“যিহোবার কাছ থেকে আমার সাহায্য আসে”
লক্ষ লক্ষ ব্যক্তি যিহোবার উপাসনাকে গ্রহণ করে
আমাদের দিন সম্বন্ধীয় বাইবেলের বিভিন্ন ভবিষ্যদ্বাণী আগেই বলেছিল যে, সকল জাতি থেকে লোকেরা দলে দলে যিহোবার উচ্চীকৃত উপাসনায় একত্রিত হবে। উদাহরণস্বরূপ, ভাববাদী হগয়ের মাধ্যমে যিহোবা ঈশ্বর ঘোষণা করেছিলেন: “আমি সর্ব্বজাতিকে কম্পাম্বিত করিব; এবং সর্ব্বজাতির মনোরঞ্জন বস্তু সকল আসিবে; আর আমি এই গৃহ প্রতাপে পরিপূর্ণ করিব।” (হগয় ২:৭) যিশাইয় ও মীখা উভয়েই ভবিষ্যদ্বাণী করেছিল যে, আমাদের দিনে—“শেষকালে”—বিভিন্ন জাতি ও বিভিন্ন লোক এক গ্রহণযোগ্য উপায়ে যিহোবার উপাসনা করবে।—যিশাইয় ২:২-৪; মীখা ৪:১-৪.
এই ধরনের ভবিষ্যদ্বাণীগুলো কি আজকে আসলেই পরিপূর্ণ হচ্ছে? এই বিষয়ে তথ্যগুলো পরীক্ষা করা যাক। কেবলমাত্র বিগত দশ বছরেই, দ্বীপ ও দেশ মিলিয়ে ২৩০টিরও বেশি জায়গায় ৩১,১০,০০০রেরও বেশি নতুন ব্যক্তি যিহোবার কাছে নিজেদের উৎসর্গ করেছে। প্রকৃতপক্ষে, বর্তমানে পৃথিবীব্যাপী সেবারত যিহোবার সাক্ষিদের প্রতি ১০ জনের মধ্যে ৬ জনই বিগত দশকে বাপ্তিস্ম নিয়েছিল। ২০০৪ সালে, গড়ে প্রতি দুই মিনিটে ঈশ্বরের একজন নতুন উৎসর্গীকৃত দাস খ্রিস্টীয় মণ্ডলীতে যুক্ত হয়েছিলেন!a
প্রথম শতাব্দীর মতো আজকেও, ‘বহুসংখ্যক লোক বিশ্বাস করিয়া প্রভুর প্রতি ফিরিয়াছে।’ যদিও কেবল সংখ্যার দিক দিয়ে বৃদ্ধিই ঈশ্বরের আশীর্বাদের প্রমাণ নয় কিন্তু এটা ইঙ্গিত করে যে, “প্রভুর [“যিহোবার,” NW] হস্ত” তাঁর লোকেদের সহবর্তী। (প্রেরিত ১১:২১) কোন বিষয়টা লক্ষ লক্ষ ব্যক্তিকে যিহোবার উপাসনার দিকে পরিচালিত করে? আর এই বৃদ্ধিতে আপনি ব্যক্তিগতভাবে কীভাবে প্রভাবিত হন?
সৎহৃদয়ের লোকেরা আকৃষ্ট হয়
যিশু অত্যন্ত স্পষ্টভাবে বলেছিলেন: “পিতা, যিনি আমাকে পাঠাইয়াছেন, তিনি আকর্ষণ না করিলে কেহ আমার কাছে আসিতে পারে না।” (যোহন ৬:৪৪) তাই, চূড়ান্তভাবে যিহোবাই “অনন্ত জীবনের জন্য নিরূপিত [“সঠিক প্রবণতাসম্পন্ন,” NW]” লোকেদের আকর্ষণ করেন। (প্রেরিত ১৩:৪৮) ঈশ্বরের আত্মা লোকেদের, আত্মাতে দীনহীন অবস্থা বা তাদের আধ্যাত্মিক চাহিদা সম্বন্ধে সচেতন করতে পারে। (মথি ৫:৩) এক উদ্বিগ্ন বিবেক, প্রত্যাশার জন্য মরিয়া হয়ে অনুসন্ধান অথবা এক চরম সংকট হয়তো কিছু ব্যক্তিকে ঈশ্বরের অনুসন্ধান করতে পরিচালিত করতে পারে আর তা করে তারা মানবজাতির জন্য তাঁর উদ্দেশ্য সম্বন্ধে শিখতে পারে।—মার্ক ৭:২৬-৩০; লূক ১৯:২-১০.
অনেক লোক যিহোবার উপাসনার প্রতি আকৃষ্ট হয় কারণ খ্রিস্টীয় মণ্ডলীর বাইবেল শিক্ষা কার্যক্রম তাদের সেই সব প্রশ্নের উত্তর পেতে সাহায্য করে, যেগুলো তাদের বিভ্রান্তিতে ফেলে।
“একজন ঈশ্বর যদি থেকেই থাকেন, তা হলে কেন লোকেরা অবিচার ভোগ করেই চলেছে?” এই প্রশ্নটি ইতালির একজন মাদক ব্যবসায়ী দাভিদকে নিদারুণ যন্ত্রণা দিত। তিনি ধর্মীয় ব্যাপারে বিশেষ আগ্রহী ছিলেন না তাই তিনি কেবল তর্ক করার জন্যই এই কঠিন প্রশ্নটি উত্থাপন করেছিলেন। “আমি ভাবতেও পারিনি যে, আমি এক যুক্তিসংগত ও বিশ্বাসযোগ্য উত্তর পাব,” তিনি বলেন। “কিন্তু যে-সাক্ষি আমার সঙ্গে কথা বলেছিলেন, তিনি অনেক ধৈর্যশীল ছিলেন এবং প্রমাণ করেছিলেন যে তিনি যা বলছিলেন সেগুলো বাইবেল থেকেই ছিল। সেই আলোচনা আমার ওপর এক গভীর প্রভাব ফেলেছিল।” আজকে দাভিদ তার জীবনকে সংশোধন করেছেন আর যিহোবাকে সেবা করছেন।
অন্যেরা জীবনের অর্থ ও উদ্দেশ্য খোঁজার ফলস্বরূপ যিহোবার সংগঠনের পার্থিব অংশের প্রতি পরিচালিত হয়েছে। ক্রোয়েশিয়ার জাগরেবের একজন মহিলা মনোরোগ চিকিৎসক, নিজের আবেগগত সমস্যার চিকিৎসা করতে, তার একজন বিখ্যাত সহকর্মীর সঙ্গে দেখা করেছিলেন। তাকে অবাক করে দিয়ে সেই চিকিৎসক, জাগরেবের যিহোবার সাক্ষিদের শাখা অফিসের ফোন নম্বর ও সেইসঙ্গে তার পরিচিত একজন সাক্ষির নাম, তাকে দিয়েছিলেন। “দেখুন,” তিনি বলেছিলেন, “আমার মনে হয় এই লোকেরা আপনাকে সাহায্য করতে পারবে। যদি আমি আপনাকে গির্জায় পাঠাই আপনি শুধু নির্জীব মূর্তিগুলো দেখতে পাবেন—কেউ কথা বলছে না, সবকিছু অন্ধকারেই থেকে যাবে। আমার মনে হয় না যে, গির্জা আপনাকে সাহায্য করতে পারবে। আমি আরও অনেক রোগীকে যিহোবার সাক্ষিদের কাছে পাঠিয়েছি আর আমার মনে হয় আপনার জন্যও এটাই সবচেয়ে ভাল হবে।” সাক্ষিরা স্বেচ্ছায় তার সঙ্গে দেখা করেছিল এবং শীঘ্রই এক বাইবেল অধ্যয়ন শুরু হয়েছিল। কয়েক সপ্তাহের মধ্যে সেই মহিলা মনোরোগ চিকিৎসক আনন্দের সঙ্গে ঘোষণা করেছিলেন যে, যিহোবার উদ্দেশ্য সম্বন্ধে জ্ঞান নেওয়া তার জীবনকে অর্থপূর্ণ করেছে।—উপদেশক ১২:১৩.
অনেকেই দেখেছে যে, যখন কোনো ব্যক্তিগত সংকট আসে, তখন একমাত্র বাইবেলের সত্যই প্রকৃত সান্ত্বনা জোগাতে পারে। গ্রিসে সাত বছরের একটি ছেলে, তার স্কুলের ছাদ থেকে পড়ে মারা গিয়েছিল। কয়েক মাস পর দুজন সাক্ষি তার মায়ের সঙ্গে দেখা করেছিল এবং পুনরুত্থানের আশা সম্বন্ধে আলোচনার মাধ্যমে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছিল। (যোহন ৫:২৮, ২৯) তখন সেই ভদ্রমহিলা কান্নায় ভেঙে পড়েছিলেন। সেই বোনেরা জিজ্ঞেস করেছিল: “আপনি যদি বাইবেল সম্বন্ধে আরও জানতে চান, তা হলে কখন আমরা আপনার সঙ্গে দেখা করতে পারি?” “এখনই,” তিনি উত্তর দিয়েছিলেন। সেই মহিলা তাদেরকে তার ঘরে নিয়ে গিয়েছিলেন এবং বাইবেল অধ্যয়ন শুরু হয়েছিল। আজকে তার পুরো পরিবার যিহোবার সেবা করছে।
আপনিও কি অংশগ্রহণ করছেন?
এই ধরনের অভিজ্ঞতাগুলো পৃথিবীব্যাপী যা ঘটছে তার নমুনামাত্র। যিহোবা বিভিন্ন জাতি থেকে আগত সত্য উপাসকদের এক বিরাট জনতাকে একত্রিত করছেন ও প্রশিক্ষণ দিচ্ছেন। এই আন্তর্জাতিক দলের, বর্তমান দুষ্ট বিধিব্যবস্থার আসন্ন ধ্বংস থেকে রক্ষা পাওয়ার ও এক ধার্মিক নতুন জগতে বাস করার আনন্দময় প্রত্যাশা রয়েছে।—২ পিতর ৩:১৩.
যিহোবার আশীর্বাদের ফলস্বরূপ, এই নজিরবিহীন একত্রীকরণের কাজ, অপ্রতিহত গতিতে এর সফল পরিপূর্ণতার দিকে এগিয়ে চলেছে। (যিশাইয় ৫৫:১০, ১১; মথি ২৪:৩, ১৪) আপনি কি উদ্যোগের সঙ্গে এই রাজ্য প্রচার কাজে অংশ নিচ্ছেন? যদি আপনি নিয়ে থাকেন, তা হলে আপনি ঐশিক সমর্থনের বিষয়ে নিশ্চিত থাকতে পারেন এবং গীতরচকের এই কথাগুলোকে প্রতিধ্বনিত করতে পারেন: “যিহোবার কাছ থেকে আমার সাহায্য আসে।”—গীতসংহিতা ১২১:২, NW.
[পাদটীকা]
a যিহোবার সাক্ষিদের ২০০৫ সালের ক্যালেন্ডার (ইংরেজি) সেপ্টেম্বর/অক্টোবর দেখুন।
[৯ পৃষ্ঠার ব্লার্ব]
“পিতা, যিনি আমাকে পাঠাইয়াছেন, তিনি আকর্ষণ না করিলে কেহ আমার কাছে আসিতে পারে না।”—যোহন ৬:৪৪
[৮ পৃষ্ঠার বাক্স]
এই বৃদ্ধির পিছনে কে আছেন?
“যদি সদাপ্রভু গৃহ নির্ম্মাণ না করেন, তবে নির্ম্মাতারা বৃথাই পরিশ্রম করে।”—গীতসংহিতা ১২৭:১.
“ঈশ্বর বৃদ্ধি দিতে থাকিলেন। অতএব রোপক কিছু নয়, সেচকও কিছু নয়, বৃদ্ধিদাতা ঈশ্বরই সার।”—১ করিন্থীয় ৩:৬, ৭.