পরিচালক গোষ্ঠীতে সংযোজন
যিহোবার সাক্ষীদের পরিচালক গোষ্ঠীর কর্মীবৃন্দকে বৃদ্ধি করার উদ্দেশ্যে জুলাই ১, ১৯৯৪ থেকে ১১ জন প্রাচীনের সেবাতে এখন আরও একজন সদস্যকে যুক্ত করা হয়েছে। নতুন সদস্যটি হলে গেরিট লোশ।
ভাই লোশ পূর্ণ-সময়ের সেবা শুরু করেন নভেম্বর ১, ১৯৬১ এবং একচল্লিশতম ওয়াচটাওয়ার বাইবেল স্কুল অফ গিলিয়েড ক্লাস থেকে গ্রাজুয়েট হন। ১৯৬৩ থেকে ১৯৭৬ সাল পর্যন্ত তিনি অস্ট্রিয়াতে সীমা এবং জেলার কাজ করেন। তিনি ১৯৬৭ সালে বিবাহ করে এবং তিনি এবং তার স্ত্রী, মেরিট পরে ভিয়েনাতে অস্ট্রিয়ার বেথেল পরিবারের সদস্য হিসাবে ১৫ বছর পরিচর্যা করেন। চার বছর আগে তারা ব্রুকলিন, নিউ ইয়র্ক-এর সমিতির প্রধান কার্যালয়ে বদলি হন, যেখানে ভাই লোশ একসিকিউটিভ দপ্তরে পরিচর্যা গোষ্ঠীর সহকারী হিসাবে কাজ করেন। ইউরোপীয় ক্ষেত্রে তার অভিজ্ঞতা এবং জার্মান, ইংরাজি, রোমানিয়ান এবং ইটালিয়ান ভাষায় তার জ্ঞান, পরিচালক গোষ্ঠীর কাজে এক মূল্যবান দান হবে।