ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯৭ ৪/১৫ পৃষ্ঠা ৩
  • দুঃখীরা কি কখনও শান্তি পাবে?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • দুঃখীরা কি কখনও শান্তি পাবে?
  • ১৯৯৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • “শান্তির ঈশ্বর” দুঃখীদের জন্য চিন্তা করেন
    ১৯৯৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • টাকাপয়সাই কি প্রকৃত সুখের উৎস?
    ২০১০ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • ঈশ্বরকে সেবা করার জন্য কখনোই খুব বেশি দেরি হয়ে যায় না
    ২০১০ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • দুর্দশাগ্রস্তদের জন্য সান্ত্বনা
    ২০০৪ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
১৯৯৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯৭ ৪/১৫ পৃষ্ঠা ৩

দুঃখীরা কি কখনও শান্তি পাবে?

শুধুমাত্র নিজের জন্য নয়, কিন্তু সমস্ত মানবজাতির জন্য কি আপনি দুঃখকষ্টের শেষ দেখতে চান? এই উদাহরণগুলি বিবেচনা করুন:

সোনিয়া প্রচুর দুঃখভোগ করেছেন।a প্রথমে, তিনি জানতে পারেন যে তার স্বামী দশ বছর ধরে পারদারিকতামূলক সম্পর্কে লিপ্ত আছেন। তারপর তার কনিষ্ঠ পুত্র এইচআইভি দ্বারা সংক্রামিত হয় এবং এইডস রোগে মারা যায়। দুই বছর পরে তার আরেকটি পুত্র অসুস্থ হয়ে পড়ে আর শীঘ্রই সেও এইডস রোগে মারা যায়। সোনিয়া স্মরণ করেন, “তার রোগের চূড়ান্ত পর্যায়টি খুবই দীর্ঘস্থায়ী হয়েছিল। সে প্রচণ্ড হতাশায় ভুগেছিল, তার চুল পড়ে গিয়েছিল আর সে ভাল করে দেখতে পেত না। এটি অত্যন্ত মর্মান্তিক ছিল।”

ফ্যাবিয়ানা, ব্রাজিলের বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী জগতের সামাজিক অবিচারগুলি সম্বন্ধে উদ্বিগ্ন ছিলেন। এরপর দুঃখদায়ক ঘটনা তার নিজের জীবনকে আঘাত করে। তার ভাই বিষন্নতায় ভুগে আত্মহত্যা করে। যখন ফ্যাবিয়ানা তার চাকুরি হারান এক বান্ধবী তাকে একজন পা-ডি-সেন্টো (ডাকিনীবিদ) এর অন্বেষণ করার জন্য পরামর্শ দেয় এই যুক্তি করে যে অবশ্যই কেউ তাকে সম্মোহিত করেছে আর সেইজন্য ফ্যাবিয়ানা এইধরনের দুর্ভাগ্য ভোগ করছেন! কিন্তু পা-ডি-সেন্টো কোনই স্বস্তি আনতে পারেনি। পরিবর্তে, ফ্যাবিয়ানা নিদারুণ যন্ত্রণা অনুভব করেছিলেন, তার দুর্দশার কারণে তিনি ঘুমাতে পারতেন না।

অ্যানার জীবনে দুঃখ অতি অল্প বয়সেই শুরু হয়েছিল। তিনি বর্ণনা করেন, “যখন আমার বয়স এক বছর, আমার মা আমাকে পরিত্যাগ করেন, তাই আমার দিদিমা আমার দেখাশোনা করেছিলেন।” তারপর, অ্যানার বয়স যখন মাত্র তিন বছর, তখন তার দিদিমা মারা যান। অ্যানাকে রিও ডি জানেইরোর একটি অনাথ আশ্রমে পাঠান হয়, যেখানে তিনি ১৩ বছর বয়স পর্যন্ত থাকেন। তিনি বলেছিলেন “সেখানে আমাদের সাথে অত্যন্ত নির্মম আচরণ করা হত আর আমি বিদ্রোহাত্মক হয়ে পড়েছিলাম। বড় হয়ে ওঠার সাথে সাথে আমি প্রায় প্রত্যেকটি বিষয়ের বিরুদ্ধে লড়াই করতে থাকি।”

দুঃখ মনে হয় প্রত্যেক মানুষের জীবনকে কোন না কোন ভাবে প্রভাবিত করে। বস্তুতপক্ষে, আমরা নিয়মিতভাবে মানুষের করুণ কাহিনীগুলির সম্মুখীন হই—যখনই আমরা সংবাদগুলি দেখি, পড়ি অথবা শুনি। ডাঃ মেরী সাইক্স উইলি লেখেন, “বলতে গেলে আমাদের এই গণপ্রচার মাধ্যমের যুগটি, বাস্তবিকভাবে অবিরত দুঃসংবাদের বোমাবর্ষণ থেকে নিষ্কৃতি পাওয়াকে একেবারে অসম্ভব করে তুলেছে। যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ, শিল্পসংক্রান্ত বিপর্যয়, মারাত্মক পথ-দুর্ঘটনা, অপরাধ, সন্ত্রাসবাদ, যৌন অপব্যবহার, ধর্ষণ, আভ্যন্তরীণ দৌরাত্ম্য—এই সমস্ত কিছুই যাতনাকে বিংশ শতাব্দীর এক বীভৎস ও প্রতিদিনের পুনরাবৃত্ত বিষয় করে তুলেছে।” খ্রীষ্টীয় প্রেরিত পৌল যথার্থভাবেই মানব অভিজ্ঞতার সারাংশ করেছিলেন: “সমস্ত সৃষ্টি এখন পর্য্যন্ত একসঙ্গে আর্ত্তস্বর করিতেছে, ও একসঙ্গে ব্যথা খাইতেছে।”—রোমীয় ৮:২২.

আপনার সম্বন্ধে কী? আপনি কি দুঃখ ভোগ করছেন? কোন্‌ স্বস্তির প্রত্যাশা আপনি করতে পারেন? আপনি কি কখনও প্রকৃত শান্তি লাভ করবেন? সোনিয়া, ফ্যাবিয়ানা এবং অ্যানা অকৃত্রিম সান্ত্বনা এবং এক প্রকৃত শান্তি খুঁজে পেয়েছিলেন! পরবর্তী প্রবন্ধে আপনি এই সম্বন্ধে পড়তে পারেন।

[পাদটীকাগুলো]

a এই প্রবন্ধে নামগুলি পরিবর্তন করা হয়েছে।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার