আপনি এটিতে অনুপস্থিত থাকতে চাইবেন না!
কিসে অনুপস্থিত? দ্রুত-আগত যিহোবার সাক্ষীদের “ঈশ্বরীয় শান্তির বার্তাবাহকগণ” জেলা সম্মেলন! সংগীতময় কার্যক্রম দিয়ে শুক্রবার সকাল ৯:৩০ মিনিটে অধিকাংশ স্থানে সম্মেলনটি শুরু হবে। “উদ্যোগী শান্তির ঘোষণাকারীদের কাছ থেকে শোনা” নামক বক্তৃতাটির সময়ে বিশ্বাস-দৃঢ়কারী সাক্ষাৎকারগুলি শোনার পর আপনি উৎসাহজনক বক্তৃতা “ঈশ্বর আপনার কাছ থেকে কী চান?” উপভোগ করবেন।
শুক্রবার মধ্যাহ্ণের একটি প্রধান বিষয় হবে উদ্দীপনাকারী মুখ্য বক্তৃতা “ঈশ্বরীয় শান্তির বার্তাবাহকগণ হিসাবে আমাদের ভূমিকা।” তারপর “ঈশ্বরের চাহিদাগুলি জানতে অন্যদের সাহায্য করা” বক্তৃতার অংশে নতুনদের শিক্ষাদানের উপর উপদেশ দেওয়া হবে। এরপরই “আমোদপ্রমোদের গুপ্ত ফাঁদগুলি থেকে সাবধান থাকুন” নামক সময়োপযোগী সিমপোজিয়ামটি দেওয়া হবে। “দিয়াবলকে প্রতিরোধ করুন—কোন প্রতিদ্বন্দ্বিতাকে সহ্য করবেন না” এবং “নিষ্ঠার সাথে ঈশ্বরের বাক্যের বিশ্বস্ততাকে তুলে ধরা” এই বক্তৃতাগুলি দিয়ে শুক্রবারের কার্যক্রম শেষ হবে।
“বার্তাবাহকগণ শান্তির সুসমাচার নিয়ে আসে” তিন ভাগে বিভক্ত এই সিমপোজিয়ামে শনিবার সকালের কার্যক্রমটি শিষ্যকরণের-কাজের গুরুত্বের উপর জোর দেবে। “আনন্দের সাথে যিহোবার সংগঠনে দান করা” এবং “উৎসর্গীকরণ ও বাপ্তিস্মের মাধ্যমে জীবন ও শান্তি” এই বক্তৃতাগুলি দিয়ে অনুষ্ঠান শেষ হবে, এরপর নতুন শিষ্যদের জন্য বাপ্তিস্মিত হওয়ার সুযোগ থাকবে।
শনিবার দুপুরের উপস্থাপনা “বিভিন্ন বিষয়ের উপর যিহোবার চিন্তাধারা বিবেচনা করুন” এইধরনের প্রশ্নগুলির উত্তর দেবে যেমন, ‘আজকের দিনে পৃথকীকরণের কাজে খ্রীষ্টানেরা কি অংশ নিচ্ছে?’ এবং ‘মৃত্যুদণ্ড সম্পর্কে বাইবেলের দৃষ্টিভঙ্গি কী?’ এছাড়া আপনি উপভোগ করবেন হৃদয়উদ্রেককারী দুই ভাগে বিভক্ত সিমপোজিয়াম “শান্তির ঈশ্বর তোমাদের জন্য চিন্তা করেন” এবং বিশেষ করে “পারিবারিক জীবনে ঈশ্বরীয় শান্তিকে অনুধাবন করুন” নামক শেষ বক্তৃতাটি।
রবিবারের কার্যক্রমের অন্তর্ভুক্ত হবে তিন ভাগে বিভক্ত সিমপোজিয়াম “সঠিক ধরনের বার্তাবাহকগণকে শনাক্ত করা” এবং “ঈশ্বরের বাক্য শোনা ও পালন করা।” সকালের কার্যক্রম শেষ হবে একটি ঐতিহাসিক নাটক দিয়ে যা বাইবেলে বিচারক গিদিয়োনের বিবরণ থেকে মূল্যবান শিক্ষার প্রতি মনোযোগ আকর্ষণ করাবে।
রবিবার মধ্যাহ্ণে সম্মেলনের শেষ পর্ব জনসাধারণের বক্তৃতাটি তুলে ধরবে, যার নামকরণ “অবশেষে প্রকৃত শান্তি!—কোন্ উৎস থেকে?” পরিশেষে, “ঈশ্বরীয় শান্তির বার্তাবাহক হিসাবে সামনে এগিয়ে চলা” নামক উদ্দীপনামূলক বক্তৃতাটি সম্মেলনের সমাপ্তি ঘটাবে।
উপস্থিত থাকার জন্য এখনই পরিকল্পনা করুন। আপনার গৃহের কাছাকাছি সম্মেলন স্থানটি খুঁজে পেতে যিহোবার সাক্ষীদের স্থানীয় কিংডম হলের সাথে যোগাযোগ করুন অথবা এই পত্রিকার প্রকাশকদের লিখুন। জুন ৮, সচেতন থাক! (ইংরাজি) সংস্করণে ভারতে সকল স্থানের সম্মেলন স্থানের তালিকা দেওয়া হবে।