ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w০৫ ৬/১ পৃষ্ঠা ৮
  • সৎ ব্যক্তিরা যিহোবার প্রশংসা নিয়ে আসে

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • সৎ ব্যক্তিরা যিহোবার প্রশংসা নিয়ে আসে
  • ২০০৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • চোখে দেখতে না পেলেও তারা ভাই-বোনদের ভালোবাসা দেখেছিলেন
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২৩
  • টাকার চেয়েও বেশি দামি
    ১৯৯৯ সচেতন থাক!
  • টাকাপয়সার প্রতি এক ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি
    ২০১৫ সচেতন থাক!
  • এক অসৎ জগতে যেভাবে সৎ থাকা যায়
    ২০১১ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
২০০৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w০৫ ৬/১ পৃষ্ঠা ৮

রাজ্য ঘোষণাকারীরা বিবৃতি দেয়

সৎ ব্যক্তিরা যিহোবার প্রশংসা নিয়ে আসে

সারা পৃথিবীতে, যিহোবার সাক্ষিরা—যুবক ও বৃদ্ধ—তাদের সততার জন্য পরিচিত। তিনটে মহাদেশ থেকে পাওয়া উদাহরণগুলো বিবেচনা করুন।

নাইজেরিয়ায় বসবাসকারী সতেরো বছর বয়েসি মেয়ে ওলুসোলা, একদিন স্কুল থেকে বাড়ি যাওয়ার সময় মাটির ওপর একটা টাকার ব্যাগ পড়ে থাকতে দেখে। সে এটা নিয়ে অধ্যক্ষের কাছে যায়, যিনি সেই টাকাগুলো গুণে দেখেন যে, তাতে ৬,২০০ নাইরা (প্রায় ৪৫ মার্কিন ডলার) ছিল। অধ্যক্ষ ব্যাগটা সেই শিক্ষককে ফিরিয়ে দেন, যিনি এটা হারিয়েছিলেন। কৃতজ্ঞতাস্বরূপ, সেই শিক্ষক ওলুসোলাকে ১,০০০ নাইরা (প্রায় ৭ মার্কিন ডলার) দিয়েছিলেন এবং তাকে বলেছিলেন যে, ওলুসোলা যেন এটা দিয়ে তার স্কুলের খরচ বহন করে। অন্য ছাত্র-ছাত্রীরা যখন এই ঘটনা জানতে পারে, তখন তারা ওলুসোলাকে নিয়ে ঠাট্টা করে। কয়েক সপ্তাহ পরে, একজন ছাত্র জানায় যে তার টাকা চুরি হয়েছে, তাই শিক্ষক-শিক্ষিকারা সমস্ত ছাত্র-ছাত্রীকে তল্লাশ করার জন্য বলেছিলেন। “তুমি এখানে দাঁড়িয়ে থাকো,” সেই শিক্ষক ওলুসোলাকে বলেছিলেন। “আমি জানি যে, একজন যিহোবার সাক্ষি হিসেবে তুমি চুরি করতে পারো না।” টাকাটা দুজন ছেলের কাছ থেকে পাওয়া গিয়েছিল, যারা ওলুসোলাকে নিয়ে ঠাট্টা করেছিল আর তাদের কঠোর শাস্তি দেওয়া হয়েছিল। ওলুসোলা লিখেছিল: “আমি অত্যন্ত খুশি যে, আমি একজন যিহোবার সাক্ষি বলে পরিচিত, যারা কখনো চুরি করবে না আর এইভাবে তারা যিহোবার গৌরব করে।”

একদিন বাড়ি ছেড়ে আসার সময়, আর্জেন্টিনার একজন অধিবাসী মারসেলো, তার বাড়ির পিছনে কয়েক মিটার দূরে একটা ব্রিফকেস পড়ে থাকতে দেখেন। ব্রিফকেসটা বাড়ির ভিতরে নিয়ে গিয়ে, তিনি ও তার স্ত্রী সতর্কভাবে সেটা খোলেন। তারা খুব অবাক হয়ে গিয়েছিল, যখন তারা দেখেছিল যে, এতে প্রচুর পরিমাণে নগদ অর্থ, ক্রেডিট কার্ড এবং সই করা কিছু চেক রয়েছে, যার একটা ছিল প্রায় দশ লক্ষ পেসোর চেক। ব্রিফকেসের মধ্যে একটা তালিকাতে তারা একটা ফোন নম্বর খুঁজে পায়। তারা এর মালিককে ফোন করে এবং মারসেলো যেখানে কাজ করেন, সেখানে ভিতরের সমস্ত জিনিসসমেত ব্রিফকেসটা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেছিলেন। মালিক যখন পৌঁছেছিলেন, তখন তাকে মনে হয়েছিল যেন তিনি খুব ঘাবড়ে গিয়েছেন। মারসেলোর নিয়োগকর্তা তাকে শান্ত হতে বলেছিলেন, কারণ মারসেলো ছিলেন একজন যিহোবার সাক্ষি। ব্রিফকেসটা খুঁজে পাওয়ার পুরস্কারস্বরূপ, সেই মালিক মারসেলোকে মাত্র ২০ পেসো (প্রায় ৬ মার্কিন ডলার) দিয়েছিলেন। এটা নিয়োগকর্তাকে খুবই ক্রুদ্ধ করেছিল কারণ তিনি মারসেলোর সততার দ্বারা খুবই প্রভাবিত হয়েছিলেন। এটা মারসেলোকে ব্যাখ্যা করার সুযোগ দিয়েছিল যে, একজন যিহোবার সাক্ষি হিসেবে তিনি সবসময়ই সৎ থাকতে চান।

কিরগিজস্তান থেকে নীচের এই অভিজ্ঞতাটি পাওয়া যায়। ছয় বছরের একটা ছেলে রিনাৎ, একজন ভদ্রমহিলার একটা টাকার ব্যাগ খুঁজে পায়, যিনি কাছাকাছি থাকতেন। ব্যাগটাতে ১,১০০ সম্‌ (প্রায় ২৫ মার্কিন ডলার) ছিল। রিনাৎ যখন ভদ্রমহিলাকে হারানো ব্যাগটা ফিরিয়ে দিয়েছিল, তখন তিনি টাকাগুলো গুনে দেখেছিলেন এবং তারপর রিনাতের মাকে বলেছিলেন যে, ২০০ সম্‌ (প্রায় ৫ মার্কিন ডলার) কম ছিল। রিনাৎ বলেছিল যে, সে টাকা নেয়নি। তারপর সকলে হারানো টাকা খোঁজার জন্য গিয়েছিল এবং যে-জায়গায় ব্যাগটা পাওয়া গিয়েছিল তার কাছেই খুঁজে পেয়েছিল। ভদ্রমহিলা খুবই অবাক হয়ে গিয়েছিলেন। তিনি রিনাৎ ও তার মাকে প্রথমত হারানো টাকাগুলো ফিরিয়ে দেওয়ার জন্য এবং দ্বিতীয়ত তার খ্রিস্টীয় প্রশিক্ষণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার