ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯৫ ৩/১৫ পৃষ্ঠা ৩-৪
  • আপনার প্রার্থনাকে আপনি কিভাবে সুসমৃদ্ধ করতে পারেন?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • আপনার প্রার্থনাকে আপনি কিভাবে সুসমৃদ্ধ করতে পারেন?
  • ১৯৯৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • বাইবেল অধ্যয়নের মাধ্যমে আপনার প্রার্থনার মানকে উন্নত করুন
    ২০০৯ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • প্রার্থনায় ঈশ্বরের নিকটবর্তী হোন
    বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়?
  • প্রার্থনা করে কি কোন লাভ আছে?
    ২০০০ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • “তোমাদের যাচ্ঞা সকল ঈশ্বরকে জ্ঞাত কর”
    ২০০৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
১৯৯৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯৫ ৩/১৫ পৃষ্ঠা ৩-৪

আপনার প্রার্থনাকে আপনি কিভাবে সুসমৃদ্ধ করতে পারেন?

যিহোবা ঈশ্বরের প্রেমপূর্ণ ব্যবস্থার মধ্যে প্রার্থনা হল অনুপম ব্যবস্থা। বিরোধীরা হয়ত আপনার বাইবেল বাজেয়াপ্ত করতে পারে বা সহউপাসকদের সাথে মেলামেশা বন্ধ করে দিতে পারে, কিন্তু কেউ আপনাকে প্রার্থনা করা থেকে বঞ্চিত করতে পারবে না। প্রার্থনার মূল্য সম্বন্ধে অতিরঞ্জিত করে বলা চলে না। তাহলে, আমাদের প্রত্যেকের পক্ষে এই সুযোগটিকে হৃদয়ে পোষণ করা ও সদ্ব্যবহার করা কতই না গুরুত্বপূর্ণ। আপনার প্রার্থনাকে সুসমৃদ্ধ করতে কী আপনাকে সাহায্য করতে পারে?

বাইবেল একটি প্রার্থনার বই নয়। তবুও, এটিকে মানবজাতির প্রার্থনার সর্বোত্তম পাঠ্যপুস্তক হিসাবে বর্ণনা করা যেতে পারে। শুধুমাত্র ইব্রীয় শাস্ত্রে ১৫০টির বেশি প্রার্থনা আছে। কতকগুলি সংক্ষিপ্ত; কতকগুলি বড়। জয়োল্লাসে অথবা ক্লেশের সময় রাজদের অথবা বন্দীদের দ্বারা জনসাধারণ্যে বা ব্যক্তিগতভাবে তা ব্যক্ত হয়েছিল। যেমন দায়ূদ গীতসংহিতা ৬৫:২ পদে গেয়েছিলেন, “মর্ত্ত্যমাত্র” “প্রার্থনা-শ্রবণকারী” যিহোবার কাছে প্রত্যাবর্তন কর। কেন ঈশ্বর বাইবেলের লেখকদের এত বিভিন্ন ধরনের প্রার্থনা নথিভুক্ত করতে অনুপ্রাণিত করেছিলেন?

এই প্রশ্নের উত্তর দিতে হলে, ২ তীমথিয় ৩:১৬ পদ বিবেচনা করুন। সেখানে বলে: “ঈশ্বর-নিশ্বসিত প্রত্যেক শাস্ত্রলিপি . . . উপকারী।” সুতরাং, শাস্ত্রীয় ভাববাণী, নীতি এবং ইতিহাসের মত বাইবেলের প্রার্থনাগুলি আমাদের পরিচালনা করার জন্য লিপিবদ্ব করা হয়েছিল। এই প্রার্থনাগুলি কিভাবে আমাদের সাহায্য করতে পারে?

শাস্ত্রীয় প্রার্থনাগুলি নিবিড়ভাবে পরীক্ষা করলে, আমরা সকল ব্যক্তিদের শনাক্ত করতে পারি যারা আমাদেরই মত পরিস্থিতির মধ্যে ছিল। উদ্দেশ্য এবং পরিস্থিতি অনুসারে প্রার্থনার কিভাবে পার্থক্য হয় তাও আমরা শিখতে পারি। তাছাড়া, আমরা প্রশংসা ও ধন্যবাদ সম্বন্ধীয় নতুন শব্দগুলি শিখতে পারি এবং যা আমরা আমাদের আবেদন ও সনির্বন্ধ মিনতিতে নতুন শব্দ হিসাবে যোগ করতে পারি। সংক্ষেপে বলা যেতে পারে, বাইবেল ভিত্তিক প্রার্থনাগুলি ব্যক্তিগত প্রার্থনাকে সুসমৃদ্ধ করতে আমাদের সাহায্য করতে পারে।

মরিয়ম, যিনি যীশুর মা হন, তিনি এমন ব্যক্তি ছিলেন, যিনি বাইবেলে নথিভুক্ত প্রার্থনার মধ্যে ব্যবহৃত অভিব্যক্তিগুলি থেকে আপাতভাবে উপকৃত হন। ঐশিক সহায়তার মাধ্যমে দুজনেই পুত্র সন্তান ধারণ করার পর, তিনি তার আত্মীয়া ইলীশাবেৎকে দেখতে যান। মরিয়ম ঈশ্বরকে প্রশংসা করেন ও ধন্যবাদ দেন এবং তার দ্বারা ব্যবহৃত কিছু শব্দ আশ্চর্যজনকরূপে ইব্রীয় শাস্ত্রে লিখিত প্রার্থনার অনুরূপ ছিল। আপাতদৃষ্টিতে মনে হয় যে মরিয়ম ভাববাদী শমূয়েলের মা, হান্নার প্রার্থনার সাথে পরিচিত ছিলেন। ১,০০০ বছরেরও অনেক আগে, ঈশ্বরের সাহায্যে হান্নাও এক পুত্র সন্তান অর্জন করেন। এটি কি হতে পারে যে মরিয়ম এই প্রার্থনার প্রতি ধ্যান করেছিলেন কারণ এটি তার অনুভূতিকে প্রতিফলিত করেছিল?—১ শমূয়েল ২:১-১০; লূক ১:৪৬-৫৫.

আপনার সম্বন্ধে কী? আপনি কি বাইবেলে লিখিত এমন প্রার্থনার কথা স্মরণ করতে পারেন যা আপনার মত পরিস্থিতিতে বলা হয়েছিল? সেই ধরনের প্রার্থনা অনুসন্ধান, অধ্যয়ন ও ধ্যান করলে তা ঈশ্বরের সাথে আপনার ভাব-বিনিময়কে সুসমৃদ্ধ করতে সাহায্য করবে। পরবর্তী প্রবন্ধে, আমরা আপনাকে পবিত্র শাস্ত্র থেকে তিনটি প্রার্থনা পরীক্ষা করতে আমন্ত্রণ জানাচ্ছি। সেগুলি বিভিন্ন পরিস্থিতিতে উচ্চারিত হয়েছিল যা হয়ত আপনার পরিস্থিতির মতই হতে পারে।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার