ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w০৬ ১২/১ পৃষ্ঠা ৩
  • খ্রিস্টারিকে কেন শনাক্ত করবেন?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • খ্রিস্টারিকে কেন শনাক্ত করবেন?
  • ২০০৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • কে খ্রীষ্টারি?
    ২০০১ সচেতন থাক!
  • খ্রিস্টারি উন্মোচিত হয়
    ২০০৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • আপনি কি মনে করতে পারেন?
    ২০০৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • সূচিপত্র
    ২০০১ সচেতন থাক!
আরও দেখুন
২০০৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w০৬ ১২/১ পৃষ্ঠা ৩

খ্রিস্টারিকে কেন শনাক্ত করবেন?

‘তোমরা শুনিয়াছ যে, খ্রীষ্টারি আসিতেছে,’ বহু আগেই অনুপ্রাণিত হয়ে একজন প্রেরিত এটি লিখেছিলেন। (১ যোহন ২:১৮) এই কথাগুলো কতই না আগ্রহজনক! শত শত বছর ধরে লোকেরা এর অর্থ সম্বন্ধে চিন্তা করেছে। খ্রিস্টারি কে? সে কখন আসবে? সে যখন আসবে, তখন কী করবে?

যাদেরকে খ্রিস্টারি বলে অভিযুক্ত করা হয়েছে, তাদের তালিকা অনেক দীর্ঘ। অতীতে যাদেরকে “খ্রিস্টারি” বলে আখ্যা দেওয়া হয়েছিল, তাদের মধ্যে রয়েছে যিহুদিরা, ক্যাথলিক পোপের পদাধিকারিকরা এবং রোমীয় সম্রাটরা। উদাহরণ হিসেবে, যখন সম্রাট ফ্রেডরিক ২য় (১১৯৪-১২৫০) গির্জার পক্ষে এক ধর্মযুদ্ধে অংশ নিতে চাননি, তখন পোপ গ্রেগরি ৯ম, তাকে খ্রিস্টারি নাম দিয়েছিলেন এবং গির্জা থেকে বহিষ্কার করেছিলেন। গ্রেগরির উত্তরসূরি ইনোসেন্ট ৪র্থ, ফ্রেডরিককে পুনরায় বহিষ্কার করেছিলেন। এর উত্তরে, ফ্রেডরিক ইনোসেন্টকেই খ্রিস্টারি বলে ঘোষণা করেছিলেন।

প্রেরিত যোহনই হচ্ছেন একমাত্র বাইবেল লেখক, যিনি “খ্রীষ্টারি” শব্দটি ব্যবহার করেছেন। তার নামের দুটো চিঠিতে এই শব্দ পাঁচবার দেখা যায়। যে-পদগুলোতে শব্দটি রয়েছে, সেগুলো পরের পৃষ্ঠায় দেওয়া বাক্সে তালিকাবদ্ধ করা হয়েছে। এই পদগুলো থেকে আমরা দেখতে পারি যে, খ্রিস্টারি হল এক মিথ্যাবাদী এবং এক ভ্রামক বা প্রতারক, যে কিনা খ্রিস্ট ও ঈশ্বরের সঙ্গে একজন ব্যক্তির সম্পর্ক নষ্ট করতে সংকল্পবদ্ধ। তাই, প্রেরিত তার সহখ্রিস্টানদের এই পরামর্শ দেন: “প্রিয়তমেরা, তোমরা সকল আত্মাকে বিশ্বাস করিও না, বরং আত্মা সকলের পরীক্ষা করিয়া দেখ, তাহারা ঈশ্বর হইতে কি না; কারণ অনেক ভাক্ত ভাববাদী জগতে বাহির হইয়াছে।”—১ যোহন ৪:১.

যিশুও প্রতারকদের অথবা ভাক্ত ভাববাদীদের বিষয়ে সাবধান করে বলেছিলেন: “তাহারা মেষের বেশে তোমাদের নিকটে আইসে, কিন্তু অন্তরে গ্রাসকারী কেন্দুয়া। তোমরা তাহাদের ফল [অথবা কাজ] দ্বারাই তাহাদিগকে চিনিতে পারিবে।” (মথি ৭:১৫, ১৬) যিশু কি তাঁর অনুসারীদেরকে রূপক খ্রিস্টারির বিষয়েও সাবধান করেছিলেন? আসুন আমরা দেখি যে, কীভাবে আমরা এই বিদ্বেষপরায়ণ প্রতারককে শনাক্ত করতে পারি।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার