ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯৪ ৬/১ পৃষ্ঠা ৩০
  • ঈশ্বর পক্ষপাতিত্ব দেখান না

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ঈশ্বর পক্ষপাতিত্ব দেখান না
  • ১৯৯৪ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • যে স্ত্রী অত্যন্ত ভালবাসা পান
    আপনার পারিবারিক জীবন সুখী করা
  • তাদের বলুন, আপনি তাদের ভালোবাসেন
    যিহোবার সাক্ষিদের অভিজ্ঞতা
১৯৯৪ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯৪ ৬/১ পৃষ্ঠা ৩০

রাজ্যের ঘোষনাকারীরা রিপোর্ট করে

ঈশ্বর পক্ষপাতিত্ব দেখান না

এক হাজার ন’শো বছরেরও আগে, প্রেরিত পৌল সৈন্যদলের শতপতি কর্ণীলিয়কে সাক্ষ্য দিয়ে বলেছিলেন: “আমি সত্যই বুঝিলাম, ঈশ্বর পক্ষপাতিত্ব দেখান না; কিন্তু প্রত্যেক জাতির মধ্যে যে কেহ তাঁহাকে ভয় করে ও ধর্ম্মাচরণ করে, সে তাঁহার গ্রাহ্য হয়।” (প্রেরিত ১০:৩৪, ৩৫, NW) কর্ণীলিয় ঈশ্বরকে ভয় করতেন এবং ধার্মিকতাকে ভালবাসতেন। পিতরের সাক্ষ্যদান তিনি গ্রহণ করেন এবং একজন খ্রীষ্টান হন।

আজকের দিনে একই নীতি সত্য বলে তুলে ধরা হয়​—⁠ঈশ্বর পক্ষপাতিত্ব দেখান না। জার্মানি থেকে পাওয়া এক অভিজ্ঞতা থেকে আমরা এটি লক্ষ্য করি। সংবাদটি বলে:

আমাদের মণ্ডলীর এলাকায়, এক বিরাট রাশিয়ান সৈন্যনিবাস আছে। উনিশশো উননব্বই সালে, বার্লিন প্রাচীর ভেঙে ফেলার অল্প দিন পরেই, প্রাচীনেরা জিজ্ঞাসা করেছিলেন আমাদের মধ্যে কেউ রাশিয়ান ভাষা জানে কি না। আমাদের মধ্যে কয়েকজন জানত এবং আমরা এই এলাকায় কাজ করতে গিয়েছিলাম, যা প্রকৃত আনন্দ এনেছিল। অনেক অভিজ্ঞতাগুলির মধ্যে নিম্নে একটি উল্লেখ করা হয়েছে।

“আমি একজন অবাপ্তাইজিত প্রকাশকের সঙ্গে ছিলাম (পরে যিনি বাপ্তাইজিত হয়েছেন) যখন আমরা সেনাধ্যক্ষের সাথে কথা বলি। সেনাধ্যক্ষটি আমাদের কথা শোনেন এবং তারপর তার সৈন্যদের সাথে কথা বলতে আমাদের আমন্ত্রণ জানান। তিনি বলেন যে তারা যেন অবশ্যই ঈশ্বর ও বাইবেল সম্বন্ধে শোনে, তাই আমরা পুনরায় ফিরে আসার পরিকল্পনা করি।

“আমরা একজন ভগ্নীকে, যিনি ভালভাবে রাশিয়ান ভাষা বলতে পারেন, অনুবাদক হিসাবে আমাদের সাথে যেতে বলি। সেনানিবাসের ক্লাবঘরের মধ্যে আমরা একটি সাহিত্য টেবিল রাখি এবং ৬৮ জন সৈন্যের সাথে কথাবার্তা বলতে ও তাদের প্রশ্নের উত্তর দিতে সমর্থ হই। পরে তারা আনন্দের সাথে ৩৫টি বই এবং প্রায় ১০০টি পত্রিকা নেয়। ক্লাবঘর ছেড়ে যাওয়ার সময়ে আমরা দেখলাম ছোট ছোট দল সাহিত্যগুলি নিয়ে আলোচনা করছে।

“আমরা জুলাই ৪, ১৯৯২ সালে পুনরায় যাওয়ার বন্দোবস্ত করি। সকাল ১০:৫০ মিনিটে পৌঁছানো মাত্র, সেনানিবাসের দ্বাররক্ষক গেটেই আমাদের বলে যে সৈন্যরা আমাদের জন্য অপেক্ষা করছে। এক মেজর আমাদের ক্লাবঘরের মধ্যে নিয়ে আসে আর আমরা একজন মহিলাকে দেখি, যিনি আগেই আমাদের থেকে লাইব্রেরীর জন্য সাহিত্য নেন, তিনি সেনানিবাসের মধ্যে প্ল্যাকার্ড দিয়ে আমাদের আসাকে ঘোষণা করেন। তিন জন ভাই আমাদের পৃথিবীব্যাপী কাজ সম্বন্ধে সংক্ষিপ্ত বক্তৃতা দেন এবং দেখান কেন আমরা বাইবেলের উপর আস্থা রাখি। তারপর আমরা বাইবেল থেকে শ্রোতাদের প্রশ্নের উত্তর দিতে থাকি। প্রশ্নগুলির মধ্যে একটি ছিল, সৈন্যদলে কাজ করার বিষয়ে যিহোবার সাক্ষীদের স্থান কী এবং তাদের মধ্যে কী কেউ সৈন্যদলে কাজ করে? এটির উত্তরে অবাপ্তাইজিত প্রকাশকটি যিনি পূর্বেই আমার সঙ্গী হয়েছিলেন, তার ২৫ বছরের পূর্ব জার্মানিতে সৈন্যবিভাগে, শেষ বছরগুলিতে এয়ার ফোর্সের একজন ক্যাপটেন হিসাবে কাজের বর্ণনা করার সুযোগ পান। কিভাবে তিনি ঈশ্বর ও বাইবেল সম্বন্ধে শেখেন বর্ণনা করেন এবং এখন তিনি একজন যিহোবার সাক্ষী হতে চান। তিনি যা বলেন সৈন্যরা তাতে অভিভূত হয়ে যায়। সাত মিনিটের মধ্যে আমরা যে সাহিত্য এনেছিলাম তা সৈন্যদের হাতে চলে যায় এবং অনেকেই বাইবেল চায়। একটি বইয়ের দোকানে আমরা সাতটি রুশ বাইবেল পাই, যা পেয়ে সৈন্যরা উপলব্ধি প্রকাশ করে। আধ্যাত্মিকভাবে ক্ষুধার্ত এই ব্যক্তিদের বাইবেলের তথ্য প্রদান করতে পেরে প্রকৃতই আনন্দ পেয়েছি এবং আমরা আশা করি তারা এটির উপর কাজ করবে।”

সত্যই ঈশ্বর পক্ষপাতিত্ব দেখান না। তাঁর বাক্যের মাধ্যমে তিনি সহৃদয় ব্যক্তিদের আবেদন করেন, তারা যেই হোক না কেন এবং যেখানেই থাকুক না কেন। তাঁর ও তাঁর পুত্র, যীশু খ্রীষ্টের সম্বন্ধে শিখতে তিনি তাদের আমন্ত্রণ জানান এবং জীবনের সকল স্তর থেকে অনেকেই তা করছে।​—⁠যোহন ১৭:⁠৩.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার