আপনার সন্তানদের প্রশিক্ষণ দিতে বাইবেল কি আপনাকে সাহায্য করতে পারে?
অর্কিড খুবই আকর্ষণীয় ফুল কিন্তু এর যত্ন নিয়ে বড় করা খুবই কঠিন এক কাজ। সফলতার সঙ্গে এটা করার জন্য আপনার তাপমাত্রা, আলো এবং ফুলের টবের আকারকে নিয়ন্ত্রিত করা দরকার। অর্কিড মাটি ও সারের প্রতি সংবেদনশীল আর খুব সহজেই এটা রোগব্যাধি ও পোকামাকড়ের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়। তাই, অর্কিডকে যত্ন নিয়ে বড় করে তোলার প্রথম প্রচেষ্টায় ব্যর্থ হওয়াটা একজনের জন্য খুবই স্বাভাবিক বিষয়।
সন্তানদের মানুষ করে তোলা আরও অনেক কঠিন এবং জটিল কাজ আর এরজন্য সতর্ক মনোযোগের প্রয়োজন। তাই সন্তান লালনপালনের বিষয়টা যখন আসে, তখন বাবামাদের অসহায়বোধ করাটা স্বাভাবিক। অনেকে সাহায্যের প্রয়োজনীয়তা উপলব্ধি করে, ঠিক একজন অর্কিড পরিচর্যাকারীর মতো, যার একজন বিশেষজ্ঞের কাছ থেকে পরামর্শের দরকার আছে। স্পষ্টতই, প্রত্যেক বাবা অথবা মা সর্বোত্তম পরিচালনা পেতে চান। এই ধরনের পরিচালনা কোথায় পাওয়া যেতে পারে?
যদিও বাইবেল সন্তান লালনপালনের জন্য কোনো নিয়মের বই নয়, তবুও সৃষ্টিকর্তা এই বইটিতে এর লেখকদের এই বিষয়ের ওপর অনেক ব্যবহারিক পরামর্শ অন্তর্ভুক্ত করতে অনুপ্রাণিত করেছিলেন। বাইবেল সেই কাম্য গুণাবলি গড়ে তোলার জন্য প্রচেষ্টা করার ওপর জোর দেয়, যেগুলোকে প্রায়ই উপেক্ষা করা হয় বলে অনেকে মনে করে। (ইফিষীয় ৪:২২-২৪) এইক্ষেত্রে শাস্ত্রীয় পরামর্শ ভারসাম্যপূর্ণ শিক্ষার এক গুরুত্বপূর্ণ বিষয় জানায়। যেকোনো সময়ে বাস করুক অথবা যেকোনো সাংস্কৃতিক পটভূমির হোক না কেন, এই ধরনের পরামর্শ প্রয়োগ করে হাজার হাজার ব্যক্তি ইতিমধ্যেই উপকৃত হয়েছে। তাই, নিম্নলিখিত শাস্ত্রীয় পরামর্শগুলো আপনার সন্তানদের প্রশিক্ষণ দেওয়ায় সফল হতে আপনাকে সাহায্য করতে পারে।
বাবামাদের উদাহরণ—সর্বোত্তম শিক্ষা
“ভাল, তুমি যে পরকে শিক্ষা দিতেছ, তুমি কি আপনাকে শিক্ষা দেও না? তুমি যে চুরি করিতে নাই বলিয়া প্রচার করিতেছ, তুমি কি চুরি করিতেছ? তুমি যে ব্যভিচার করিতে নাই বলিতেছ, তুমি কি ব্যভিচার করিতেছ?”—রোমীয় ২:২১, ২২.
শিওল বোর্ড অব এডুকেশন এর একজন চেয়ারম্যান বলেছিলেন: “কথায় ও কাজে উদাহরণই হচ্ছে সন্তানের সর্বোত্তম শিক্ষা।” বাবামারা যদি কথায় ও আচরণে এক ভাল উদাহরণ স্থাপন না করে অথচ তাদের সন্তানকে স্পষ্ট নির্দেশনা দেয়, তা হলে সন্তান খুব তাড়াতাড়ি ধরে নেবে যে তারা ভণ্ড। বাবামাদের কথাগুলো এর কার্যকারিতা হারাবে। উদাহরণ হিসেবে বলা যায়, বাবামারা যদি তাদের সন্তানকে সততার বিষয়ে শেখাতে চায়, তা হলে তাদের নিজেদের অবশ্যই সৎ হতে হবে। কিছু বাবামার ক্ষেত্রে এটা খুবই সাধারণ যে, যখন তারা টেলিফোনে কারও সঙ্গে কথা বলতে চায় না, তখন তারা তাদের সন্তানকে বলতে বলে, “দুঃখিত, আমার বাবা (অথবা মা) ঘরে নেই।” যে-সন্তানকে এই ধরনের কথা বলতে বলা হয়, সে অস্বস্তিবোধ করবে এবং বিভ্রান্ত হবে। এক সময় সে হয়তো কোনো সমস্যায় পড়লে কোনোরকম অপরাধবোধ ছাড়াই মিথ্যা বলতে শুরু করবে। অতএব, বাবামারা যদি অকপটভাবেই চায় যে তাদের সন্তান একজন সৎ ব্যক্তি হোক, তা হলে তাদের অবশ্যই সততা বজায় রেখে কথা বলতে হবে এবং সেইমতো কাজ করতে হবে।
আপনি কি আপনার সন্তানকে সুন্দরভাবে কথা বলার জন্য প্রশিক্ষণ দিতে চান। তা হলে, আপনাকে এক উত্তম উদাহরণ স্থাপন করতে হবে। আপনার সন্তান খুব তাড়াতাড়ি আপনাকে অনুকরণ করবে। চার সন্তানের বাবা সং-সিক নো বলেন: “আমি ও আমার স্ত্রী অমার্জিত ভাষা ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমরা পরস্পরের প্রতি সম্মান দেখিয়েছিলাম আর এমনকি আমাদের মেজাজ যদি খারাপ হয়ে যেত বা রেগে যেতাম, তখনও আমরা চিৎকার করে কথা বলতাম না। এক উত্তম উদাহরণ শুধুমাত্র মুখে কিছু বলার চেয়েও অনেক বেশি কার্যকর ছিল। আমরা খুবই খুশি যে আমাদের সন্তানেরা অন্যদের সঙ্গে কথা বলার সময়ে সম্মান দেখায় এবং শান্ত থাকে।” গালাতীয় ৬:৭ পদে বাইবেল বলে: “মনুষ্য যাহা কিছু বুনে তাহাই কাটিবে।” যে-বাবামারা চায় তাদের সন্তানেরা উচ্চ নৈতিক মান বজায় রাখবে, তা হলে তাদের অবশ্যই প্রথমে দেখাতে হবে যে তারা অর্থাৎ বাবামারা সেই মান অনুযায়ী জীবন যাপন করছে।
ভাববিনিময়ের পথ খোলা রাখুন
“তোমরা প্রত্যেকে আপন আপন সন্তানগণকে [ঈশ্বরের আদেশগুলো] যত্নপূর্ব্বক শিক্ষা দিবে, এবং গৃহে বসিবার কিম্বা পথে চলিবার সময়ে এবং শয়ন কিম্বা গাত্রোত্থান কালে ঐ সমস্তের কথোপকথন করিবে।”—দ্বিতীয় বিবরণ ৬:৭.
অতিরিক্ত সময় কাজ করার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। স্বামী ও স্ত্রী যখন উভয়েই চাকরি করে, তখন এর এক গুরুতর প্রভাব থাকে। অনেক বাবামা তাদের সন্তানদের সঙ্গে যে-সময় কাটিয়ে থাকে, তা কমে যাচ্ছে। ঘরে থাকাকালীন বাবামাদেরকে ঘরের কাজ এবং অন্যান্য টুকিটাকি কাজ করতে হয়, তাই তারা ক্লান্ত বা অবসন্ন হয়ে পড়তে পারে। এইরকম পরিস্থিতিতে আপনি কীভাবে আপনার সন্তানদের সঙ্গে এক উত্তম ভাববিনিময় বজায় রাখতে পারেন? কথা বলার সুযোগ সৃষ্টি হতে পারে যদি আপনি ও আপনার সন্তানেরা একত্রে ঘরের টুকিটাকি কাজগুলো করেন। পরিবারের একজন মস্তক তার সন্তানদের সঙ্গে কথা বলার জন্য আরও বেশি সময় পেতে এমনকি টেলিভিশন দেখা বন্ধ রাখেন। তিনি বলেছিলেন: “প্রথম প্রথম সন্তানেরা বিরক্তবোধ করত কিন্তু আমি যখন তাদের সঙ্গে পাজল্ গেইমগুলো খেলতাম এবং আগ্রহজনক বইগুলো নিয়ে আলোচনা করতাম, তখন তারা সেই পরিবর্তনকে মেনে নিয়েছিল।”
সন্তানদের একেবারে অল্পবয়সেই তাদের বাবামার সঙ্গে ভাববিনিময় করায় অভ্যস্ত হয়ে ওঠা গুরুত্বপূর্ণ। নতুবা সন্তানেরা যখন কৈশোরে পদার্পণ করে এবং হয়তো সমস্যার মুখোমুখি হয়, তখন তারা তাদের বাবামাকে এক বন্ধু হিসেবে মনে করবে না, যাদের সঙ্গে তারা কথা বলতে পারে। তাদের মনের কথা খুলে বলতে আপনি কীভাবে তাদের সাহায্য করতে পারেন? হিতোপদেশ ২০:৫ পদ বলে: “মনুষ্যের হৃদয়ের পরামর্শ গভীর জলের ন্যায়; কিন্তু বুদ্ধিমান তাহা তুলিয়া আনিবে।” “তুমি কী মনে কর?” এই ধরনের দৃষ্টিভঙ্গিমূলক প্রশ্ন ব্যবহার করে বাবামারা তাদের সন্তানদের নিজেদের চিন্তা এবং অনুভূতি প্রকাশ করতে উৎসাহিত করতে পারে।
যদি আপনার সন্তান কোনো গুরুতর ভুল করে, তা হলে আপনি কী করবেন? এই সময়েই তার সদয় বিবেচনা দরকার। আপনার সন্তানের কথা শোনার সময়ে আপনার আবেগকে নিয়ন্ত্রণ করুন। এই ধরনের এক পরিস্থিতিকে একজন বাবা যেভাবে মোকাবিলা করেছিলেন, সেই বিষয়ে তিনি বলেন: “যখন সন্তানেরা ভুল করে, তখন আমি অতিরিক্ত প্রতিক্রিয়া না দেখানোর চেষ্টা করি। আমি বসি এবং তারা যা বলতে চায় সেটা মনোযোগ দিয়ে শুনি। আমি সেই পরিস্থিতিটা বোঝার চেষ্টা করি। যখন আমি বুঝতে পারি যে আমার মেজাজকে নিয়ন্ত্রণে রাখা কঠিন, তখন আমি কিছু সময় অপেক্ষা করি এবং নিজেকে শান্ত করি।” যদি আপনি আপনার আবেগকে নিয়ন্ত্রণ করেন এবং মনোযোগ দিয়ে শোনেন, তা হলে আপনি যে-সংশোধন দেন, তা আরও সহজে গ্রহণযোগ্য হবে।
ভালবাসার ওপর ভিত্তি করা শাসন অত্যাবশ্যক
“পিতারা, তোমরা আপন আপন সন্তানদিগকে ক্রুদ্ধ করিও না, বরং প্রভুর [“যিহোবার,” NW] শাসনে ও চেতনা প্রদানে তাহাদিগকে মানুষ করিয়া তুল।”—ইফিষীয় ৬:৪.
ভাল ফল পেতে হলে, আপনার ভালবাসাপূর্ণ শাসন করা গুরুত্বপূর্ণ। বাবামারা কীভাবে ‘তাহাদের সন্তানদিগকে ক্রুদ্ধ করিতে’ পারে? ভুল কতটা গুরুতর, সেই অনুযায়ী যদি শাসন করা না হয় অথবা তা যদি অতিরিক্ত মাত্রায় দোষ ধরে করা হয়, তা হলে সন্তানেরা এর প্রতিরোধ করবে। শাসন সবসময়ই ভালবাসার সঙ্গে করা উচিত। (হিতোপদেশ ১৩:২৪) যদি আপনি আপনার সন্তানদের সঙ্গে যুক্তি করেন, তা হলে তারা বুঝতে পারবে যে আপনি তাদের ভালবাসেন বলেই শাস্তি দেন।—হিতোপদেশ ২২:১৫; ২৯:১৯.
অন্যদিকে আবার, সন্তানদের অন্যায় আচরণের জন্য অনাকাঙ্ক্ষিত পরিণাম ভোগ করা ভাল। উদাহরণস্বরূপ, যদি সন্তান অন্য কারও প্রতি অন্যায় করে, তা হলে আপনি তাকে ভুল স্বীকার করার জন্য দৃঢ়ভাবে বলতে পারেন। যখন সে কোনো পারিবারিক নিয়ম ভঙ্গ করে, তখন নিয়ম মেনে চলার গুরুত্বের ওপর জোর দেওয়ার জন্য তার উপভোগ্য কিছু বিষয়ের ওপর আপনি বাধানিষেধ আরোপ করতে পারেন।
উপযুক্ত সময়ে শাসন করা উত্তম। উপদেশক ৮:১১ পদ বলে: “দুষ্কর্ম্মের দণ্ডাজ্ঞা ত্বরায় সিদ্ধ হয় না, এই কারণ মনুষ্যসন্তানদের অন্তঃকরণ দুষ্কর্ম্ম করিতে সম্পূর্ণরূপে রত হয়।” একইভাবে, অনেক সন্তান পরীক্ষা করে দেখবে যে, অশোভন আচরণ করেও তারা কোনোভাবে শাস্তি এড়াতে পারে কি না। তাই আপনি যদি একবার সতর্ক করে দেন যে, কোনো নির্দিষ্ট অন্যায় করলে শাস্তি পেতে হবে, তা হলে শাস্তি দিন।
গঠনমূলক আমোদপ্রমোদের মূল্য রয়েছে
‘হাস্য করিবার কাল ও নৃত্য করিবার কাল আছে।’—উপদেশক ৩:১, ৪.
সন্তানের মানসিক ও দৈহিক বৃদ্ধির জন্য অবসর সময়ের এবং গঠনমূলক, ভারসাম্যপূর্ণ আমোদপ্রমোদের দরকার আছে। বাবামারা যখন তাদের সন্তানদের সঙ্গে আমোদপ্রমোদ উপভোগ করে, তখন পারিবারিক বন্ধন শক্তিশালী হয় এবং সন্তানেরা নিরাপত্তাবোধ করে। পরিবারের সদস্যরা কোন ধরনের আমোদপ্রমোদ একত্রে উপভোগ করতে পারে? যদি আপনি এই সম্বন্ধে চিন্তা করার জন্য সময় করে নেন, তা হলে আপনি আনন্দদায়ক অনেক কিছু করার বিষয় খুঁজে পাবেন। ঘরের বাইরের অনেক খেলাধুলা রয়েছে, যেমন সাইকেল চালানো, বল দিয়ে খেলাগুলো, যেমন টেনিস, ব্যাডমিন্টন ও ভলিবল। এ ছাড়া, সেই আনন্দপূর্ণ সময়ের কথাও কল্পনা করুন, যা পরিবারের সকলে যখন একত্রে বিভিন্ন বাদ্যযন্ত্র বাজায়, তখন উপভোগ করা যেতে পারে। প্রকৃতিকে উপভোগ করার জন্য কাছাকাছি কোথাও বেড়াতে যাওয়ার ফলে তা চমৎকার স্মৃতি এনে দিতে পারে।
এই ধরনের পরিস্থিতিতে বাবামারা তাদের সন্তানদের মধ্যে আমোদপ্রমোদের বিষয়ে এক ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি গেঁথে দিতে পারে। তিনটে সন্তান রয়েছে এমন একজন খ্রিস্টান ব্যক্তি বলেন: “যদি সম্ভব হয়, তা হলে আমি আমার সন্তানদের সঙ্গে আমোদপ্রমোদে অংশ নিই। উদাহরণস্বরূপ, তারা যখন কম্পিউটার গেইমগুলো খেলে, তখন আমি সেই বিষয়ে তাদের জিজ্ঞেস করি। যখন তারা অত্যন্ত উৎসাহের সঙ্গে সেগুলো ব্যাখ্যা করে, সেই সুযোগে আমি তাদের ক্ষতিকর আমোদপ্রমোদের বিপদ সম্বন্ধেও বলি। আমি লক্ষ করেছি যে, তারা অসংগত আমোদপ্রমোদকে পরিহার করে।” হ্যাঁ, যেসব ছেলেমেয়ে পারিবারিক আমোদপ্রমোদে খুশি তারা টেলিভিশনের অনুষ্ঠান, ভিডিও, সিনেমা ও ইন্টারনেট গেইমগুলোর প্রতি খুব কমই আগ্রহ দেখায়, যেগুলো দৌরাত্ম্য, অনৈতিকতা এবং নেশাকর ওষুধের অপব্যবহারকে তুলে ধরে।
ভাল বন্ধু লাভ করতে আপনার সন্তানদের সাহায্য করুন
“জ্ঞানীদের সহচর হও, জ্ঞানী হইবে; কিন্তু যে হীনবুদ্ধিদের বন্ধু, সে ভগ্ন হইবে।”—হিতোপদেশ ১৩:২০.
চার জন সন্তানকে সফলভাবে বড় করে তুলেছেন এমন একজন খ্রিস্টান বাবা বলেছিলেন: “তাদের বন্ধু বাছাইয়ের গুরুত্বকে অবহেলা করা যায় না। একজন খারাপ বন্ধু আপনার সমস্ত কাজকে ধ্বংস করে দিতে পারে।” ভাল বন্ধু লাভ করতে তার সন্তানদের সাহায্য করার জন্য তিনি বিজ্ঞতার সঙ্গে এই প্রশ্নগুলো জিজ্ঞেস করেছিলেন: ‘তোমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু কে? কেন তুমি তাকে পছন্দ কর? তার কোন বিষয়টা তুমি অনুকরণ করতে চাও?’ আরেকজন বাবা তার সন্তানদের ঘনিষ্ঠ বন্ধুদের তার ঘরে আমন্ত্রণ জানানোর ব্যবস্থা করেন। ফলে তিনি তাদের পর্যবেক্ষণ করতে পারেন এবং তার সন্তানদের উপযুক্ত নির্দেশনা দিতে পারেন।
সন্তানদের এটা শিক্ষা দেওয়াও গুরুত্বপূর্ণ যে, তারা যেমন তাদের সমবয়সীদের সঙ্গে তেমনি বয়স্ক ব্যক্তিদের সঙ্গেও বন্ধুত্ব করতে পারে। তিন সন্তানের বাবা বাম-সান বলেন: “আমি আমার সন্তানদের বুঝতে সাহায্য করি যে, কেবল সমবয়সীরাই বন্ধু হয় না, যেমনটা বাইবেলে দায়ূদ ও যোনাথনের বেলায় দেখা যায়। আসলে, আমি আমার সন্তানদের সঙ্গে মেলামেশা উপভোগ করার জন্য বিভিন্ন বয়সের খ্রিস্টানদের আমন্ত্রণ জানাই। ফলে, সন্তানেরা এমন অনেক লোকের সঙ্গে মেলামেশা করে, যারা তাদের সমবয়সী নয়।” উদাহরণযোগ্য বয়স্ক লোকেদের সঙ্গে মেলামেশা করা সন্তানদের অনেক কিছু শেখার সুযোগ দেয়।
সন্তানকে প্রশিক্ষণ দেওয়ায় আপনি সফল হতে পারেন
যুক্তরাষ্ট্রে পরিচালিত একটা সমীক্ষা অনুযায়ী, অনেক বাবামা তাদের সন্তানদের মধ্যে আত্মসংযম, আত্মশাসন এবং সততার মতো গুণাবলি গেঁথে দেওয়ার চেষ্টা করা সত্ত্বেও খুব অল্পই সফল হয়েছে। কেন এটা খুবই কঠিন? এই সমীক্ষায় সাড়া দিয়ে একজন মা বলেছিলেন: ‘দুঃখজনক বিষয় যে, আমাদের সন্তানদের রক্ষা করার একমাত্র উপায় হল, তাদের একটা ঘরের মধ্যে তালা দিয়ে আটকে রাখা আর এরপর তাদের কখনও আর বাইরে যেতে না দেওয়া।’ তার চিন্তায় এটা ছিল যে, সন্তানেরা যে-পরিবেশে এখন বড় হচ্ছে, তা আগের চেয়ে আরও ভয়াবহ। এই পরিস্থিতিতে সত্যিই কি সন্তানদের সফলভাবে মানুষ করা সম্ভব?
যদি আপনি একটা অর্কিডকে যত্ন নিয়ে বড় করতে চান কিন্তু এই ভেবে চিন্তিত হয়ে থাকেন যে এটা হয়তো শুকিয়ে যাবে, তা হলে আপনি সম্ভবত নিরুৎসাহিত হতে পারেন। কিন্তু, অর্কিড চাষ সম্বন্ধে অভিজ্ঞ একজন ব্যক্তি আপনার কাছে আসেন এবং আপনাকে কিছু ভাল ধারণা দেন আর আস্থার সঙ্গে বলেন, “এভাবে করলে আপনি সফল হবেন,” তা হলে আপনি কতই না প্রশান্তি লাভ করবেন! মানব স্বভাব সম্বন্ধে সর্বোচ্চ কর্তৃপক্ষ যিহোবা সন্তানদের মানুষ করে তোলার বিষয়ে সর্বোত্তম পদ্ধতির পরামর্শ দেন। তিনি বলেন: “বালককে তাহার গন্তব্য পথানুরূপ শিক্ষা দেও, সে প্রাচীন হইলেও তাহা ছাড়িবে না।” (হিতোপদেশ ২২:৬) যখন আপনি আপনার সন্তানদের বাইবেলের পরামর্শ অনুযায়ী প্রশিক্ষণ দেন, তখন আপনার সন্তানদের আপনি দায়িত্বশীল প্রাপ্তবয়স্ক, অন্যের প্রতি বিবেচক এবং নৈতিক বোধসম্পন্ন এক ব্যক্তি হিসেবে বেড়ে উঠতে দেখার আনন্দ লাভ করতে পারেন। তা হলেই, লোকেরা তাদের ভালবাসবে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, আমাদের স্বর্গস্থ পিতা যিহোবা তাদের ভালবাসবেন।