পরিচালক গোষ্ঠীর নতুন সদস্যগণ
দুহাজার পাঁচ সালের ২৪শে আগস্ট বুধবার সকালে, যুক্তরাষ্ট্র এবং কানাডার বেথেল পরিবার ভিডিওর মাধ্যমে সংযুক্ত হয়ে এক আগ্রহজনক ঘোষণা শুনতে পায়। ২০০৫ সালের ১লা সেপ্টেম্বর থেকে শুরু করে, দুজন নতুন সদস্য—জেফরি ডব্লু. জ্যাকসন এবং আ্যন্থনি মরিস ৩য়—যিহোবার সাক্ষিদের পরিচালক গোষ্ঠীতে যুক্ত হবে।
ভাই জ্যাকসন ১৯৭১ সালের ফেব্রুয়ারি মাসে, অস্ট্রেলিয়ার দ্বীপ রাজ্য তাসমানিয়াতে অগ্রগামীর কাজ শুরু করেন। ১৯৭৪ সালের জুন মাসে তিনি জেনেটকে (জেনিকে) বিয়ে করেন। এর অল্প কিছু সময় পর, তাদেরকে বিশেষ অগ্রগামী হিসেবে নিযুক্ত করা হয়। ১৯৭৯ থেকে ২০০৩ সাল পর্যন্ত তারা টুভালু, সামোয়া এবং ফিজিতে—দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপের দেশগুলোতে—মিশনারি হিসেবে সেবা করে। এই দ্বীপগুলোতে থাকার সময়, ভাই এবং বোন জ্যাকসন বাইবেল সাহিত্যাদি অনুবাদ করার কাজেও অনেক অবদান রাখে। ১৯৯২ সালের শুরুতে ভাই জ্যাকসন সামোয়ার শাখা কমিটিতে এবং ১৯৯৬ সাল থেকে ফিজির শাখা কমিটিতে সেবা করেন। ২০০৩ সালের এপ্রিল মাসে, তিনি এবং জেনি যুক্তরাষ্ট্রের বেথেল পরিবারের অংশ হন এবং ট্রান্সলেশন সার্ভিসেস ডিপার্টমেন্ট-এ কাজ করতে শুরু করেন। এর পর পরই ভাই জ্যাকসনকে পরিচালক গোষ্ঠীর শিক্ষা কমিটির একজন সহায়ক করা হয়।
ভাই মরিস ১৯৭১ সালে যুক্তরাষ্ট্রে অগ্রগামীর সেবা করতে শুরু করেন। সেই বছরের ডিসেম্বর মাসে, তিনি সুজানকে বিয়ে করেন এবং তারা তাদের প্রথম ছেলে জেসির জন্মের আগে পর্যন্ত প্রায় চার বছর ধরে অগ্রগামীর কাজ চালিয়ে যায়। পরবর্তী সময়ে, তাদের পল নামে আরেকটি ছেলে হয়। ভাই মরিস ১৯৭৯ সালে নিয়মিত অগ্রগামী হিসেবে পুনরায় পূর্ণসময়ের পরিচর্যা শুরু করেন। তাদের ছেলেরা যখন স্কুলে যেতে শুরু করে, তখন তার স্ত্রীও তার সঙ্গে যোগ দেন। যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ড এবং নর্থ ক্যারোলিনায় যেখানে বেশি প্রয়োজন, সেখানে এই পরিবার সেবা করে। নর্থ ক্যারোলিনায়, ভাই মরিস বিকল্প সীমা অধ্যক্ষ হিসেবে সেবা করেন এবং তাদের ছেলেরা নিয়মিত অগ্রগামীর কাজ শুরু করে। জেসি এবং পলকে ১৯ বছর বয়সে যুক্তরাষ্ট্রের শাখা অফিসে আমন্ত্রণ জানানো হয়। ইতিমধ্যেই, ভাই মরিস সীমার কাজ শুরু করেন। এরপর, ২০০২ সালে তাকে এবং সুজানকে ১লা আগস্ট থেকে তাদের নতুন কার্যভার শুরু করার জন্য বেথেলে আমন্ত্রণ জানানো হয়। ভাই মরিস প্যাটারসনের সার্ভিস ডিপার্টমেন্টে এবং পরবর্তী সময়ে পরিচালক গোষ্ঠীর সার্ভিস কমিটিতে একজন সহায়ক হিসেবে কাজ করেন।
এই দুজন নতুন সদস্য ছাড়াও, পরিচালক গোষ্ঠীর মধ্যে রয়েছে, সি. ডব্লু. বারবার; জে. ই. বার; এস. এফ. হার্ড; এম. এস. লেট; জি. লুশ; টি. জেরাস; জি. এইচ. পিয়ার্স; এ. ডি. শ্রোডার; ডি. এইচ. স্প্ল্যান; এবং ডি. সিডলিক। পরিচালক গোষ্ঠীর সমস্ত সদস্য অভিষিক্ত খ্রিস্টান।