ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯৯ ৬/১ পৃষ্ঠা ২৪-২৭
  • যিহোবাতে আনন্দ কর, উল্লাস কর

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • যিহোবাতে আনন্দ কর, উল্লাস কর
  • ১৯৯৯ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • সবসময় আনন্দ বজায় রাখার জন্য উৎসাহিত করা
  • আনন্দপূর্ণ অভিজ্ঞতা ও সাক্ষাৎকারগুলো
  • ইচ্ছুক মনোভাব লোকেদেরকে গিলিয়েডে নিয়ে আসে
    ২০০১ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • সফল ছাত্র থেকে সফল মিশনারী
    ১৯৯৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • সেবা করার জন্য অনুপ্রাণিত
    ২০০০ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • গিলিয়েড স্কুল মিশনারি প্রশিক্ষণের ৬০ বছর
    ২০০৩ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
১৯৯৯ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯৯ ৬/১ পৃষ্ঠা ২৪-২৭

যিহোবাতে আনন্দ কর, উল্লাস কর

ভাল কোন কাজ সুন্দরভাবে শেষ হলে তা সবসময়ই আনন্দের ব্যাপার হয়। তাই যখন ১৯৯৯ সালের ১৩ই মার্চ, নিউ ইয়র্ক প্যাটারসনের প্রহরীদুর্গ শিক্ষা কেন্দ্রে, ওয়াচটাওয়ার বাইবেল স্কুল অফ গিলিয়েডের গ্র্যাজুয়েশন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছিল তখন তা সত্যিই ১০৬তম ক্লাসের ৪৮ জন ছাত্রের জন্য এইরকমই এক আনন্দজনক ঘটনা ছিল।

পরিচালক গোষ্ঠীর সদস্য থিয়োডর জারাস অনুষ্ঠান শুরু করেছিলেন। তিনি গিলিয়েডের সপ্তম ক্লাস থেকে গ্র্যাজুয়েট হয়েছিলেন এবং এই গ্র্যাজুয়েশন কার্যক্রমের সভাপতিত্ব করছিলেন। অনুষ্ঠানের শুরুতে তিনি গীতসংহিতা ৩২:১১ পদের এই বাক্যগুলোর ওপর জোর দিয়েছিলেন: “ধার্ম্মিকগণ, সদাপ্রভুতে আনন্দ কর, উল্লাস কর।” এই উপলক্ষে কেন সবার আনন্দ করা উচিত তা ঠিক মতো বুঝিয়ে দিয়ে তিনি বলেছিলেন: “সৎ হৃদয়ের লোকেদের দিয়ে, যাদের মধ্যে আমাদের গিলিয়েডের ছাত্ররাও আছেন, ঈশ্বর যে কাজ সম্পন্ন করছেন তার জন্যই আমরা সবাই এইরকম অনুষ্ঠানে খুশি হই।” যদিও গিলিয়েড স্কুলে আসার জন্য সব ছাত্রছাত্রীরাই অনেক পরিকল্পনা করেছেন এবং নিজেদেরকে মিশনারি পরিচর্যার যোগ্য করে তোলার জন্য মনপ্রাণ দিয়ে পরিশ্রম করেছেন কিন্তু একমাত্র যিহোবার সাহায্যেই এই সবকিছু সফলভাবে করা সম্ভব হয়েছে। (হিতোপদেশ ২১:৫; ২৭:১) ভাই জারাস বলেছিলেন ‘যিহোবাতে আনন্দ করার’ জন্য এটাই হল কারণ।

প্যাটারসনের মিলনায়তনে ছাত্রছাত্রীরা ছাড়াও তাদের পরিবারের সদস্য এবং অতিথিরা ছিলেন যারা এই আনন্দপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ১২টা ভিন্ন ভিন্ন দেশ থেকে এসেছিলেন। ব্রুকলিন, প্যাটারসন এবং ওয়ালকিল বেথেল পরিবারের সদস্যদের নিয়ে সেখানে ৫,১৯৮ জন উপস্থিত ছিলেন আর তারা যেন অনুষ্ঠান শুনতে ও দেখতে পান তার ব্যবস্থা করা হয়েছিল। যখন তারা অনুষ্ঠান শুরু হওয়ার জন্য অধীর হয়ে অপেক্ষা করছিলেন তখন সেখানকার পরিবেশই প্রমাণ দিয়েছিল যে সকলের মধ্যেই খুশি ছেয়ে আছে।

সবসময় আনন্দ বজায় রাখার জন্য উৎসাহিত করা

অনুষ্ঠান শুরু করার পর ভাই জারাস অনুষ্ঠানের পাঁচজন বক্তার প্রথমজনকে আমন্ত্রণ করেছিলেন। এই বক্তারা শুধু গিলিয়েড গ্র্যাজুয়েটদের জন্য নয় কিন্তু উপস্থিত সবার জন্য বাইবেল থেকে উৎসাহমূলক বক্তৃতা তৈরি করেছিলেন।

প্রথমে ভাই উইলিয়াম মেলেনফ্যান্ট বক্তৃতা দিয়েছিলেন। তিনি গিলিয়েডের ৩৪তম ক্লাস থেকে গ্র্যাজুয়েট হয়েছিলেন আর এখন পরিচালক গোষ্ঠীর শিক্ষা কমিটিতে কাজ করছেন। তার বক্তৃতার বিষয়বস্তু ছিল “‘সব কিছুই’ অসার নয়!” এই বক্তৃতা উপদেশক ১:২ পদের ওপর ভিত্তি করে ছিল আর তাই তিনি এই প্রশ্নটা করেছিলেন: “শলোমন যখন সব কিছুই বলেছিলেন তখন তিনি কি আসলেই বুঝিয়েছিলেন যে সবসময়ই সমস্ত কিছুই অসার?” উত্তরটা হল: “না। বরং তিনি বোঝাতে চেয়েছিলেন যে, মানুষ ঈশ্বরের ইচ্ছাকে অবহেলা করে যা কিছু কাজ করে আর ঈশ্বরের ইচ্ছাকে বাদ দিয়ে যখন অন্য কিছুর পিছনে ছোটে তখন সেগুলো হল অসার।” অন্যদিকে, সত্য ঈশ্বর, যিহোবাকে উপাসনা করা অসার নয়; একইভাবে ঈশ্বরের বাক্য, বাইবেল পড়া ও অন্যদের শেখানো অসার নয়। ঈশ্বর তাঁর দাসেদের এইরকম চেষ্টাকে কখনও ভুলে যান না। (ইব্রীয় ৬:১০) এমনকি ঈশ্বর যাদের ভালবাসেন তাদের যদি কোন বিপদও হয়, তবুও তারা “ঈশ্বর সদাপ্রভুর কাছে . . . জীবন-বোচ্‌কাতে বদ্ধ থাকিবে।” (১ শমূয়েল ২৫:২৯) এই কথা আমাদের মনকে আশ্বাসে ভরিয়ে দেয়! যখন যিহোবার উপাসকেরা এই কথাগুলোকে মনে রাখেন তখন তা তাদের আনন্দ বজায় রাখতে সাহায্য করে।

পরিচালক গোষ্ঠীর সদস্য, জন বার গ্র্যাজুয়েটিং ক্লাসের ছাত্রছাত্রীদেরকে “আপনার মিশনারি কার্যভারে আনন্দ খুঁজে নিন” বক্তৃতার মাধ্যমে উৎসাহ দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে মিশনারি কাজ হল এমন এক কাজ যা যিহোবা খুবই পছন্দ করেন ও তিনি এই কাজের প্রতি সবসময়ই নজর রাখেন। “এই কাজ জগতের জন্য যিহোবার মহান প্রেমকে প্রকাশ করে। তিনি তাঁর একজাত পুত্রকে পৃথিবীতে পাঠিয়েছিলেন। আর যীশু ছিলেন সবচেয়ে বড় মিশনারী আর সবচেয়ে প্রথম মিশনারি।” গ্র্যাজুয়েটরা সকলে অনুমান করতে পারেন যে পৃথিবীতে তাঁর কাজকে সফলভাবে পূর্ণ করার জন্য যীশুকে কোন্‌ কোন্‌ পরিবর্তনগুলো করতে হয়েছিল কিন্তু যীশুর সেই মিশনারী সেবা থেকে আজকেও যারা উপকার পেতে চান তারা তা পেয়ে থাকেন। ভাই বার যেমন বলেছিলেন যে এর কারণ হল যীশু ঈশ্বরের কাজ করে আনন্দ পেয়েছিলেন এবং তিনি মানুষকে ভালওবেসেছিলেন। (হিতোপদেশ ৮:৩০, ৩১) ভাই বার গ্র্যাজুয়েটদেরকে তাদের নিজের নিজের কার্যভারে লেগে থাকতে পরামর্শ দিয়েছিলেন, শুধুমাত্র তারা কতটা ধৈর্য ধরতে পারেন তা দেখানোর জন্য নয় কিন্তু তারা এটা করে আনন্দ পান বলে। তিনি পুরো ক্লাসকে অনুরোধ জানিয়েছিলেন, “তুমি সদাপ্রভুতে আপনার ভার অর্পণ কর; তিনিই তোমাকে ধরিয়া রাখিবেন।”—গীতসংহিতা ৫৫:২২.

পরের বক্তা ছিলেন পরিচালক গোষ্ঠীর আরেকজন সদস্য, লয়েড ব্যারি আর তার বিষয় ছিল “চিরকাল যিহোবার নামে চলা।” গিলিয়েডের ১১তম ক্লাস থেকে গ্র্যাজুয়েট হয়ে ২৫ বছরেরও বেশি সময় ধরে একজন মিশনারি হিসেবে কাজ করেছিলেন। তাই ভাই ব্যারি প্রথমদিকের মিশনারিদের কিছু অভিজ্ঞতা বলেছিলেন আর বলেছিলেন যে সেইসব মিশনারীদের কোন্‌ কোন্‌ কঠিন পরিস্থিতিগুলোর মোকাবিলা করতে হয়েছিল। তিনি এই গ্র্যাজুয়েটিং ক্লাসের ছাত্রছাত্রীদের কোন্‌ বাস্তব পরামর্শ দিয়েছিলেন? “সবার আগে আপনার আধ্যাত্মিকতা বজায় রাখুন। আর যেখানে আপনাকে পাঠানো হচ্ছে সেখানকার ভাষা শিখুন ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হোন। হাসিখুশি থাকুন ও কৌতুক বোধ বজায় রাখুন। আপনার কাজে লেগে থাকুন; ক্লান্ত হয়ে পড়বেন না কিংবা হাল ছেড়ে দেবেন না।” ভাই ব্যারি গ্র্যাজুয়েটদের বলেছিলেন যে তারা যখন তাদের বিদেশী কার্যভারে যাবেন, তারা এমন অনেক লোকেদের দেখতে পাবেন যারা বিভিন্ন দেবতাদের নামে চলে অর্থাৎ তাদের উপাসনা করে। তাই তিনি তাদের মীখার কথাগুলোকে মনে করিয়ে দিয়েছিলেন: “জাতিমাত্র প্রত্যেকে আপন আপন দেবের নামে চলে; আর আমরা যুগে যুগে চিরকাল আমাদের ঈশ্বর সদাপ্রভুর নামে চলিব।” (মীখা ৪:৫) আগের মিশনারিদের উদাহরণ, যিহোবার সমস্ত দাসেদের জন্য যিহোবার নামে চলার ও তাঁকে বিশ্বস্তভাবে সেবা করার জন্য সত্যিই এক জোরালো প্রেরণা।

কার্যক্রমের পরের বক্তা ছিলেন গিলিয়েডের নির্দেশক লরেন্স বোয়েন। তার বক্তৃতার বিষয়বস্তু ছিল প্রশ্নের আকারে, “আপনি কী প্রমাণিত হবেন?” তিনি বলেছিলেন যে যিহোবার ওপর পুরোপুরি বিশ্বাস আর ভরসা রাখলে তবেই আমরা যিহোবার সেবায় সফল হতে পারব। যখন রাজা আসা যিহোবার ওপর পুরো ভরসা করেছিলেন, তখন তিনি শত্রুপক্ষের দশ লক্ষ সৈন্যদের বিরুদ্ধে বিরাট জয় পেয়েছিলেন। কিন্তু তবুও তাকে ভাববাদী অসরিয়কে দিয়ে যিহোবার ওপর ভরসা রেখে চলার কথা মনে করিয়ে দিতে হয়েছিল “তোমরা যতদিন সদাপ্রভুর সঙ্গে থাক, ততদিন তিনিও তোমাদের সঙ্গে আছেন।” (২ বংশাবলি ১৪:৯-১২; ১৫:১, ২) যেহেতু যিহোবা নামের অর্থ হল তিনি তাঁর উদ্দেশ্য পূর্ণ করার জন্য যা কিছু হওয়ার দরকার তা হন তা সে তাঁকে একজন দাতা, একজন রক্ষক, অথবা একজন ঘাতক যাই হতে হোক না কেন। তাই যে মিশনারিরা যিহোবার ওপর ভরসা করেন আর তাঁর ইচ্ছা অনুযায়ী কাজ করেন তারা তাদের কার্যভারে সফল হবেন। (যাত্রাপুস্তক ৩:১৪) শেষে ভাই বোয়েন বলেছিলেন, “কখনও ভুলে যাবেন না যে যতদিন পর্যন্ত যিহোবার উদ্দেশ্যই আপনার উদ্দেশ্য হবে, ততদিন পর্যন্ত তিনি আপনার কার্যভারকে পূর্ণ করার জন্য আপনার যা কিছু হওয়া দরকার আপনাকে তা হতে তিনি সাহায্য করবেন।”

এই কার্যক্রমের শেষ বক্তা ছিলেন ওয়ালেস লিভারেন্স যিনি আগে একজন মিশনারি ছিলেন এবং এখন স্কুলের নিবন্ধক হিসেবে কাজ করছেন। তার বক্তৃতার শিরোনাম ছিল, “ঈশ্বরের বাক্যকে জীবন্ত রাখুন এবং আপনার মধ্যে কাজ করতে দিন।” এই বক্তৃতায় তিনি জোর দিয়েছিলেন যে ঈশ্বরের বার্তা অথবা প্রতিজ্ঞা কখনও বিফল হবে না আর তা পূর্ণ হবেই হবে। (ইব্রীয় ৪:১২) ঈশ্বরের বাক্য তাদের জীবনে ছাপ ফেলে যারা এটাকে তাদের জীবনে কাজ করতে দেয়। (১ থিষলনীকীয় ২:১৩) এই বাক্যকে আমরা কীভাবে আমাদের ভিতরে জীবন্ত এবং আমাদের জীবনে কাজ করতে দিতে পারি? অধ্যবসায়ের সঙ্গে বাইবেল অধ্যয়ন করে। ভাই লিভারেন্স গ্র্যাজুয়েটদেরকে গিলিয়েড স্কুলে বাইবেল অধ্যয়ন করার যে পদ্ধতি তারা শিখেছেন তা মনে করিয়ে দিয়েছিলেন। সেই পদ্ধতির মধ্যে ছিল ঈশ্বরের বাক্য পড়া, এর অর্থ বা উদ্দেশ্য কী তা বোঝার চেষ্টা করা এবং ঈশ্বরের বাক্যকে জীবনে কাজে লাগানো। এরপর তিনি পরিচালক গোষ্ঠীর সদস্য অ্যালবার্ট শ্রোডারের কথাগুলোর পুনরুক্তি করেছিলেন যিনি ৫০ বছর আগে যে কমিটি গিলিয়েড স্কুল স্থাপন করেছিল সেই কমিটির সভাপতি ছিলেন। ভাই শ্রোডার বলেছিলেন: “ঈশ্বরের বাক্যকে পুরোপুরি ও ঠিকভাবে বোঝার জন্য ও এর প্রবল শক্তিকে অনুভব করার জন্য একজন ব্যক্তিকে এর আগের ও পরের অংশগুলো পড়া দরকার।” যদি আমরা এইভাবে বাইবেল অধ্যয়ন করি, তাহলে ঈশ্বরের বাক্য জীবন্ত থাকবে ও আমাদের মধ্যে কাজ করবে।

আনন্দপূর্ণ অভিজ্ঞতা ও সাক্ষাৎকারগুলো

বক্তৃতা শেষ হয়ে যাওয়ার পরে শ্রোতারা ছাত্রছাত্রীদের কিছু সুন্দর সুন্দর অভিজ্ঞতা শুনতে পেয়েছিলেন। মার্ক নিউমার এই অংশটা পরিচালনা করেন যিনি একজন মিশনারি ছিলেন ও গিলিয়েডের এই চলতি ক্লাসের নির্দেশক। একদল ছাত্রছাত্রী তাদের অভিজ্ঞতা বলেছিলেন আর নমুনা দেখিয়েছিলেন যে বিভিন্ন পরিস্থিতিতে কীভাবে তারা সাক্ষ্য দেওয়ার জন্য চেষ্টা করেছিলেন। কেউ কেউ তাদের লোকেদের পরিস্থিতি, অবস্থা ও মুখের ভাবভঙ্গি দেখেছিলেন আর তাদের প্রতি ব্যক্তিগত আগ্রহ দেখিয়েছিলেন যার ফলে তারা লোকেদের সঙ্গে বাইবেল অধ্যয়ন শুরু করতে ও চালিয়ে যেতে পেরেছিলেন। এভাবে ছাত্রছাত্রীরা ‘আপনার বিষয়ে ও তাদের শিক্ষার বিষয়ে সাবধান হয়েছিলেন’ এবং অন্যদের পরিত্রাণ পেতে সাহায্য করার জন্য সত্যিই আগ্রহ দেখিয়েছিলেন।—১ তীমথিয় ৪:১৬.

অনেক ভাল ও বাস্তব পরামর্শ দেওয়া হয়েছিল আর সেই অভিজ্ঞ ভাইরাও মিশনারী কাজের আনন্দকে প্রকাশ করেছিলেন যারা প্রহরীদুর্গ শিক্ষা কেন্দ্রের পরিচালিত শাখা কমিটির সদস্যদের স্কুলে প্রশিক্ষণ পেয়েছিলেন। প্রধান কার্যালয়ের সদস্য ভাই স্যামূয়েল হার্ড এবং রবার্ট জনসন, বলিভিয়া, জিম্বাবোয়ে, নিকারাগুয়া, মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র, ডোমিনিকান প্রজাতন্ত্র, পাপুয়া নিউ গিনি এবং ক্যামেরুন শাখা দপ্তরগুলো থেকে আসা প্রতিনিধিদের এক প্রাণবন্ত সাক্ষাৎকার নিয়েছিলেন।

অভিজ্ঞতা এবং সাক্ষাৎকারগুলোর পর, গেরিট লোস, যিনি ৪১তম গিলিয়েড ক্লাসের গ্র্যাজুয়েট এবং এখন পরিচালক গোষ্ঠীর একজন সদস্য, শেষ বক্তৃতা দিয়েছিলেন। যার শিরোনাম ছিল, “আপনি কি একজন ‘প্রীতির পাত্র?’” যা মনে কিছু জিজ্ঞাসা জাগিয়েছিল। ভাই লোস প্রথমে গ্র্যাজুয়েটদের মনে করিয়ে দিয়েছিলেন যে ঈশ্বরের সিদ্ধ পুত্র যীশু লোকেদের প্রীতির পাত্র ছিলেন না, বরং “তিনি অবজ্ঞাত ও মনুষ্যদের ত্যাজ্য” ছিলেন। (যিশাইয় ৫৩:৩) তাই এতে অবাক হওয়ার কিছু নেই যে আজকে পৃথিবীর অনেক জায়গায় মিশনারিদেরকে পছন্দ করা হয় না অথবা অবাঞ্ছিত লোক হিসেবে দেখা হয়। অন্যদিকে, বাবিলনে দানিয়েল অনেক দিন ধরে পরিচর্যা করার সময় সৃষ্টিকর্তা একজন দূতের মাধ্যমে দানিয়েলকে তিন বার “মহাপ্রীতি-পাত্র” বলেছিলেন। (দানিয়েল ৯:২৩; ১০:১১, ১৯) কী দানিয়েলকে সেরকম করে তুলেছিল? বাবিলনের সংস্কৃতির সঙ্গে খাপ খাওয়ানোর সময় তিনি কখনও বাইবেলের নীতির সঙ্গে আপোশ করেননি; সবদিক দিয়ে তিনি সৎ ছিলেন, নিজের সুবিধার জন্য তিনি কখনও তার পদকে ব্যবহার করেননি; আর তিনি সবসময় ঈশ্বরের বাক্য অধ্যয়ন করতেন। (দানিয়েল ১:৮, ৯; ৬:৪; ৯:২) এছাড়াও তিনি নিয়মিত যিহোবার কাছে প্রার্থনা করতেন এবং তার সমস্ত সফলতার কৃতিত্ব যিহোবাকে দিতেন। (দানিয়েল ২:২০) দানিয়েলের মতো কাজ করে ঈশ্বরের দাসেরাও জগতের কাছে নয় ঠিকই কিন্তু যিহোবা ঈশ্বরের কাছে প্রীতির পাত্র হতে পারেন।

আধ্যাত্মিকভাবে উৎসাহজনক এই কার্যক্রমের শেষে সভাপতি সারা পৃথিবী থেকে আসা কিছু টেলিগ্রাম ও খবর পড়ে শুনিয়েছিলেন। তারপর, ২৪ জন দম্পতির প্রত্যেককে তাদের ডিপ্লোমা দেওয়া হয়েছিল এবং তাদেরকে কোন্‌ কোন্‌ দেশে পাঠানো হচ্ছে তা ঘোষণা করা হয়েছিল। তারপর ক্লাসের একজন প্রতিনিধি, পরিচালক গোষ্ঠী ও বেথেল পরিবারের উদ্দেশে লেখা একটা চিঠি পড়েছিলেন। সেখানে গত পাঁচ মাস ধরে তারা যে প্রশিক্ষণ পেয়েছেন তার জন্য পুরো ক্লাসের হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন।

কার্যক্রম শেষ হলে বিদায়ী দলের মধ্যে থেকে “স্তব ও গান করিয়া আনন্দ” শোনা গিয়েছিল।—নহিমিয় ১২:২৭.

[২৭ পৃষ্ঠার বাক্স]

ক্লাসের পরিসংখ্যান

প্রতিনিধিত্বকারী দেশগুলোর সংখ্যা: ১০

নিযুক্তিকৃত দেশগুলোর সংখ্যা: ১৯

ছাত্রছাত্রীদের সংখ্যা: ৪৮

বিবাহিত দম্পতিদের সংখ্যা: ২৪

গড় বয়স: ৩৩

সত্যে থাকার গড় বয়স: ১৬

পূর্ণ-সময়ের পরিচর্যায় গড় বছর: ১৩

[২৫ পৃষ্ঠার চিত্র]

ওয়াচটাওয়ার বাইবেল স্কুল অফ গিলিয়েডের ১০৬তম গ্র্যাজুয়েটিং ক্লাস

নিম্নলিখিত তালিকাতে সামনে থেকে পিছনে সারিগুলোকে সংখ্যান্বিত করা হয়েছে এবং প্রত্যেক সারিতে বামদিক থেকে ডানদিকে নামগুলো তালিকাবদ্ধ করা হয়েছে।

(১) ডিকান, ডি.; পুয়াপোলও, এম.; লাগুনা, এম.; ডাভল্ট, এস.; ডমিংস, ই.; ব্রুক, জে. (২) গ্যায়ুটা, এস.; ভাস্ক, ডব্লু.; সিব্রুক, এ.; মস্কা, এ.; হেলি, এল.; ব্রোয়ার্ড, এল. (৩) ব্র্যান্ডান, টি.; অলিভার্স, এন.; কলম্যান, ডি.; স্কট, ভি.; পিটার্সান, এল.; ম্যাকলিয়ড, কে. (৪) ম্যাকলিয়ড, জে.; থমসন, জে.; লুবারিস, এফ.; স্পেটা, বি.; ল্যাতমাকি, এম.; লাগুনা, জে. (৫) গাটার, ইউ.; ডমিংস, আর.; হেলি, এফ.; স্মিথ, এম.; বায়ার, ডি.; মস্কা, এ. (৬) স্কট, কে.; সিব্রুক, ভি.; স্পেটা, আর.; ব্রোওয়ার্ড, এল.; ডাভল্ট, ডব্লু. (৭) স্মিথ, ডি.; ল্যাতমাকি, টি.; পিটার্সান, পি.; থমসন, জি.; ভাস্ক, আর.; বায়ার, এ. (৮) লুবারিস, এম.; ডিকান, সি.; ব্র্যান্ডান, ডি.; পুয়াপোলও, ডি.; অলিভার্স, ও.; ব্রুক, এস।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার