ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w০৬ ৭/১৫ পৃষ্ঠা ৮-৯
  • ‘আমাদের ঈশ্বর আমাদিগকে উদ্ধার করিতে সমর্থ আছেন’

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ‘আমাদের ঈশ্বর আমাদিগকে উদ্ধার করিতে সমর্থ আছেন’
  • ২০০৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • আমাদের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা
  • তারা প্রণিপাত করবে না
    আমার বাইবেলের গল্পের বই
  • তারা মাথা নত করেনি
    বাইবেল থেকে তুমি যা শিখতে পার
  • পাঠকদের থেকে প্রশ্নসকল
    ২০০১ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • বিভাগ ১০ থেকে যা শিখব
    বাইবেল থেকে তুমি যা শিখতে পার
আরও দেখুন
২০০৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w০৬ ৭/১৫ পৃষ্ঠা ৮-৯

“মনুষ্যদের অপেক্ষা বরং ঈশ্বরের আজ্ঞা পালন করিতে হইবে”

‘আমাদের ঈশ্বর আমাদিগকে উদ্ধার করিতে সমর্থ আছেন’

অনুষ্ঠানটা এক ভয়াবহ উদ্দেশ্যে আয়োজন করা হয়েছিল। বাবিল শহরের কাছে স্পষ্টতই দূরা সমস্থলীতে সোনার এক বিশাল প্রতিমা স্থাপন করা হয়েছিল। এক বিশেষ অনুষ্ঠানে সেই প্রতিমা উদ্বোধন হওয়ার কথা ছিল, যে-অনুষ্ঠানে উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত থাকবে এবং বিভিন্ন বাদ্যযন্ত্রের আওয়াজ শুনে সেই প্রতিমার সামনে তাদের মাথা নত করতে হবে। বাবিলের রাজা নবূখদ্‌নিৎসর আদেশ দিয়েছিলেন যে, যেকেউ সেই প্রতিমাকে উপাসনা করতে অস্বীকার করবে সে প্রচণ্ড উত্তপ্ত অগ্নিকুণ্ডে মারা পড়বে। এই আদেশ অমান্য করার কার এমন দুঃসাহস রয়েছে?

সবাইকে অবাক করে দিয়ে, যিহোবার তিনজন ঈশ্বরভয়শীল উপাসক—শদ্রক, মৈশক ও অবেদ্‌-নগো—মাথা নত করেনি। তারা জানত যে, তা করলে যিহোবা ঈশ্বরের প্রতি তাদের একাগ্র ভক্তি দেখানোর আদেশকে লঙ্ঘন করা হবে। (দ্বিতীয় বিবরণ ৫:৮-১০, NW) তাদের কাছ থেকে যখন এই দৃঢ় পদক্ষেপ সম্বন্ধে ব্যাখ্যা চাওয়া হয়েছিল, তখন তারা নির্ভয়ে নবূখদ্‌নিৎসরকে বলেছিল: “যদি হয়, আমরা যাঁহার সেবা করি, আমাদের সেই ঈশ্বর আমাদিগকে প্রজ্বলিত অগ্নিকুণ্ড হইতে উদ্ধার করিতে সমর্থ আছেন, আর, হে রাজন্‌, তিনি আপনার হস্ত হইতে আমাদিগকে উদ্ধার করিবেন; আর যদি নাও হয়, তবু হে রাজন্‌ আপনি জানিবেন, আমরা আপনার দেবগণের সেবা করিব না, এবং আপনার স্থাপিত স্বর্ণ-প্রতিমাকে প্রণাম করিব না।”—দানিয়েল ৩:১৭, ১৮.

এই তিনজন ইব্রীয়কে যখন জ্বলন্ত অগ্নিকুণ্ডে ফেলে দেওয়া হয়েছিল, তখন একমাত্র এক অলৌকিক কাজই তাদের জীবন বাঁচাতে পারত। ঈশ্বর তাঁর বিশ্বস্ত দাসদের রক্ষা করার জন্য একজন দূতকে পাঠিয়েছিলেন। কিন্তু, তারা ইতিমধ্যেই ঈশ্বরের অবাধ্য না হয়ে বরং মৃত্যুবরণ করাকে বেছে নিয়েছিল।a তাদের পদক্ষেপ, যিশু খ্রিস্টের প্রেরিতদের সমরূপ ছিল, যারা ছয় শত বছরেরও বেশি সময় পর যিহুদিদের উচ্চ আদালতের সামনে এই কথা ঘোষণা করেছিল: “মনুষ্যদের অপেক্ষা বরং ঈশ্বরের আজ্ঞা পালন করিতে হইবে।”—প্রেরিত ৫:২৯.

আমাদের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা

শদ্রক, মৈশক ও অবেদ্‌-নগো হচ্ছে বিশ্বাস, বাধ্যতা এবং আনুগত্যের এক উত্তম উদাহরণ। এই তিনজন ইব্রীয় যিহোবার প্রতি বিশ্বাস দেখিয়ে চলেছিল। তাদের বাইবেল শিক্ষিত বিবেক তাদেরকে মিথ্যা উপাসনা সংক্রান্ত বা জাতীয়তামূলক কোনো কাজে অংশ নেওয়ার অনুমতি দেয়নি। একইভাবে, বর্তমান দিনের খ্রিস্টানরা সত্য ঈশ্বরের ওপর পূর্ণরূপে নির্ভর করে। তারা তাদের বাইবেল শিক্ষিত বিবেক দ্বারা পরিচালিত হয় এবং মিথ্যা উপাসনার কাজগুলোতে অথবা ঈশ্বরের নিয়ম ও নীতিগুলো ভঙ্গ করে এমন অনুষ্ঠানগুলোতে অংশ নিতে প্রত্যাখ্যান করে।

এই তিনজন বিশ্বস্ত ইব্রীয় যিহোবার ওপর নির্ভর করেছিল এবং বাবিলীয় সাম্রাজ্যের দ্বারা প্রস্তাবিত যেকোনো ধরনের খ্যাতি, পদমর্যাদা ও গৌরবের বিনিময়ে যিহোবার প্রতি তাদের বাধ্যতাকে পরিত্যাগ করা প্রত্যাখ্যান করেছিল। এই যুবক ব্যক্তিরা ঈশ্বরের সঙ্গে তাদের সম্পর্ককে নষ্ট হতে দেওয়ার পরিবর্তে বরং কষ্টভোগ এবং মৃত্যুবরণ করতে ইচ্ছুক ছিল। তাদের আগে মোশির মতো তারা “যিনি অদৃশ্য, তাঁহাকে যেন দেখিয়াই স্থির থাকিলেন।” (ইব্রীয় ১১:২৭) যিহোবা তাদেরকে মৃত্যুর হাত থেকে রক্ষা করুন বা না-ই করুন, এই তিন যুবক তাদের জীবন বাঁচানোর জন্য আপোশ করার পরিবর্তে তাঁর প্রতি নীতিনিষ্ঠা বজায় রাখতে দৃঢ়সংকল্পবদ্ধ ছিল। স্পষ্টতই পরোক্ষভাবে তাদের উদাহরণের বিষয় উল্লেখ করে প্রেরিত পৌল এই বিশ্বস্ত ব্যক্তিদের সম্বন্ধেই উল্লেখ করেন, যারা “অগ্নির তেজ নির্ব্বাণ করিলেন।” (ইব্রীয় ১১:৩৪) আমাদের সময়ে যিহোবার দাসেরা নীতিনিষ্ঠা সংক্রান্ত পরীক্ষাগুলোর মুখোমুখি হয়ে এই ধরনের বিশ্বাস ও বাধ্যতা প্রদর্শন করে থাকে।

শদ্রক, মৈশক ও অবেদ্‌-নগোর অভিজ্ঞতা থেকে আমরা এটাও শিখি যে, যারা ঈশ্বরের প্রতি আনুগত্য বজায় রাখে, তাদের তিনি পুরস্কৃত করেন। গীতরচক গেয়েছিলেন: “সদাপ্রভু . . . আপন সাধুগণকে [“অনুগত ব্যক্তিদের,” NW] পরিত্যাগ করেন না।” (গীতসংহিতা ৩৭:২৮) আজকে আমরা আশা করতে পারি না যে, ঈশ্বর যেমন তিনজন ইব্রীয়কে রক্ষা করেছিলেন তেমনই আমাদের অলৌকিকভাবে রক্ষা করবেন। তবে, আমরা আস্থা রাখতে পারি যে, যেকোনো দুর্দশার মুখোমুখিই আমরা হই না কেন, আমাদের স্বর্গীয় পিতা আমাদের সাহায্য জোগাবেন। ঈশ্বর হয়তো সমস্যা দূর করে দিতে, সেটা সহ্য করার শক্তি প্রদান করতে অথবা আমাদের পুনরুত্থিত করতে পারেন, যদি আমরা মৃত্যু পর্যন্ত আমাদের নীতিনিষ্ঠা বজায় রাখি। (গীতসংহিতা ৩৭:১০, ১১, ২৯; যোহন ৫:২৮, ২৯) আমাদের নীতিনিষ্ঠা যখনই পরীক্ষিত হয় এবং আমরা মানুষের পরিবর্তে ঈশ্বরের বাধ্য হওয়া বেছে নিই, তখন বিশ্বাস, বাধ্যতা ও আনুগত্য জয়ী হয়।

[পাদটীকা]

a যিহোবার সাক্ষিদের ২০০৬ সালের ক্যালেন্ডার (ইংরেজি), জুলাই/আগস্ট দেখুন।

[৯ পৃষ্ঠার বাক্স/চিত্র]

আপনি কি জানতেন?

• তিনজন ইব্রীয় যখন নীতিনিষ্ঠা সংক্রান্ত এই পরীক্ষার মুখোমুখি হয়েছিল, তখন তারা প্রায় ৩০ বছর বয়সি ছিল।

• স্পষ্টতই, অগ্নিকুণ্ডকে যথাসম্ভব উত্তপ্ত করা হয়েছিল।—দানিয়েল ৩:১৯.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার