ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯৬ ৩/১৫ পৃষ্ঠা ৮-৯
  • যীশুর বিদায় বাক্যগুলি শুনে

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • যীশুর বিদায় বাক্যগুলি শুনে
  • ১৯৯৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • “আমার স্মরণার্থে ইহা করিও”
  • ‘আমি তোমাদিগকে এক নূতন আজ্ঞা দিই’
  • “আমার স্মরণার্থে ইহা করিও”
    ২০১৩ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • প্রভুর সান্ধ্যভোজ—যে-উদ্‌যাপন ঈশ্বরকে সম্মানিত করে
    বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়?
  • প্রভুর সান্ধ্যভোজ কেন উদ্‌যাপন করবেন?
    ২০০৩ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • প্রভুর ভোজ আপনার কাছে এর এক মহৎ অর্থ রয়েছে
    ২০০৩ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
১৯৯৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯৬ ৩/১৫ পৃষ্ঠা ৮-৯

তারা যিহোবার ইচ্ছা পালন করেছিলেন

যীশুর বিদায় বাক্যগুলি শুনে

১৪ই নিশান, সা.শ. ৩৩ সালের সন্ধ্যায় যীশু খ্রীষ্ট এবং তাঁর ১১ জন বিশ্বস্ত প্রেরিত যিরূশালেমে উপরের একটি ঘরে একটি টেবিলে হেলান দিয়ে বসে ছিলেন। তাঁর মৃত্যু আসন্ন জেনে তিনি তাদের বলেছিলেন: “অল্পকাল আমি তোমাদের সঙ্গে আছি।” (যোহন ১৩:৩৩) বস্তুতপক্ষে, ইষ্করিতীয় যিহূদা ইতিমধ্যেই দুষ্ট লোকেদের সাথে ষড়যন্ত্র করতে চলে গিয়েছিল যারা যীশুকে হত্যা করাতে চেয়েছিল।

সেই উপরের ঘরে যীশুর থেকে কেউই পরিস্থিতি যে কতখানি জরুরি ছিল তার অর্থ বুঝতে পারেনি। তিনি ভালভাবে জানতেন যে তিনি কষ্টভোগ করতে চলেছেন। যীশু এও জানতেন যে সেই রাতেই তাঁর প্রেরিতেরা তাঁকে পরিত্যাগ করবে। (মথি ২৬:৩১; সখরিয় ১৩:৭) যেহেতু তাঁর মৃত্যুর পূর্বে তাঁর প্রেরিতদের সাথে যীশুর কথা বলার এটি ছিল শেষ সুযোগ, তাই আমরা নিশ্চিত হতে পারি যে তাঁর বিদায় বাক্যগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলির উপর আলোকপাত করেছিল।

“আমার স্মরণার্থে ইহা করিও”

তাঁর বিশ্বস্ত প্রেরিতদের সাথে যীশু এক নতুন উদ্‌যাপন প্রবর্তন করেন যা যিহূদী নিস্তারপর্বের পরিবর্তে করা হয়। প্রেরিত পৌল এটিকে “প্রভুর সান্ধ্যভোজ” বলেন। (১ করিন্থীয় ১১:২০, NW) তাড়ীশূন্য এক খণ্ড রুটি নিয়ে যীশু প্রার্থনা করেন। তারপর তিনি রুটি খণ্ডটি ভেঙে তাঁর প্রেরিতদের দেন। “লও, ভোজন কর, ইহা আমার শরীর,” তিনি বলেন। তারপর তিনি দ্রাক্ষারসের পানপাত্র নিয়ে ধন্যবাদ সহকারে প্রার্থনা করে প্রেরিতদের দিয়ে বলেন: “তোমরা সকলে ইহা হইতে পান কর। কারণ ইহা আমার রক্ত, নূতন নিয়মের রক্ত, যাহা অনেকের জন্য, পাপমোচনের নিমিত্ত, পাতিত হয়।”—মথি ২৬:২৬-২৮.

এই ঘটনাটির তাৎপর্য কী ছিল? যীশু যেমন ইঙ্গিত করেছিলেন, রুটি চিত্রিত করে তাঁর নিষ্পাপ দেহ। (ইব্রীয় ৭:২৬; ১ পিতর ২:২২, ২৪) দ্রাক্ষারস চিত্রিত করে যীশুর পাতিত রক্ত, যেটি পাপমোচনকে সম্ভব করবে। তাঁর বলিদানমূলক রক্ত যিহোবা ঈশ্বর এবং ১,৪৪,০০০ জন মনুষ্যদের মধ্যে নতুন নিয়মটিকেও বলবৎ করবে যারা পরিশেষে স্বর্গে যীশুর সাথে শাসন করবে। (ইব্রীয় ৯:১৪; ১২:২২-২৪; প্রকাশিত বাক্য ১৪:১) এই ভোজে তাঁর প্রেরিতদের অংশ গ্রহণ করতে আমন্ত্রণ করার দ্বারা যীশু ইঙ্গিত করেছিলেন যে তারা স্বর্গীয় রাজ্যে তাঁর সাথে অংশ গ্রহণ করবে।

এই স্মৃতিরক্ষাকারী ভোজ সম্বন্ধে যীশু আদেশ করেছিলেন: “আমার স্মরণার্থে ইহা করিও।” (লূক ২২:১৯) হ্যাঁ, প্রভুর সান্ধ্যভোজ হবে একটি বাৎসরিক ঘটনা, ঠিক যেমন নিস্তারপর্ব ছিল। যেমন নিস্তারপর্ব পালন মিশরের দাসত্ব থেকে ইস্রায়েলদের মুক্তির কথাকে স্মরণ করিয়ে দিত, তেমনি প্রভুর সান্ধ্যভোজ আরও বড় ধরনের মুক্তির প্রতি আলোকপাত করবে—তা হল পাপ ও মৃত্যুর দাসত্ব থেকে মানবজাতির মুক্তি। (১ করিন্থীয় ৫:৭; ইফিষীয় ১:৭) এছাড়া, এই প্রতীক রুটি ও দ্রাক্ষারস যারা গ্রহণ করে তা তাদের ঈশ্বরের স্বর্গীয় রাজ্যে রাজা ও যাজক রূপে তাদের ভবিষ্যৎ সুযোগগুলিকে স্মরণ করাবে।—প্রকাশিত বাক্য ২০:৬.

যীশু খ্রীষ্টের মৃত্যু মানব ইতিহাসে সত্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা ছিল। যীশু যা করেছিলেন যারা তা উপলব্ধি করে তারা প্রভুর সান্ধ্যভোজ সম্বন্ধে তাঁর আদেশ: “আমার স্মরণার্থে ইহা করিও,” তা পালন করে। যিহোবার সাক্ষীরা প্রতি বছর ১৪ই নিশানের সমরূপ একটি দিনে যীশুর মৃত্যুকে স্মরণ করে। ১৯৯৬ সালে এই দিনটি পড়েছে ২রা এপ্রিল, সূর্যাস্তের পর। আপনার এলাকায় কোন একটি কিংডম হলে যোগদান করার জন্য আপনি সাদরে আমন্ত্রিত।

‘আমি তোমাদিগকে এক নূতন আজ্ঞা দিই’

প্রভুর সান্ধ্যভোজ প্রবর্তন করা ছাড়াও, তাঁর প্রেরিতদের জন্য যীশুর কিছু বিদায় উপদেশ ছিল। তাদের উত্তম প্রশিক্ষণ থাকা সত্ত্বেও এই ব্যক্তিদের অনেক কিছু শেখার ছিল। যীশুর জন্য, তাদের জন্য অথবা ভবিষ্যতের জন্য ঈশ্বরের উদ্দেশ্য তারা পূর্ণভাবে বুঝতে পারেনি। কিন্তু যীশু এই সমস্ত বিষয় এই সময়ে ব্যাখ্যা করার চেষ্টা করেননি। (যোহন ১৪:২৬; ১৬:১২, ১৩) বরঞ্চ, তিনি আরও বেশি গুরুত্বপূর্ণ কিছু বিষয় সম্বন্ধে বলেছিলেন। “এক নূতন আজ্ঞা আমি তোমাদিগকে দিতেছি,” তিনি বলেন, “তোমরা পরস্পর প্রেম কর; আমি যেমন তোমাদিগকে প্রেম করিয়াছি, তোমরাও পরস্পর তেমনি প্রেম কর।” তারপর যীশু আরও বলেন: “তোমরা যদি আপনাদের মধ্যে পরস্পর প্রেম রাখ, তবে তাহাতেই সকলে জানিবে যে, তোমরা আমার শিষ্য।”—যোহন ১৩:৩৪, ৩৫.

কিভাবে এটি “এক নূতন আজ্ঞা” ছিল? হ্যাঁ, মোশির নিয়মে আদেশ দেওয়া হয়েছিল: “তুমি . . . আপন প্রতিবাসীকে আপনার মত প্রেম করিবে।” (লেবীয় পুস্তক ১৯:১৮) কিন্তু, যীশু তাঁর অনুগামীদের আত্ম-ত্যাগমূলক প্রেম দেখাতে আদেশ দিয়েছিলেন যার অর্থ সহখ্রীষ্টানদের জন্য একজনের জীবন পর্যন্ত দান করা। অবশ্য, ‘প্রেমের আইন’-টি অপেক্ষাকৃত কম কঠিনতম পরিস্থিতিগুলিতেও প্রযোজ্য হবে। সকল পরিস্থিতির মধ্যে যীশু খ্রীষ্টের একজন অনুগামী অন্যদের আধ্যাত্মিক ও অন্যভাবে সাহায্য করার দ্বারা প্রেম প্রদর্শন করার জন্য নিজে থেকে এগিয়ে এসে পদক্ষেপ নেবে।—গালাতীয় ৬:১০.

যীশুর পার্থিব জীবনের এই অন্তিম রাতে, প্রেম যীশুকে তাঁর শিষ্যদের জন্য যিহোবা ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পরিচালিত করেছিল। অংশত, তিনি প্রার্থনা করেছিলেন: “ইহারা জগতে রহিয়াছে, এবং আমি তোমার নিকটে আসিতেছি। পবিত্র পিতঃ, তোমার নামে তাহাদিগকে রক্ষা কর—যে নাম তুমি আমাকে দিয়াছ—যেন তাহারা এক হয়, যেমন আমরা এক।” (যোহন ১৭:১১) এটি উল্লেখযোগ্য যে তাঁর পিতার কাছে এই প্রার্থনায় যীশু তাঁর অনুগামীদের প্রেমপূর্ণ একতার জন্য অনুরোধ জানিয়েছিলেন। (যোহন ১৭:২০-২৩) ‘যেমন যীশু তাদের প্রেম করেছিলেন, তেমনি পরস্পর প্রেম করার’ তাদের প্রয়োজন ছিল।—যোহন ১৫:১২.

বিশ্বস্ত প্রেরিতেরা যীশুর বিদায় বাক্যগুলি শুনেছিল। আমাদেরও তাঁর আদেশ অনুযায়ী কাজ করা উচিত। এই কষ্টকর “শেষ কালে” সত্য উপাসকদের মধ্যে প্রেম ও একতা আগের থেকে আরও বেশি করে গুরুত্বপূর্ণ। (২ তীমথিয় ৩:১) বাস্তবিকই, সত্য খ্রীষ্টানেরা যীশুর আদেশ পালন এবং ভ্রাতৃপ্রেম প্রদর্শন করে। এটি প্রভুর সান্ধ্যভোজ উদ্‌যাপন করা সম্বন্ধে তাঁর আদেশের বাধ্য হওয়াকে অন্তর্ভুক্ত করে।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার