ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯৫ ১১/১ পৃষ্ঠা ২২-২৫
  • “তাড়িত হইতেছি, কিন্তু পরিত্যক্ত হই না”

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • “তাড়িত হইতেছি, কিন্তু পরিত্যক্ত হই না”
  • ১৯৯৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • প্রকৃতই অবস্থার অবনতি
  • এক সুখী পরিবার
  • আধ্যাত্মিক নিষ্ক্রিয়তা অতিক্রম করা
  • অবস্থার আরেক অবনতির সাথে মোকাবিলা করা
  • আমার পক্ষে যা সম্ভব তাই করা
  • ঈশ্বরের যত্ন থেকে আমি কিভাবে উপকৃত হয়েছিলাম
    ১৯৯৫ সচেতন থাক!
  • দুর্বলতা সত্ত্বেও শক্তি লাভ করা
    ২০১৪ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • আমি অত্যন্ত নিরাশার সময় আশা খুঁজে পেয়েছিলাম
    ২০১৫ সচেতন থাক!
  • অক্ষমতা সত্ত্বেও সানন্দে সেবা করা
    ২০০৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
১৯৯৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯৫ ১১/১ পৃষ্ঠা ২২-২৫

“তাড়িত হইতেছি, কিন্তু পরিত্যক্ত হই না”

উল্ফ হেলগিসেনের দ্বারা কথিত

জুলাই ১৯৮৩ সালে, ডাক্তারেরা আমার উপর ঝুঁকে পড়ে অবাক হয়ে বলে ওঠেন: “এ জেগে আছে!” ১৫-ঘন্টা ধরে এক জটিল অপারেশনের পর আমার মেরুদণ্ড থেকে একটা ১২ সেন্টিমিটারের টিউমার বার করা হয়। আমি সম্পূর্ণভাবে পঙ্গু হয়ে পড়ি।

কিছুদিন পরে, আমার বাসস্থান হ্যালসিনবার্গের থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে দক্ষিণ সুইডেনের একটি হাসপাতালে আমাকে নিয়ে যাওয়া হয়। সেখানে আমি এক পুনর্বাসন কর্মসূচিতে যোগদান করি। ফিসিওথেরাপিস্ট জানান যে, এটা আমার পক্ষে খুবই কষ্টকর হবে, কিন্তু এটা শুরু করতে আমি অত্যন্ত আগ্রহী ছিলাম। আমি প্রকৃতপক্ষে আবার হাঁটতে চেয়েছিলাম। অধ্যবসায়ের সাথে দিনে পাঁচঘন্টার অনুশীলন কার্যক্রম অনুধাবন করার ফলে আমি খুব দ্রুতগতিতে উন্নতি করতে থাকি।

এক মাস পর যখন ভ্রমণ অধ্যক্ষ আমাদের মণ্ডলী পরিদর্শনে আসেন, তখন তিনি এবং অন্যান্য খ্রীষ্টীয় প্রাচীনেরা মণ্ডলীর প্রাচীনদের সভা পরিচালিত করার জন্য বহুদূর থেকে আমার হাসপাতালের ঘরটিতে আসেন। ভ্রাতৃপ্রেমের এই নিদর্শন দেখে আমার হৃদয় কতই না আনন্দিত হয়েছিল! সভা শেষ হয়ে যাওয়ার পর সেই বিভাগের নার্সেরা সমস্ত দলটির জন্য চা ও স্যান্ডউইচের ব্যবস্থা করে।

প্রথম দিকে আমার উন্নতি দেখে ডাক্তারেরা অত্যন্ত অবাক হয়ে গিয়েছিলেন। তিন মাস পর আমি আমার হুইলচেয়ারে উঠে বসতে পারতাম এবং কিছুক্ষণের জন্য দাঁড়াতেও পারতাম। আমি খুব খুশি ছিলাম এবং আবার হাঁটতে পারব বলে সম্পূর্ণরূপে নিশ্চিত ছিলাম। আমার পরিবার ও সহখ্রীষ্টানেরা যখন আমাকে দেখতে আসত, তখন তারা আমাকে অনেক উৎসাহ দিত। এমনকি অল্প কিছু সময়ের জন্য আমি বাড়িতে পর্যন্ত যেতে পেরেছিলাম।

প্রকৃতই অবস্থার অবনতি

কিন্তু, তিন মাস পর, আমি আর উন্নতি করতে পারিনি। এর কিছুদিন পরেই ফিসিওথেরাপিস্ট আমাকে এক দুঃখজনক খবর দেন: “এর থেকে বেশি আপনি আর উন্নতি করতে পারবেন না!” এখন তাদের এটাই লক্ষ্য হয়ে দাঁড়াল যে আমি যেন নিজের শক্তিতে হুইলচেয়ারে ঘোরাফেরা করতে পারি। আমি ভাবতাম যে আমার কী হবে? আমার স্ত্রী কিভাবে সবকিছুর দেখাশোনা করবে? তার নিজেরও একটা বড় অপারেশন হয়েছে ও সাহায্যের প্রয়োজন আছে। আমাকে কি সারাজীবন চিকিৎসাগত সাহায্য নিতে হবে?

আমি অত্যন্ত নিরাশ হয়ে পড়ি। আমার ক্ষমতা, সাহস ও শক্তি ক্রমশই নষ্ট হয়ে যেতে থাকে। দিন চলতে থাকে আর আমি অকর্মণ্য হয়ে পড়ি। কেবলমাত্র দৈহিকভাবেই আমি পঙ্গু হয়ে পড়ি না, কিন্তু মানসিক ও আধ্যাত্মিক দিক দিয়েও আমি নিষ্ক্রিয় হয়ে যাই। আমি “তাড়িত” হই। আমি সর্বদা নিজেকে আধ্যাত্মিকভাবে দৃঢ় বলে মনে করতাম। ঈশ্বরের রাজ্যের প্রতি আমার গভীর বিশ্বাস ছিল। (দানিয়েল ২:৪৪; মথি ৬:১০) আমি নিশ্চিত ছিলাম যে বাইবেলের প্রতিজ্ঞা অনুসারে ঈশ্বরের নতুন জগতে সমস্ত অসুখ ও অক্ষমতা দূর হয়ে যাবে আর সমগ্র মানবজাতি সেখানে এক সিদ্ধ জীবন ফিরে পাবে। (যিশাইয় ২৫:৮; ৩৩:২৪; ২ পিতর ৩:১৩) কিন্তু, এখন আমি নিজেকে পঙ্গু বলে মনে করি কেবলমাত্র দৈহিকভাবেই নয়, কিন্তু আধ্যাত্মিকভাবেও। আমি নিজেকে “পরিত্যক্ত” বলে অনুভব করি।—২ করিন্থীয় ৪:৯.

আরও কিছু বলার আগে, আসুন আমি আমার পটভূমিকা সম্বন্ধে কিছু জানাই।

এক সুখী পরিবার

আমার জন্ম হয় ১৯৩৪ সালে আর আমার স্বাস্থ্য ছিল বরাবরই খুব উত্তম। ১৯৫০ সালের প্রথম দিকে, ইনগ্রিডের সাথে আমার পরিচয় হয় এবং ১৯৫৮ সালে আমাদের বিবাহ হয় আর আমরা মধ্য সুইডেনের অস্টারসুন্ড শহরে থাকতে আরম্ভ করি। ১৯৬৩ সালে আমাদের জীবনে সন্ধিক্ষণ আসে যখন আমরা যিহোবার সাক্ষীদের সাথে বাইবেল অধ্যয়ন শুরু করি। সেই সময় ইতিমধ্যেই আমাদের তিনটি সন্তান ছিল—ইভা, বির্য়ণ ও লীনা। অতি শীঘ্রই আমাদের সমগ্র পরিবারটিই অধ্যয়ন আরম্ভ করে এবং বাইবেল সত্যের জ্ঞানে অগ্রসর হতে থাকে।

অধ্যয়ন শুরু করার কিছুদিন পর আমরা হ্যালসিনবার্গে চলে যাই। সেখানে আমি ও আমার স্ত্রী যিহোবার কাছে নিজেদের উৎসর্গ করি ও ১৯৬৪ সালে বাপ্তিস্ম নিই। আমাদের আনন্দ আরও বৃদ্ধি পায় যখন আমাদের বড় মেয়ে ইভা ১৯৬৮ সালে বাপ্তিস্ম নেয়। সাত বছর বাদে, ১৯৭৫ সালে বির্য়ণ ও লীনা বাপ্তাইজিত হয় এবং তার পরের বছর খ্রীষ্টীয় মণ্ডলীতে আমি প্রাচীন হিসাবে নিযুক্ত হই।

আমার চাকুরি আমাকে সাহায্য করেছিল পরিবারের বস্তুগত চাহিদার প্রতি ভালভাবে দেখাশোনা করতে। আর আমাদের আনন্দ আরও বেড়ে ওঠে যখন বির্য়ণ ও ইভা পূর্ণ-সময় পরিচর্যার কাজ শুরু করে। কিছুদিন পরেই বির্য়ণকে আরবুগার যিহোবার সাক্ষীদের শাখা অফিসে কাজ করার জন্য ডাকা হয়। জীবন সত্যই আমাদের পক্ষে অনুকূল ছিল। এরপর, ১৯৮০ সালের প্রথম দিকে আমি দৈহিকভাবে টিউমারের সমস্যা উপলব্ধি করতে শুরু করি, যা পরিশেষে ১৯৮৩ সালে একটি বড় অপারেশনের মাধ্যমে সরিয়ে দেওয়া হয়।

আধ্যাত্মিক নিষ্ক্রিয়তা অতিক্রম করা

যখন আমাকে বলা হয় যে আমি আর হাঁটতে পারব না, তখন সমস্ত জীবনটা আমার কাছে অন্ধকার বলে মনে হল। কিভাবে আমি আবার আধ্যাত্মিক শক্তি ফিরে পাই? আমি যা ভেবেছিলাম তার চাইতে অনেক সহজ ছিল। আমি কেবলমাত্র বাইবেল খুলে পড়তে আরম্ভ করি। যতই আমি পড়তে থাকি ততই আধ্যাত্মিক শক্তি ফিরে পাই। সবচাইতে বেশি আমি উপলদ্ধি করি যীশুর পার্বত্য উপদেশ। আমি সেটিকে বারে বারে পড়ি ও সে বিষয়ে ধ্যান করতে থাকি।

জীবনের প্রতি আনন্দকর দৃষ্টিভঙ্গি আমি আবার ফিরে পাই। পড়া ও ধ্যান করার মাধ্যমে আমি বাধাগুলিকে না দেখে সুযোগগুলিকে দেখার চেষ্টা করি। অপরের কাছে বাইবেলের সত্য বন্টন করার ইচ্ছা আমি আবার ফিরে পাই এবং হাসপাতালের সদস্য ও যাদের সাথে আমার দেখা হত, তাদের কাছে সাক্ষ্য দেওয়ার দ্বারা আমি আমার সেই ইচ্ছাকে চরিতার্থ করি। আমার পরিবার সম্পূর্ণভাবে আমাকে সাহায্য করে এবং আমাকে দেখাশোনা করার জন্য প্রশিক্ষণ নেয়। অবশেষে আমি হাসপাতাল ছাড়তে পারি।

পরিশেষে আমি বাড়িতে এসে পৌঁছাই। সেটা আমাদের সকলের জন্য কতই না আনন্দের দিন ছিল! আমার পরিবার একটি কর্মতালিকা তৈরি করে যার অন্তর্ভুক্ত ছিল আমাকে দেখাশোনা করার দায়িত্ব। আমার ছেলে বির্য়ণ আমার দেখাশোনা করতে সাহায্য করার জন্য যিহোবার সাক্ষীদের শাখা অফিসের কাজ ছেড়ে বাড়িতে ফিরে আসে। আমার পরিবারের প্রিয় পাত্র হওয়া ছিল আমার জন্য এক অত্যন্ত সান্ত্বনাদায়ক বিষয়।

অবস্থার আরেক অবনতির সাথে মোকাবিলা করা

কিন্তু, যতই সময় যেতে থাকে, আমার স্বাস্থ্যের অবনতি ঘটতে আরম্ভ করে আর আমার পক্ষে নড়াচড়া করাও মুশকিল হয়ে ওঠে। অবশেষে, আমার পরিবারের উৎসর্গীকৃত প্রচেষ্টা থাকা সত্ত্বেও তারা আর বাড়িতে আমার দেখাশোনা করতে পারে না। অতএব আমি সিদ্ধান্ত নিই যে আমার পক্ষে নাসিংহোমে যাওয়াই ঠিক হবে। এর অর্থ হল আবার পরিবর্তন ও নতুন কর্মসূচি। কিন্তু এটাকে আমি আমার আধ্যাত্মিক অবনতি হওয়ার সুযোগ হতে দিইনি।

আমি কখনও বাইবেল পড়া ও গবেষণা করা বন্ধ করে দিইনি। আমি কী করতে পারি না তার উপর নয়, বরঞ্চ আমি কী করতে পারি তার উপরই নজর রেখেছিলাম। যিহোবার সমস্ত সাক্ষীরা যে আধ্যাত্মিক আশীর্বাদ লাভ করেছে সে বিষয়ে আমি ধ্যান করতাম। প্রার্থনার মাধ্যমে আমি যিহোবার সান্নিধ্যে থাকতাম আর অপরের কাছে প্রচার করার প্রতিটি সুযোগ গ্রহণ করতাম।

এখন আমি রাতে এবং দিনের বেলার কিছু সময় নার্সিংহোমে কাটাই। দুপুর ও সন্ধ্যাগুলিতে আমি না হয় বাড়িতে অথবা আমাদের খ্রীষ্টীয় সভাগুলিতে উপস্থিত থাকি। বাড়ি থেকে সভায় এবং সভা থেকে বাড়িতে যাওয়ার জন্য মিউনিসিপ্যাল একটি গাড়ির ব্যবস্থা করে দিয়েছে। আমার উৎসর্গীকৃত পরিবার, মণ্ডলীর ভাইয়েরা এবং নাসিংহোমের সদস্যেরা অতি উত্তমভাবে আমার দেখাশোনা করে চলেছে।

আমার পক্ষে যা সম্ভব তাই করা

আমি নিজেকে পঙ্গু বলে মনে করি না এবং আমার পরিবার ও খ্রীষ্টীয় ভাইয়েরাও আমার সাথে সেরকম ব্যবহার করে না। আমার প্রতি প্রেমপূর্ণ যত্ন নেওয়া হয় যা আমাকে সাহায্য করে সক্রিয়ভাবে প্রাচীন হিসাবে নিজের কাজকে চালিয়ে নিয়ে যেতে। আমি প্রতি সপ্তাহে মণ্ডলীর বুকস্টাডি ও সেইসঙ্গে কিংডম হলে সাপ্তাহিক প্রহরীদুর্গ পাঠ পরিচালনা করে থাকি। বাইবেলের পাতা খোলা আমার পক্ষে মুশকিল হয়ে পড়ে, তাই সভাগুলিতে সাহায্য করার জন্য একজনকে নিযুক্ত করা হয়েছে। আমি সভা পরিচালনা করি এবং আমার হুইলচেয়ারে জনসাধারণের বক্তৃতা দিয়ে থাকি।

এইভাবে আমি এখনও এমন অনেক কাজ করতে পারি যা আমি আগে করে আনন্দ পেতাম, যার অন্তর্ভুক্ত হল পালক হিসাবে সকলের কাছে যাওয়া। (১ পিতর ৫:২) আমি এটা করে থাকি যখন ভাইবোনেরা আমার কাছে সাহায্য বা উপদেশের জন্য আসে। এছাড়াও আমি টেলিফোনের ব্যবহার করি, নিজে থেকে অপরের সাথে কথা বলার জন্য ফোন করি। এর ফলে আমরা একে অপরকে উৎসাহিত করে তুলি। (রোমীয় ১:১১, ১২) সম্প্রতি একজন বন্ধু জানান: “ঠিক যে মুহূর্তে আমি বিষণ্ণবোধ করছিলাম, আপনি আমাকে টেলিফোন করে উৎসাহিত করেন।” কিন্তু আমিও উৎসাহিত হয়েছিলাম এই জেনে যে যিহোবা আমার প্রচেষ্টাকে আশীর্বাদযুক্ত করেছেন।

সভাগুলি শুরু হওয়ার আগে ও পরে মণ্ডলীর ছোট ছেলেমেয়েদের সাথে আমার উত্তম মেলামেশার সুযোগ হয়। যেহেতু আমি হুইলচেয়ারে বসে থাকি, তাই তাদের সাথে চোখে চোখ রেখে আমি কথা বলতে পারি। তাদের আন্তরিকতার ও স্পষ্টভাষিতার আমি প্রশংসা করি। একটি ছোট ছেলে আমাকে একবার বলেছিল: “তুমি একজন অত্যন্ত সুদর্শন পঙ্গু ব্যক্তি!”

যা আমি করতে পারি না সে বিষয় চিন্তা না করে যা করতে পারি তার প্রতি নজর রাখার দ্বারা আমি যিহোবাকে আনন্দের সাথে সেবা করতে পেরেছি। আমার যা হয়েছে তার থেকে আমি অনেক কিছু শিখেছি। আমি এটা উপলব্ধি করতে পেরেছি যে পরীক্ষার মাধ্যমেই আমরা প্রশিক্ষণ ও শক্তি অর্জন করি।—১ পিতর ৫:১০.

আমি লক্ষ্য করেছি যে অনেক স্বাস্থ্যবান ব্যক্তিরাই এটা উপলব্ধি করতে ব্যর্থ হয় যে আমাদের অবশ্যই স্বর্গীয় পিতার উপাসনাকে সর্বদা গুরুত্বের সাথে গ্রহণ করা উচিত। যদি আমরা তা না করি, তাহলে আমাদের অধ্যয়নের সূচি, সভাগুলি ও ক্ষেত্রের পরিচর্যা একটা নিছক দায়িত্ব হয়ে উঠতে পারে। জগতের এই শেষ থেকে রক্ষা পেয়ে ঈশ্বরের প্রতিজ্ঞাত পার্থিব পরমদেশে প্রবেশ করার জন্য এই ব্যবস্থাগুলিকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করি।—গীতসংহিতা ৩৭:৯-১১, ২৯; ১ যোহন ২:১৭.

ঈশ্বরের নতুন জগতে জীবনের যে আশা তা আমাদের অবশ্যই হৃদয়ে ধরে রাখতে হবে। (১ থিষলনীকীয় ৫:৮) এছাড়াও আমি শিখেছি যে কোন রকম নিরুৎসাহ হওয়ার যে প্রবণতা তার বিরুদ্ধে লড়াই করাকে যেন কখনও ছেড়ে না দিই। আমি যিহোবাকে আমার পিতা ও সংগঠনকে আমার মাতা হিসাবে গণ্য করতে শিখেছি। আমি এটা উপলদ্ধি করেছি যে আমরা যদি চেষ্টা করি, তাহলে যিহোবা আমাদের যে কোন ব্যক্তিকে তাঁর সক্রিয় দাস হিসাবে ব্যবহার করতে পারেন।

যদিও এক এক সময় আমার মনে হয় যে আমি “তাড়িত” কিন্তু আমি কখনও “পরিত্যক্ত” হইনি। আমি কখনও যিহোবা অথবা তাঁর সংগঠন, বা আমার পরিবার অথবা আমার খ্রীষ্টীয় ভাইদের দ্বারা পরিত্যক্ত হইনি। আমি ধন্যবাদ দিই যে সেই সময় আমি বাইবেল খুলে পড়তে শুরু করি এবং আধ্যাত্মিক দৃঢ়তা ফিরে পাই। আমি যিহোবা ঈশ্বরের কাছে কৃতজ্ঞ যিনি “পরাক্রমের উৎকর্ষ” দান করেন যখন আমরা তাঁর উপর নির্ভর করি।—২ করিন্থীয় ৪:৭.

যিহোবার উপর সম্পূর্ণ আস্থা ও বিশ্বাস রেখে আমি সাগ্রহে ভবিষ্যতের অপেক্ষা করছি। আমি নিশ্চিত যে খুব শীঘ্রই উত্তম আশীর্বাদ সমেত পুনর্প্রতিষ্ঠিত পার্থিব পরমদেশ সংক্রান্ত তাঁর প্রতিজ্ঞা যিহোবা ঈশ্বর পূর্ণ করবেন।—প্রকাশিত বাক্য ২১:৩, ৪.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার