পাঠকদের থেকে প্রশ্নসকল
প্রেরিত পৌল কী বুঝাতে চেয়েছিলেন যখন তিনি বলেছিলেন যে তিনি ‘পশ্চাৎ স্থিত বিষয় সকল ভুলিয়া গিয়া সম্মুখস্থ বিষয়ের চেষ্টা করিতেছেন”? (ফিলিপীয় ৩:১৩, NW) একজন ব্যক্তি কি স্বেচ্ছাকৃতভাবে কোন কিছুকে ভুলে যেতে পারে?
না, অধিকাংশ ক্ষেত্রে, আমরা স্বেচ্ছাকৃতভাবে আমাদের মন থেকে কোন স্মৃতিকে মুছে ফেলতে পারি না। বস্তুতপক্ষে, আমরা যা মনে রাখতে চাই তার অধিকাংশই ভুলে যাই আর বেশির ভাগ সেগুলিই মনে রাখি যা আমরা শীঘ্রই ভুলে যেতে চাই। তাহলে, ফিলিপীয় ৩:১৩ পদের কথাগুলি যখন তিনি লিখেছিলেন তখন পৌল কী বুঝাতে চেয়েছিলেন? প্রসঙ্গটি আমাদের তা বুঝতে সাহায্য করে।
ফিলিপীয় ৩ অধ্যায়ে, পৌল তার ‘মাংসে দৃঢ় প্রত্যয়ী হতে পারার’ বিষয়ে বর্ণনা করেন। তিনি তার উৎকৃষ্ট যিহূদী পটভূমিকা এবং নিয়মের প্রতি তার উদ্যোগ সম্বন্ধে বলেন—যে বিষয়গুলি ইস্রায়েল জাতির মধ্যে তাকে অনেক সুযোগসুবিধা দিতে পারত। (ফিলিপীয় ৩:৪-৬; প্রেরিত ২২:৩-৫) তবুও, তিনি সেই সুযোগসুবিধাগুলি প্রত্যাখ্যান করেছিলেন, রূপকভাবে যেন ক্ষতি হিসাবে গণ্য করেছিলেন। কেন? কারণ তিনি অপেক্ষাকৃতরূপে উত্তম কিছু—“খ্রীষ্ট যীশুর জ্ঞানের শ্রেষ্ঠতা” খুঁজে পেয়েছিলেন।—ফিলিপীয় ৩:৭, ৮.
পৌলের প্রধান লক্ষ্য ছিল জগতে পদমর্যাদা লাভ করা নয়, কিন্তু “মৃতগণের মধ্য হইতে পুনরুত্থানের ভাগী হইতে” পারা। (ফিলিপীয় ৩:১১, ১২) তাই, তিনি লেখেন: “পশ্চাৎ স্থিত বিষয় সকল ভুলিয়া গিয়া সম্মুখস্থ বিষয়ের চেষ্টায় একাগ্র হইয়া লক্ষ্যের অভিমুখে দৌড়িতে দৌড়িতে আমি খ্রীষ্ট যীশুতে ঈশ্বরের কৃত ঊর্দ্ধ্বদিক্স্থ আহ্বানের পণ পাইবার জন্য যত্ন করিতেছি।” (ফিলিপীয় ৩:১৩, ১৪) যখন পৌল বলেছিলেন যে তিনি “পশ্চাৎ স্থিত বিষয় সকল ভুলিয়া” যাচ্ছিলেন, তিনি বুঝাতে চাননি যে যেভাবেই হোক তিনি তার মন থেকে “পশ্চাৎ স্থিত বিষয় সকল” মুছে ফেলেছিলেন। স্পষ্টতঃ তখনও সেগুলি তিনি মনে রেখেছিলেন, কারণ তিনি সবেমাত্র সেগুলিকে তালিকাবদ্ধ করেছিলেন। এছাড়া মূল গ্রীকে, তিনি যে ধরনের ক্রিয়াপদ ব্যবহার করেছিলেন তা ইঙ্গিত করে প্রগতিময় একটি কাজ, সম্পূর্ণকৃত নয়। তিনি বলেন “ভুলিয়া গিয়া,” “ভুলে গিয়েছি” এমন নয়।
“ভুলে যাওয়া” (এপিল্যানথ্যানোমাই) গ্রীক শব্দটির অনুবাদ বিভিন্ন ধরনের অর্থ প্রকাশ করে যার মধ্যে একটির অর্থ হল “উদাসীন হওয়া” অথবা “উপেক্ষা” করা। এক্সিজিটিক্যাল ডিক্সনারী অফ দ্যা নিউ টেস্টামেন্ট (হোর্স্ট বাল্জ এবং গেরহাড স্নাইডার দ্বারা সম্পাদিত) অনুসারে, “ভুলিয়া গিয়া” এটাই ফিলিপীয় ৩:১৩ পদের অর্থ। যে জিনিসগুলিকে তিনি ছেড়ে দিয়েছিলেন সেগুলিকে পৌল অনবরতভাবে চিন্তা করতেন না। সেগুলিকে ক্ষুদ্র চিন্তার বিষয় হিসাবে তিনি দেখতে শিখেছিলেন। স্বর্গীয় আশার সাথে তুলনা করলে সেগুলিকে “মলবৎ গণ্য” করা হয়েছিল।—ফিলিপীয় ৩:৮.
পৌলের বাক্যগুলি আজকের দিনে কিভাবে প্রযোজ্য হতে পারে? হ্যাঁ, পৌলের মত, একজন খ্রীষ্টান হয়ত ঈশ্বরকে সেবা করার জন্য ত্যাগ স্বীকার করেছে। সে হয়ত পূর্ণ-সময়ের পরিচর্যা করার জন্য লাভজনক বৃত্তি ছেড়েছে। অথবা সে হয়ত ধনী পরিবারের একজন ছিল, কিন্তু পরিবারের লোকেরা সত্যকে অনুমোদন না করার ফলে সে সম্পত্তি থেকে বঞ্চিত হয়েছে। এইধরনের ত্যাগ স্বীকার প্রশংসনীয়, কিন্তু সেগুলি এমন কিছু নয় যেগুলি সম্বন্ধে অনবরতভাবে চিন্তা করতে হবে। তার জন্য যে উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করে আছে তার পরিপ্রেক্ষিতে, একজন খ্রীষ্টান “পশ্চাৎ স্থিত বিষয় সকল” ‘ভুলে যাবে,’ চিন্তারহিত হবে।—লূক ৯:৬২.
পৌলের বাক্যগুলির নীতিটি হয়ত অন্যভাবে প্রযোজ্য হতে পারে। একজন খ্রীষ্টান যদি ঈশ্বর সম্বন্ধে শেখার আগে কোন ভুল আচরণে লিপ্ত হয়, তাহলে কী? (কলসীয় ৩:৫-৭) অথবা মনে করুন যে একজন খ্রীষ্টান হওয়ার পর সে গুরুতর কোন পাপ করেছে এবং মণ্ডলীর দ্বারা অনুশাসিত হয়েছে। (২ করিন্থীয় ৭:৮-১৩; যাকোব ৫:১৫-২০) যদি সে প্রকৃত অনুতপ্ত হয় এবং তার পথ পরিবর্তন করে, তাহলে সে “ধৌত” হয়েছে। (১ করিন্থীয় ৬:৯-১১) যা ঘটে গেছে তা অতীত। হয়ত সে যা করেছে আক্ষরিকভাবে তা কখনও ভুলে যায় না—প্রকৃতপক্ষে, অভিজ্ঞতা থেকে শেখা তার পক্ষে বিজ্ঞের কাজ হবে যাতে করে পুনরায় সে আর পাপ না করে। তবুও, সে ‘ভুলে যায়’ এই অর্থে যে সে অনবরত নিজেকে অবমানিত করবে না। (তুলনা করুন যিশাইয় ৬৫:১৭.) যীশুর বলিদানের ভিত্তিতে ক্ষমা লাভের ফলে সে অতীতকে পশ্চাতে ফেলে আসার চেষ্টা করে।
ফিলিপীয় ৩:১৩, ১৪ পদে পৌল নিজেকে একটি দৌড়ের প্রতিযোগিতায় একজন দৌড়বিদ্, লক্ষে পৌঁছানোর জন্য ‘সম্মুখে অগ্ররসর হওয়া’ হিসাবে বর্ণনা করেন। একজন দৌড়বিদ্ সামনে তাকায়, পিছনে নয়। একইভাবে, একজন খ্রীষ্টানের সম্মুখস্থ আশীর্বাদগুলির প্রতি তাকান উচিত, যে জিনিসগুলি পশ্চাতে ফেলে এসেছে তার প্রতি নয়। পৌল আরও বলেন: “যদি কোন বিষয়ে তোমাদের অন্যবিধ ভাব থাকে, তবে ঈশ্বর তোমাদের কাছে তাহাও প্রকাশ করিবেন।” (ফিলিপীয় ৩:১-৫) তাই, এইধরনের দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে আপনাকে সাহায্য করার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করুন। ঈশ্বরের চিন্তাধারা দিয়ে আপনার মনকে ভরিয়ে তুলুন যেমন বাইবেলে পাওয়া যায়। (ফিলিপীয় ৪:৬-৯) আপনার জন্য যিহোবার প্রেম এবং তার ফলে যে আশীর্বাদগুলি আপনি উপভোগ করেন তার উপর ধ্যান করুন। (১ যোহন ৪:৯, ১০, ১৭-১৯) তাহলে, পবিত্র আত্মার মাধ্যমে যিহোবা আপনাকে সাহায্য করবেন আপনি পশ্চাতে যা ছেড়ে এসেছেন সেই সম্বন্ধে চিন্তিত না হতে। বরঞ্চ, পৌলের মত, আপনি সম্মুখস্থ উজ্জ্বল ভবিষ্যতের প্রতি তাকাবেন।—ফিলিপীয় ৩:১৭.