ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w০২ ৪/১৫ পৃষ্ঠা ৩০
  • আপনি কি মনে করতে পারেন?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • আপনি কি মনে করতে পারেন?
  • ২০০২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • মৃতদেহে ক্ষয়-নিবারক দ্রব্য দেওয়া খ্রীষ্টানদের—জন্য এটা কি উপযুক্ত?
    ২০০২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • পাঠকদের থেকে প্রশ্নসকল
    ২০০২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • পরিষ্কার—পরিচ্ছন্নতা বলতে আসলে কী বোঝায়?
    ২০০২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • পরিষ্কার-পরিচ্ছন্নতা কতটা জরুরি?
    ২০০২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
২০০২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w০২ ৪/১৫ পৃষ্ঠা ৩০

আপনি কি মনে করতে পারেন?

আপনি কি গত কয়েক মাসের প্রহরীদুর্গ পত্রিকাগুলো মন দিয়ে পড়েছেন? যদি পড়ে থাকেন, তা হলে দেখুন আপনি নিচের এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারেন কি না:

• চাপ দূর করতে পর্বতে দত্ত উপদেশ ব্যবহার করার জন্য আপনি ব্যক্তিগত কোন্‌ কার্যক্রম ব্যবহার করতে পারেন?

ওই উপদেশে অথবা সুসমাচারের অন্যান্য জায়গায় যীশুর যে-মৌলিক শিক্ষাগুলো রয়েছে, আপনি রোজ সেগুলো পড়তে পারেন। সেই শিক্ষার ওপর ধ্যান করে এবং তা নিজের জীবনে কাজে লাগানোর চেষ্টা করে আপনি আপনার সুখকে বাড়াতে এবং চাপকে কমাতে পারেন।—১২/১৫, পৃষ্ঠা ১২-১৪.

কোন্‌ তিনটে উত্তম কারণের জন্য মণ্ডলীর প্রাচীনরা অতিরিক্ত দায়িত্বগুলো গ্রহণ করতে পরিচারক দাসদের প্রশিক্ষণ দেন?

যিহোবার সাক্ষিদের সংখ্যা বেড়ে যাওয়ায় নতুন বাপ্তাইজিত ব্যক্তিদের উন্নতি করতে সাহায্য করার জন্য আরও দায়িত্ববান লোকেদের দরকার। বেশ অনেক বছর ধরে প্রাচীন হিসেবে কাজ করেছেন এমন কিছু প্রাচীনদের বয়স বেড়ে যাওয়ায় অথবা স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাগুলোর কারণে তাদের কাজ করার ক্ষমতা সীমিত হয়েছে। এ ছাড়াও কিছু যোগ্য প্রাচীন স্থানীয় মণ্ডলীতে দায়িত্বগুলো পালন করার সঙ্গে সঙ্গে অন্যান্য অতিরিক্ত দায়িত্ব পালন করেন আর তাই তারা মণ্ডলীতে আগের মতো তাদের দায়িত্ব পালন করতে পারেন না।—১/১, পৃষ্ঠা ২৯.

• যে-সব দেবতারা প্রকৃত ঈশ্বর নয়, তাদের ওপর লোকেরা কীভাবে আস্থা রাখে?

অনেকে তাদের ধর্মের দেবতাদের উপাসনা করে কিন্তু এই দেবতারা হল নিষ্প্রাণ, যারা এলিয়ের দিনের বাল দেবতার মতোই রক্ষা করতে পারে না। (১ রাজাবলি ১৮:২৬, ২৯; গীতসংহিতা ১৩৫:১৫-১৭) অন্যেরা বিনোদন জগতের বিশিষ্ট ব্যক্তিদের অথবা বিখ্যাত খেলোয়াড়দের ভক্তিমূলক শ্রদ্ধা জানায়, যারা ভবিষ্যৎ সম্বন্ধে কোন আশা দিতে পারে না। এর বিপরীতে, যিহোবা সত্যিই আছেন এবং তিনি তাঁর উদ্দেশ্যগুলো পূর্ণ করেন।—১/১৫, পৃষ্ঠা ৩-৫.

• ঈশ্বরের সতর্কবাণীর প্রতি কয়িনের প্রতিক্রিয়া থেকে আমরা কী শিখতে পারি?

ঈশ্বর আমাদেরকে স্বাধীন ইচ্ছা দিয়েছেন এবং কয়িন যেমন প্রতিক্রিয়া দেখিয়েছিল অর্থাৎ তার মতো ভাল কিছু করা থেকে বিরত না হয়ে বরং যা সঠিক, তা করার জন্য আমরা বেছে নিতে পারি। এ ছাড়া বাইবেলের বিবরণ আরও জানায় যে, যিহোবা অনুতাপহীন ব্যক্তিদের বিচার করেন।—১/১৫, পৃষ্ঠা ২২-৩.

• পরিষ্কার-পরিচ্ছন্নতা বিশেষ করে এখন এত গুরুত্বপূর্ণ কেন?

পরিবর্তনশীল সামাজিক অবস্থার কারণে অনেকেই তাদের বাড়িঘর পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে খুব অল্প সময় ব্যয় করে, অথচ আগে এটা খুবই সাধারণ ব্যাপার ছিল। খাবার এবং জলের বিষয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতাকে অবহেলা করা স্বাস্থের জন্য বিপদজনক। শারীরিক পরিষ্কার-পরিচ্ছন্নতা ছাড়াও বাইবেল আধ্যাত্মিক, নৈতিক এবং মানসিক পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয় তুলে ধরে।—২/১, পৃষ্ঠা ৩-৬.

• প্রাক্‌-খ্রীষ্টীয় সাক্ষিদের বিষয়ে পৌল বলেছিলেন, তারা “আমাদের ব্যতিরেকে সিদ্ধি না পান।” কীভাবে? (ইব্রীয় ১১:৪০)

আসন্ন হাজার বছরের রাজত্বে খ্রীষ্ট ও তাঁর অভিষিক্ত ভাইয়েরা স্বর্গে রাজা ও যাজক হিসেবে কাজ করবেন এবং পুনরুত্থিত ব্যক্তিদের প্রতি মুক্তির মূল্যের উপকারিতা প্রয়োগ করবেন। ইব্রীয় ১১ অধ্যায়ে যেমন বলা হয়েছে, এই বিশ্বস্ত ব্যক্তিরা এভাবে ‘সিদ্ধি পাইবেন।’—২/১, পৃষ্ঠা ২৩.

• পৌল আসলে কী বুঝিয়েছিলেন যখন তিনি ইব্রীয়দেরকে বলেছিলেন: “তোমরা . . . এখনও রক্তব্যয় পর্য্যন্ত প্রতিরোধ কর নাই”? (ইব্রীয় ১২:৪)

তিনি এখানে মৃত্যু পর্যন্ত ধৈর্য বজায় রাখাকে বুঝিয়েছেন। তাদের কাছে অনেক বিশ্বস্ত ব্যক্তিদের উদাহরণ ছিল, যারা মৃত্যু পর্যন্ত বিশ্বস্ত ছিলেন। যে-ইব্রীয়দেরকে পৌল চিঠি লিখেছিলেন, তারা যদিও এইরকম প্রচণ্ড তাড়না সহ্য করেননি কিন্তু তাদের পরিপক্বতার দিকে এগিয়ে যাওয়ার দরকার ছিল, যা কিছুই আসুক না কেন, তা সহ্য করার জন্য বিশ্বাস গড়ে তোলার দরকার ছিল।—২/১৫, পৃষ্ঠা ২৯.

• করুণার জন্য যিহোবার ন্যায়বিচার সহনীয় হয়, কথাটা এড়িয়ে চলা কেন সবচেয়ে ভাল?

কিছু ভাষায় “সহনীয়” শব্দের মানে সংযত বা নমনীয় হওয়াকে বোঝাতে পারে। ন্যায়বিচার ও করুণা দুটো গুণই যিহোবা ঈশ্বরের রয়েছে এবং সেই গুণগুলো দেখানোর সময় দুটো একসঙ্গে কাজ করে। (যাত্রাপুস্তক ৩৪:৬, ৭; দ্বিতীয় বিবরণ ৩২:৪; গীতসংহিতা ১১৬:৫; ১৪৫:৯) যিহোবার ন্যায়বিচার করুণার দ্বারা কোমল বা সহনীয় হওয়ার দরকার নেই।—৩/১, পৃষ্ঠা ৩০.

• একজন খ্রীষ্টানের মৃত প্রিয়জনের দেহে ক্ষয়-নিবারক দ্রব্য দেওয়া কি উপযুক্ত?

মৃতদেহে ক্ষয়-নিবারক দ্রব্য দেওয়া হল মৃতদেহকে সংরক্ষণ করার একটা উপায়। প্রাচীনকালের কিছু লোকেরা ধর্মীয় কারণে এই প্রথা অনুসরণ করত। সত্য খ্রীষ্টানদের বেলায় এমনটা হয়নি। (উপদেশক ৯:৫; প্রেরিত ২৪:১৫) ক্ষয়-নিবারক দ্রব্য দেওয়া কেবলমাত্র সেটার সাধারণ পরিণতি অর্থাৎ মৃত ব্যক্তিকে ধূলিতে প্রতিগমনে দেরি করাবে। (আদিপুস্তক ৩:১৯) কিন্তু, মৃতদেহ সংরক্ষণের জন্য যদি কোন আইন থাকে বা পরিবারের কয়েকজন সদস্য তা করতে চান অথবা অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য কাউকে যদি দূর থেকে আসতে হয়, তা হলে এই বিষয়ে চিন্তিত হওয়ার কোন দরকার নেই।—৩/১৫, পৃষ্ঠা ২৯-৩১.

• বাইবেলের কোন্‌ উদাহরণগুলো আমাদের শেখায় যে, যিহোবা সমস্ত জাতির লোকেদের আমন্ত্রণ জানান?

যিহোবা নীনবীর লোকেদের সাবধান করে দেওয়ার জন্য ভাববাদী যোনাকে পাঠিয়েছিলেন এবং তাদের অনুতাপ প্রকাশকে মেনে নিতে যোনাকে উৎসাহিত করেছিলেন। যীশু তাঁর কথা এবং উদাহরণের মাধ্যমে শমরীয়দের প্রতি ভালবাসা দেখাতে উৎসাহ দিয়েছিলেন। প্রেরিত পিতর এবং পৌল দুজনেই ন-যিহুদিদের কাছে সুসমাচার নিয়ে গিয়েছিলেন। এই উদাহরণগুলো থেকে আমরা সমস্ত পটভূমির লোকেদের সাহায্য করার দরকার সম্বন্ধে বুঝতে পারি।—৪/১, পৃষ্ঠা ২১-৪.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার