তু তা কিভাবে অর্জন করা হবে?

একত্রে পারিবারিক অধ্যয়ন

৫. সত্য উপাসনা শেখার জন্য আমরা কী ব্যবহার করি?

৫ যিহোবার সত্য উপাসনা শেখা যায় আমাদের যুক্তি শক্তির অথবা “বিবেচনা শক্তির” ব্যবহার দ্বারা। (রোমীয় ১২:১, NW) ক্ষণস্থায়ী আবেগসকল, যা বাগ্মিতাপূর্ণ ধর্মোপদেশ ও টিভিতে আকর্ষণীয়ভাবে ধর্মপ্রচার দ্বারা সঞ্চার করা হয়ে থাকে, সেগুলি দ্বারা আমাদের আচরণ পরিচালিত হওয়া উচিৎ নয়। বরং, বাইবেল এবং “বিশ্বস্ত ও বুদ্ধিমান দাস” দ্বারা পরিবেশিত বাইবেল-অধ্যয়ন সাহিত্যাদির নিয়মিত অধ্যয়ন এবং সেগুলির উপর চিন্তার মাধ্যমে আমরা অনুপ্রাণিত হই। (মথি ২৪:৪৫) যে কোন পরিস্থিতি বা পরীক্ষা যেগুলির উদ্ভব হতে পারে তার উপর খ্রীষ্টের মনের প্রতিফলনের ফলই হচ্ছে আমাদের থ্রীষ্টীয় আচরণগুলি। এই বিষয়ে, যিহোবা আমাদের মহান শিক্ষক।—গীতসংহিতা ২৫:৯; যিশাইয় ৫৪:১৩; ১ করিন্থীয় ২:১৬.

৬. বিশ্বব্যাপী পারিবারিক অধ্যয়নের কোন্‌ উদাহরণ আমাদের রয়েছে?

৬ প্রতিটি খ্রীষ্টীয় পরিবারে পারিবারিক বাইবেল অধ্যয়ন এক অপরিহার্য ভূমিকা গ্রহণ করে। আপনি কখন আপনার পারিবারিক অধ্যয়ন করেন? যদি তা বিনা পরিকল্পনায় অথবা মুহূর্তের প্রেরণায় সিদ্ধান্ত অনুসারে করা হয়, তাহলে যদি হয়ও, হয়ত কদাচিৎ করা হয়ে থাকে। একত্রে পারিবারিক অধ্যয়নের জন্য প্রয়োজন একটি নিয়মিত, ধার্য সময়তালিকা। তাহলে সকলে জানবে যে কোন্‌ দিন এবং কোন্‌ সময়ে একটি আত্মিক পারিবারিক মেলামেশা উপভোগ করার জন্য সকলের উপস্থিতি আশা করা হবে। বিশ্বব্যাপী বেথেল পরিবারের ১২,০০০ এরও বেশি সদস্যেরা জানেন যে তাদের পারিবারিক অধ্যয়ন সোমবার সন্ধ্যাবেলায় করা হয়। যখন দিন শেষ হয়ে আসছে, তখন প্রশান্ত মহাসাগরের দ্বীপগুলি ও নিউজিল্যাণ্ডে, তারপর যথাক্রমে অস্ট্রেলিয়া, জাপান, তাইওয়ান, হংকং, পরে এশিয়া, আফ্রিকা ও ইউরোপ এবং সবশেষে আমেরিকাতে সকলে যে একই অধ্যয়নে অংশ নিচ্ছে তা স্মরণ করে এই বেথেল স্বেচ্ছাসেবকদের মন কি গভীরভাবেই না প্রভাবিত হয়। যদিও হাজার হাজার কিলোমিটার দূরত্ব ও বহু ভাষার দ্বারা তারা বিচ্ছিন্ন হয়ে রয়েছে, এই পারিবারিক অধ্যয়ন বেথেল পরিবারের সদস্যদের মধ্যে এক একতার অনুভূতি জাগিয়ে তোলে। অল্প পরিমাণে, আপনিও আপনার পারিবারিক অধ্যয়নের মাধ্যমে এই একই অনুভূতি গড়ে তুলতে পারেন।—১ পিতর ২:১৭; ৫:৯.

৭. পিতরের মতানুযায়ী সত্যের বাক্যকে আমাদের কিভাবে দেখা উচিৎ?

৭ প্রেরিত পিতর আমাদের উপদেশ দেন: “নবজাত শিশুদের ন্যায় সেই পারমার্থিক অমিশ্রিত দুগ্ধের লালসা কর, যেন তাহার গুণে পরিত্রাণের জন্য বৃদ্ধি পাও, যদি তোমরা এমন আস্বাদ পাইয়া থাক যে, প্রভু মঙ্গলময়।” (১ পিতর ২:২, ৩) ওই কথাগুলির দ্বারা পিতর কি অপূর্ব এক প্রতিচ্ছবি মনে জাগিয়ে তুলেছেন! তিনি গ্রীক ক্রিয়াপদ e·pi·po·the’sa·te ব্যবহার করেছিলেন, যা লিঙ্গুইস্‌টিক কী টু দ্যা গ্রীক নিউ টেস্টামেন্ট অনুসারে, একটি শব্দ থেকে এসেছে যার অর্থ “আকুল আকাঙ্ক্ষা করা, বাসনা করা, কামনা করা।” এটি বোঝায় আকুল কামনা। আপনি কি লক্ষ্য করেছেন কোন জন্তুর বাচ্চা কিভাবে আগ্রহের সাথে তার মায়ের স্তনবৃন্ত খোঁজে ও এক মানব শিশু কিরূপ পরিতৃপ্তি পায় যখন তার মায়ের বক্ষে স্তন্যপান করে? সত্যের বাক্যের জন্য আমাদেরও ঐরূপ বাসনা থাকা উচিৎ। গ্রীক পণ্ডিত উইলিয়াম বার্কলে বলেছিলেন: “খাঁটি খ্রীষ্টানের জন্য, ঈশ্বরের বাক্য অধ্যয়ন কোন পরিশ্রম নয় কিন্তু এক আনন্দ, কারণ সে জানে যে সেখানেই তার হৃদয় পরিতৃপ্তি পাবে যার জন্য তা বাসনা করছে।”

৮. পারিবারিক অধ্যয়ন পরিচালনা করতে পরিবারের মস্তকের সামনে কোন্‌ দায়িত্ব রয়েছে?

৮ পারিবারিক অধ্যয়ন পরিবারের মস্তকের উপর এক বৃহৎ দায়িত্ব অর্পণ করে। তাকে নিশ্চিত হতে হবে যে অধ্যয়নটি সকলের কাছে আগ্রহজনক হচ্ছে এবং সকলেই অংশ নিতে পারছে। ছোটরা যেন না ভাবে যে অধ্যয়নটি প্রকৃতপক্ষে শুধু বড়দের জন্যই। বিষয়বস্তুর পরিমাণের চেয়ে অধ্যয়নের গুণগত মানটিই বেশি গুরুত্বপূর্ণ। বাইবেলকে জীবন্ত করে তুলুন। যেখানে উপযুক্ত, আলোচ্য ঘটনাগুলি যেখানে ঘটেছিল, প্যালেস্টাইনের সেই জায়গাগুলি ও সেগুলির বৈশিষ্ট্যকে আপনার সন্তানদের মনশ্চক্ষুর সামনে তুলে ধরুন। সকলকেই উৎসাহ দেওয়া উচিৎ ব্যক্তিগত গবেষণা করতে এবং পরিবারের সাথে তা বন্টন করে নিতে। এইভাবে ছোটরাও ‘যিহোবার সাক্ষাতে বাড়িয়া উঠিতে’ পারবে।—১ শমূয়েল ২:২০, ২১.

একত্রে সুসমাচার প্রচার

৯. প্রচার কাজকে কিভাবে আনন্দের একটি পারিবারিক অভিজ্ঞতায় পরিণত করা যেতে পারে?

৯ যীশু বলেছিলেন: “অগ্রে সর্ব্বজাতির কাছে সুসমাচার প্রচারিত হওয়া আবশ্যক।” (মার্ক ১৩:১০) ওই কথাগুলি প্রতিটি বিবেক-বুদ্ধিসম্পন্ন খ্রীষ্টানকে এক কার্যভার দেয়—সুসমাচার প্রচার করা, ঈশ্বরের রাজ্য-শাসনের সুসংবাদ অন্যদের সাথে বন্টন করে নেওয়া। পরিবারের সাথে একত্রে তা করা এক উৎসাহজনক ও আনন্দপূর্ণ অভিজ্ঞতা হতে পারে। মা ও বাবারা তাদের ছেলেমেয়েদের সুসমাচার প্রচারের উপস্থাপনা দেখে গর্বিত হন। এক দম্পতি যাদের ১৫ থেকে ২১ বছরের মধ্যে তিনটি ছেলে আছে, বলেন যে সর্বদাই তাদের অভ্যাস ছিল প্রতি বুধবার স্কুলের পরে এবং প্রতি শনিবার সকালে জনসাধারণ্যে প্রচার কাজে তাদের সন্তানদের সঙ্গ দেওয়া। পিতা বলেছিলেন: “প্রত্যেক বারই আমরা তাদের কিছু শিক্ষা দিই। আমরা নিশ্চিত হয়ে নিই যাতে তা একটি আনন্দের, উৎসাহজনক অভিজ্ঞতা হয়।”

১০. পিতামাতা কিভাবে পরিচর্যা কাজে তাদের সন্তানদের উপকার করতে পারেন?

১০ পরিবার হিসাবে একত্রে প্রচার এবং শিক্ষা দেওয়ার কাজ করা খুবই ফলদায়ক হতে পারে। কখনও কখনও শিশুর সরল কিন্তু আন্তরিক উপস্থাপনায় লোকে অধিক আগ্রহ নিয়ে সাড়া দেয়। তারপর, যদি প্রয়োজন হয় মা অথবা বাবা রয়েছেন সেখানে সাহায্য করতে। বাবামা নিশ্চিত হয়ে নেবেন যাতে তাদের সন্তানেরা উন্নতিমূলক প্রশিক্ষণ পায় ও এইভাবে পরিচারক হয়ে ওঠে যার “লজ্জা করিবার প্রয়োজন নাই, যে সত্যের বাক্য যথার্থরূপে ব্যবহার করিতে জানে।” এইভাবে একত্রে প্রচার পিতামাতাকে সুযোগ দেবে তাদের শিশুর পরিচর্যা কাজে মনোভাব, সফলতা এবং ভদ্র আচরণসকল লক্ষ্য করতে। একটি নিয়মিত কার্যতালিকা রেখে, তারা শিশুর ক্রমোন্নতি দেখেন ও তার বিশ্বাসকে দৃঢ় করতে সঙ্গতিপূর্ণ প্রশিক্ষণ ও উৎসাহ দেন। একই সময়ে, সন্তানেরাও দেখে যে তাদের পিতামাতা পরিচর্যায় এক উত্তম উদাহরণ। এই বিষম ও দৌরাত্ম্যপূর্ণ সময়ে, একটি একত্রিত ও যত্নশীল পরিবাররূপে কাজ করা এমনকি অপরাধ-বহুল পাড়াগুলিতেও কিছু নিরাপত্তা দিতে পারে।—২ তীমথিয় ২:১৫; ফিলিপীয় ৩:১৬.

১১. সত্যের প্রতি কোন শিশুর উদ্যম কী সহজেই হ্রাস করতে পারে?

১১ ছোটরা সহজেই বড়দের আচরণের মধ্যে দ্বৈত মান ধরে ফেলতে পারে। যদি পিতামাতা সত্যের এবং গৃহ থেকে গৃহে পরিচর্যার প্রতি প্রকৃত প্রেম না দেখান, সন্তানেরা যে উদ্যমী হবে তা কদাচিৎ আশা করা যায়। তাই, যে পিতামাতার কোন স্বাস্থ্য সম্পর্কীয় সমস্যা নেই, সন্তানদের সাথে সাপ্তাহিক বাইবেল অধ্যয়নই যদি তাদের শুধুমাত্র ক্ষেত্র পরিচর্যা হয়, তাহলে সন্তানেরা বড় হলে সেই পিতামাতাদের অসন্তুষ্টিজনক ফলাফল ভোগ করতে হতে পারে।—হিতোপদেশ ২২:৬; ইফিষীয় ৬:৪.

১২. কিভাবে কিছু পরিবার যিহোবার কাছ থেকে এক বিশেষ আশীর্বাদ লাভ করতে পারে?

১২ “এক মনে . . . পরিপক্ক” হওয়ার একটি সুবিধা এই যে হয়ত পরিবারে সকলের সহযোগিতা করার দ্বারা অন্তত একজন সদস্য মণ্ডলীতে পূর্ণ-সময় অগ্রগামী পরিচারক হিসাবে কাজ করতে পারবে। সারা বিশ্বে বহু পরিবার এইরূপ করেন এবং সকলেই তাদের অগ্রগামী সদস্যের অভিজ্ঞতা এবং অধিক সফলতা থেকে আশীর্বাদ লাভ করেন।—২ করিন্থীয় ১৩:১১; ফিলিপীয় ২:১-৪.

একত্রে সমস্যাগুলির মোকাবিলা করা

১৩, ১৪. (ক) পরিবারের একতাকে কোন্‌ পরিস্থিতিগুলি নষ্ট করতে পারে? (খ) বহু পারিবারিক সমস্যা কিভাবে রোধ করা যেতে পারে?

১৩ “কঠিন চাপ” এবং “বিপদ” পরিপূর্ণ এই দুরূহ সময়ে, আমরা প্রত্যেকেই সমস্যার অভিজ্ঞতা করি। (২ তীমথিয় ৩:১, রিভাইস্‌ড স্টান্‌ডারড্‌ ভারশান্‌; ফিলিপস্‌) কর্মক্ষেত্রে, স্কুলে, রাস্তায় এবং এমনকি গৃহেও সমস্যাসমূহ রয়েছে। অনেকে ভগ্নস্বাস্থ্য অথবা বহুদিন যাবৎ আবেগজনিত সমস্যায় ভুগছেন, যা কখনও কখনও মানসিক চাপ এবং পরিবারে ভুল বোঝাবুঝির সৃষ্টি করে। এই সমস্ত পরিস্থিতির কিভাবে মোকাবিলা করা যেতে পারে? প্রত্যেকে নিজেদের একটি খোলের ভিতরে গুটিয়ে নিয়ে? একই গৃহে বাস করা সত্ত্বেও নিজেদের আলাদা করে রেখে? না। বরং, আমাদের প্রয়োজন আমাদের ভাবনাচিন্তাগুলি অপরের সাথে বন্টন করা ও সাহায্য চাওয়া। এবং এর জন্য একটি প্রেমময় পারিবারিক বৃত্ত ব্যতিরেকে আর অধিক ভালো স্থান কী হতে পারে?—১ করিন্থীয় ১৬:১৪; ১ পিতর ৪:৮.

১৪ যেমন যে কোন ডাক্তার জানেন, রোগ নিরাময়ের চেয়ে রোগ প্রতিরোধ করা ভাল। পারিবারিক সমস্যাগুলির ক্ষেত্রেও তা সত্য। খোলাখুলি ও সরল আলোচনা প্রায়ই সমস্যাগুলিকে গুরুতর হওয়া থেকে নিবারণ করে। এমনকি যদি গুরুতর সমস্যার উদ্ভব হয়ও, তার মোকাবিলা এবং সমাধানও করা যেতে পারে যদি সেই পরিবার সংশ্লিষ্ট বাইবেল নীতিগুলি একত্রে আলোচনা করে। প্রায়ই সংঘর্ষকে সাবলীল সম্পর্কে পরিণত করা যেতে পারে কলসীয় ৩:১২-১৪ পদে পৌলের বাক্যগুলির প্রয়োগ দ্বারা: “করুণার চিত্ত, মধুর ভাব, নম্রতা, মৃদুতা, সহিষ্ণুতা পরিধান কর। পরস্পর সহনশীল হও, এবং যদি কাহাকেও দোষ দিবার কারণ থাকে, তবে পরস্পর ক্ষমা কর; . . . প্রেম পরিধান কর; তাহাই সিদ্ধির যোগবন্ধন।”

একত্রে আমোদপ্রমোদ করা

১৫, ১৬. (ক) কোন্‌ গুণ খ্রীষ্টীয় পরিবারকে স্বতন্ত্র করে রাখে? (খ) কিছু ধর্ম কি ধরনের ব্যক্তি তৈরি করে এবং কেন?

১৫ যিহোবা একজন সুখী ঈশ্বর এবং সত্য একটি আনন্দ বার্তা—মানবসমাজের জন্য এক আশা। আরও, আত্মার একটি ফল আনন্দ। এই আনন্দ কোন প্রতিযোগিতামূলক ক্রীড়ায় কোন বিজয়ী প্রতিযোগীর ক্ষণিক উল্লাসের তুলনায় অনেক পৃথক। এটি সেই গভীর স্থায়ী পরিতৃপ্তির অনুভূতি যা হৃদয় ছাপিয়ে প্রবাহিত হয় যিহোবার সাথে এক অন্তরঙ্গ সম্পর্ক গড়ে তোলার ফলে। এটি এক আনন্দ যার ভিত্তি হচ্ছেন ঈশ্বর, যে আনন্দ আত্মিক মূল্যবোধ এবং গঠনমূলক সম্পর্কের উপর ভিত্তি করে গড়ে তোলা হয়।—গালাতীয় ৫:২২; ১ তীমথিয় ১:১১.

১৬ সুতরাং, যিহোবার খ্রীষ্টীয় সাক্ষীগণ হিসাবে, আমাদের বিষণ্ণ অথবা বেরসিক হওয়ার কোন প্রয়োজন নেই। কিছু ধর্ম ঐ জাতীয় মানুষ তৈরি করে কারণ তাদের বিশ্বাস নেতিবাচক উপাদানগুলির উপর জোর দেয়। তাদের শিক্ষার ফল হয় এক বিষণ্ণ, নিরানন্দ উপাসনা, যা না বাইবেল অনুযায়ী না ভারসাম্যপূর্ণ। তারা ঈশ্বরের পরিচর্যায় সুখী পরিবার তৈরি করে না। যীশু আমোদপ্রমোদ ও বিশ্রামের প্রয়োজনীয়তা লক্ষ্য করেছিলেন। উদাহরণস্বরূপ, একটি ঘটনায়, তিনি তাঁর শিষ্যদের “বিরলে এক নির্জ্জন স্থানে আসিয়া কিছু কাল বিশ্রাম” নিতে আমন্ত্রণ জানিয়েছিলেন।—মার্ক ৬:৩০-৩২; গীতসংহিতা ১২৬:১-৩; যিরমিয় ৩০:১৮, ১৯.

১৭, ১৮. কোন্‌ উপযুক্ত উপায়গুলি দ্বারা খ্রীষ্টীয় পরিবারসকল অবসর-বিনোদন করতে পারেন?

১৭ একইভাবে পরিবারগুলিরও আনন্দ উপভোগের জন্য সময়ের প্রয়োজন। এক পিতা তার সন্তানদের সম্বন্ধে বলেছিলেন: “আমরা একত্রে অনেক আনন্দদায়ক বিষয় করি—সমুদ্রতীরে যাই, পার্কে বল খেলি, পাহাড়ে বনভোজনের ব্যবস্থা করি। কখনও কখনও, একত্রে পরিচর্যায় একটি ‘অগ্রগামী দিন’ রাখি; তারপর এক বিশেষ ভোজ দ্বারা দিনটি পালন করি এবং এমনকি একে অপরকে উপহারও দিই।”

১৮ অন্যান্য পরামর্শ যেগুলি পিতামাতারা বিবেচনা করতে পারেন সেগুলি হচ্ছে পরিবারের সকলে মিলে চিড়িয়াখানায়, আমোদপ্রমোদের উদ্যানগুলিতে, যাদুঘরে এবং অন্যান্য আকর্ষণীয় স্থানে যাওয়া। অরণ্যে পদব্রজে ভ্রমণ, পক্ষী-নিরীক্ষণ এবং বাগান করাও কিছু বিষয় যা একত্রে উপভোগ করা যেতে পারে। পিতামাতারা তাদের সন্তানদের কোন বাদ্যযন্ত্র বাজাতে শিখতে অথবা কোন ব্যবহারিক শখের পেশাতেও নিযুক্ত হতে উৎসাহ দিতে পারেন। অবশ্যই, ভারসাম্যপূর্ণ পিতামাতারা তাদের ছেলেমেয়েদের সাথে খেলাধূলার জন্য সময় করে নেবেন। পরিবারের সকলে একত্রে খেলাধূলা করলে, তাদের সকলের একত্রে থাকার সম্ভাবনাও বেশি থাকে!

১৯. কোন্‌ আধুনিক প্রবণতা পরিবারের ক্ষতি করতে পারে?

১৯ কিশোরকিশোরীদের মধ্যে এক আধুনিক প্রবণতা হচ্ছে চিত্তবিনোদনের ক্ষেত্রে তারা পরিবার থেকে আলাদা হয়ে নিজেদের ইচ্ছানুযায়ী চলতে চায়। যদিও কোন কিশোর-বয়স্ক ব্যক্তির কিছু শখ অথবা প্রিয় ব্যক্তিগত অবসর-বিনোদন ব্যবস্থা থাকার মধ্যে কোন ক্ষতি নেই, তাহলেও এরূপ আগ্রহকে বাকি পরিবার থেকে স্থায়ীভাবে বিচ্ছিন্ন করে রাখতে দেওয়া বিজ্ঞতার পরিচয় হবে না। বরং, পৌল যা বলেছিলেন আমরা সেই নীতির প্রয়োগ করতে চাই: “প্রত্যেক জন আপনার বিষয়ে নয়, কিন্তু পরের বিষয়েও [লক্ষ্য] রাখ।”—ফিলিপীয় ২:৪.

২০. সম্মেলন ও অধিবেশনগুলি কিভাবে আনন্দদায়ক সময় হতে পারে?

২০ অধিবেশন ও সম্মেলনগুলিতে পরিবারের সকলকে একত্রে বসতে দেখা আমাদের সকলের জন্যই কত আনন্দদায়ক! এইভাবে একটু বড় সন্তানেরা ছোটদের ব্যাপারে প্রায়ই সাহায্য করতে পারে। আরও এই ব্যবস্থা কিছু কিশোর-বয়স্কদের দলরূপে পিছনের সারিতে যাওয়া ও অধিবেশন কার্যক্রমে অল্পই মনোযোগ দেওয়ার প্রবণতাকেও বাধা দেবে। এমনকি সম্মেলনে আসা এবং ফিরে যাওয়ার ভ্রমণও আনন্দজনক হবে যদি কোন্‌ পথে যাওয়া হবে, রাস্তায় কোন্‌ জায়গাগুলি দেখা হবে এবং কোথায় থাকা হবে সেগুলি পরিবারের সাথে আলোচনা করে নেওয়া হয়। কল্পনা করুন যীশুর দিনে পরিবারগুলির জন্য যিরূশালেম পর্যন্ত একত্রে যাত্রা কতই না উত্তেজনাপূর্ণ ছিল!—লূক ২:৪১, ৪২.

একত্রে থাকার আশীর্বাদসকল

২১. (ক) বিবাহে সফলতার জন্য কিভাবে আমরা প্রচেষ্টা করতে পারি? (খ) স্থায়ী বিবাহের জন্য চারটি উত্তম পরামর্শ কী?

২১ বিবাহে সফলতা এবং পারিবারিক একতা অর্জন কখনই সহজে আসেনি এবং সেগুলি হঠাৎ সংঘটিতও হয় না। অনেকে ‘হাল ছেড়ে দেওয়াকেই’ সহজ বলে মনে করেন, বিবাহ-বিচ্ছেদে যান এবং আবার প্রথম থেকে শুরু করতে চেষ্টা করেন। তবুও, একই সমস্যাগুলি প্রায়ই দ্বিতীয় ও তৃতীয় বিবাহেও দেখা যায়। অনেক বেশি ভাল উত্তর হল খ্রীষ্টীয় উত্তরটি: প্রেম এবং সম্মানের বাইবেল নীতিগুলি প্রয়োগ করে সফলতার জন্য প্রচেষ্টা করা। একত্রিত পরিবার নির্ভর করে নিঃস্বার্থপরভাবে দেওয়া এবং নেওয়ার উপর। একজন বিবাহ পরামর্শদাতা বিবাহ স্থায়ী করার জন্য একটি সহজ সূত্র দিয়েছিলেন। তিনি লিখেছিলেন: “চারটি যে বিশেষ গুণ প্রায় সমস্ত সফল বিবাহের মধ্যে দেখা যায় সেগুলি হচ্ছে শুনতে আগ্রহ, ক্ষমা চাওয়ার সামর্থ্য, দৃঢ় মানসিক সহায়তা দানের ক্ষমতা এবং স্নেহের সাথে স্পর্শের ইচ্ছা।” ওই গুণগুলি বাস্তবিকই কোন বিবাহকে স্থায়ী করতে পারে কারণ সেগুলির ভিত্তি দৃঢ় বাইবেল নীতিসকলের উপরেও স্থাপিত রয়েছে।—১ করিন্থীয় ১৩:১-৮; ইফিষীয় ৫:৩৩; যাকোব ১:১৯.

২২. একটি একত্রিত পরিবার থাকার কিছু কী উপকার রয়েছে?

২২ যদি আমরা বাইবেলের পরামর্শ অনুসরণ করি, একটি একত্রিত পরিবারের জন্য আমাদের এক দৃঢ় ভিত্তি থাকবে এবং দৃঢ় পরিবারগুলি এক ঐক্যবদ্ধ ও আত্মিকরূপে শক্তিশালী মণ্ডলীর ভিত্তিস্বরূপ। এইভাবে, আমরা একত্রে আরও অধিক পরিমাণে যিহোবাকে প্রশংসা করে তাঁর প্রচুর আশীর্বাদ পাব। (w93 9/1)

[পাদটীকাগুলো]

a “পরিবার শব্দটি এসেছে ল্যা[টিন] ফ্যামিলিয়া থেকে, আদিতে একটি বৃহৎ গৃহের সকল দাসদাসী ও ক্রীতদাসেরা, পরে গৃহস্বামী, গৃহকর্ত্রী, সন্তানেরা—এবং কর্মচারিবৃন্দ সমেত গৃহটি।”—অরিজিন্‌স—এ শর্ট এটিমলজিকাল্‌ ডিক্‌শনারি অফ্‌ মডার্ন্‌ ইংলিশ্‌, বাই এরিক্‌ পারট্রিজ্‌।

আপনার কি স্মরণে আছে?

▫ পরিবারের জন্য বিষয়গুলি একত্রে করা কেন উপকারজনক?

▫ একটি নিয়মিত পারিবারিক বাইবেল অধ্যয়ন কেন অত্যাবশ্যক?

▫ ক্ষেত্র পরিচর্যায় তাদের সন্তানদের সাথে যোগ দেওয়া কেন পিতামাতাদের জন্য উত্তম?

▫ পারিবারিক বৃত্তের মধ্যে সমস্যাগুলির আলোচনা কেন সাহায্যের হয়?

▫ খ্রীষ্টীয় পরিবারের বিষণ্ণ ও নিরানন্দ হওয়া উচিৎ নয় কেন?

[Pictures on page 10]

আপনার পরিবার কি দিনে অন্তত একবার একত্রে ভোজনের আনন্দ উপভোগ করে?

[Pictures on page 11]

পারিবারিক ভ্রমণগুলি আনন্দদায়ক ও উপভোগ্য হওয়া উচিৎ

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার