পাঠকদের থেকে প্রশ্নসকল
ফিলিপীয় ২:৯ পদে, পৌল যীশুর সম্বন্ধে বলেছিলেন: “ঈশ্বর তাঁহাকে অতিশয় উচ্চপদান্বিতও করিলেন, এবং তাঁহাকে সেই নাম দান করিলেন, যাহা সমুদয় নাম অপেক্ষা শ্রেষ্ঠ।” এই নতুন নামটি কী? আর যীশুর স্থান যদি যিহোবার নিচে হয়ে থাকে, তাহলে কিভাবে যীশুর নাম সকল নামের থেকে শ্রেষ্ঠ?
ফিলিপীয় ২:৮, ৯ পদ বলে: “এবং আকার প্রকারে মনুষ্যবৎ প্রত্যক্ষ হইয়া [যীশু] আপনাকে অবনত করিলেন; মৃত্যু পর্য্যন্ত, এমন কি, ক্রুশীয় মৃত্যু পর্য্যন্ত আজ্ঞাবহ হইলেন। এই কারণ ঈশ্বর তাঁহাকে অতিশয় উচ্চপদান্বিতও করিলেন, এবং তাঁহাকে সেই নাম দান করিলেন, যাহা সমুদয় নাম অপেক্ষা শ্রেষ্ঠ।”
এই অনুচ্ছেদটির মানে এই নয় যে যেহেতু একমাত্র যিহোবারই নাম সমস্ত নামের চাইতে শ্রেষ্ঠ, অতএব যীশু ও যিহোবা হলেন একই ব্যক্তি। ফিলিপীয় ২ অধ্যায়ের প্রসঙ্গটি যেমন দেখায়, যীশু তাঁর পুনরুত্থানের পরেই এই উচ্চান্বিত নামটি পেয়েছিলেন। এর আগে তাঁকে এই নামটি দেওয়া হয়নি। অপরদিকে, যিহোবা সর্বদাই মহান ছিলেন এবং তাঁর স্থান কখনও পরিবর্তন হয়নি। বস্তুতপক্ষে তাঁর পার্থিব পরিচর্যার সময় তাঁর যা নাম ছিল তার চাইতে শ্রেষ্ঠ নাম যে যীশু পেয়েছিলেন সেটাই প্রমাণ করে যে তিনি যিহোবার সমকক্ষ ছিলেন না। যখন পৌল বলেছিলেন যে সমুদয় নাম অপেক্ষা তাঁকে শ্রেষ্ঠ নাম দেওয়া হয়েছে, তিনি এটাই বলতে চেয়েছিলেন যে বর্তমানে ঈশ্বরের সমস্ত সৃষ্ট বস্তুর মধ্যে যীশুর নাম হল সবচাইতে শ্রেষ্ঠ।
যীশুর এই শ্রেষ্ঠ নামটি কী? যিশাইয় ৯:৬ পদ আমাদের সাহায্য করে এর উত্তর পেতে। আগত মশীহ যীশু সম্বন্ধে ভবিষ্যদ্বাণী করতে গিয়ে পদটি জানায়: “তাঁহারই স্কন্ধের উপরে কর্ত্তৃত্বভার থাকিবে, এবং তাঁহার নাম হইবে ‘আশ্চর্য্য মন্ত্রী, বিক্রমশালী ঈশ্বর, সনাতন পিতা, শান্তিরাজ’।” (বাঁকা অক্ষরে মুদ্রণ আমাদের।) এখানে যীশুর “নাম” এর সাথে সম্পর্কযুক্ত হল তাঁর উচ্চ পদ ও কর্তৃত্ব, আর এটাই আমরা বুঝি যখন ফিলিপীয় ২:৯ পদ বলে “সমুদয় নাম হইতে শ্রেষ্ঠ।” প্রত্যেককে আদেশ দেওয়া হয়েছে যীশুর কাছে নতজানু হতে তাঁর এই উচ্চ স্থান ও কর্তৃত্বের পরিপ্রেক্ষিতে, যা যিহোবা তাঁকে দিয়েছিলেন—এমন এক কর্তৃত্বের স্থান যা যে কোন প্রাণীর তুলনায় অনেক উচ্চ। “সমুদয়” এই শব্দটি যা এই অনুবাদটিতে পাওয়া যায় তা যদিও গ্রীক গ্রন্থের সাথে সরাসরিভাবে সম্পর্কযুক্ত নয়, কিন্তু এই পদটি পরোক্ষভাবে তারই ইঙ্গিত দেয়। যীশুর “নাম” তাঁর নিজস্ব নামের উপরে নয়, কিন্তু সমুদয় সৃষ্টির নামের উপরে।
যীশুর এই নামকে স্বীকার করে বিশ্বস্ত দূতেদের ও মানুষের সাথে নতজানু হতে পেরে আমরা কতই না খুশি! আমরা এটি করি যীশুর সেই উচ্চ ও ক্ষমতাময় পদের পরিপ্রেক্ষিতে যা যিহোবার দ্বারা তাঁকে দত্ত হয়েছিল—“এইরূপে পিতা ঈশ্বর যেন মহিমান্বিত হন।”—ফিলিপীয় ২:১১; মথি ২৮:১৮.