রাজ্য ঘোষণাকারীদের বিবৃতি
“তোমার সমস্ত আজ্ঞা সত্য”
তার মৃত্যুর অল্পদিন পূর্বে, মোশি যিহোবার সমস্ত আজ্ঞা পালন করতে ইস্রায়েলের লোকেদের প্রণোদিত করেছিলেন। তিনি বলেছিলেন: “আমি অদ্য তোমাদের কাছে সাক্ষ্যরূপে যাহা যাহা কহিলাম, তোমরা সেই সমস্ত কথায় মনোযোগ কর, আর তোমাদের সন্তানগণ যেন এই ব্যবস্থার সকল কথা পালন করিতে যত্নবান হয়, এই জন্য তাহাদিগকে তাহা আদেশ করিতে হইবে। বস্তুতঃ ইহা তোমাদের পক্ষে নিরর্থক বাক্য নহে, কেননা ইহা তোমাদের জীবন।”—দ্বিতীয় বিবরণ ৩২:৪৬, ৪৭.
সহস্রাধিক বছর পরে, গীতরচক ঈশ্বরের সমস্ত শিক্ষার গুরুত্বের প্রতি আলোকপাত করেছিলেন, যখন তিনি বলেছিলেন: “হে সদাপ্রভু, তুমিই নিকটবর্ত্তী, আর তোমার সমস্ত আজ্ঞা সত্য।” (গীতসংহিতা ১১৯:১৫১) প্রথম শতাব্দীতে, যীশু নিজে “ঈশ্বরের মুখ হইতে যে প্রত্যেক বাক্য নির্গত হয়” তার মূল্য সম্পর্কে উক্তি করেছিলেন। (মথি ৪:৪) আর ঈশ্বরের নির্দেশনায় প্রেরিত পৌল লিখেছিলেন যে “ঈশ্বর-নিশ্বসিত প্রত্যেক শাস্ত্রলিপি . . . উপকারী।”—২ তীমথিয় ৩:১৬.
স্পষ্টতই, তাঁর বাক্যের প্রতিটি পাতায় আমাদের জন্য জ্ঞাপন করা সমস্ত বার্তা যেন আমরা গুরুত্বের সাথে বিবেচনা করি এটাই যিহোবা তাঁর উপাসকদের কাছ থেকে আশা করেন। বাইবেলে এমন একটিও অংশ নেই যা মূল্যহীন। ঈশ্বরের বাক্য সম্বন্ধে যিহোবার সাক্ষীরা সেটাই মনে করে, যেমন তা মরিশাস থেকে পাওয়া অভিজ্ঞতাটির দ্বারা তুলে ধরা হয়েছে।
মি. ডি—— সুদূর একটি গ্রামে বসবাস করতেন যেখানে তিনি রাতের একজন প্রহরী ছিলেন। অনেকদিন ধরে, ঈশ্বরকে উপাসনা করার সঠিক পথের জন্য তিনি ঐকান্তিকভাবে অনুসন্ধান করছিলেন। রাতে তার পাহারা দেওয়ার সময়ে তিনি বাইবেলটি পড়তে আরম্ভ করেন। কালক্রমে, তিনি সম্পূর্ণ বাইবেলটি পড়ে ফেলেন। তিনি জানতে পারেন যে ঈশ্বরের নাম হল যিহোবা—একটি নাম যা তার হিন্দী বাইবেলে বহুবার দেখা যায়। তিনি দেখতে পান যে প্রকাশিত বাক্য বইটি বিশেষ করে মুগ্ধকর।
তারপর তিনি নিজেকে জিজ্ঞাসা করেন এমন কোন ধর্ম কি আছে যা বাইবেলকে সম্পূর্ণরূপে অনুসরণ করে। তিনি লক্ষ্য করেছিলেন যে, যে ধর্মগুলির সাথে তিনি পরিচিত ছিলেন সেগুলি খুব জোর কেবলমাত্র বাইবেলের অংশবিশেষকে অনুসরণ করে আসছে। কিছু ধর্ম ইব্রীয় শাস্ত্রাবলীকে গ্রহণ করেছে এবং খ্রীষ্টীয় গ্রীক শাস্ত্রাবলীকে পরিত্যাগ করেছে। অন্যান্য ধর্মগুলি আবার ইব্রীয় শাস্ত্রাবলীকে উপেক্ষা করেছে, ব্যবহারিক মূল্যকে কেবলমাত্র খ্রীষ্টীয় গ্রীক শাস্ত্রাবলীর প্রতি প্রয়োগ করেছে।
একদিন মি. ডি—— এক দম্পতিকে বৃষ্টিতে ভিজতে দেখে আশ্রয়ের জন্য তার বাড়িতে তাদের আমন্ত্রণ জানান। তারা ছিল যিহোবার সাক্ষী। স্ত্রীলোকটি প্রকাশিত বাক্য—তার মহান পরিপূর্ণতা সন্নিকট! (ইংরাজি) বইটি ধরে ছিলেন।a সঙ্গে সঙ্গে মি. ডি— তাদের কাছে বইটি চান। সাক্ষীরা মনে করেছিলেন যে প্রকাশিত বাক্যের ভবিষ্যদ্বাণীর উপর বিষয়বস্তুটি তার পক্ষে অত্যন্ত কঠিন হবে, তাই তারা পরিবর্তে তাকে অন্য প্রকাশনা অর্পণ করেন। কিন্তু মি. ডি—— প্রকাশিত বাক্য বইটির জন্যই জোর করতে থাকেন।
কপিটি পেয়ে তিনি শীঘ্রই বইটি পড়ে ফেলেন। তার পর তিনি যিহোবার সাক্ষীদের সাথে বাইবেল অধ্যয়ন গ্রহণ করেন। শীঘ্রই যিহোবার সাক্ষীদের সম্পূর্ণ বাইবেলটি গভীর শ্রদ্ধার সাথে তুলে ধরার বিষয়টি দ্বারা তিনি প্রভাবিত হন। তিনি যিহোবার সাক্ষীদের কিংডম হলে যেখানে ইব্রীয় শাস্ত্রাবলী ও খ্রীষ্টীয় গ্রীক শাস্ত্রাবলী উভয়ই মনোযোগ সহকারে অধ্যয়ন করা হয়, সেখানে নিয়মিতভাবে সভাগুলিতে যোগদান করতে শুরু করেন। তিনি এখন একজন রাজ্যের ঘোষণাকারী এবং খ্রীষ্টীয় মণ্ডলীর একজন বাপ্তিস্মিত সদস্য।
[পাদটীকাগুলো]
a ওয়াচটাওয়ার বাইবেল অ্যান্ড ট্র্যাক্ট সোসাইটির দ্বারা প্রকাশিত।