‘ঈশ্বর কি আমাকে গণ্য করেন?’
“আমি কি গণ্য? ঈশ্বর কি চিন্তা করেন?” এটিই ছিল খ্রীষ্টতত্ত্ব আজকে (ইংরাজি) পত্রিকার একটি প্রবন্ধের শিরোনাম। “লেখক হিসাবে আমার কর্মজীবনের বেশির ভাগ সময় ব্যথা সম্বন্ধীয় সমস্যার উপর কেন্দ্রীভূত ছিল,” এই প্রবন্ধের লেখক ফিলিপ ইয়ানসি বলেন। “আমি বারে বারে সেই একই প্রশ্নগুলিতে ফিরে যাই, ঠিক পুরনো ক্ষতের উপর হাত বোলানোর মত যা কখনও সুস্থ হয় না। আমি আমার বইয়ের পাঠকদের কাছ থেকে শুনতে পাই আর তাদের যাতনাপূর্ণ গল্পগুলি আমার সন্দেহকে আরও জোরাল করে তোলে।”
আপনিও হয়ত আপনার জীবনে ঈশ্বরের আগ্রহের বিষয় চিন্তা করেছেন। আপনি হয়ত যোহন ৩:১৬ পদের সাথে পরিচিত আছেন, যা বলে “ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে, আপনার একজাত পুত্ত্রকে দান করিলেন।” অথবা আপনি হয়ত মথি ২০:২৮ পদ পড়েছেন, যা বলে যে যীশু “অনেকের পরিবর্ত্তে আপন প্রাণ মুক্তির মূল্যরূপে দিতে” এসেছিলেন। তবুও আপনি হয়ত জিজ্ঞাসা করবেন, ‘ঈশ্বর কি আমাকে লক্ষ্য করেন? তিনি কি আমার কথা এক স্বতন্ত্র ব্যক্তি হিসাবে চিন্তা করেন?’ তিনি যে তা করেন, তা বিশ্বাস করার উত্তম কারণ রয়েছে, যেমন আমরা দেখব।