ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯৪ ১১/১ পৃষ্ঠা ১৭-২১
  • ইয়োব সহ্য করেছিলেন—আমরাও তা করতে পারি!

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ইয়োব সহ্য করেছিলেন—আমরাও তা করতে পারি!
  • ১৯৯৪ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • একটি গুরুত্বপূর্ণ বিচার্য বিষয়
  • শয়তান আক্রমণ করে!
  • আরও বড় দুঃখ আসে
  • বিচার্য বিষয়টি আরও চরম হয়ে ওঠে
  • তিনজন গর্বিত প্রতারক
  • ইয়োবের অভিযোগকারীদের আক্রমণ
  • আমরাও সহ্য করতে পারি
  • ইয়োব যিহোবার নামকে উচ্চীকৃত করেছিলেন
    ২০০৯ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • ইয়োব বইয়ের প্রধান বিষয়গুলো
    ২০০৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • “তোমরা সদাপ্রভুর উপর আশা রাখ”
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২২
  • ইয়োব—ধৈর্যশীল ও নীতিনিষ্ঠ এক ব্যক্তি
    ২০০৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
১৯৯৪ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯৪ ১১/১ পৃষ্ঠা ১৭-২১

ইয়োব সহ্য করেছিলেন​—⁠আমরাও তা করতে পারি!

“দেখ! যারা সহ্য করেছে তাদের আমরা সুখী বলি।”​—⁠যাকোব ৫:​১১, NW.

১. একজন বয়স্ক খ্রীষ্টান তার সমস্যা সম্বন্ধে কী বলেন?

‘দিয়াবল আমার পিছনে ধাবমান! আমার ঠিক ইয়োবের মত মনে হচ্ছে! যিহোবার সাক্ষীদের প্রধান কার্যালয়ে এ. এইচ. ম্যাকমিলন তার এক ঘনিষ্ঠ বন্ধুর কাছে ঠিক এইভাবে তার অনুভূতি প্রকাশ করেন। আগস্ট ২৬, ১৯৬৬ সালে ৮৯ বছর বয়সে ভাই ম্যাকমিলন তার পার্থিব জীবন শেষ করেন। তিনি জানতেন যে তার মত অভিষিক্ত খ্রীষ্টানদের বিশ্বস্ত সেবার প্রতি সম্মান, “তাহাদের সঙ্গে সঙ্গে চলে!” (প্রকাশিত বাক্য ১৪:১৩) সত্যই, পুনরুত্থানের দ্বারা স্বর্গেতে তারা অমর জীবন লাভ করে বলে তারা যিহোবার পরিচর্যা করেই চলে। ভাই ম্যাকমিলান সেই পুরস্কার পেয়েছেন জেনে তার বন্ধুরা খুব আনন্দিত হন। তবুও, তার শেষ দিনগুলিতে তিনি বিভিন্ন সমস্যার মোকাবিলা করেন যার অন্তর্ভুক্ত ছিল স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা, যা তাকে ঈশ্বরের প্রতি বিশ্বস্ততা ভাঙ্গবার শয়তানের যে প্রচেষ্টা সেই বিষয়ে সচেতন করে তোলে।

২, ৩. ইয়োব কে ছিলেন?

২ যখন ভাই ম্যাকমিলন বলেন যে তিনি ইয়োবের মত অনুভব করছেন, তিনি ইঙ্গিত করছিলেন সেই ব্যক্তির কথা যিনি বিশ্বস্ততার মহান পরীক্ষাগুলি সহ্য করেছিলেন। সম্ভবত ইয়োব উত্তর আরবে “ঊষ দেশে” বাস করতেন। নোহের পুত্র শেমের বংশধর ছিলেন তিনি যিহোবার উপাসক ছিলেন। যোষেফের মৃত্যুর কিছু পরে এবং মোশি নিজেকে যখন সৎ প্রমাণ করার মধ্যবর্তী সময়ে সম্ভবত ইয়োবের পরীক্ষা ঘটে। সেই সময়ে ঈশ্বর ভক্তির ক্ষেত্রে তার মতন আর পৃথিবীতে কেউ ছিলেন। যিহোবা ইয়োবকে অনিন্দনীয়, সৎ, ঈশ্বর-ভীরু ব্যক্তি বলে মনে করতেন।​—⁠ইয়োব ১:​১, ৮.

৩ “পূর্ব্বদেশের লোকদের মধ্যে সেই ব্যক্তি সর্ব্বাপেক্ষা মহান্‌” হওয়ার দরুন ইয়োবের অনেক ভৃত্য এবং তার পশুসমূহের সংখ্যা ১১,৫০০ ছিল। আজকালের ঈশ্বরতুল্য পিতাদের মত ইয়োবও হয়ত তার সাতটি পুত্র এবং তিনটি কন্যাকে যিহোবা সম্বন্ধে শিখিয়েছিলেন। এমনকি যখন তারা তার কাছ থেকে দূরে থাকতে আরম্ভ করে, তখনও যদি তারা পাপ করে থাকে তাই তিনি তাদের জন্য পরিবারের যাজক হিসাবে বলি উৎসর্গ করেন।—ইয়োব ১:২-৫.

৪. (ক) নির্যাতিত খ্রীষ্টানদের কেন ইয়োবের কথা বিবেচনা করা দরকার? (খ) ইয়োবের সম্বন্ধে আমরা কোন্‌ কোন্‌ প্রশ্ন বিবেচনা করব?

৪ ইয়োব হল এমন ব্যক্তি যাকে নির্যাতিত খ্রীষ্টানদের ধৈর্য সহকারে সহ্যশক্তি বাড়ানোর জন্য চিন্তা করা উচিত। “দেখ” শিষ্য যাকোব লেখেন। “যারা সহ্য করেছে, তাদের আমরা সুখী বলি। তোমরা ইয়োবের সহ্যশক্তির কথা শুনেছো, যিহোবার পরিণামও দেখেছ, ফলত যিহোবা অতিশয় স্নেহপূর্ণ ও দয়াময়।” (যাকোব ৫:১১) ঠিক ইয়োবের মত, যীশুর অভিষিক্ত অনুগামীদের এবং আজকের দিনের “বিস্তর লোক”-এর সফলভাবে বিশ্বাসের পরীক্ষাগুলি অতিক্রম করার জন্য সহ্যশক্তির প্রয়োজন। (প্রকাশিত বাক্য ৭:​১-৯) তাহলে, কী ধরনের পরীক্ষা ইয়োব সহ্য করে? কেন সেগুলি ঘটে? আর তার অভিজ্ঞতাগুলি থেকে আমরা কিভাবে উপকার লাভ করতে পারি?

একটি গুরুত্বপূর্ণ বিচার্য বিষয়

৫. ইয়োবের অজ্ঞাতে, স্বর্গেতে কী ঘটে?

৫ ইয়োব জানতেন না যে এক মহান বিষয় স্বর্গেতে উত্থাপন করা হবে। একদিন “ঈশ্বরের পুত্ত্রেরা সদাপ্রভুর সম্মুখে দণ্ডায়মান হইবার জন্য উপস্থিত হন।” (ইয়োব ১:⁠৬) ঈশ্বরের একজাত পুত্র, বাক্য, সেখানে উপস্থিত ছিলেন। (যোহন ১:​১-৩) ধার্মিক দূতেরা এবং অবাধ্য দূতীয় ‘ঈশ্বরের পুত্ররাও’ ছিল। (আদিপুস্তক ৬:​১-৩) শয়তান সেখানে ছিল, যেহেতু ১৯১৪ সালে রাজ্য প্রতিষ্ঠা না হওয়া অবধি তাকে স্বর্গ থেকে বিতাড়িত করা হবে না। (প্রকাশিত বাক্য ১২:​১-১২) ইয়োবের দিনে শয়তান একটি গুরুত্বপূর্ণ বিচার্য বিষয় উত্থাপন করে। তাঁর সমগ্র সৃষ্টির উপর যিহোবার সার্বোভৌমত্বের ন্যায়সঙ্গতার বিরুদ্ধে সে প্রশ্ন তুলতে যাচ্ছিল।

৬. শয়তান কী করার চেষ্টা করছিল আর কীভাবে সে যিহোবাকে অপবাদ দিয়েছিল?

৬ “তুমি কোথা হইতে আসিলে?” যিহোবা তাকে জিজ্ঞাসা করে। শয়তান উত্তর দেয়: “আমি পৃথিবী পর্য্যটন ও তথায় ইতস্ততঃ ভ্রমণ করিয়া আসিলাম।” (ইয়োব ১:⁠৭) কাউকে গ্রাস করবার জন্য সে খুঁজে বেড়াচ্ছিল। (১ পিতর ৫:​৮, ৯) যে ব্যক্তি যিহোবাকে সেবা করে তাদের বিশ্বস্ততা ভঙ্গ করার দ্বারা, শয়তান এটি প্রমাণ করতে চাইছিল যে কেউ প্রেমবশত ঈশ্বরের প্রতি বাধ্য থাকবে না। এই বিষয়টি শুনে যিহোবা শয়তানকে জিজ্ঞাসা করেন: “আমার দাস ইয়োবের উপরে কি তোমার মন পড়িয়াছে? কেননা তাহার তুল্য সিদ্ধ ও সরল, ঈশ্বরভয়শীল ও কুক্রিয়াত্যাগী লোক পৃথিবীতে কেহই নাই।” (ইয়োব ১:⁠৮) ইয়োব ঐশিক মানগুলি অনুসারে চলে যা তার অসিদ্ধতাকে অনেকটা লাঘব করে তোলে। (গীতসংহিতা ১০৩:​১০-১৪) কিন্তু শয়তান প্রত্যুত্তর করে: “ইয়োব কি বিনা লাভে ঈশ্বরকে ভয় করে? তুমি তাহার চারিদিকে, তুমি তাহার বাটীর চারিদিকে ও তাহার সর্ব্বস্বের চারিদিকে কি বেড়া দেও নাই? তুমি তাহার হস্তের কার্য্য আশীর্ব্বাদযুক্ত করিয়াছ, এবং তাহার পশুধন দেশময় ব্যাপিয়াছে।” (ইয়োব ১:৯, ১০) এইভাবে দিয়াবল যিহোবাকে মিথ্যা অপবাদ দেয় এই ইঙ্গিত করে যে, তিনি যা তার জন্য তাঁকে কেউ প্রেম অথবা উপাসনা করে না কিন্তু তাঁকে সেবা করার জন্য তিনি তাঁর সৃষ্টিকে উৎকোচ দেন। শয়তান অভিযোগ করে যে ইয়োব ঈশ্বরকে সেবা করে স্বার্থপর সুবিধার জন্য, প্রেমবশত নয়।

শয়তান আক্রমণ করে!

৭. কোন্‌ অর্থে দিয়াবল ঈশ্বরকে চ্যালেঞ্জ করে এবং যিহোবা কিরূপ প্রতিক্রিয়া দেখান?

৭ “কিন্তু” শয়তান বলে, “তুমি একবার হস্ত বিস্তার করিয়া তাহার সর্ব্বস্ব স্পর্শ কর, তবে সে অবশ্য তোমার সম্মুখেই তোমাকে জলাঞ্জলি দিবে।” এই নিন্দনীয় চ্যালেঞ্জের প্রতি ঈশ্বর কী রকম প্রতিক্রিয়া দেখান? “দেখ” যিহোবা বলেন। “তাহার সর্ব্বস্বই তোমার হস্তগত; তুমি কেবল তাহার উপরে হস্তক্ষেপ করিও না।” দিয়াবল বলেছিল যে ইয়োবের যা কিছু ছিল তা আশীর্বাদপ্রাপ্ত, বৃদ্ধিরত এবং বেড়াজালে ঘেরা। ঈশ্বর ইয়োবকে দুঃখভোগ করতে দেবেন, কিন্তু তার শরীরকে স্পর্শ করা হবে না। মন্দ সংকল্প নিয়ে শয়তান সভা ত্যাগ করে।—ইয়োব ১:১১, ১২.

৮. (ক) ইয়োব কী কী বস্তুগত ক্ষতি সহ্য করেন? (খ) “ঈশ্বরের অগ্নি” সম্বন্ধে আসল সত্য কী?

৮ শীঘ্রই, শয়তানের আক্রমণ শুরু হয়। ইয়োবের একটি ভৃত্য তাকে এই দুঃসংবাদ দেয়: “বলদেরা হাল বহিতেছিল, এবং গর্দ্দভীরা তাহাদের পার্শ্বে চরিতেছিল, ইতিমধ্যে শিবায়ীয়েরা আক্রমণ করিয়া সে সকল লইয়া গেল, এবং খড়্গধারে যুবকগণকে নষ্ট করিল” (ইয়োব ১:১৩-১৫) ইয়োবের সম্পত্তির উপর থেকে বেড়া সরিয়ে দেওয়া হয়েছিল। প্রায় সঙ্গে সঙ্গেই, সরাসরি মন্দ আত্মা শক্তি ব্যবহার করা হয়, কারণ আরেকটি ভৃত্য সংবাদ দেয়: “আকাশ হইতে ঈশ্বরের অগ্নি পতিত হইয়া মেষপাল ও যুবকগণকে দাহ করিল, তাহাদিগকে গ্রাস করিল।” (ইয়োব ১:১৬) ঈশ্বর তাঁর নিজের সেবকদের উপর এই কঠিন পরিস্থিতি নিয়ে আসছেন এই ধরনের ধারণা প্রকাশ করানো কতই না শয়তানসুলভ আচরণ! যেহেতু বিদ্যুৎ আকাশ থেকে এসেছিল যিহোবাকে খুব সহজেই দোষ দেওয়া যেত, কিন্তু আসলে সেই অগ্নি মন্দ আত্মাদের উৎস থেকে আসে।

৯. আর্থিক ক্ষতি ঈশ্বরের সঙ্গে ইয়োবের সম্পর্কে কিভাবে প্রভাবিত করে?

৯ যত শয়তান আক্রমণ করতে থাকে ইয়োবের আরেকটি ভৃত্য রিপোর্ট করে যে কলদীয়রা ইয়োবের সমস্ত উঠ নিয়ে নিয়েছে এবং তার অন্যান্য সমস্ত পরিচারকগণকে মেরে ফেলেছে। (ইয়োব ১:১৭) যদিও ইয়োব আর্থিক ক্ষতি ভোগ করে কিন্তু তা তার ঈশ্বরের সঙ্গে সম্পর্ককে বিনষ্ট করে দেয়নি। যিহোবার প্রতি বিশ্বস্ততা না ভেঙ্গে আপনি কি প্রচুর পরিমাণে বস্তু সম্পত্তির ক্ষতি সহ্য করতে পারবেন?

আরও বড় দুঃখ আসে

১০, ১১. (ক) ইয়োবের দশটি ছেলেমেয়ের কী হয়? (খ) ইয়োবের ছেলেমেয়েরা মারা যাওয়ার পর তিনি যিহোবাকে কোন্‌ দৃষ্টিতে দেখেন?

১০ দিয়াবল ইয়োবের প্রতি এখানেই আক্রমণ শেষ করে দেয়নি। আরও একটি ভৃত্য রিপোর্ট করে: “আপনার পুত্ত্রকন্যাগণ তাঁহাদের জ্যেষ্ঠ ভ্রাতার গৃহে ভোজন ও দ্রাক্ষারস পান করিতেছিলেন, আর দেখুন, প্রান্তরের পার হইতে একটা ভারী ঝড় উঠিয়া গৃহটীর চারি কোণে লাগিল, আর যুবকগণের উপরে গৃহ পতিত হইল, তাহাতে তাঁহারা মারা পড়িলেন; আপনাকে সংবাদ দিতে কেবল একা আমি রক্ষা পাইয়াছি।” (ইয়োব ১:১৮, ১৯) যারা ভুল জানে তারা হয়ত বলবে যে এই বাতাসের দ্বারা দুর্যোগ হল ‘ঈশ্বরের একটি কাজ।’ কিন্তু, মন্দ আত্মার শক্তি ইয়োবের একটি বিশেষ করুণ অনুভূতিতে স্পর্শ করে।

১১ দুঃখবশত ইয়োব “আপন বস্ত্র ছিঁড়িলেন, মস্তক মুণ্ডন করিলেন ও ভূমিতে পড়িয়া প্রণিপাত করিলেন।” তবুও, তার কথাগুলি শুনুন। “সদাপ্রভু দিয়াছিলেন, সদাপ্রভুই লইয়াছেন; সদাপ্রভুর নাম ধন্য হউক।” বর্ণনাটি আরও বলে: “এই সকলেতে ইয়োব পাপ করিলেন না, এবং ঈশ্বরের প্রতি অবিবেচনার দোষারোপ করিলেন না।” (ইয়োব ১:২০-২২) শয়তান আবার পরাজিত হয়। ঈশ্বরের সেবক হিসাবে যদি আমরা দুঃখ আর শোক ভোগ করি তাহলে কী? যিহোবার প্রতি নিঃস্বার্থ ভক্তি এবং আস্থা বিশ্বস্ততা রক্ষাকারী ইয়োবের মত সহ্য করতে আমাদের সাহায্য করবে। অভিষিক্তগণ এবং তাদের সঙ্গীরা যাদের পৃথিবীতে আশা আছে, তারা নিশ্চিতরূপে ইয়োবের এই সহ্যশক্তির দৃষ্টান্ত থেকে সান্ত্বনা এবং শক্তি লাভ করতে পারে।

বিচার্য বিষয়টি আরও চরম হয়ে ওঠে

১২, ১৩. স্বর্গেতে আরেকটি সভাতে শয়তান কী অনুরোধ করে এবং ঈশ্বরের প্রত্যুত্তর কী ছিল?

১২ স্বর্গের বিচারসভায় যিহোবা খুব শীঘ্রই আরেকটি সভার আয়োজন করেন। ইয়োব সন্তানহীন, দরিদ্র ব্যক্তি হয়ে গেছিল আপাতদৃষ্টিতে ঈশ্বরের দ্বারা দুর্দশাগ্রস্ত তবুও তার বিশ্বস্ততা অটুট ছিল। অবশ্যই, শয়তান ঈশ্বর এবং ইয়োবের বিরুদ্ধে অভিযোগগুলি মিথ্যা বলে স্বীকার করবে না। এখন ‘ঈশ্বরের পুত্ররা’ তর্ক বিতর্ক শোনে যখন কৌশলে যিহোবা দিয়াবলকে পরিচালনা করতে যাচ্ছেন যাতে করে বিচার্য বিষয়টি শেষ হতে পারে।

১৩ শয়তানের কাছে কৈফিয়ত চেয়ে যিহোবা জিজ্ঞাসা করেন: “তুমি কোথা হইতে আসিলে?” উত্তরটি কী ছিল? “আমি পৃথিবী পর্য্যটন ও তথায় ইতস্ততঃ ভ্রমণ করিয়া আসিলাম।” (ইয়োব ২:২-৬) যিহোবা আবার অনিন্দনীয়, সৎ, ঈশ্বর-ভীরু সেবক ইয়োবের প্রতি মনোযোগ আনালেন যিনি তার বিশ্বস্ততা তখনও বজায় রেখেছিল। দিয়াবল উত্তর দেয়: “চর্ম্মের জন্য চর্ম্ম, আর প্রাণের জন্য লোক সর্ব্বস্ব দিবে। কিন্তু তুমি এক বার হস্ত বিস্তার করিয়া তাহার অস্থি ও মাংস স্পর্শ কর, সে অবশ্য তোমার সম্মুখেই তোমাকে জলাঞ্জলি দিবে।” তাই ঈশ্বর বলেন: “দেখ, সে তোমার হস্তগত; কেবল তাহার প্রাণ থাকিতে দিও।” (ইয়োব ২:২-৬) যিহোবা এখন পর্যন্ত তাঁর সুরক্ষার বেড়া সরাননি তা ইঙ্গিত করে, শয়তান ইয়োবের অস্থি এবং মাংস ক্ষতি করার দিকে দৃষ্টি আকর্ষণ করে। দিয়াবলের ইয়োবকে মারবার অনুমতি ছিল না; কিন্তু শয়তান জানত যে শারীরিক রোগ তাকে কষ্ট দেবে এবং তিনি এই মনে করবেন যে ঈশ্বরের কাছ থেকে লুকোন পাপের জন্য তিনি শাস্তিভোগ করছেন।

১৪. শয়তান ইয়োবকে কিসের দ্বারা আক্রান্ত করে এবং কেন কোন মানুষ এই দুর্দশাগ্রস্ত ব্যক্তিকে নিবৃত্ত করতে পারত না?

১৪ সভা থেকে বরখাস্ত হওয়ার পর শয়তান নিষ্ঠুরভাবে খুশি হয়ে চলে যায়। সে ইয়োবকে “আপাদমস্তকে আঘাত করিয়া দুষ্ট স্ফোটক জন্মাইল।” কত কষ্টই না ইয়োব সহ্য করেছিলেন যখন তিনি ভস্মের মধ্যে বসেছিলেন এবং একখানি খাপরা নিয়ে সর্বাঙ্গ ঘষতে শুরু করেন! (ইয়োব ২:​৭, ৮) কোন মানব ডাক্তার তাকে তার এই যন্ত্রণাদায়ক, ঘৃণার্হ এবং অপমানকর দুর্দশাকে সুস্থ করতে পারত না কারণ তা শয়তানের শক্তির দ্বারা ঘটেছিল। শুধু যিহোবাই ইয়োবকে সুস্থ করতে পারতেন। যদি আপনি ঈশ্বরের এক অসুস্থ সেবক হন, সবসময় মনে রাখুন যে ঈশ্বর আপনাকে সহ্য করতে সাহায্য করবেন এবং নতুন জগতে আপনাকে রোগ মুক্ত জীবন দেবেন।​—⁠গীতসংহিতা ৪১:​১-৩; যিশাইয় ৩৩:২৪.

১৫. ইয়োবের স্ত্রী তাকে কী করতে উৎসাহ দেয় এবং তাতে তার প্রতিক্রিয়া কিরূপ হয়?

১৫ অবশেষে, ইয়োবের স্ত্রী বলে: “তুমি কি এখনও তোমার সিদ্ধতা রক্ষা করিতেছ? ঈশ্বরকে জলাঞ্জলি দিয়া প্রাণত্যাগ কর।” “বিশ্বস্ততার” অর্থ হল অনিন্দনীয় ভক্তি এবং সে হয়ত ব্যঙ্গ করেছিল যাতে করে ইয়োব ঈশ্বরকে অভিশাপ দিতে বাধ্য হন। আর ইয়োবকে ঈশ্বর অভিশাপ করতে সে হয়ত ব্যঙ্গ করতে বলেছিল। কিন্তু তিনি উত্তর দেন: “তুমি একটা মূঢ়া স্ত্রীর মত কথা কহিতেছ। বল কি? আমরা ঈশ্বর হইতে কি মঙ্গলই গ্রহণ করিব, অমঙ্গল গ্রহণ করিব না?” শয়তানের এই ছলনাও কাজ করল না কারণ আমাদের বলা হয়: এই সকলেতে ইয়োব আপন ওষ্ঠাধরে পাপ করিলেন না। (ইয়োব ২:৯, ১০) মনে করুন যদি বিরোধী পরিবারের সদস্যরা বলে যে খ্রীষ্টীয় কাজেতে আমরা বোকার মত নিজেকে শেষ করে দিচ্ছি এবং উৎসাহ দেয় যে যিহোবাকে অস্বীকার করতে। ইয়োবের মতে, আমরা যিহোবাকে ভালবাসি এবং আমাদের ইচ্ছা হল তাঁর পবিত্র নামের প্রশংসা করা। গীতসংহিতা ১৪৫:​১, ২; ইব্রীয় ১৩:১৫.

তিনজন গর্বিত প্রতারক

১৬. ইয়োবকে সম্ভাব্যরূপে সান্ত্বনা দেওয়ার জন্য কারা আসে কিন্তু শয়তান তাদের কিভাবে কৌশলে পরিচালনা করে?

১৬ শয়তানের চাতুরীর আরেকটি ফলাফল হল তিনজন “মিত্র” যারা আপাতদৃষ্টিতে সান্ত্বনা দেওয়ার জন্য আসে। একজন ছিল ইলীফস, এসৌর মাধ্যমে সম্ভবত অব্রাহামের বংশজাত। যেহেতু ইলীফস কথা বলার ক্ষেত্রে প্রাধান্য পায় নিশ্চয়ই তাহলে সে তাদের মধ্যে সবচেয়ে বড় ছিল। সেইখানে উপস্থিত ছিল শূহীয় বংশধর বিল্‌দদ যে অব্রাহামের স্ত্রী কটূরার পুত্র। তৃতীয় ব্যক্তি ছিল সোফর, যাকে নামাথীয় বলা হয় যাতে করে তার পরিবার অথবা বাস করবার জায়গা শনাক্ত করা যেতে পারে, সম্ভবত উত্তরপশ্চিম আরবে। (ইয়োব ২:১১; আদিপুস্তক ২৫:​১, ২; ৩৬:​৪, ১১) ঠিক যেমন আজকে যারা যিহোবার সাক্ষীদের চেষ্টা করে ঈশ্বরকে অস্বীকার করাতে, এই তিনজন ব্যক্তি শয়তানের দ্বারা নিপুণভাবে পরিচালিত হয় যাতে করে ইয়োব মিথ্যা অভিযোগগুলি স্বীকার করে এবং তার বিশ্বস্ততা ভেঙ্গে দেন।

১৭. দেখবার জন্য আসা এই তিনজন ব্যক্তি কী করে এবং সাতদিন এবং সাতরাত কী করে না?

১৭ এই তিনজন ব্যক্তি খুব উপর উপর কান্নাকাটি করে, বস্ত্র ছিঁড়ে ফেলে এমনকি নিজেদের মাথায় ভস্ম ঢেলে খুব সমবেদনা দেখায়। কিন্তু পরে কোন সান্ত্বনার বাক্য না বলে তারা ইয়োবের সাথে সাত দিন এবং সাত রাত বসে থাকে! (ইয়োব ২:​১২, ১৩; লূক ১৮:​১০-১৪) এই তিনজন গর্বিত প্রতারক এতই আধ্যাত্মিকতা বিহীন ছিল যে তাদের কাছে যিহোবা এবং তাঁর প্রতিজ্ঞা সম্বন্ধে দেওয়ার মত কিছুই ছিল না। তবুও, তারা ভুল সিদ্ধান্তে পৌঁছায় এবং জনসাধারণের সামনে প্রচলিত শোকরীতি শেষ হওয়ার পরেই তারা ইয়োবের বিরুদ্ধে সেগুলিকে ব্যবহার করার জন্য উদগ্রীব হয়ে উঠে। আগ্রহের বিষয় যে মৌন সাত-দিন শেষ হওয়ার আগে যুবক ব্যক্তি ইলীহূ তাদের কাছাকাছি এমন জায়গায় বসে যেখানে থেকে সে সমস্ত কথাবার্তা শুনতে পারত।

১৮. ইয়োব মৃত্যুতে কেন শান্তি চেয়েছিলেন?

১৮ ইয়োব অবশেষে তার মৌনতা ভঙ্গ করেন। তার কাছে আসা তিনজনের কাছ থেকে কোন সান্ত্বনা না পেয়ে, ইয়োব তার জন্মাবার দিনকে অভিশাপ দেন এবং তিনি অবাক হয়ে চিন্তা করেন যে কেন তার এই দুর্দশাগ্রস্ত জিয়ে রাখা হয়েছে। তিনি মৃত্যুতে শান্তি খোঁজেন, কারণ তিনি কখনই চিন্তা করতে পারছিলেন না যে তার মৃত্যু হওয়ার আগে তিনি আরেকবার সেই প্রকৃত আনন্দ উপভোগ করতে পারবেন কারণ তিনি এখন পরিত্যক্ত, শোকগ্রস্ত এবং কঠোরভাবে রোগগ্রস্ত। কিন্তু ঈশ্বর ইয়োবকে মৃত্যুর পর্যায়ে যেতে দেবেন না।​—⁠ইয়োব ৩:​১-২৬.

ইয়োবের অভিযোগকারীদের আক্রমণ

১৯. কোন্‌ কোন্‌ ক্ষেত্রে ইলীফস ইয়োবকে মিথ্যাভাবে অভিযুক্ত করে?

১৯ তিনটি পর্যয়ের এই তর্কবিতর্কে ইলীফস প্রথমে কথা বলেন যা ইয়োবের বিশ্বস্ততাকে আরও পরীক্ষা করে। তার প্রথম বক্তৃতায়, ইলীফস জিজ্ঞাসা করে: “কোথায় সরলাচারিগণ উচ্ছিন্ন হইয়াছে?” সে এই সিদ্ধান্তে আসে যে ঈশ্বরের শাস্তি পাওয়ার জন্য ইয়োব নিশ্চয় কোন মন্দ কাজ করেছে। (ইয়োব ৪, ৫ অধ্যায়গুলি) তার দ্বিতীয় বক্তৃতায় ইয়োবের প্রজ্ঞাকে উপহাস করে এবং জিজ্ঞাসা করে: “আমরা যাহা না জানি, এমন কি জান?” ইলীফস ইঙ্গিত করে যে ইয়োব নিজেকে সর্বশক্তিমানের কাছে বড় দেখাবার চেষ্টা করেছিল। তার দ্বিতীয় আক্রমণ এইভাবে বর্ণনা করে শেষ করে যে ইয়োব ধর্মভ্রষ্টতা, ঘুঁষখোর এবং ছলনার দোষে দোষী। (ইয়োব ১৫ অধ্যায়) তার শেষ বক্তৃতায় ইলীফস ইয়োবকে বিভিন্ন অপরাধের মিথ্যা অপবাদ দেয়​—⁠বলপ্রয়োগ করে আদায় করা, প্রয়োজনীয়দের রুটি ও জল না দেওয়া এবং বিধবা এবং পিতামাতাহীন বচ্চাদের কষ্ট দেওয়া।​—⁠ইয়োব ২২ অধ্যায়।

২০. ইয়োবের প্রতি বিলদদ্‌দের আক্রমণ কী ধরনের ছিল?

২০ প্রতিটি তর্কবিতর্কের তিনটি পর্যায়ের দ্বিতীয় সারিতে থাকার দরুন বিল্‌দদদের বক্তৃতাগুলি ছোট ছিল বটে কিন্তু খুব ধারালো ছিল সে এমনকি ইয়োবের ছেলেমেয়েদের দোষের জন্যই তারা মারা গেছে বলে অভিযোগ করে। সে ভুল যুক্তি ব্যবহার করে এই দৃষ্টান্ত দেয়: যেমন খাগ্‌ড়া আর নল জলের অভাবে মারা যায়, ঠিক তেমনি তাদের প্রতি ঘটবে যারা “ঈশ্বরকে ভুলিয়া যায়।” এই উক্তিটি সত্য কিন্তু তা ইয়োবের ক্ষেত্রে খাটে না। (ইয়োব ৮ অধ্যায়) বিলদদ্‌ ইয়োবের উপর আসা এই দুর্দশাগুলি দুষ্টদের উপর যেমন আসে সেইরকম বলে তুলনা করে (ইয়োব ১৮ অধ্যায়) তার ছোট তৃতীয় বক্তৃতায় বিলদদ্‌ যুক্তি করে যে মানুষ হল “কীট” আর “কৃমি” ফলে ঈশ্বরের কাছে অশুচি।​—⁠ইয়োব ২৫ অধ্যায়।

২১. ইয়োবকে সোফার কী অভিযোগ করে?

২১ এই তর্কবিতর্কে সোফার হল তৃতীয় ব্যক্তি যে কথা বলে। সাধারণত, তার যুক্তি ইলীফস এবং বিলদদ্‌দের মতই ছিল। সোফার ইয়োবকে দুষ্টতার অভিযোগ করে এবং তার পাপপূর্ণ অভ্যাসগুলি ত্যাগ করতে উৎসাহ দেয়। (ইয়োব ১১, ২০ অধ্যায়গুলি) দুবার কথা বলার পরে সোফার কথা বলা বন্ধ করে দেয়। তৃতীয়বার আর তার কিছু বলার ছিল না। এই সমস্ত তর্কবিতর্কে ইয়োব কিন্তু সাহসের সাথে তার অভিযোগকারীদের উত্তর দেন। উদাহরণস্বরূপ, এক সময়ে তিনি বলেন: “তোমরা সকলে কষ্টজনক সান্ত্বনাকারী। বায়ুবৎ কথার কি শেষ হয়?”—ইয়োব ১৬:২, ৩.

আমরাও সহ্য করতে পারি

২২, ২৩. (ক) ইয়োবের মত কিভাবে দিয়াবল আমাদের বিশ্বস্ততা ভাঙ্গবার চেষ্টা করে? (খ) যদিও ইয়োব বিভিন্ন পরীক্ষা সহ্য করেছিলেন তার মনোভাব সম্বন্ধে আমরা কী জিজ্ঞাসা করতে পারি?

২২ ইয়োবের মত, আমরা একই সঙ্গে অনেক সমস্যার সম্মুখীন হতে পারি এবং শয়তান আমাদের বিশ্বস্ততা ভাঙ্গবার জন্য নিরুৎসাহিতা এবং অন্যান্য বিষয় আনতে পারে। যদি আমরা আর্থিক সমস্যার মধ্যে থাকি সে হয়ত আমাদের যিহোবার বিরুদ্ধে যেতে প্ররোচিত করতে পারে। আমাদের কোন প্রিয়পাত্র যদি মারা যায় কিংবা আমরা যদি অসুস্থতা ভোগ করি তাহলে শয়তান হয়ত আমাদের ঈশ্বরকে দোষ দিতে প্ররোচিত করতে পারে। ঠিক ইয়োবের মিত্রদের মতে কেউ হয়ত আমাদের মিথ্যা অভিযোগ করতে পারে। যেমন ভাই ম্যাকমিলন ইঙ্গিত করেন, শয়তান হয়ত ‘আমাদের পিছনে ধাবমান’ কিন্তু আমরা সহ্য করতে পারি।

২৩ যেমন আমরা এতক্ষণ দেখলাম ইয়োব বিভিন্ন রকমের সমস্যা সহ্য করেছিলেন। কিন্তু তিনি কি শুধু সহ্য করেই যাচ্ছিলেন? তার কি সত্যই ভগ্ন আত্মা ছিল? আসুন আমরা দেখি যে সত্যই ইয়োব সব আশা ছেড়ে দিয়েছিলেন কি না।

আপনি কিরকম উত্তর দেবেন?

▫ ইয়োবের দিনে কোন্‌ মহান বিচার্য বিষয় উত্থাপন শয়তান হয়?

▫ কিভাবে ইয়োবকে শেষ সীমারেখা পর্যন্ত পরীক্ষা করা হয়?

▫ ইয়োবের তিনজন “মিত্র” তার বিরুদ্ধে কী অভিযোগ করে?

▫ ইয়োবের মত যিহোবার প্রতি আমাদের বিশ্বস্ততা কিভাবে শয়তান ভাঙ্গবার চেষ্টা করে?

[১৭ পৃষ্ঠার চিত্র]

এ. এইচ. ম্যাকমিলন

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার