ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯৫ ৭/১৫ পৃষ্ঠা ২৫-২৭
  • সমাজচ্যুত করা—একটি প্রেমপূর্ণ আয়োজন?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • সমাজচ্যুত করা—একটি প্রেমপূর্ণ আয়োজন?
  • ১৯৯৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • রক্ষা করা কেন প্রয়োজন
  • সমাজচ্যুত করা কিভাবে প্রেমপূর্ণ
  • অন্যদের উপর প্রভাব
  • পরিবারের সদস্যদের জন্য প্রেমপূর্ণ সাহায্য
  • যিহোবার আয়োজনকে উপলব্ধি করুন
  • কেন সমাজচ্যুত করার ব্যবস্থাকে এক প্রেমপূর্ণ ব্যবস্থা বলা যায়?
    ২০১৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • সবসময় যিহোবার শাসন গ্রহণ করুন
    ২০০৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • যখন আমাদের কোনো প্রিয়জন যিহোবাকে ছেড়ে চলে যায়
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২১
  • আজ ঈশ্বরের অনুকম্পা অনুকরণ করুন
    ১৯৯২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
১৯৯৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯৫ ৭/১৫ পৃষ্ঠা ২৫-২৭

সমাজচ্যুত করা—একটি প্রেমপূর্ণ আয়োজন?

“পবিত্র, পবিত্র, পবিত্র প্রভু ঈশ্বর সর্ব্বশক্তিমান্‌।” (প্রকাশিত বাক্য ৪:৮) এই বিবরণ অনুসারে যিহোবা হলেন পবিত্র মানের উৎস। ‘পবিত্র শাস্ত্রে’ এগুলি লিপিবদ্ধ করা আছে এবং খ্রীষ্টানদের দায়িত্ব হল এই মানগুলি মেনে চলা। বাস্তবিকই, যিহোবার দৃষ্টিতে যা অপবিত্র, তাকে অবশ্যই তাদের এড়িয়ে চলতে হবে।—২ তীমথিয় ৩:১৫; যিশাইয় ৫২:১১.

বাইবেল স্পষ্টভাবে আদেশ দেয়: “যিনি তোমাদিগকে আহ্বান করিয়াছেন, সেই পবিত্রতমের ন্যায় আপনারাও সমস্ত আচার ব্যবহারে পবিত্র হও; কেননা লেখা আছে, ‘তোমরা পবিত্র হইবে, কারণ আমি পবিত্র।’” (১ পিতর ১:১৫, ১৬) ১৯শ শতাব্দী আগে যখন খ্রীষ্টীয় মণ্ডলী অস্তিত্বে আসে, সত্য খ্রীষ্টানেরা কঠোর পরিশ্রম করে এসেছে আধ্যাত্মিক এবং নৈতিক অপরিচ্ছন্নতা থেকে মণ্ডলীকে রক্ষা করতে।—যিহূদা ৩.

রক্ষা করা কেন প্রয়োজন

ঈশ্বরের সকল দাসেরাই নৈতিকভাবে এবং আধ্যাত্মিকভাবে পরিচ্ছন্ন থাকার চ্যালেঞ্জের সম্মুখীন। সেই উদ্দেশ্যে তিনটি শক্তিশালী শত্রুকে অবশ্যই প্রতিরোধ করতে হবে—শয়তান, তার জগৎ এবং আমাদের পাপপূর্ণ মাংসিক প্রবণতাসকল। (রোমীয় ৫:১২; ২ করিন্থীয় ২:১১; ১ যোহন ৫:১৯) শয়তানের জগৎ আপনাকে অনৈতিক হতে প্রলোভন দেখাবে, তার পথে চলতে চ্যালেঞ্জ জানাবে এবং আপনাকে জাগতিক সম্পদ, সম্মান, মর্যাদা, আধিপত্য এবং ক্ষমতার লোভ দেখাবে। কিন্তু যারা সত্য উপাসনা করতে দৃঢ়প্রতিজ্ঞ, তারা শয়তানের এই প্রলোভনকে প্রতিরোধ করে এবং “সংসার হইতে . . . নিষ্কলঙ্করূপে” রক্ষা করে। কেন? কারণ তারা যিহোবার পরিষ্কৃত সংগঠনে সুরক্ষিত এবং প্রেমপূর্ণ যত্নের অধীনে থাকতে চায়।—যাকোব ১:২৭; ১ যোহন ২:১৫-১৭.

মানব দুর্বলতাজনিত খ্রীষ্টীয় মণ্ডলীর কোন সদস্য যদি শয়তানের প্রলোভনের ফাঁদে পড়ে, তাহলে যিহোবা তাকে সহায়তা করে থাকেন। আধ্যাত্মিকভাবে পরিপক্ব প্রাচীনদের নিয়োগ করা হয়েছে মণ্ডলীকে রক্ষা করার জন্য এবং যারা ভুল করেছে তাদের পাপের জন্য অনুতপ্ত হতে এবং তা থেকে ফেরার জন্য পুনরায় প্রেমের সাথে সাহায্য করা হয়। যে কোন খ্রীষ্টান যে অন্যায় কাজে লিপ্ত হয়, তাহলে তাকে ধৈর্যের সাথে অনুতপ্ত হতে এবং সেই পথ পরিবর্তন করতে সাহায্য করা উচিত।—গালাতীয় ৬:১, ২; যাকোব ৫:১৩-১৬.

সমাজচ্যুত করা কিভাবে প্রেমপূর্ণ

যিহোবার বাপ্তিস্মিত দাসেরা যারা ইচ্ছাকৃতভাবে মন্দ পথে চলে এবং পরিবর্তন করতে চায় না তাদের অনুতপ্তহীনরূপে গণ্য করা হয় আর ফলে, তারা খ্রীষ্টীয় সমাজের অযোগ্য হয়। (তুলনা করুন ১ যোহন ২:১৯.) এইধরনের ব্যক্তিদের পরিষ্কার খ্রীষ্টীয় মণ্ডলীতে থাকতে দেওয়া উচিত নয়, যাতে তারা মণ্ডলীকে কলুষিত করতে পারে। তাদের অবশ্যই বহিষ্কার করে দেওয়া উচিত।

মন্দ কাজ করে এমন ব্যক্তিদের সমাজচ্যুত করার যথার্থতাকে, নিম্নলিখিত দৃষ্টান্তটি দ্বারা চিত্রিত করা যেতে পারে: ছাত্রদের বিরুদ্ধে প্রবল আক্রমণ এবং দৌরাত্ম্যের বৃদ্ধি হওয়াতে কিছু স্কুল এই সিদ্ধান্ত নিয়েছে যে, “যে সব ছাত্রেরা অস্ত্র ব্যবহার করে এবং যারা শাশায়, তাদের যাবজ্জীবন স্কুল থেকে বরখাস্ত করা হবে,” দ্যা গ্লোব অ্যান্ড মেল টরোন্টো, কানাডার একটি পত্রিকা রিপোর্ট করে। এই বহিষ্কার করা হয় সেই সব ছাত্রদের রক্ষা করতে, যারা দৌরাত্ম্যপূর্ণ কাজের বশবর্তী না হয়ে স্কুলের যে শিক্ষাব্যবস্থা আছে, তা থেকে উপকৃত হতে চায়।

মণ্ডলী থেকে অনুতপ্তহীন অন্যায়কারীকে বহিষ্কার করে দেওয়া কেন প্রেমপূর্ণ? তা করা হল যিহোবার এবং তাঁর পথের প্রতি প্রেমের প্রকাশ। (গীতসংহিতা ৯৭:১০) এই পদক্ষেপ তাদের প্রতি প্রেম প্রদর্শন করে, যারা ধার্মিক পথে চলছে, কারণ তাদের প্রতি সেই ব্যক্তি খারাপ প্রভাব আনতে পারত। এটা মণ্ডলীর পবিত্রতাকেও রক্ষা করে। (১ করিন্থীয় ৫:১-১৩) যদি মণ্ডলীতে গুরুতর অনৈতিকতা এবং আধ্যাত্মিক অপরিচ্ছন্নতা থাকতে দেওয়া হয়, তাহলে তা কলুষিত হয়ে উঠবে এবং যিহোবার প্রতি পবিত্র উপাসনা নিবেদন করা সম্ভব হবে না, যিনি হলেন পবিত্র। এছাড়াও, অন্যায়কারীকে বহিষ্কার করে দেওয়া হয়ত তাকে সাহায্য করতে পারে তার ভুল কাজের গুরুত্বকে উপলব্ধি করতে, অনুতপ্ত হতে এবং প্রয়োজনীয় পরিবর্তনগুলি করতে এবং এইভাবে মণ্ডলীতে আবার ফিরে আসতে পারে।

অন্যদের উপর প্রভাব

মণ্ডলীর একজন সদস্য যখন কোন গুরুতর পাপ করে, যেমন ব্যভিচার, তখন সে যিহোবার হৃদয়ে আনন্দ নিয়ে আসে না। (হিতোপদেশ ২৭:১১) যে কোন খ্রীষ্টান যে যৌন অনৈতিকতায় জড়িয়ে পড়ে, সে অবশ্যই যোষেফের কথা চিন্তা করে না, যখন পোটীফারের স্ত্রী তার সাথে যৌন সম্পর্ক করার চেষ্টা করেছিল। যোষেফের প্রতিক্রিয়া ছিল: “আমি কিরূপে এই মহা দুষ্কর্ম করিতে ও ঈশ্বরের বিরুদ্ধে পাপ করিতে পারি?” (আদিপুস্তক ৩৯:৬-১২) যোষেফ যিহোবার পবিত্র মানের প্রতি সম্মান প্রদর্শন করেছিলেন এবং সেখান থেকে পালিয়ে গিয়েছিলেন। অপরদিকে, একজন ব্যভিচারীর হৃদয়ে ঈশ্বরের প্রতি যথেষ্ট প্রেমের অভাব দেখা যায়, কারণ সে তার দৈহিক চাহিদা মিটানো থেকে সরে যায়নি।—গালাতীয় ৫:১৯-২১.

একজন বাপ্তিস্মিত ব্যক্তি যে ঈশ্বরের আদেশকে অমান্য করে, সে তার বিশ্বাসী পরিজনদের উপর কী দুঃখ এবং দুর্নাম আসবে, সে বিষয়ে চিন্তা করে না। একজন ব্যক্তি যতটা মানসিক অনুভূতি সহ্য করতে পারে, তার চেয়ে অনেক বেশি কষ্ট দেয়। তার ছেলে অনৈতিক জীবনযাপন করে, এটা জানার পর অনুশোচনা করে একজন খ্রীষ্টীয় মহিলা বলেন: “খুব অল্পই ভাইবোন আমাদের ব্যথা ও বিপর্যয়ের কথা অনুভব করে . . . আমাদের হৃদয় ভেঙে গেছে।” সমস্ত পরিবারের সুনাম হয়ত লোকে সন্দেহের চোখে দেখে। বিষণ্ণতা এবং অপরাধবোধ হয়ত পরিবারের বিশ্বস্ত সদস্যদের পীড়া দিতে পারে। অন্যায়কারীর অন্যায় কাজ এইভাবে পরিবারের মনব্যথা নিয়ে আসে।

পরিবারের সদস্যদের জন্য প্রেমপূর্ণ সাহায্য

সমাজচ্যুত ব্যক্তির পরিবারের বিশ্বস্ত খ্রীষ্টীয় সদস্যদের স্মরণে রাখা প্রয়োজন, যে সমাজচ্যুত করা হল প্রেমের চিহ্ন এবং নিরাপত্তাজনক। অন্যায়কারীকে সব রকম ভাবে সাহায্য করার প্রয়াস করা হয়। কিন্তু সে যদি ঈশ্বরের প্রতি অবাধ্য প্রমাণিত হয় এবং জেদ বশত অনুতপ্ত না হয়, তাহলে মণ্ডলীকে রক্ষা করতে হবেই এবং অন্য কোন উপায় না দেখে ঈশ্বরের বাক্য যেরূপ নির্দেশ দেয় সেইভাবে কাজ করতে হবে: “তোমরা আপনাদের মধ্য হইতে সেই দুষ্টকে বাহির করিয়া দেও।” (১ করিন্থীয় ৫:১৩) যেমন একজন সাক্ষী বলেছিলেন, “সমাজচ্যুত করা হল যিহোবার প্রতি আনুগত্যতা প্রদর্শন করা।”

যখন পরিবারের একজন সদস্য সমাজচ্যুত হয়, খ্রীষ্টীয় আত্মীয়স্বজনেরা দুঃখ পায়। নিয়োজিত প্রাচীনদের তাই তাদের আধ্যত্মিকভাবে সতেজ রাখতে যথাসাধ্য করা উচিত। (১ থিষলনীকীয় ৫:১৪) প্রাচীনেরা তাদের জন্য এবং তাদের সাথে প্রার্থনা করতে পারেন। এই সব বিশ্বস্ত খ্রীষ্টানদের প্রায়ই সাক্ষাৎ করে তাদের সাথে গঠনমূলক শাস্ত্রীয় বিষয় আলোচনা করা সম্ভব। এই সব প্রিয় ব্যক্তিদের আধ্যাত্মিকভাবে দৃঢ় করতে পালের পালকদের উচিত খ্রীষ্টীয় সভাগুলির আগে ও পরে প্রতিটি সুযোগ ব্যবহার করা। অতিরিক্ত উৎসাহ দেওয়া যেতে পারে ক্ষেত্রের পরিচর্যায় তাদের সাথে যোগদান করার দ্বারা। (রোমীয় ১:১১, ১২) আধ্যাত্মিক প্রাচীনদের উচিত যিহোবার এই সব বিশ্বস্ত দাসেদের প্রেম এবং যত্ন নেওয়া, যেটা তাদের প্রাপ্য।—১ থিষলনীকীয় ২:৭, ৮.

একজন ব্যক্তির পাপের জন্য পরিবারের অন্যান্য বিশ্বস্ত সদস্যদের অবহেলা করার কোন যুক্তি নেই। ইস্রায়েলের দুষ্ট রাজা শৌলকে ঈশ্বর প্রত্যাখ্যান করেছিলেন, কিন্তু সেই বিষয়টি দায়ূদ শৌলের পুত্র যোনাথনের প্রতি তার স্নেহ দেখানোর ক্ষেত্রে বাধা দিতে দেননি। বস্তুতপক্ষে, দায়ূদ এবং যোনাথনের মধ্যে সম্পর্ক অত্যন্ত সুদৃঢ় হয়েছিল। (১ শমূয়েল ১৫:২২, ২৩; ১৮:১-৩; ২০:৪১) সুতরাং মণ্ডলীর সকলে, যে ব্যক্তি যিহোবার বিরুদ্ধে পাপ করেছে, তার পরিজনদের সাথে সমর্থন জানাবে এবং প্রেম দেখাবে।

এই সব বিশ্বস্ত ব্যক্তিদের অগ্রাহ্য করা অথবা তাদের প্রতি নিষ্ঠুর হওয়া কতই না প্রেমহীনতার কাজ হবে! বিশ্বস্ত পারিবারিক সদস্যদের জন্য প্রয়োজন বিশেষ উৎসাহদানের। তারা হয়ত একাকী এবং তাদের পরিস্থিতি খুব কষ্টকর বোধ করতে পারে। আপনি হয়ত কোন আধ্যাত্মিক রত্ন অথবা কোন গঠনমূলক অভিজ্ঞতা তাদের টেলিফোনে ব্যক্ত করতে পারেন। যদি সেই বহিষ্কৃত ব্যক্তি টেলিফোনে উত্তর দেয়, তাহলে শুধুমাত্র বলুন যে আপনি খ্রীষ্টীয় পরিজনদের সাথে কথা বলতে চান। আপনি হয়ত সেই পরিবারের বিশ্বস্ত সদস্যদের আপনার ঘরে কোন সামাজিক অনুষ্ঠানে অথবা কোন ভোজে আমন্ত্রণ জানাতে পারেন। কেনাকাটার সময়ে যদি আপনার সাথে তাদের দেখা হয়, তাহলে সেই সুযোগে হয়ত গঠনমূলক কিছু কথাবার্তা বলতে পারেন। মনে রাখবেন, বিশ্বস্ত খ্রীষ্টানেরা যাদের সমাজচ্যুত আত্মীয় রয়েছে, তারা তখনও যিহোবার পরিষ্কার সংগঠনের অংশ। সহজেই তারা বিছিন্ন অথবা নিরুৎসাহিত হয়ে পড়তে পারে। সুতরাং, তাদের প্রতি করুণা এবং প্রেম দেখাতে সচেতন থাকুন। ‘সকলের যাহারা বিশ্বাস বাটীর পরিজন’ তাদের প্রতি ক্রমাগত ভাল কাজ করতে থাকুন।—গালাতীয় ৬:১০.

যিহোবার আয়োজনকে উপলব্ধি করুন

আমরা কতই না কৃতজ্ঞ হতে পারি, যে যিহোবা ঈশ্বর পৃথিবীব্যাপী তাঁর উপাসকদের পরিবারের প্রত্যেকের জন্য আন্তরিক সমবেদনা দেখান। আমাদের সহায়তা করার জন্য তাঁর সংগঠনের মাধ্যমে তিনি প্রেমের সাথে এক আয়োজন করেছেন, যাতে আমরা তাঁর সম্মুখে ধার্মিকভাবে চলতে পারি। এমনকি যদি একটি পরিবারের সদস্য ইচ্ছাকৃতভাবে পাপ করে আর অবশ্যই খ্রীষ্টীয় মণ্ডলী থেকে সমাজচ্যুত হয়, তবে যদি সে সত্যি অনুতপ্ত হয়, তাহলে কিন্তু ফিরে আসার রাস্তা খোলা রয়েছে। নিম্নলিখিত দৃষ্টান্তটি দ্বারা তা চিত্রিত হয়েছে:

প্রাচীনেরা এক ব্যক্তিকে সাহায্য করার চেষ্টা করেছিল যাকে আমরা অ্যানা বলে ডাকব, কিন্তু সে ধুমপান, মদ্যপান এবং ড্রাগ নিতে শুরু করে। সে অনুতপ্ত হয় না, ফলে মণ্ডলীতে থাকতে পারে না। যাইহোক, অল্পদিনের মধ্যেই অ্যানা হৃদয়ে যিহোবার পরিষ্কার সংগঠনের প্রেমময় সঙ্গ না পাওয়ার অনুভূতি উপলিব্ধ করে এবং যিহোবার কাছে সাহায্যের জন্য প্রার্থনা করে। সে স্বীকার করে যে সে এতদিন পুরোপুরি উপলব্ধি করেনি যে প্রাচীনেরা বিপথগামীদের কতখানি যত্ন নেন। অ্যানা আবার সভাগুলিতে যোগদান করতে শুরু করে এবং তা তাকে অনুতপ্ত হতে প্ররোচিত করে। তারপর, সে আবার প্রেমপূর্ণ এবং সুরক্ষিত মণ্ডলীতে গৃহীত হয়। পুনরায় অ্যানা যিহোবার নৈতিক উচ্চ মানগুলিকে ধরে রেখেছে। প্রচীনেরা যে প্রেম তার প্রতি প্রদর্শন করেছেন, তার জন্য সে কৃতজ্ঞ এবং সে আরও মন্তব্য করে: “আপনি কল্পনা করতে পারবেন না যে কতখানি সাহায্য খ্রীষ্টীয় প্রকাশনাগুলি আমাকে দিয়েছিল। অবশ্যই, যিহোবা আমাদের প্রয়োজনের প্রতি যথেষ্ট লক্ষ্য রাখেন।”

হ্যাঁ, যারা মণ্ডলী থেকে সমাজচ্যুত হয়েছে, কিন্তু পরে অনুতপ্ত হয়েছে, তাদের জন্য যিহোবা একটি ফেরার পথ করে রেখেছেন। আমরা এও দেখেছি যে সমাজচ্যুত করা হল একটি প্রেমপূর্ণ আয়োজন। কিন্তু কতই না ভাল হবে যে আমাদের পবিত্র ঈশ্বরের ধার্মিক পথে সর্বদা নিশ্চল থাকার দ্বারা এই দুঃখজনক অভিজ্ঞতাকে এড়িয়ে চলা! পরিষ্কার, প্রেমময় এবং সুরক্ষিত সংগঠনের অংশীদার হতে পারার জন্য আমরা যেন সর্বদা যিহোবাকে প্রশংসা করার সুযোগের জন্য কৃতজ্ঞ থাকি।

[২৬ পৃষ্ঠার চিত্র]

যাদের মণ্ডলী থেকে বহিষ্কার করা হয়েছে তাদের বিশ্বস্ত আত্মীয়দের প্রতি কি আপনি প্রেম প্রদর্শন করছেন?

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার