ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w০৪ ৩/১৫ পৃষ্ঠা ৩
  • একটা উদ্‌যাপন যা আপনাকে প্রভাবিত করে

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • একটা উদ্‌যাপন যা আপনাকে প্রভাবিত করে
  • ২০০৪ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • প্রভুর সান্ধ্যভোজ—যে-উদ্‌যাপন ঈশ্বরকে সম্মানিত করে
    বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়?
  • “আমার স্মরণার্থে ইহা করিও”
    ২০১৩ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • প্রভুর সান্ধ্যভোজ কেন উদ্‌যাপন করবেন?
    ২০০৩ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • প্রভুর সান্ধ্যভোজ—কীভাবে উদ্‌যাপন করা হয়?
    ২০০৪ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
২০০৪ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w০৪ ৩/১৫ পৃষ্ঠা ৩

একটা উদ্‌যাপন যা আপনাকে প্রভাবিত করে

পৃথিবীতে থাকার সময়ে, যিশু খ্রিস্ট একটা উদ্‌যাপন প্রবর্তন করেছিলেন, যা ঈশ্বরকে সম্মান করে। একমাত্র এই ধর্মীয় অনুষ্ঠানটা পালন করার বিষয়েই তিনি তাঁর অনুসারীদের সরাসরি নির্দেশ দিয়েছিলেন। এটা ছিল প্রভুর সান্ধ্যভোজ, যা শেষ ভোজ হিসেবেও পরিচিত।

কল্পনা করুন যে, আপনি সেই অনুষ্ঠানের পূর্ববর্তী ঘটনাগুলোর একজন অদৃশ্য প্রত্যক্ষদর্শী। যিশু এবং তাঁর প্রেরিতরা যিহুদিদের নিস্তারপর্ব পালন করার জন্য যিরূশালেমের একটা ওপরের কুঠরীতে একত্রিত হয়েছে। তারা রীতি অনুযায়ী নিস্তারপর্বের ভোজের অন্তর্ভুক্ত ঝলসানো মেষ, তিক্ত শাক, তাড়ীশূন্য রুটি এবং লাল দ্রাক্ষারস গ্রহণ করেছে। আনুগত্যহীন প্রেরিত ঈষ্করিয়োতীয় যিহূদাকে সেখান থেকে বের করে দেওয়া হয়েছে আর শীঘ্রই সে তার প্রভুকে ধরিয়ে দেবে। (মথি ২৬:১৭-২৫; যোহন ১৩:২১, ২৬-৩০) যিশু কেবলমাত্র তাঁর ১১ জন বিশ্বস্ত প্রেরিতদের সঙ্গে আছেন। মথি তাদের মধ্যে একজন।

মথির নিজের দেখা বিবরণ অনুযায়ী, যিশু এইভাবে প্রভুর সান্ধ্যভোজ প্রবর্তন করেন: “যীশু [তাড়ীশূন্য] রুটী লইয়া আশীর্ব্বাদপূর্ব্বক ভাঙ্গিলেন, এবং শিষ্যদিগকে দিলেন, আর কহিলেন, লও, ভোজন কর, ইহা আমার শরীর। পরে তিনি [দ্রাক্ষারসের] পানপাত্র লইয়া ধন্যবাদপূর্ব্বক তাঁহাদিগকে দিয়া কহিলেন, তোমরা সকলে ইহা হইতে পান কর; কারণ ইহা আমার রক্ত, নূতন নিয়মের রক্ত, যাহা অনেকের জন্য, পাপমোচনের নিমিত্ত, পাতিত হয়।”—মথি ২৬:২৬-২৮.

যিশু কেন প্রভুর সান্ধ্যভোজ প্রবর্তন করেছিলেন? তা করার সময়ে কেন তিনি তাড়ীশূন্য রুটি এবং লাল দ্রাক্ষারস ব্যবহার করেছিলেন? খ্রিস্টের সব অনুসারীই কি এই প্রতীকগুলো গ্রহণ করেছিল? কতবার এই ভোজ উদ্‌যাপন করা হতো? আর এটা কি আপনার জন্য প্রকৃতই কোনো অর্থ রাখে?

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার