ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w০৫ ৪/১৫ পৃষ্ঠা ৩০
  • আপনি কি মনে করতে পারেন?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • আপনি কি মনে করতে পারেন?
  • ২০০৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • যিহোবার শক্তিতে শিম্‌শোন জয়ী হন!
    ২০০৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • শিম্‌শোনের মতো যিহোবার উপর নির্ভর করুন
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২৩
  • সবচেয়ে শক্তিশালী পুরুষ
    আমার বাইবেলের গল্পের বই
  • পাঠক-পাঠিকাদের থেকে প্রশ্নসকল
    ২০০৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
২০০৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w০৫ ৪/১৫ পৃষ্ঠা ৩০

আপনি কি মনে করতে পারেন?

আপনি কি গত কয়েক মাসের প্রহরীদুর্গ পত্রিকাগুলো মন দিয়ে পড়েছেন? যদি পড়ে থাকেন, তা হলে দেখুন আপনি নীচের এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারেন কি না:

• যিশুর জন্মদিন হিসেবে ২৫শে ডিসেম্বর বেছে নেওয়ার পিছনে কী কারণ ছিল?

ঈশ্বরের বাক্য যিশুর জন্মের কোনো তারিখ উল্লেখ করে না। এনসিক্লোপেদিয়া ইসপানিকা মন্তব্য করে: “বড়দিন উদ্‌যাপনের জন্য ২৫শে ডিসেম্বর তারিখটা একেবারে সঠিক কালনিরূপণবিদ্যার তারিখের ওপর ভিত্তি করে নয় বরং মকরক্রান্তির সময় যে-উৎসবগুলো উদ্‌যাপন করা হতো, সেগুলোর খ্রিস্টীয়করণ।” প্রাচীন রোমীয়রা আনন্দোৎসব, হইহুল্লোড় এবং উপহার বিনিময়ের মাধ্যমে শীতের আকাশে সূর্যোদয় উদ্‌যাপন করত।—১২/১৫, পৃষ্ঠা ৪-৫.

• প্রেরিত ৭:৫৯ পদের অর্থ কি এই যে, স্তিফান যিশুর কাছে প্রার্থনা করেছিলেন?

না। বাইবেল দেখায় যে, প্রার্থনা একমাত্র যিহোবা ঈশ্বরের কাছে করতে হবে। দর্শনে যিশুকে দেখে স্তিফান সম্ভবত সরাসরি তাঁর কাছেই আপিল করার জন্য স্বাচ্ছন্দ্যবোধ করে বলেছিলেন: “প্রভু যীশু, আমার আত্মাকে গ্রহণ কর।” স্তিফান জানতেন যে, যিশুকে মৃতদের উত্থাপন করার ক্ষমতা দেওয়া হয়েছিল। (যোহন ৫:২৭-২৯) তাই স্তিফান যিশুকে তার জীবনীশক্তিকে পুনরুত্থান পর্যন্ত রক্ষা করতে বলেছিলেন বা আপিল করেছিলেন।—১/১, পৃষ্ঠা ৩১.

• কীভাবে আমরা জানতে পারি যে, একজন ব্যক্তির নিয়তি পূর্ব নির্ধারিত নয়?

ঈশ্বর মানুষকে বেছে নেওয়ার স্বাধীনতা দিয়েছেন, যা অদৃষ্টবাদকে বাতিল করে। আমরা কোন পথ অবলম্বন করব, তা যদি যিহোবা পূর্ব থেকেই নির্ধারণ করে রাখেন এবং তারপর আমাদের কাজের জন্য আমাদের কাছ থেকে জবাবদিহি চান, তা হলে এটা তাঁর জন্য নির্দয় ও অন্যায্য কাজ হবে। (দ্বিতীয় বিবরণ ৩২:৪; ১ যোহন ৪:৮)—১/১৫, পৃষ্ঠা ৪-৫.

• অলৌকিক কাজগুলো হওয়া অসম্ভব এমন বলা কেন অনুপযুক্ত?

ঈশ্বরের সৃষ্টিগুলোর পিছনে বৈজ্ঞানিক বিস্ময়গুলো সম্বন্ধে তাদের কেবল আংশিক জ্ঞান রয়েছে, সেই বিষয়টা বুঝতে পেরে কিছু বিজ্ঞানী স্বীকার করে যে, তারা আর নিশ্চিত করে বলতে পারে না যে, কোনোকিছু অসম্ভব। বড় জোর, তারা এইরকম বলতে চায় যে, এটা হওয়ার কথা নয়।—২/১৫, পৃষ্ঠা ৫-৬.

• কেন বিচারক শিম্‌শোন তার বাবা ও মাকে বলেছিলেন যে, তিনি পলেষ্টীয়দের এক কন্যাকে বিয়ে করতে চান? (বিচারকর্ত্তৃগণের বিবরণ ১৪:২)

একজন মিথ্যা উপাসককে বিয়ে করা ছিল ঈশ্বরের ব্যবস্থার বিরুদ্ধে। (যাত্রাপুস্তক ৩৪:১১-১৬) তা সত্ত্বেও, শিম্‌শোনের দৃষ্টিতে পলেষ্টীয় কন্যাটি “মনোহরা” ছিল। শিম্‌শোন “পলেষ্টীয়দের বিরুদ্ধে সুযোগ অন্বেষণ করিতেছিলেন” এবং সেই উদ্দেশ্য সাধনে কন্যাটি ছিল একেবারে উপযুক্ত। ঈশ্বর তাঁর আত্মা দিয়ে শিম্‌শোনকে সাহায্য করেছিলেন। (বিচারকর্ত্তৃগণের বিবরণ ১৩:২৫; ১৪:৩, ৪, ৬)—৩/১৫, পৃষ্ঠা ২৬.

• একজন খ্রিস্টানের কি কোনো সরকারি কর্মচারীকে তার কাজের জন্য বকশিশ অথবা কোনো ধরনের উপহার দেওয়া উচিত?

একজন আধিকারিককে আইনবিরুদ্ধ কাজ করার, ন্যায়বিচারকে বিকৃত করার কিংবা পছন্দসই সুযোগ লাভ করার জন্য মূল্যবান কিছু দেওয়ার মাধ্যমে ঘুস দেওয়া হল অন্যায়। কিন্তু একজন সরকারি কর্মচারী যখন তার কর্তব্য পালন করেন তার জন্য কিংবা কোনো আইনসম্মত কাজ পাওয়ার অথবা পক্ষপাতদুষ্ট আচরণ এড়িয়ে চলার জন্য তাকে বকশিশ অথবা উপহার দেওয়া ঘুস দেওয়া নয়।—৪/১, পৃষ্ঠা ২৯.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার