ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯৬ ৩/১৫ পৃষ্ঠা ৩
  • আমাদের প্রয়োজন—প্রকৃত বন্ধুর

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • আমাদের প্রয়োজন—প্রকৃত বন্ধুর
  • ১৯৯৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • কেন আমাদের প্রকৃত বন্ধুদের প্রয়োজন
  • ভালোবাসাহীন এক জগতে বন্ধুত্ব বজায় রাখা
    ২০০৯ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • আপনি স্থায়ী বন্ধুত্ব উপভোগ করতে পারেন
    ১৯৯৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • ভেবে-চিন্তে বন্ধু বাছাই করুন
    চিরকাল জীবন উপভোগ করুন!—ঈশ্বরের কাছ থেকে শিখুন
  • আপনি যেভাবে অন্যের সঙ্গে বন্ধুত্ব করতে পারেন
    ২০০০ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
১৯৯৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯৬ ৩/১৫ পৃষ্ঠা ৩

আমাদের প্রয়োজন—প্রকৃত বন্ধুর

জেনী এবং সুয়ের মধ্যে এক প্রাণবন্ত কথাবার্তা চলছে। হাসির ঝলক, উজ্জ্বল চোখ—তাদের প্রত্যেকটি আচরণের মধ্যে অপর ব্যক্তিটি কী বলে তার প্রতি আন্তরিক আগ্রহ প্রকাশ পায়। ভিন্ন পটভূমিকার হলেও স্পষ্টতই তাদের একইরকমের বহু আগ্রহ ও পরস্পরের প্রতি অনেক শ্রদ্ধা রয়েছে।

অন্যত্র, এরিক এবং ডেনিস বহু প্রকল্পের একটিতে তারা অনেক বছর ধরে একত্রে কাজ করে চলেছে। তারা তাদের সম্পর্কে স্বাচ্ছন্দ্যবোধ করে এবং সহজেই হাসিঠাট্টা করে। কিন্তু যখন কথাবার্তা গভীরতর বিষয়গুলিতে পরিবর্তিত হয়, তখন তারা অকপটে মতামতগুলির বিনিময় করে। তারা একে অপরকে শ্রদ্ধা করে। জেনী ও সুয়ের মত এরিক এবং ডেনিসও হল প্রকৃত বন্ধু।

এই বিবরণগুলি হয়ত আপনার হৃদয়কে আনন্দে ভরিয়ে দিতে পারে, আপনার নিজস্ব বন্ধুদের সম্বন্ধে আপনাকে চিন্তা করায়। অপরদিকে, সেগুলি হয়ত আপনার মধ্যে সেইধরনের বন্ধু পাওয়ার আকাঙ্ক্ষাকে বাড়িয়ে তোলে। আপনিও তা পেতে পারেন!

কেন আমাদের প্রকৃত বন্ধুদের প্রয়োজন

আমাদের মানসিক ও শারীরিক মঙ্গলের জন্য উত্তম বন্ধুত্বের অত্যন্ত প্রয়োজন। কিন্তু, যখন আমরা একাকী বোধ করি, তার অর্থ নয় যে আমাদের মধ্যে কিছু অভাব রয়েছে। কিছু গবেষক বলেন যে একাকীত্ব হল একধরনের ক্ষুধা, আমাদের যে বন্ধুর প্রয়োজন এটি তার স্বাভাবিক ইঙ্গিত। যে ভাবেই হোক, ঠিক যেমন খাদ্য ক্ষুধাকে কমিয়ে অথবা মিটিয়ে দেয়, তেমনি সঠিক ধরনের বন্ধুত্ব একাকীত্বকে কমিয়ে দিতে অথবা এমনকি দূর করতে পারে। এছাড়াও, উত্তম বন্ধু থাকা যারা আমাদের মূল্য দেয়, তা অর্জন করা অসম্ভব নয়।

মনুষ্যকে সাথী থাকার প্রয়োজনীয়তা দিয়েই সৃষ্টি করা হয়েছিল। (আদিপুস্তক ২:১৮) বাইবেল জানায় যে প্রকৃত বন্ধু অথবা সাথী “দুর্দশার সময়ে উপযোগী।” (হিতোপদেশ ১৭:১৭, NW) তাই, প্রকৃত বন্ধুদের, যখন সাহায্যের প্রয়োজন তখন পরস্পরকে সাহায্য চাওয়ার অধিকার অর্জন করতে হবে। কিন্তু বন্ধুত্বের অর্থ কারও কাছ থেকে সাহায্যের অন্বেষণ করা অথবা কাজের বা খেলার সাথী হওয়ার চাইতে আরও অধিক কিছু বুঝায়। উত্তম বন্ধু কার্যকারীভাবে উত্তম গুণগুলি একে অপরের মধ্যে গড়ে তোলে। হিতোপদেশ ২৭:১৭ বলে: “লৌহ লৌহকে সতেজ করে। তদ্রূপ মনুষ্য আপন মিত্রের মুখ সতেজ করে।” যেমন এক টুকরো লোহাকে একই ধাতুতে প্রস্তুত একটি ছুরির ফলককে ধার দিতে ব্যবহার করা যেতে পারে, তেমনি একজন বন্ধু হয়ত অপরজনের বুদ্ধিবিষয়ক ও আধ্যাত্মিক অবস্থাকে তীক্ষ্ণ করার ক্ষেত্রে সফল হতে পারে। যদি হতাশা আমাদের বিষণ্ণ করে, একজন বন্ধুর সহানুভূতিপূর্ণ দৃষ্টিভঙ্গি এবং শাস্ত্রীয় উৎসাহ প্রদান খুবই উপযুক্ত হতে পারে।

বাইবেলে, বন্ধুত্বকে প্রেম, পরিচিতি, গোপনীয়তা ও সাহচর্যের সাথে সংযুক্ত করা হয়েছে। বন্ধুত্বের অন্তর্ভুক্ত হতে পারে প্রতিবেশী, সহকর্মী ইত্যাদি। এছাড়া কিছু আত্মীয়ও তাদের ঘনিষ্ঠ বন্ধু বলে গণ্য হতে পারে। কিন্তু, আজকের দিনে অনেকের কাছেই প্রকৃত বন্ধু পাওয়া ও তা বজায় রাখা কঠিন বলে মনে হয়। কেন এইরকম? আপনি কি প্রকৃত ও স্থায়ী বন্ধুত্ব উপভোগ করতে পারেন?

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার