ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯৭ ১০/১৫ পৃষ্ঠা ১৮-২৩
  • অগ্রগামী পরিচর্যার আশীর্বাদগুলি

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • অগ্রগামী পরিচর্যার আশীর্বাদগুলি
  • ১৯৯৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • পরিতৃপ্তি ও আনন্দের গভীর অনুভূতিগুলি
  • যিহোবার যত্নের প্রমাণ
  • “যিহোবার সাথে ঘনিষ্ঠ হওয়ার এক উৎকৃষ্ট উপায়”
  • আপনার হৃদয় কি আরও বেশি করার জন্য আকুল আকাঙ্ক্ষী?
  • সকলেই অগ্রগামী আত্মা প্রদর্শন করতে পারেন
  • অগ্রগামী পরিচর্যার আশীর্বাদগুলো
    ২০০৩ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অগ্রগামীর কাজ ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ককে শক্তিশালী করে
    ২০১৩ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • অগ্রগামী পরিচর্যা—এটি কি আপনার জন্য?
    ১৯৯৮ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অগ্রগামী বলতে কী বোঝায়?
    আজকে কারা যিহোবার ইচ্ছা পালন করছে?
১৯৯৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯৭ ১০/১৫ পৃষ্ঠা ১৮-২৩

অগ্রগামী পরিচর্যার আশীর্বাদগুলি

“সদাপ্রভুর আশীর্ব্বাদই ধনবান করে, এবং তিনি তাহার সহিত মনোদুঃখ দেন না।”—হিতোপদেশ ১০:২২.

১, ২. (ক) পূর্ণ সময়ের পরিচর্যা সম্বন্ধে একজন অগ্রগামী কিভাবে তার অনুভূতি প্রকাশ করেছিলেন? (খ) কেন অগ্রগামীরা শিষ্য-করণের কাজের আনন্দ আরও পূর্ণরূপে অভিজ্ঞতা করার উপযুক্ত অবস্থায় থাকেন?

“আপনি যে ব্যক্তির সাথে অধ্যয়ন করেন, তাকে যিহোবার এক সক্রিয় প্রশংসাকারী হতে দেখার চেয়ে বেশি আনন্দ আর কিছু হতে পারে কি? যিহোবাকে সন্তুষ্ট করার জন্য তাদের জীবনে পরিবর্তন নিয়ে আসতে লোকেদের অনুপ্রাণিত করার ক্ষেত্রে ঈশ্বরের বাক্য কতখানি ক্ষমতাশালী তা দেখা সত্যই রোমাঞ্চকর এবং বিশ্বাস দৃঢ়কারী।” কানাডা থেকে একজন অগ্রগামী এইরকমই লিখেছিলেন যিনি ৩২ বছরেরও বেশি সময় ধরে পূর্ণ সময়ের পরিচর্যায় রয়েছেন। তার অগ্রগামী পরিচর্যা সম্বন্ধে তিনি বলেন: “আমি আর অন্য কিছু করার বিষয়ে কল্পনাও করতে পারি না। সত্যিই আমি আর কোন কিছুর সম্বন্ধে কল্পনা করতে পারি না যা এই একইরূপ আনন্দ নিয়ে আসবে।”

২ আপনি কি এর সাথে একমত যে, কাউকে জীবনের পথে আসার জন্য সহায়তা করতে অংশ নেওয়ায় এক বিরাট আনন্দ রয়েছে? অবশ্য অগ্রগামীরাই একমাত্র ব্যক্তি নন যারা এইধরনের আনন্দ উপভোগ করেন। যিহোবার সমস্ত সাক্ষীরাই এই আজ্ঞার অধীন যে “সমুদয় জাতিকে শিষ্য কর” আর তারা সেটি করার জন্য প্রচেষ্টা করে। (মথি ২৮:১৯) কিন্তু, যেহেতু অগ্রগামীরা পরিচর্যায় অনেক বেশি সময় ব্যয় করতে সমর্থ হন, তারা প্রায়ই আরও বেশি করে শিষ্য করণের কাজের আনন্দ উপভোগ করার উপযুক্ত অবস্থানে থাকেন। কিন্তু অগ্রগামী কাজের অন্যান্য পুরস্কারগুলিও আছে। আগ্রগামীদের সাথে কথা বলুন আর তারা আপনাকে বলবেন যে ‘সদাপ্রভুর আশীর্ব্বাদ যা একজনকে ধনবান করে,’ সেটি অভিজ্ঞতা করার জন্য অগ্রগামীর কাজ হল এক অপূর্ব উপায়।—হিতোপদেশ ১০:২২.

৩. যিহোবাকে সেবা করা সম্বন্ধে কোন্‌ গুরুত্বপূর্ণ বিষয়টি স্মরণে রাখা দরকার?

৩ সম্প্রতিকালে, জগতের বিভিন্ন প্রান্ত থেকে অগ্রগামীদের, পূর্ণ সময়ের পরিচর্যায় তারা যে আশীর্বাদগুলি উপভোগ করেছেন সে সম্বন্ধে বর্ণনা করতে বলা হয়েছিল। আসুন আমরা বিবেচনা করি যে তাদের কী বলার ছিল। কিন্তু, যদি আপনার সেবা ভগ্ন স্বাস্থ্য, বর্ধিত বয়স অথবা অন্যান্য পরিস্থিতিগুলির কারণে সীমিত হয় তাহলেও নিরুৎসাহিত হবেন না। মনে রাখুন যে, গুরুত্বপূর্ণ বিষয়টি হল, যে কোন সামর্থের দ্বারাই পূর্ণ হৃদয়ে যিহোবাকে সেবা করা। তবুও, কিছু অগ্রগামীদের মন্তব্যগুলি শোনা, যদি এমনকি সম্ভব হয় এই পুরস্কারজনক কাজকে গ্রহণ করার জন্য আপনার আগ্রহকে বৃদ্ধি করতে পারে।

পরিতৃপ্তি ও আনন্দের গভীর অনুভূতিগুলি

৪, ৫. (ক) কেন অন্যদের সাথে সুসমাচার বন্টন করে নেওয়া এক পুরস্কারজনক অভিজ্ঞতা? (খ) পূর্ণ সময়ের পরিচর্যায় অংশ গ্রহণ করতে অগ্রগামীরা কেমন অনুভব করেন?

৪ “গ্রহণ করা অপেক্ষা বরং দান করা ধন্য হইবার বিষয়” যীশু বলেছিলেন। (প্রেরিত ২০:৩৫) হ্যাঁ, নিঃস্বার্থ দানের নিজস্ব পুরস্কার আছে। (হিতোপদেশ ১১:২৫) বিশেষভাবে এটি সত্য হয় সেই ক্ষেত্রে যখন অন্যদের সাথে সুসমাচার বন্টন করে নেওয়ার বিষয়টি আসে। প্রকৃতই, ঈশ্বর বিষয়ক জ্ঞান যা অনন্ত জীবনে পরিচালিত করে তা অর্জন করতে তাদের সাহায্য করা ব্যতীত আর কোন্‌ বৃহত্তর উপহার আমরা সহমানবদের দিতে পারি?—যোহন ১৭:৩.

৫ আশ্চর্যের বিষয় নয় যে যারা পূর্ণ সময়ের পরিচর্যায় অংশ নেন প্রায়ই তাদের পরিচর্যা থেকে প্রাপ্ত আনন্দ ও সম্পন্নতার গভীর অনুভূতি সম্বন্ধে মন্তব্য করেন। “আমি জানি যে অন্য কোন কাজ আমার জন্য এতখানি পরিতৃপ্তি নিয়ে আসতে পারত না যা অন্যদের সাথে সত্য বন্টন করে নেওয়ার দ্বারা এসেছে” ব্রিটেনের একজন ৬৪ বছর বয়স্ক অগ্রগামী বলেন। জাইরের এক বিধবা, অগ্রগামীর কাজ তার জন্য কী অর্থ বহন করেছে সে সম্বন্ধে মতপ্রকাশ করেছিলেন: “আমার প্রিয় স্বামীকে হারানোর পর অগ্রগামীর কাজ আমার জন্য প্রকৃত সান্ত্বনার বিষয় ছিল। যতই আমি অন্যদের সাহায্য করার জন্য পরিচর্যায় বের হই, এই বিষাদময় ক্ষতিকে আমি তত কম অনুভব করি। যিহোবার প্রতিজ্ঞাগুলির উপর আমি বিশ্বাস রাখি আর সর্বদা চিন্তা করি যে কিভাবে আমি, জীবনে পরিবর্তন নিয়ে আসার জন্য তাদের সাহায্য করতে পারি যাদের সাথে আমি অধ্যয়ন করছি। প্রত্যেকটি দিনের শেষে আমার সুখনিদ্রা হয় আর আমার হৃদয় আনন্দে পূর্ণ থাকে।”

৬. কোন্‌ বিশেষ আনন্দ কিছু অগ্রগামীরা অভিজ্ঞতা করেছেন?

৬ কিছুজন যারা বহু দশক ধরে অগ্রগামীর কাজ করছেন দূরবর্তী অঞ্চলগুলিতে সেবা করার বিশেষ আনন্দ তাদের থাকে যার অন্তর্ভুক্ত মণ্ডলীগুলি স্থাপন করা যা কালক্রমে সীমাগুলিতে বৃদ্ধি পেয়ে থাকে। উদাহরণস্বরূপ, আবাসিরি হোক্কাইডোতে (জাপানের একেবারে উত্তর প্রান্তের দ্বীপ) একজন বোন আছেন যিনি ৩৩ বছর ধরে অগ্রগামীর কাজ করছেন। তিনি স্মরণ করেন যে তার প্রথম সীমা অধিবেশনে—সম্পূর্ণ হোক্কাইডোতে—উপস্থিতি ছিল মাত্র ৭০ জন। আর এখন? সেই দ্বীপে এখন মোট ১২,০০০রেরও বেশি প্রকাশকসহ ১২টি সীমা আছে। কল্পনা করুন যে তার হৃদয় আনন্দে কতখানি উপচে পড়ে যখন তিনি সেই দ্বীপের সহ রাজ্য ঘোষণাকারীদের এক বড় দলের সাথে অধিবেশন ও সম্মেলনগুলিতে উপস্থিত হন!

৭, ৮. অধিকাংশ দীর্ঘসময়ের অগ্রগামীরা কোন্‌ আনন্দ অভিজ্ঞতা করেছেন?

৭ অন্যান্য দীর্ঘসময়ের অগ্রগামীরা, বাইবেল ছাত্রেরা বাপ্তিস্ম নিচ্ছে ও পরিচর্যায় আরও মহান সুযোগগুলির যোগ্য হচ্ছে দেখার আনন্দ উপভোগ করে থাকেন। জাপানের এক বোন যিনি ১৯৫৭ সাল থেকে নয়টি বিভিন্ন অগ্রগামী কার্যনিযুক্তিতে সেবা করেছেন, ব্যাঙ্কে কর্মরত এক মহিলার কাছে একটি সচেতন থাক! পত্রিকা অর্পণের বিষয়ে স্মরণ করেন। নয় মাসের মধ্যে সেই যুবতী মহিলা বাপ্তিস্ম নিয়েছিলেন। পরে তিনি বিবাহ করেছিলেন আর তিনি ও তার স্বামী বিশেষ অগ্রগামী হয়েছিলেন। সেই অগ্রগামী বোনের জন্য এটি কতই না আনন্দের ছিল, যখন তার তৃতীয় কার্যনিযুক্তিতে তার মণ্ডলী নতুন সীমা অধ্যক্ষ ও তার স্ত্রীর দ্বারা পরিদর্শিত হয়েছিল—তার পূর্বতন বাইবেল ছাত্রী!

৮ তাই কোন সন্দেহ নেই যে যারা অগ্রগামী পরিচর্যাকে বৃত্তিস্বরূপ গ্রহণ করেছেন তারা এটিকে “এক অমূল্য সুযোগ যা সম্পদ হিসাবে গণ্য করা উচিত” এই দৃষ্টিতে দেখে থাকেন, ২২ বছর ধরে অগ্রগামী সেবায় রত একজন ভাই এইভাবেই এটি প্রকাশ করেন!

যিহোবার যত্নের প্রমাণ

৯. মহান সরবরাহক হিসাবে যিহোবা তাঁর সেবকদের জন্য কী প্রতিজ্ঞা করেন আর এটি আমাদের জন্য কী অর্থ রাখে?

৯ যিহোবা, মহান সরবরাহক তাঁর সেবকদের সংরক্ষণ, তাদের জন্য আধ্যাত্মিক ও বস্তুগতভাবে যত্ন নেওয়ার বিষয়ে প্রতিজ্ঞা করেন। প্রাচীন রাজা দায়ূদ যথার্থই বলতে পেরেছিলেন: “আমি যুবক ছিলাম, এখন বৃদ্ধ হইয়াছি, কিন্তু ধার্ম্মিককে পরিত্যক্ত দেখি নাই, তাহার বংশকে খাদ্য ভিক্ষা করিতে দেখি নাই।” (গীতসংহিতা ৩৭:২৫) অবশ্যই এই ঐশিক নিশ্চয়তা আমাদের পরিবারের জন্য বস্তুগতভাবে সরববাহ করার বাধ্যবাধকতা থেকে আমাদের অব্যাহতি দেয় না অথবা এটি আমাদের খ্রীষ্টীয় ভাইদের দানশীলতার উপর অন্যায়ভাবে আস্থা রাখাকেও অনুমতি দেয় না। (১ থিষলনীকীয় ৪:১১, ১২; ১ তীমথিয় ৫:৮) তবুও, যখন আমরা যিহোবাকে আরও পূর্ণরূপে সেবা করার জন্য ইচ্ছাপূর্বক আমাদের জীবনে ত্যাগস্বীকার করি, তিনি আমাদের কখনও পরিত্যাগ করবেন না।—মথি ৬:৩৩.

১০, ১১. যিহোবার প্রদানের ক্ষমতা সম্পর্কে অভিজ্ঞতা থেকে অনেক অগ্রগামীরা কী জানতে পারেন?

১০ পৃথিবীব্যাপী অগ্রগামীরা অভিজ্ঞতা থেকে জানেন যে যিহোবা তাদের সরবরাহ করেন যারা তাদের নিজেদের তাঁর যত্নশীল হাতে সমর্পণ করেন। এক অগ্রগামী দম্পতির কথা বিবেচনা করুন যারা একটি ছোট শহরে এসেছিলেন যেখানে রাজ্য প্রচারকদের এক বৃহৎ প্রয়োজন ছিল। কিছু মাস পরে, জাগতিক কাজ দুষ্প্রাপ্য হয়ে পড়ে ও তাদের সঞ্চয়ও কমে আসতে থাকে। সেইসময় তারা ৮১ মার্কিন ডলারের গাড়ি-বীমার বিল পান। “এটি পরিশোধ করার জন্য আমাদের কোন উপায় ছিল না” সেই ভাই বর্ণনা করেছিলেন। “আমরা সেই রাতে একান্তভাবে প্রার্থনা করেছিলাম।” পরের দিন, তারা একটি পরিবারের কাছ থেকে একটি কার্ড পেয়েছিলেন যারা নিজেরাও আর্থিক কষ্টে ভুগছিলেন। কার্ডটিতে লেখা ছিল সেই পরিবারকে তাদের কর ফিরিয়ে দেওয়া হয়েছিল আর যেহেতু এটি তারা যা প্রত্যাশা করেছিলেন তার চেয়ে বেশি ছিল তাই তারা এর কিছু অংশ এই অগ্রগামী দম্পতির সাথে ভাগ করে নিতে চেয়েছিলেন। এর ভিতরে ৮১ মার্কিন ডলারের একটি চেক ছিল! “আমি সেই দিনটির কথা কখনও ভুলব না—আমার মাথার চুল খাড়া হয়ে উঠেছিল!” অগ্রগামী ভাইটি বলেছিলেন। “এই পরিবারের দানশীল মনোভাবকে আমরা ভীষণভাবে উপলব্ধি করেছিলাম।” এইধরনের দয়াকে যিহোবাও উপলব্ধি করেন যেটি এক আদর্শ দানশীলতার মনোভাব যেটি সম্বন্ধে তিনি তাঁর সেবকদের উৎসাহিত করেন।—হিতোপদেশ ১৯:১৭; ইব্রীয় ১৩:১৬.

১১ অনেক অগ্রগামীরা একই রকম অভিজ্ঞতাগুলির কথা বর্ণনা করতে পারেন। তাদের জিজ্ঞাসা করুন আর তারা আপনাকে বলবেন যে তারা কখনও “সম্পূর্ণভাবে পরিত্যক্ত হননি।” ৭২ বছর বয়স্ক একজন অগ্রগামী তার ৫৫ বছরেরও বেশি সময়ব্যাপী পূর্ণ সময়ের পরিচর্যার দিকে ফিরে তাকিয়ে বলেন, “যিহোবা আমাকে কখনও নিরাশ হতে দেননি।”—ইব্রীয় ১৩:৫, ৬.

“যিহোবার সাথে ঘনিষ্ঠ হওয়ার এক উৎকৃষ্ট উপায়”

১২. কেন সুসমাচার ঘোষণার কাজ এক উল্লেখযোগ্য সুযোগ?

১২ যিহোবা যে আমাদের, তাঁর রাজ্যের সুসমাচার ঘোষণা করার জন্য বলেন, সেটি আমাদের জন্য এক সুযোগস্বরূপ। এই জীবন রক্ষাকারী কাজে তিনি আমাদের “সহকার্য্যকারী” হিসাবে দেখে থাকেন—যদিও আমরা অসিদ্ধ মানুষ। (১ তীমথিয় ৩:৯; ১ করিন্থীয় ৪:১৬) যখন আমরা অন্যদের কাছে ঈশ্বরের রাজ্য সম্বন্ধে প্রচার করি, যখন আমরা দুষ্টতার শেষ সম্বন্ধে ঘোষণা করি, যখন আমরা মুক্তির মূল্য প্রদান সম্বন্ধীয় তাঁর অপূর্ব প্রেম সম্বন্ধে ব্যাখ্যা করি, যখন আমরা তাঁর জীবন্ত বাক্য খুলে এর অন্তর্ভুক্ত মূল্যবান বিষয়বস্তু সম্বন্ধে সৎহৃদয় লোকেদের শিক্ষা দিই, তখন আমরা স্বাভাবিকভাবেই আমাদের সৃষ্টিকর্তা, যিহোবার সাথে ঘনিষ্ঠ সম্পর্কে আসি।—গীতসংহিতা ১৪৫:১১; যোহন ৩:১৬; ইব্রীয় ৪:১২.

১৩. অগ্রগামীর কাজ কিভাবে যিহোবার সাথে তাদের সম্পর্ককে প্রভাবিত করে সে সম্বন্ধে কিছু অগ্রগামীরা কী বলেন?

১৩ যিহোবা সম্বন্ধে শেখা ও শেখানোর কাজে অগ্রগামীরা প্রত্যেক মাসে অনেক বেশি সময় ব্যয় করতে সমর্থ হন। তারা কেমন অনুভব করেন, যখন এটি ঈশ্বরের সাথে তাদের সম্বন্ধকে প্রভাবিত করে? “যিহোবার সাথে ঘনিষ্ঠ সম্পর্কে আসার জন্য অগ্রগামীর কাজ হল একটি অত্যুৎকৃষ্ট উপায়” ফ্রান্সের একজন প্রাচীন বলেন যিনি দশ বছরেরও বেশি সময় ধরে অগ্রগামীর কাজ করছেন। ওই দেশেরই আর একজন অগ্রগামী যিনি পূর্ণ সময়ের পরিচর্যায় ১৮ বছর অতিবাহিত করেছেন, বলেন: “অগ্রগামীর কাজ আমাদের ‘সদাপ্রভু মঙ্গলময়’ এটি ‘আস্বাদন করিয়া দেখার’ ও দিনের পর দিন আমাদের সৃষ্টিকর্তার সাথে এক চিরকালীন শক্তিশালী সম্বন্ধ গড়ে তোলার জন্য সুযোগ দেয়।” (গীতসংহিতা ৩৪:৮) ব্রিটেনের একজন বোন যিনি ৩০ বছর ধরে অগ্রগামীর কাজ করে এসেছেন, একই রকম অনুভব করেন। তিনি বলেন, ‘আমার পরিচর্যায় নির্দেশনার জন্য যিহোবার আত্মাকে গ্রহণ করা আমাকে তাঁর সাথে ঘনিষ্ঠ সম্বন্ধে নিয়ে এসেছে। আমি প্রকৃতই অনুভব করেছি যে অনেক পরিস্থিতিতে যিহোবার আত্মা আমাকে সঠিক সময়ে কোন একটি নির্দিষ্ট গৃহে পৌঁছাতে পরিচালিত করেছিল।’—প্রেরিত ১৬:৬-১০ পদের সাথে তুলনা করুন।

১৪. দিনের পর দিন অন্যদের শেখানোর জন্য বাইবেল ও বাইবেল ভিত্তিক প্রকাশনাগুলি ব্যবহার করা থেকে অগ্রগামীরা কিভাবে উপকৃত হয়ে থাকেন?

১৪ অনেক অগ্রগামীরা দেখেছেন যে, শাস্ত্রীয় সত্য সম্বন্ধে ব্যাখ্যা করা ও শিক্ষা দেওয়ার জন্য দিনের পর দিন বাইবেল ও বাইবেল ভিত্তিক প্রকাশনাগুলি ব্যবহার করা তাদের ঈশ্বরের বাক্যের জ্ঞানে বৃদ্ধি পেতে সাহায্য করেছে। স্পেনের এক ৮৫ বছর বয়স্ক ভাই যিনি ৩১ বছর ধরে অগ্রগামীর কাজ করে আসছেন ব্যাখ্যা করেন: “অগ্রগামীর কাজ আমাকে বাইবেল সম্বন্ধে এক গভীর জ্ঞান অর্জন করতে সাহায্য করেছে, এমন এক জ্ঞান যেটিকে আমি যিহোবা ও তাঁর উদ্দেশ্যগুলি জানতে অনেক লোকেদের সাহায্য করার জন্য ব্যবহার করেছি।” ব্রিটেনের এক বোন যিনি ২৩ বছর ধরে অগ্রগামীর কাজ করছেন, বলেন: “পূর্ণ সময়ের পরিচর্যা আমাকে আধ্যাত্মিক খাদ্যের জন্য এক আন্তরিক আকাঙ্ক্ষা গড়ে তুলতে সাহায্য করেছে।” অন্যদের কাছে “অন্তরস্থ প্রত্যাশার হেতু” বর্ণনা করা, বিশ্বাস যেটিকে আপনি প্রিয় বলে ধরে আছেন সেই সম্বন্ধীয় আপনার নিজস্ব প্রত্যয়কে শক্তিশালী করতে পারে। (১ পিতর ৩:১৫) অস্ট্রেলিয়ার একজন অগ্রগামী বলেন: “অগ্রগামীর কাজ আমার বিশ্বাসকে উন্নত করে যখন আমি অন্যদের কাছে নিজেকে প্রকাশ করি।”

১৫. অগ্রগামী পরিচর্যায় প্রবেশ ও তাতে লেগে থাকার জন্য অনেকে কী করতে ইচ্ছুক হয়েছেন এবং কেন?

১৫ স্পষ্টতই, এই অগ্রগামী পরিচারকেরা দৃঢ়প্রত্যয়ী যে তারা পরিচর্যার এমন একটি রূপ নির্বাচন করেছেন যা যিহোবার কাছ থেকে অগণিত আশীর্বাদগুলি নিয়ে আসে। তাই আশ্চর্যের বিষয় নয় যে অনেকেই তাদের জীবনে সমন্বয় সাধন করতে ইচ্ছুক হয়েছেন, এমনকি অগ্রগামী পরিচর্যায় প্রবেশ ও তাতে লেগে থাকার জন্য জাগতিক বৃত্তি ও বস্তুগত সম্পদ ত্যাগ করে!—হিতোপদেশ ২৮:২০.

আপনার হৃদয় কি আরও বেশি করার জন্য আকুল আকাঙ্ক্ষী?

১৬, ১৭. (ক) যদি আপনি চিন্তা করছেন যে অগ্রগামীর কাজ আপনার জন্য সম্ভব কি না, সেইক্ষেত্রে আপনি কী করতে পারেন? (খ) যখন কিছুজন অগ্রগামীর কাজ করতে অসমর্থ হন তখন তারা কেমন অনুভব করেন?

১৬ অগ্রগামী পরিচর্যার আশীর্বাদগুলি সম্বন্ধে অগ্রগামীরা যা বলেন তা বিবেচনা করার পর সম্ভবত আপনি চিন্তা করছেন যে অগ্রগামীর কাজ আপনার জন্য বাস্তবসম্মত কি না। যদি তাই হয়, একজন অগ্রগামীর সাথে কথা বলুন না কেন যিনি পূর্ণ সময়ের পরিচর্যায় সফলতা লাভ করেছেন? এছাড়া মণ্ডলীর একজন প্রাচীনের সাথে কথা বলাও আপনার জন্য সাহায্যকারী হতে পারে এমন একজন যিনি আপনাকে জানেন—আপনার স্বাস্থ্য সম্বন্ধে, আপনার সীমাবদ্ধতাগুলি সম্বন্ধে এবং আপনার পারিবারিক দায়িত্বগুলি সম্বন্ধে। (হিতোপদেশ ১৫:২২) অন্যদের বাস্তবধর্মী মন্তব্যগুলি হয়ত আপনাকে মনোযোগপূর্বক এই বিষয়টি মূল্যায়ন করতে সাহায্য করবে যে অগ্রগামীর কাজ আপনার জন্য সম্ভব কি না। (লূক ১৪:২৮ পদের সাথে তুলনা করুন।) যদি আপনি অগ্রগামীর কাজ করতে সমর্থ হন আপনার আশীর্বাদগুলি সত্যই মহৎ হবে।—মালাখি ৩:১০.

১৭ তাহলে, সেই অনেক বিশ্বস্ত রাজ্য প্রকাশকদের সম্বন্ধে কী যারা অগ্রগামীর কাজ করার মত অবস্থায় নেই যদিও তারা পরিচর্যায় আরও বেশি করার জন্য আকাঙ্ক্ষী? উদাহরণস্বরূপ, একজন খ্রীষ্টান বোনের অনুভূতি সম্বন্ধে বিবেচনা করুন যিনি একাকী তার চারটি সন্তানকে প্রতিপালন করার জন্য সংগ্রাম করছেন। তিনি বলেন ‘আমার খারাপ লাগে, কারণ আমি একজন নিয়মিত অগ্রগামী ছিলাম কিন্তু এখন আমার পরিস্থিতির কারণে আমি যতখানি করতাম, ক্ষেত্রের পরিচর্যায় আর ততখানি বের হতে পারি না।’ এই বোন তার সন্তানদের অত্যন্ত ভালবাসেন আর তাদের ভরণপোষণ করতে চান। একই সাথে, তিনি প্রচার কাজেও আরও বেশি করার জন্য আকুল আকাঙ্ক্ষী। তিনি ব্যাখ্যা করেন “আমি পরিচর্যা ভালবাসি।” একই রকম অনুভূতি অন্য উৎসর্গীকৃত খ্রীষ্টানেরাও প্রকাশ করে থাকেন, ঈশ্বরের প্রতি প্রেম যাদের যিহোবাকে ‘তাদের সর্ব্বান্তঃকরণে’ সেবা করতে চাইতে পরিচালিত করে।—গীতসংহিতা ৮৬:১২.

১৮. (ক) যিহোবা আমাদের কাছ থেকে কী প্রত্যাশা করেন? (খ) আমরা যা করতে সমর্থ, পরিস্থিতি যদি সেখানে বাধা নিয়ে আসে কেন আমাদের নিরুৎসাহিত হওয়া উচিত নয়?

১৮ স্মরণে রাখুন যে, যিহোবা আমাদের কাছ থেকে যা প্রত্যাশা করেন তা হল পূর্ণ হৃদয়ের সেবা। এই পরিমাণ উল্লেখযোগ্যভাবে ব্যক্তি থেকে ব্যক্তিবিশেষের ক্ষেত্রে পৃথক হতে পারে। কিছুজন নিয়মিত অগ্রগামীর কাজ করার জন্য তাদের পরিস্থিতির সমন্বয়সাধন করতে সমর্থ হন। অন্য অনেকে প্রত্যেক মাসে ক্ষেত্র পরিচর্যায় ৬০ ঘন্টা ব্যয় করে সহায়ক অগ্রগামী হিসাবে তাদের নাম নথিভুক্ত করেন, হয় সাময়িকভাবে অথবা নিয়মিত ভিত্তিতে। কিন্তু, যিহোবার লোকেদের বৃহৎ সংখ্যকই মণ্ডলীর প্রকাশক হিসাবে পূর্ণ হৃদয়ে প্রচার ও শিক্ষাদানের কাজে নিজেদের উৎসর্গীকৃত করেন। তাই সত্যই যদি আপনি ভগ্ন স্বাস্থ্য, বর্ধিত বয়স, পারিবারিক দায়িত্ব অথবা অন্যান্য পরিস্থিতির কারণে সীমাবদ্ধ হন, নিরুৎসাহিত হবেন না। যতক্ষণ পর্যন্ত আপনি আপনার সর্বোত্তম দিচ্ছেন, আপনার সেবা ঈশ্বরের চোখে ততখানিই মূল্যবান যতখানি যারা পূর্ণ সময়ের পরিচর্যায় যুক্ত আছেন!

সকলেই অগ্রগামী আত্মা প্রদর্শন করতে পারেন

১৯. অগ্রগামী আত্মা কী?

১৯ এমনকি যদিও আপনি এক অগ্রগামী হিসাবে আপনার নাম নথিভুক্ত করতে পারছেন না, তবুও আপনি অগ্রগামী আত্মা প্রদর্শন করতে পারেন। অগ্রগামী আত্মা কী? ১৯৮৮ সালের জুলাই মাসের আমাদের রাজ্যের পরিচর্যা উল্লেখ করেছিল: “এটিকে প্রচার ও শিষ্য করা সম্বন্ধীয় আজ্ঞার প্রতি একটি ইতিবাচক মনোভাব থাকা, লোকেদের প্রতি প্রেম ও চিন্তা দেখানোর ক্ষেত্রে সম্পূর্ণ সমর্পিত হওয়া, আত্মত্যাগমূলক হওয়া, প্রভুকে ঘনিষ্ঠভাবে অনুসরণ করায় আনন্দ খুঁজে নেওয়া এবং বস্তুগত বস্তুতে নয় কিন্তু আধ্যাত্মিক বস্তুতে আনন্দ করা হিসাবে সংজ্ঞায়িত করা যেতে পারে।” কিভাবে আপনি অগ্রগামী আত্মা প্রদর্শন করতে পারেন?

২০. কিভাবে পিতামাতারা অগ্রগামী আত্মা প্রদর্শন করতে পারেন?

২০ যদি আপনি ছোট সন্তানের পিতামাতা হন, আপনি সম্পূর্ণ হৃদয়ে অগ্রগামীর কাজকে এক বৃত্তি হিসাবে তাদের জন্য সুপারিশ করতে পারেন। পরিচর্যার প্রতি আপনার ইতিবাচক মনোভাব হয়ত তাদের জীবনে যিহোবার সেবাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে পরিণত করার প্রয়োজনীয়তার ক্ষেত্রে তাদের প্রভাবিত করতে পারে। আপনি হয়ত অগ্রগামী এবং ভ্রমণ অধ্যক্ষ ও তাদের স্ত্রীদের আপনার ঘরে নিমন্ত্রণ করতে পারেন যাতে করে আপনার সন্তানেরা সেই উদাহরণগুলি থেকে উপকৃত হতে পারে যারা পূর্ণ সময়ের পরিচর্যায় আনন্দ খুঁজে নিয়েছেন। (ইব্রীয় ১৩:৭ পদের সাথে তুলনা করুন।) এমনকি ধর্মীয়ভাবে বিভক্ত পরিবারেও বিশ্বাসী পিতামাতা কথাবার্তা ও উদাহরণের মাধ্যমে পূর্ণ সময়ের পরিচর্যাকে তাদের জীবনের লক্ষ্যে পরিণত করার জন্য তাদের সন্তানদের সাহায্য করতে পারেন।—২ তীমথিয় ১:৫; ৩:১৫.

২১. (ক) যারা অগ্রগামীর কাজ করছেন আমরা সকলে কিভাবে তাদের সমর্থন করতে পারি? (খ) অগ্রগামীদের উৎসাহিত করার জন্য প্রাচীনেরা কী করতে পারেন?

২১ মণ্ডলীতে যারা অগ্রগামীর কাজ করতে সক্ষম, আমরা সকলে তাদের পূর্ণ হৃদয়ে সমর্থন করতে পারি। উদাহরণস্বরূপ, পরিচর্যায় এক অগ্রগামীর সাথে কাজ করার জন্য আপনি কি কিছু বিশেষ প্রচেষ্টা করেন বিশেষকরে সেই সময়ে যখন হয়ত অন্যথায় অগ্রগামীকে একাকী কাজ করতে হয়? আপনি হয়ত দেখতে পাবেন যে “আমি আপনিও সঙ্গে সঙ্গে আশ্বাস পাই,” বিষয়টি আপনার ক্ষেত্রেও প্রযোজ্য। (রোমীয় ১:১১, ১২) যদি আপনি একজন প্রাচীন হন, আপনি অগ্রগামীদের উৎসাহিত করার জন্য এমনকি আরও বেশি কিছু করতে পারেন। যখন প্রাচীন গোষ্ঠী মিলিত হন, তাদের নিয়মিতভাবে অগ্রগামীদের চাহিদাগুলি সম্পর্কে বিবেচনা করা উচিত। যখন এক অগ্রগামী নিরুৎসাহিত হন অথবা কোন কঠিন পরিস্থিতির মোকাবিলা করেন, তখন তাদের অগ্রগামীর কাজ বন্ধ করে দেওয়ার জন্য পরামর্শ দিতে দ্রুতগতি হবেন না। যখন কিছু ক্ষেত্রে হয়ত এইধরনের পরামর্শ দেওয়া প্রয়োজনীয় হয়ে পড়ে তখনও এই বিষয়টি ভুলে যাবেন না যে অগ্রগামীর কাজ এক অমূল্য সুযোগ, যেটিকে পূর্ণ সময়ের সেবকেরা গভীরভাবে উপলব্ধি করেন। একটু উৎসাহ ও কিছু ব্যবহারিক পরামর্শ অথবা সহায়তা হয়ত প্রয়োজনীয় সমস্ত কিছু হতে পারে। সোসাইটির স্পেনের শাখা দপ্তর লেখে: “যখন প্রাচীনেরা অগ্রগামীর কাজকে উৎসাহিত করেন, ক্ষেত্র পরিচর্যায় অগ্রগামীদের সমর্থন যোগান এবং নিয়মিতভাবে তাদের দেখাশোনা করেন, তখন অগ্রগামীরা আরও আনন্দ পেয়ে থাকেন, নিজেদের ব্যবহারিক হিসাবে অনুভব করেন আর প্রতিবন্ধকতাগুলি আসা সত্ত্বেও ক্রমাগত করে চলতে চান।”

২২. মানব ইতিহাসের এই জটিল সময়ে আমাদের কী করতে স্থিরসংকল্প হওয়া উচিত?

২২ আমরা মানব ইতিহাসের এক জটিল সময়ে বাস করছি। সম্পন্ন করার জন্য যিহোবা আমাদের উপর এক জীবন-রক্ষাকারী কাজ অর্পণ করেছেন। (রোমীয় ১০:১৩, ১৪) অগ্রগামী হিসাবে আমরা এই পূর্ণ সময়ের কাজে অংশগ্রহণ করতে পারি বা নাই পারি, আসুন আমরা অগ্রগামী আত্মা দেখাই। আসুন আমরা তৎপরতার মনোভাব রাখি ও আত্ম-ত্যাগের আত্মা প্রদর্শন করি। যিহোবা আমাদের কাছ থেকে যা চান তা দিতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ থাকি—পূর্ণ হৃদয়ের সেবা। আর আসুন আমরা স্মরণে রাখি যে যখন আমরা যা কিছু দিতে পারি তার সমস্ত কিছু দিই তা বিধবার ক্ষুদ্র মুদ্রা অথবা মরিয়মের বহুমূল্য তেল যার সমতুল্যই হোক না কেন আমাদের সেবা পূর্ণ হৃদয়ের আর যিহোবা পূর্ণ হৃদয়ের সেবাকে উপলব্ধি করেন!

আপনি কি স্মরণ করতে পারেন?

◻ কেন পূর্ণ সময়ের পরিচর্যা পরিতৃপ্তি ও আনন্দের অনুভূতি নিয়ে আসে?

◻ তাঁর সেবকদের প্রতি যিহোবার যত্ন নেওয়ার ক্ষমতা সম্পর্কে অনেক অগ্রগামীরা তাদের অভিজ্ঞতা থেকে কী জানেন?

◻ অগ্রগামীরা তাদের পরিচর্যা যিহোবার সাথে তাদের সম্পর্ককে কিভাবে প্রভাবিত করে বলে অনুভব করেন?

◻ কিভাবে আপনি অগ্রগামী আত্মা প্রদর্শন করতে পারেন?

[২৩ পৃষ্ঠার চিত্র]

শিষ্য করণের কাজে অগ্রগামীরা মহৎ আনন্দ পেয়ে থাকেন

[২৩ পৃষ্ঠার চিত্র]

পূর্ণ সময়ের রাজ্য ঘোষকদের সাহচর্য থেকে আপনার সন্তানেরা উপকৃত হতে পারে

[২৩ পৃষ্ঠার চিত্র]

ক্ষেত্র পরিচর্যায় প্রাচীনেরা অগ্রগা মীদের উৎসাহিত করতে পারেন

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার