ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w০৬ ১/১৫ পৃষ্ঠা ৩১
  • পাঠক-পাঠিকাদের থেকে প্রশ্নসকল

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • পাঠক-পাঠিকাদের থেকে প্রশ্নসকল
  • ২০০৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • “স্বর্গের শস্য”—থেকে উপকার পাওয়া
    ১৯৯৯ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • তারা তাদের প্রতিজ্ঞা পূর্ণ করেনি
    বাইবেল থেকে তুমি যা শিখতে পার
  • হারোণের লাঠিতে ফুল ফোটে
    আমার বাইবেলের গল্পের বই
  • পাঠক-পাঠিকাদের থেকে প্রশ্নসকল
    ২০১০ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
২০০৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w০৬ ১/১৫ পৃষ্ঠা ৩১

পাঠক-পাঠিকাদের থেকে প্রশ্নসকল

নিয়ম-সিন্দুকে কি শুধুমাত্র দুটো প্রস্তরফলকই ছিল নাকি এতে আরও অন্য কিছু ছিল?

সাধারণ কাল পূর্ব ১০২৬ সালে শলোমনের মন্দির উৎসর্গীকরণের সময়ে, “সিন্দুকের মধ্যে আর কিছু ছিল না, কেবল সেই দুইখানা প্রস্তর-ফলক ছিল, যাহা মোশি হোরেবে তাহার মধ্যে রাখিয়াছিলেন; সেই সময়ে, মিসর হইতে ইস্রায়েলসন্তানগণের বাহির হইয়া আসিবার পর, সদাপ্রভু তাহাদের সহিত নিয়ম করিয়াছিলেন।” (২ বংশাবলি ৫:১০) কিন্তু, সবসময়ই এমনটা ছিল না।

“মিসর দেশ হইতে ইস্রায়েল-সন্তানদের বাহির হইবার পর তৃতীয় মাসে” তারা সীনয় প্রান্তরে প্রবেশ করেছিল। (যাত্রাপুস্তক ১৯:১, ২) এরপর মোশি সীনয় পর্বতে আরোহণ করেন এবং ব্যবস্থার দুটো প্রস্তরফলক পান। তিনি বলেন: “পরে আমি মুখ ফিরাইয়া পর্ব্বত হইতে নামিয়া আমার প্রতি সদাপ্রভুর দত্ত আজ্ঞানুসারে সেই দুই প্রস্তরফলক আমার নির্ম্মিত সেই সিন্দুকে রাখিলাম, তদবধি তাহা সেই স্থানে রহিয়াছে।” (দ্বিতীয় বিবরণ ১০:৫) এটি ছিল একটি অস্থায়ী সিন্দুক বা ধারণ পাত্র, যেটি যিহোবা মোশিকে ব্যবস্থা ফলকগুলো রাখার জন্য তৈরি করতে বলেছিলেন। (দ্বিতীয় বিবরণ ১০:১) সা.কা.পূ. ১৫১৩ সাল প্রায় শেষ হওয়ার আগে পর্যন্ত নিয়ম-সিন্দুকটি ব্যবহারের উপযোগী ছিল না।

ইস্রায়েলীয়রা মিশর থেকে মুক্ত হওয়ার কিছু সময় পরই খাবারের জন্য বচসা করতে শুরু করেছিল। তাই, যিহোবা তাদেরকে মান্না দিয়েছিলেন। (যাত্রাপুস্তক ১২:১৭, ১৮; ১৬:১-৫) সেই সময়ে, মোশি হারোণকে নির্দেশ দিয়েছিলেন: “তুমি একটা পাত্র লইয়া পূর্ণ এক ওমর পরিমাণ মান্না সদাপ্রভুর সম্মুখে রাখ; তাহা তোমাদের পুরুষপরম্পরার নিমিত্ত রাখা যাইবে।” সেই বিবরণ বলে: “তখন, সদাপ্রভু মোশিকে যেরূপ আজ্ঞা করিয়াছিলেন, তদনুসারে হারোণ সাক্ষ্যসিন্দুকের [গুরুত্বপূর্ণ প্রমাণপত্র সুরক্ষিত রাখার সংরক্ষণাগারের] নিকটে থাকিবার জন্য তাহা তুলিয়া রাখিলেন।” (যাত্রাপুস্তক ১৬:৩৩, ৩৪) নিঃসন্দেহে, হারোণ যদিও সেই সময়ে একটা পাত্রে মান্না সংগ্রহ করেছিলেন কিন্তু এটাকে সাক্ষ্যসিন্দুকের নিকটে রাখার জন্য তাকে সেই সময় পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল, যতদিন পর্যন্ত না মোশি সিন্দুক তৈরি করেছিলেন এবং সেটার মধ্যে ফলকগুলো রেখেছিলেন।

ইতিমধ্যেই যেমন উল্লেখ করা হয়েছে যে, নিয়ম-সিন্দুক সা.কা.পূ. ১৫১৩ সালের শেষের দিকে তৈরি করা হয়েছিল। হারোণের যষ্টি অনেক পরে, কোরহ এবং অন্যদের বিদ্রোহের পরে, সিন্দুকে রাখা হয়েছিল। প্রেরিত পৌল উল্লেখ করেন, ‘নিয়ম-সিন্দুকে ছিল মান্নাধারী স্বর্ণময় ঘট, ও হারোণের মঞ্জরিত যষ্টি, ও নিয়মের দুই প্রস্তরফলক।’—ইব্রীয় ৯:৪.

ইস্রায়েলীয়রা ৪০ বছর প্রান্তরে থাকার সময়ে, ঈশ্বর তাদেরকে মান্না জুগিয়েছিলেন। যখন “তাহারা” প্রতিজ্ঞাত “দেশোৎপন্ন শস্য ভোজন করিতে লাগিল,” তখন থেকে এটা আর সরবরাহ করা হয়নি। (যিহোশূয়ের পুস্তক ৫:১১, ১২) হারোণের যষ্টি নিয়ম-সিন্দুকের মধ্যে রাখার পিছনে একটা উদ্দেশ্য ছিল—বিদ্রোহী বংশধরদের বিরুদ্ধে এক চিহ্ন বা প্রমাণ হিসেবে কাজ করেছিল। এটা দেখায় যে, অন্ততপক্ষে প্রান্তরে থাকাকালীন সময় পর্যন্ত সেই যষ্টি সেখানে ছিল। তাই, এই উপসংহারে আসা যুক্তিসংগত বলে মনে হয় যে, ইস্রায়েলীয়রা প্রতিজ্ঞাত দেশে প্রবেশ করার কিছু সময় পর এবং শলোমনের মন্দির উৎসর্গীকরণের আগে, নিয়ম-সিন্দুকের মধ্যে থেকে হারোণের যষ্টি এবং মান্নাধারী স্বর্ণময় ঘট সরিয়ে ফেলা হয়েছিল।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার