ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯৪ ৬/১ পৃষ্ঠা ৮-১২
  • আপনি কি সঠিক ধর্ম খুঁজে পেয়েছেন?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • আপনি কি সঠিক ধর্ম খুঁজে পেয়েছেন?
  • ১৯৯৪ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • আমরা কিভাবে ঈশ্বরের দৃষ্টিভঙ্গি জানতে পারি?
  • যারা বাইবেল ব্যবহার করে, সকলেই কি সঠিক?
  • সত্য ধর্মের শনাক্তিকরণ চিহ্ন
  • যে-উপাসনা ঈশ্বর অনুমোদন করেন
    বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়?
  • ধর্মের নামে সংঘটিত মন্দ বিষয়গুলো কি শেষ হবে?
    ধর্মের নামে সংঘটিত মন্দ বিষয়গুলো কি শেষ হবে?
১৯৯৪ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯৪ ৬/১ পৃষ্ঠা ৮-১২

আপনি কি সঠিক ধর্ম খুঁজে পেয়েছেন?

“পিতা ঈশ্বরের কাছে শুচি ও বিমল ধর্ম।”​—⁠যাকোব ১:২৭.

১, ২. (ক) অনেকের চিন্তাধারা অনুযায়ী, তাদেরটাই যে সঠিক ধর্ম তা কিভাবে নির্ধারণ করা যায়? (খ) সঠিক ধর্ম নির্ণয় করার সময় গভীরভাবে কী চিন্তা করা উচিত?

আমরা এমন সময়ে বাস করি, যখন অনেকে তাদের জীবনে ধর্মকে খুব সামান্য অংশ দিয়েই সন্তুষ্ট থাকে। তারা হয়ত কিছু ধর্মীয় সভায় উপস্থিত থাকে, কিন্তু খুব কমই নিয়মিত তা করে। অধিকাংশ লোক মনে করে না যে অন্য সকল ধর্ম ভুল ও তাদেরটাই সঠিক। তারা মনে করে, তাদের জন্য তাদের ধর্মটিই ঠিক আছে।

২ এই পরিপ্রেক্ষিতে, আপনি কি সঠিক ধর্ম খুঁজে পেয়েছেন? এই প্রশ্নটির অর্থ হয়ত হতে পারে যে, আপনি কি আপনার পছন্দমত একটি ধর্ম খুঁজে পেয়েছেন আপনার পছন্দ কিসের উপরে নির্ভর করে? আপনার পরিবার? আপনার সঙ্গীসাথী? আপনার নিজের অনুভূতি? এই বিষয়ে ঈশ্বরের দৃষ্টিভঙ্গি সম্বন্ধে আপনি কতটা গুরুত্ব সহকারে চিন্তা করেছেন?

আমরা কিভাবে ঈশ্বরের দৃষ্টিভঙ্গি জানতে পারি?

৩. (ক) যদি ঈশ্বর কী মনে করেন জানতে হয়, তাহলে আমাদের কাছে কি থাকা উচিত? (খ)  বাইবেল ঈশ্বরের কাছ থেকে এসেছে ব্যক্তিগতভাবে কেন তা বিশ্বাস করি, সেই বিষয়ে আমরা নিজেদের কি প্রশ্ন করতে পারি?

৩ আমাদের যদি জানতে হয় যে ঈশ্বর নিজে কী মনে করেন, তাহলে তাঁর কাছ থেকেই কিছু প্রকাশের প্রয়োজন। বাইবেল হল সবচেয়ে প্রাচীন বই যা ঈশ্বরের দ্বারা অনুপ্রাণিত বলে দাবি করে। (২ তীমথিয় ৩:​১৬, ১৭) কিন্তু সত্যিই কি বলা যেতে পারে যে অন্য সব বইয়ের বিপরীতে, এই বইটিতেই সমগ্র মানবজাতির জন্য ঈশ্বরের বার্তা রয়েছে? আপনি কিভাবে এই প্রশ্নটির উত্তর দেবেন ও কেন? আপনার বাবা-মারও একই অভিমত ছিল, সেইজন্য কি? আপনার সঙ্গী সাথীর মতামতের জন্য আপনি কি নিজে প্রমাণ পরীক্ষা করে দেখেছেন? নিম্নোক্ত চারটি প্রমাণসূত্র ধরে এখনই করে দেখুন না কেন?

৪. প্রাপ্তিসাধ্যতা সম্বন্ধে, কি দেখায় যে বাইবেলই ঈশ্বরের কাছ থেকে এসেছে, অন্য কোন বই নয়?

৪ প্রাপ্তিসাধ্যতা: প্রকৃতই ঈশ্বরের কাছ থেকে সম্পূর্ণ মানবজাতির জন্য কোন বার্তা, তাদের কাছে পৌঁছানো দরকার। বাইবেল সম্বন্ধে কি তা বলা যেতে পারে? বিবেচনা করুন: সম্পূর্ণ অথবা আংশিকভাবে বাইবেল এখন ২,০০০টিরও বেশি ভাষায় প্রকাশিত করা হয়েছে। আমেরিকান বাইবেল সোসাইটি অনুযায়ী, প্রায়ই দশ বছর আগে যে সমস্ত ভাষায় বাইবেল ছাপানো হয়েছিল, তাতে পৃথিবীর জনসংখ্যার প্রায় ৯৮ শতাংশের জন্য তা প্রাপ্তিসাধ্য ছিল। গিনিস্‌ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস্‌ যেমন উল্লেখ করেছে, নিঃসন্দেহে বাইবেলের “বিতরণ সংখ্যা পৃথিবীতে সবচেয়ে বেশি।” সমস্ত বর্ণ, জাতি এবং ভাষার লোকেদের জন্য ঈশ্বরের বার্তার কাছ থেকে এটিই আশা করা যায়। (তুলনা করুন প্রকাশিত বাক্য ১৪:⁠৬.) পৃথিবীতে অন্য কোন বইয়ের সম্বন্ধে এই ধরনের রেকর্ড নেই।

৫. বাইবেলের ঐতিহাসিক প্রামাণিকতা কেন এত লক্ষণীয়?

৫ ঐতিহাসিক প্রামাণিকতা: বাইবেলের গল্পগুলি সতর্কতার সাথে পরীক্ষা করলে আরেকটি বিষয় দেখা যায় যেখানে তথাকথিত অন্য পবিত্র পুস্তকগুলি থেকে বাইবেল পৃথক। বাইবেলে ঐতিহাসিক ঘটনা দেওয়া আছে, এমন কোন পৌরাণিক কাহিনী নেই যা প্রমাণ করা যায় না। আর্‌উইন লিন্টন, যিনি একজন উকিল হিসাবে জানতেন যে প্রমাণ করার জন্য আদালতে কিসের প্রয়োজন হয়, তিনি লেখেন: “বীরত্বকাহিনী, উপকথা বা মিথ্যা বিবৃতির ঘটনাগুলি কোন এক সুদূর স্থান বা অনির্দিষ্ট কালে সতর্কভাবে রাখা হলেও, . . . বাইবেলের ঘটনাগুলির ক্ষেত্রে অত্যন্ত যত্নের সাথে তারিখ ও স্থান আমাদের দেওয়া হয়েছে।” (উদাহরণস্বরূপ, ১ রাজাবলি ১৪:২৫; যিশাইয় ৩৬:১; লূক ৩:​১, ২ দেখুন।) বাস্তবতা থেকে রক্ষা পাওয়ার জন্য নয়, কিন্তু যারা সত্যের জন্য ধর্মের আশ্রয় নেয়, তাদের জন্য এই বিষয়টি গুরুত্বপূর্ণ।

৬. (ক) জীবনের সমস্যাগুলি সম্বন্ধে, বাইবেল কিভাবে এক ব্যক্তিকে সাহায্য করে? (খ) কোন্‌ তিনটি উপায়ে একজন ব্যক্তিকে বাস্তবের সাথে মোকাবিলা করতে বাইবেল সাহায্য করে?

৬ বাস্তবিকতা: যারা গুরুত্ব সহকারে বাইবেল পরীক্ষা করেন, তারা সহজেই বুঝতে পারেন যে সেখানে দেওয়া আদেশ ও নীতিগুলি তাদের দুর্বলতার সুযোগ নেওয়ার জন্য দেওয়া হয়নি। পরিবর্তে, এইগুলির মাধ্যমে এমন একটি জীবনধারা দেওয়া হয়েছে, যারা তা পালন করবে তাদের প্রতি উপকার আসবে। (যিশাইয় ৪৮:​১৭, ১৮) বাইবেল সঙ্কটাপন্ন ব্যক্তিদের যে সান্ত্বনা দেয় তা ভিত্তিহীন নয়, ভ্রান্ত দর্শনবাদের উপরে আধারিত নয়। বরং, জীবন কঠোর বাস্তবের সঙ্গে মোকাবিলা করতে সেগুলি মানুষকে সাহায্য করে। কিভাবে? তিনটি উপায়ে: (১) সমস্যা কিভাবে সমাধান করতে হবে সেই বিষয়ে নির্ভরযোগ্য উপদেশ দিয়ে, (২) এখন ঈশ্বর তাঁর সেবকদের প্রেমের সাথে যেভাবে সমর্থন করেন, তা কিভাবে লাভ করা যায় তা ব্যাখ্যা করে এবং (৩) যারা ঈশ্বরের সেবা করে তাদের জন্য যে অপূর্ব ভবিষ্যৎ আছে তা প্রকাশ করে আর সেই প্রতিজ্ঞায় বিশ্বাস করার জন্য কী দৃঢ় প্রমাণ আছে তা জানিয়ে।

৭. (ক) টীকাতে দেওয়া শাস্ত্রের সাহায্যে, যে কোন একটি মূল বিষয় যা আজকে লোককে ভাবিয়ে তুলছে, সেই সম্বন্ধে বাইবেলের উত্তর বুঝিয়ে দিন। (খ) বাইবেলের উপদেশ কিভাবে সুরক্ষা দেয় অথবা প্রবল চাপের মোকাবিলা করতে সাহায্য করে তা দেখিয়ে দিন।

৭ যারা কর্তৃত্বের অধীন হতে চায় না এবং ভোগপরায়ণ জীবন যাপন করে, তাদের কাছে বাইবেলের উপদেশ জনপ্রিয় না হলেও, তাদের মধ্যে অনেকে বুঝতে পেরেছে যে সেই ধরনের জীবন যাপন করলে প্রকৃতই সুখ পাওয়া যায় না। (গালাতীয় ৬:​৭, ৮) গর্ভপাত, বিবাহবিচ্ছেদ এবং সমকামিতা সম্বন্ধে প্রশ্নের স্পষ্ট উত্তর বাইবেল দেয়। বাইবেলের উপদেশ, ড্রাগ ও মদের অপব্যবহার এবং দূষিত রক্ত বা যৌন যথেচ্ছাচারিতার জন্য এইডস্‌ হওয়া থেকে সুরক্ষা দেয়। কিভাবে সুখী পরিবার গড়তে হয়, তাও বাইবেল দেখায়। সেখানে এমন উত্তর দেওয়া হয়েছে যা লোকেদের প্রবল চাপের মোকাবিলা করতে সাহায্য করে, যার অন্তর্ভুক্ত নিকট আত্মীয়দের সাথে মনোমালিন্য, মারাত্মক অসুস্থতা এবং কোন প্রিয়জনের মৃত্যু। গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে বেছে নিতে তা আমাদের সাহায্য করে, যাতে আমাদের জীবন অর্থপূর্ণ হয়ে ওঠে, অনুতাপে যেন ভরে না ওঠে।a

৮, ৯. (ক) বাইবেল যে অনুপ্রাণিত, তার প্রমাণ হিসাবে কোন্‌ ভবিষ্যদ্বাণী আপনাকে ব্যক্তিগতভাবে প্রভাবিত করেছে? (খ) বাইবেলের ভবিষ্যদ্বাণী উৎস সম্বন্ধে কি প্রমাণ করে?

৮ ভবিষ্যদ্বাণী: ভবিষ্যদ্বাণীর বই হিসাবে বাইবেল অদ্বিতীয়, যেখানে পুঙ্খানুপুঙ্খভাবে বলা আছে ভবিষ্যতে কী ঘটবে। প্রাচীন সোরের ধ্বংস, বাবিলনের পতন, যিরূশালেমের পুনর্নিমাণ, মাদিয়-পারসিক ও গ্রীক রাজাদের উত্থান ও পতন এবং যীশু খ্রীষ্টের জীবনের বহু ঘটনা সম্বন্ধে সেখানে আগে থেকে বলা হয়েছে। এই শতাব্দীতে জগৎ পরিস্থিতি যেরকম হয়ে দাঁড়িয়েছে ও তার তাৎপর্য সম্বন্ধেও বাইবেল বিশদভাবে ভবিষ্যদ্বাণী করেছে। মানব শাসকেরা যে সমস্যাগুলির জন্য বিভ্রান্ত হয়ে পড়েছে তার সমাধান কিভাবে হবে তা দেখানো হয়েছে এবং মানবজাতির জন্য শাসক স্থায়ী শান্তি ও নিরাপত্তা নিয়ে আসবে, তাকেও শনাক্ত করা হয়েছে।b​—⁠যিশাইয় ৯:​৬, ৭; ১১:​১-৫, ৯; ৫৩:​৪-৬.

৯ লক্ষণীয় যে, নির্ভুলভাবে ভবিষ্যদ্বাণী করাকে বাইবেল ঈশ্বরত্বের প্রমাণ হিসাবে প্রদর্শন করেছে। (যিশাইয় ৪১:​১–৪৬:১৩) যে তা করতে পারে অথবা তা করতে অন্যদের অনুপ্রাণিত করতে পারে সে শুধুমাত্র একটি প্রাণহীন মূর্তি নয়। সে কোন সাধারণ ভক্তও নয়। তিনি সত্য ঈশ্বর এবং যে বইতে এই ধরনের ভবিষ্যদ্বাণী আছে, তা হল তাঁর বাক্য।​—⁠১ থিষলনীকীয় ২:১৩.

যারা বাইবেল ব্যবহার করে, সকলেই কি সঠিক?

১০, ১১. যীশু যেরকম দেখিয়েছিলেন, পাদ্রিবর্গ হয়ত বাইবেল ব্যবহার করলেও, ধর্মকে কী হয়ত মূল্যহীন করে দিতে পারে?

১০ তাহলে, সমস্ত ধর্মীয় সম্প্রদায় যারা বাইবেল ব্যবহার করে বলে দাবি করে, তাদের সকলেই যে সঠিক ধর্ম শিক্ষা দিচ্ছে, তা মনে করা কি যুক্তিসম্মত​—⁠অথবা, আরও গুরুত্বপূর্ণ​—⁠তা কি শাস্ত্রসম্মত? সকলেই যারা বাইবেল সঙ্গে রাখে অথবা সেখান থেকে উদ্ধৃতি করে, তারা কি সঠিক ধর্ম পালন করছে?

১১ পাদ্রিবর্গের অনেকে, যদিও তাদের কাছে বাইবেল আছে, তবুও তারা নিজেদের মহিমান্বিত করার জন্য ধর্মকে ব্যবহার করে। বিশুদ্ধ সত্যের সাথে তারা ঐতিহ্য এবং মানব দর্শনবাদ মিশিয়ে দেয়। তাদের উপাসনা কি ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য? প্রথম শতাব্দীর যিরূশালেমের ধর্মীয় নেতারা, যারা ঠিক তাই করছিল, তাদের প্রতি ভাববাদী যিশাইয়ের মাধ্যমে ঈশ্বরের ঘোষণা উপযুক্তরূপেই প্রয়োগ করে যীশু বলেছিলেন: “এই লোকেরা ওষ্ঠাধরে আমার সমাদর করে, কিন্তু ইহাদের অন্তঃকরণ আমা হইতে দূরে থাকে; এবং ইহারা অনর্থক আমার আরাধনা করে, মনুষ্যদের আদেশ ধর্ম্মসূত্র বলিয়া শিক্ষা দেয়।” (মথি ১৫:​৮, ৯; ২৩:​৫-১০) স্পষ্টতই এই ধরনের ধর্ম সঠিক ধর্ম নয়।

১২, ১৩. (ক) একজন ব্যক্তির ধর্ম সঠিক কি না, তা নির্ণয় করতে গির্জার সদস্যদের জীবনধারা কি করে সাহায্য করবে? (খ) ঈশ্বর আমাদের উপসনাকে কেমন ভাবে নেবেন যদি আমরা এমন সঙ্গী বেছে নিই যাদের তিনি পরিত্যাগ করেছেন? (২ বংশাবলি ১৯:⁠২)

১২ কোন ধর্মের শিক্ষার ফল, যা সেই ধর্মের সক্রিয় সদস্যদের জীবনে দেখা যায়, তা যদি খারাপ হয় তাহলে কী? পর্বতে দত্ত উপদেশে যীশু সাবধান করে দিয়েছিলেন: “ভাক্ত ভাববাদিগণ হইতে সাবধান; . . . তোমরা তাহাদের ফল দ্বারাই তাহাদিগকে চিনিতে পারিবে। . . . প্রত্যেক ভাল গাছে ভাল ফল ধরে, কিন্তু মন্দ গাছে মন্দ ফল ধরে।” (মথি ৭:​১৫-১৭) ব্যক্তিবিশেষ হয়ত ভুল করতে পারে এবং তাদের সংশোধনের প্রয়োজন হতে পারে। কিন্তু, গির্জার সদস্যেরা, এমনকি পাদ্রিরা যখন ব্যভিচার, পারদার্য, মারামারি, মত্ততা, লোভ, মিথ্যা, প্রেতচর্চা, মূর্তিপূজা-এইগুলির কোন একটি বা সবকটি করে বা বলে​—⁠কিন্তু কোন শাসন করা হয় না এবং যারা এইসব অবিরত করে যায় তাদের মণ্ডলী থেকে বহিষ্কৃত করা হয় না, তখন পরিস্থিতি অন্যরকম। বাইবেল পরিষ্কারভাবে জানায় যে যারা এইসব করে তাদের মণ্ডলী থেকে বহিষ্কৃত করা উচিত; ঈশ্বরের রাজ্যে তাদের কোন স্থান থাকবে না। (গালাতীয় ৫:​১৯-২১) তাদের উপাসনায় ঈশ্বর খুশি নন এবং আমরা যদি তাদের সঙ্গে মেলামেশা করি যাদের ঈশ্বর পরিত্যাগ করেছেন, তাহলে আমাদের উপাসনাও তাঁর পছন্দ হবে না।​—⁠১ করিন্থীয় ৫:​১১-১৩; ৬:​৯, ১০; প্রকাশিত বাক্য ২১:⁠৮.

১৩ স্পষ্ট বোঝা যায় যে বাইবেলে যে সত্য ধর্ম দেওয়া আছে, তা মেনে চলে বলে যারা দাবি করে, সেই সবকটি দলই তা পালন করে না। তাহলে, সত্য ধর্মের শনাক্তিকরণ চিহ্ন হিসাবে বাইবেলে কী দেওয়া আছে?

সত্য ধর্মের শনাক্তিকরণ চিহ্ন

১৪. (ক) সত্য ধর্মের সমস্ত ভিত্তি কী? (খ) ঈশ্বর ও প্রাণ সম্বন্ধে খ্রীষ্টীয় জগতের শিক্ষা কি এই পরীক্ষায় দাঁড়াতে পারে?

১৪ সত্য ধর্মের শিক্ষার ভিত্তি অনুপ্রাণিত শাস্ত্রের উপরে দৃঢ়ভাবে স্থাপিত। “ঈশ্বর-নিশ্বসিত প্রত্যেক শাস্ত্রলিপি আবার শিক্ষার, অনুযোগের, সংশোধনের, . . . নিমিত্ত উপকারী,” (২ তীমথিয় ৩:১৬) কিন্তু পবিত্র বাইবেলে কোথায় খ্রীষ্ট জগতের ত্রিত্ব সম্বন্ধে বলা আছে? আর পাদ্রিরা যেমন শিক্ষা দেয়, বাইবেলে কোথায় শিক্ষা দেওয়া হয় যে মানুষের একটি আত্মা আছে যা শরীরের মৃত্যুর পরেও বেঁচে থাকে? আপনি কি কখনও কোন পাদ্রিকে বলেছেন, সেই শিক্ষাগুলি আপনাকে বাইবেল থেকে দেখিয়ে দিতে? দ্যা নিউ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা জানায়: “ত্রিত্ব শব্দটি অথবা শিক্ষাটি স্পষ্টভাবে নূতন নিয়মে নেই।” (১৯৯২, মাইক্রোপিডিয়া, খণ্ড ১১, পৃষ্ঠা ৯২৮) আর নিউ ক্যাথলিক এনসাইক্লোপিডিয়া স্বীকার করে: “প্রেরিতদের মধ্যে, এইধরনের চিন্তাধারা বা দৃষ্টিভঙ্গির ধারেকাছেও কিছু ছিল না।”(১৯৬৭, খণ্ড ১৪, পৃষ্ঠা ২৯৯) মৃত্যুর সময়ে দেহ থেকে পৃথক হয়ে যাওয়া একটি আত্মা সম্বন্ধে খ্রীষ্টজগতের ধারণার ক্ষেত্রে, গির্জার পণ্ডিতেরা স্বীকার করে যে গ্রীক দর্শনবাদ থেকে তারা এই দৃষ্টিভঙ্গিটি ধার করেছে। কিন্তু সত্য ধর্মে, বাইবেলের সত্যকে উপেক্ষা করে মানব দর্শনবাদকে গ্রহণ করা হয় না।​—⁠আদিপুস্তক ২:৭; দ্বিতীয় বিরণ ৬:৪; যিহিষ্কেল ১৮:৪; যোহন ১৪:২৮.

১৫. (ক) একমাত্র যাঁকে উপাসনা করা যেতে পারে, বাইবেল কিভাবে তাঁকে শনাক্ত করে? (খ) তাঁর নিকটবর্তী হওয়া সম্বন্ধে সত্য উপাসকেরা কি মনে করে?

১৫ সত্য ধর্মে একমাত্র সত্য ঈশ্বর, যিহোবার উপাসনা করা শিক্ষা দেওয়া হয়। (দ্বিতীয় বিবরণ ৪:৩৫; যোহন ১৭:⁠৩) দ্বিতীয় বিরবণ ৫:৯ পদের মূল বক্তব্য বলতে গিয়ে, যীশু খ্রীষ্ট দৃঢ়তার সাথে বলেছিলেন: “তোমার ঈশ্বর যিহোবাকেই উপাসনা করবে, একমাত্র তাঁরই আরাধনা করবে।” (মথি ৪:​১০, NW) এর সাথে সমতা রেখে, যীশু তাঁর শিষ্যদের তাঁর পিতার নাম জানিয়েছিলেন। (যোহন ১৭:২৬) আপনার ধর্ম কি যিহোবার উপাসনা করা আপনাকে শিখিয়েছে? সেই নামের দ্বারা যে ব্যক্তি প্রকাশ পায়, তাঁকে​—⁠তাঁর উদ্দেশ্য, তাঁর কার্যসকল, তাঁর গুণাবলী কি আপনি জেনেছেন​—⁠যাতে তাঁর নিকটবর্তী হতে আপনি সাচ্ছ্বন্দ্য বোধ করবেন? আপনার ধর্ম যদি সত্যি হয়, তাহলে এই সবকিছুর উত্তর হবে হ্যাঁ।​—⁠লূক ১০:২২; ১ যোহন ৫:১৪.

১৬. যারা সক্রিয়ভাবে সত্য ধর্ম মেনে চলে তাদের জন্যে খ্রীষ্টের প্রতি বিশ্বাসের অর্থ কী?

১৬ উপাসনার একটি গুরুত্বপূর্ণ অংশ যা ঈশ্বরের কাছে প্রীতিজনক, তা হল তাঁর পুত্র, যীশু খ্রীষ্টের প্রতি বিশ্বাস রাখা। (যোহন ৩:৩৬; প্রেরিত ৪:১২) শুধুমাত্র বিশ্বাস করা যে তাঁর অস্তিত্ব ছিল বা তিনি একজন মহাপুরুষ ছিলেন, এর অর্থ তা নয়। বরং এর অন্তর্ভুক্ত যীশুর সিদ্ধ মানব জীবনের বলিদানের মূল্য উপলব্ধি করা এবং স্বর্গীয় রাজা হিসাবে তাঁর অধিকারকে স্বীকার করা। (গীতসংহিতা ২:​৬-৮; যোহন ৩:১৬; প্রকাশিত বাক্য ১২:১০) যারা সত্য ধর্ম পালন করে, তাদের সঙ্গে যদি আপনার যোগাযোগ থাকে, তাহলে আপনি জানেন যে দৈনন্দিন জীবনে তারা যীশুর কথা মেনে চলতে, তাঁর উদাহরণ অনুকরণ করতে এবং তিনি যে কাজ তাঁর শিষ্যদের দিয়েছিলেন তা ব্যক্তিগতভাবে এবং উদ্যোগ সহকারে করতে কঠোর চেষ্টা করে। (মথি ২৮:​১৯, ২০; যোহন ১৫:১৪; ১ পিতর ২:২১) আপনি যাদের সাথে উপাসনা করেন তাদের ক্ষেত্রে এইসব যদি সত্যি না হয়, তাহলে আপনাকে অন্য কোথাও দেখতে হবে।

১৭. কেন সত্য উপাসকেরা সতর্ক থাকে তাদের উপরে জগতের প্রভাব না পড়ে, আর এর অন্তর্ভুক্ত কী?

১৭ সত্য উপাসনা, রাজনীতি এবং জাগতিক দ্বন্দ্ববিদ্বেষের দ্বারা কলুষিত হয় না। (যাকোব ১:২৭) কেন হয় না? কারণ যীশু তাঁর শিষ্যদের সম্বন্ধে বলেছিলেন: “তাহারা জগতের নয়, যেমন আমিও জগতের নই।” (যোহন ১৭:১৬) যীশু রাজনীতিতে অংশ নিতেন না এবং তিনি তাঁর শিষ্যদের অস্ত্রগ্রহণ করতে বারণ করেছিলেন। (মথি ২৬:৫২) ঈশ্বরের বাক্য যা বলে, তা যারা হৃদয়ে গ্রহণ করে তারা আর ‘যুদ্ধ অভ্যাস করে না।’ (যিশাইয় ২:​২-৪) কোন ধর্মের এই যোগ্যতা না থাকলে, তার সঙ্গে যদি আপনার সামান্য যোগাযোগও থাকে, তাহলেও আপনাকে তার সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করতে হবে।​—⁠যাকোব ৪:৪; প্রকাশিত বাক্য ১৮:​৪, ৫.

১৮. (ক) সত্য ধর্মের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হিসাবে যোহন ১৩:৩৫ পদ কোন্‌ বিষয়কে শনাক্ত করেছে? (খ) আপনি কি করে একজনকে নির্ণয় করতে সাহায্য করতে পারেন যে কোন্‌ দল যোহন ১৩:৩৫ অনুযায়ী চলে?

১৮ সত্য ধর্মে নিঃস্বার্থ প্রেম শিক্ষা দেওয়া ও পালন করা হয়। (যোহন ১৩:৩৫; ১ যোহন ৩:​১০-১২) এই ধরনের প্রেম সম্বন্ধে শুধুমাত্র ধরমোপদেশ দেওয়া হয় না। সমস্ত বর্ণ, সামাজিক স্তর, ভাষা, জাতির লোকেদের এই প্রেম প্রকৃত ভ্রাতৃত্বে একত্রিত করতে পারে। (প্রকাশিত বাক্য ৭:​৯, ১০) জগতের থেকে সত্য খ্রীষ্টানদের তা পৃথক করে। যদি আপনি ইতিমধ্যেই না গিয়ে থাকেন, তাহলে যিহোবার সাক্ষীদের কিংডম হলে সভায় এবং আরও বড় সম্মেলনে যাওয়ার ব্যবস্থা করুন। (যাকোব ১:২৭) যে কোন অন্য ধর্মে আপনি যা দেখেছেন তার সাথে তুলনা করুন। তারপর নিজেকে জিজ্ঞাসা করুন, ‘কারা সত্য ধর্ম পালন করে?’

১৯. (ক) মানবজাতির সমস্যাগুলির স্থায়ী সমাধান হিসাবে সত্য ধর্ম কী সমাধান দেয়? (খ) যে দল সত্য ধর্মকে পালন করে তাদের কী করা উচিত?

১৯ মানবজাতির সমস্যাগুলির স্থায়ী সমাধান হিসাবে সত্য ধর্মে ঈশ্বরের রাজ্যকে স্বীকৃতি দেওয়া হয়। (দানিয়েল ২:৪৪; ৭:​১৩, ১৪; ২ পিতর ৩:১৩; প্রকাশিত বাক্য ২১:​৪, ৫) খ্রীষ্টজগতের কোন গির্জা কি তা করে? ঈশ্বরের রাজ্য এবং তা কি করবে সেই বিষয়ে শাস্ত্র যা দেখায়, একজন পাদ্রিকে তা ব্যাখ্যা করতে শেষ বার আপনি কখন শুনেছেন? যে সংগঠনের সঙ্গে আপনি যুক্ত আছেন তা কি অন্যদের সাথে ঈশ্বরের রাজ্য সম্বন্ধে কথা বলতে আপনাকে উৎসাহ দেয়, আর যদি দেয় তাহলে সমস্ত সদেস্যরা কি তাতে অংশগ্রহণ করে? যীশু এই ধরনের সাক্ষ্য দিয়েছিলেন; তাঁর প্রথম শিষ্যেরাও দিয়েছিলেন। আপনিও এই কাজে অংশ নিতে সুযোগ পেতে পারেন। এই কাজ হল এখন পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ।​—⁠মথি ২৪:১৪.

২০. সত্য ধর্মকে শনাক্ত করা ছাড়া, আমাদের আরও কী করা উচিত?

২০ হাজার হাজার ধর্ম থাকলেও, এই বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে থেকে বেরিয়ে এসে সত্য ধর্মকে শনাক্ত করতে বাইবেল আমাদের সাহায্য করে। কিন্তু শনাক্ত করা ছাড়া আরও কিছু আমাদের করতে হবে সত্য ধর্ম পালন করা গুরুত্বপূর্ণ। এর সাথে কী জড়িত আছে, তা বিশদভাবে পরের প্রবন্ধে আলোচনা করা হবে।

[পাদটীকাগুলো]

a গর্ভপাত: প্রেরিত ১৭:২৮; গীতসংহিতা ১৩৯:​১, ১৬; যাত্রাপুস্তক ২১:​২২, ২৩. বিবাহবিচ্ছেদ: মথি ১৯:​৮, ৯; রোমীয় ৭:​২, ৩. সমকামিতা: রোমীয় ১:​২৪-২৭; ১ করিন্থীয় ৬:​৯-১১. ড্রাগ ও মদের অপব্যবহার: ২ করিন্থীয় ৭:১; লূক ১০:​২৫-২৭; হিতোপদেশ ২৩:​২০, ২১; গালাতীয় ৫:​১৯-২১. রক্ত ও যথেচ্ছাচারিতা: প্রেরিত ১৫:​২৮, ২৯; হিতোপদেশ ৫:​১৫-২৩; যিরমিয় ৫:​৭-৯. পরিবার: ইফিষীয় ৫:​২২–৬:৪; কলসীয় ৩:​১৮-২১. পরিত্যাগ: গীতসংহিতা ২৭:১০; মালাখি ২:​১৩-১৬; রোমীয় ৮:​৩৫-৩৯. অসুস্থতা: প্রকাশিত বাক্য ২১:​৪, ৫; ২২:​১, ২; তীত ১:২; গীতসংহিতা ২৩:​১-৪. মৃত্যু: যিশাইয় ২৫:৮; প্রেরিত ২৪:১৫. মুখ্য বিষয়: মথি ৬:​১৯-৩৪; লূক ১২:​১৬-২১; ১ তীমথিয় ৬:​৬-১২.

b এই ধরনের ভবিষ্যদ্বাণী ও তাদের পরিপূর্ণতার জন্য বাইবেল​—⁠ঈশ্বরের অথবা মানুষের বাক্য? বইয়ের ১১৭:৬১ পৃষ্ঠা এবং শাস্ত্র থেকে যুক্তি করা বইয়ের ৬০-২, ২২৫-৩২, ২৩৪-৪০ পৃষ্ঠা দেখুন। দুটি বইই ওয়াচটাওয়ার বাইবেল অ্যান্ড ট্র্যাক্ট সোসাইটি অফ নিউ ইয়র্ক, ইংক্‌. দ্বারা প্রকাশিত।

আপনি কিভাবে উত্তর দেবেন?

▫ সঠিক ধর্মকে শনাক্ত করতে, কার দৃষ্টিভঙ্গি সবচেয়ে গুরুত্বপূর্ণ?

▫ কোন্‌ চারটি প্রমাণ, ঈশ্বরের বাক্য হিসাবে বাইবেলকে চিহ্নিত করে?

▫ যে ধর্মগুলি বাইবেল ব্যবহার করে, তাদের সবকটিই কেন ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য নয়?

▫ একটি মাত্র সত্য ধর্মের ছটি শনাক্তিকরণ চিহ্ন কী কী?

[১০ পৃষ্ঠার বাক্স]

যিহোবার সাক্ষীরা . . .

◆ তাদের সমস্ত শিক্ষা বাইবেলের উপরে ভিত্তি করে।

◆ একমাত্র সত্য ঈশ্বর যিহোবার উপাসনা করে।

◆ যীশু খ্রীষ্টের উপরে তাদের বিশ্বাসের সাথে সামঞ্জস্য রেখে চলে।

◆ বাজনীতি ও জাগতিক মারামারিতে জড়িত থাকে না।

◆ দৈনন্দিন জীবনে নিঃস্বার্থ প্রেম দেখানোর চেষ্টা করে।

◆ মানবজাতির সমস্যাগুলির স্থায়ী সমাধান হিসাবে ঈশ্বরের রাজ্যকে ঘোষণা করে।

[৯ পৃষ্ঠার চিত্র]

বাইবেল​—⁠কী ইঙ্গিত করে যে এর মধ্যে সমস্ত মানবজাতির জন্য ঈশ্বরের বার্তা আছে?

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার