ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w08 ৭/১ পৃষ্ঠা ১৮-১৯
  • তীমথিয়—সেবা করতে প্রস্তুত ও ইচ্ছুক

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • তীমথিয়—সেবা করতে প্রস্তুত ও ইচ্ছুক
  • ২০০৮ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • তীমথিয় লোকেদেরকে সাহায্য করতে চেয়েছিলেন
    আপনার সন্তানকে শিক্ষা দিন
  • পৌল ও তীমথিয়
    বাইবেল থেকে তুমি যা শিখতে পার
  • তীমথিয়—‘বিশ্বাস সম্বন্ধে যথার্থ বৎস’
    ১৯৯৯ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • ‘তিনি মণ্ডলীগুলোকে শক্তিশালী করলেন’
    ঈশ্বরের রাজ্য সম্বন্ধে ‘পুঙ্খানুপুঙ্খ সাক্ষ্য দেওয়া’!
আরও দেখুন
২০০৮ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w08 ৭/১ পৃষ্ঠা ১৮-১৯

আপনাদের সন্তানদের শিক্ষাদিন

তীমথিয়—সেবা করতে প্রস্তুত ও ইচ্ছুক

“তুমি কি প্রস্তুত আছ?” তোমাকে কি কখনো একথা জিজ্ঞেস করা হয়েছে?— যে-ব্যক্তি একথা জিজ্ঞেস করেছিলেন, তিনি জানতে চেয়েছিলেন যে, তুমি প্রস্তুত আছ কি না। উদাহরণস্বরূপ, সেই ব্যক্তি হয়তো বোঝাতে চেয়েছেন যে: ‘তোমার কাছে কি অধ্যয়নের বইগুলো রয়েছে? তুমি কি তোমার পাঠগুলো পড়েছ?’ আমরা যেমন দেখব যে, তীমথিয় প্রস্তুত ছিলেন।

এ ছাড়া, তীমথিয় ইচ্ছুকও ছিলেন। তুমি কি জানো সেটার অর্থ কী?— তীমথিয়কে যখন ঈশ্বরকে সেবা করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল, তখন তার মনোভাব ঈশ্বরের অন্য এক দাসের মতোই ছিল, যিনি বলেছিলেন: “এই আমি, আমাকে পাঠাও।” (যিশাইয় ৬:৮) যেহেতু তীমথিয় সেবা করতে প্রস্তুত ও ইচ্ছুক ছিলেন, তাই তিনি এক রোমাঞ্চকর জীবন উপভোগ করেছিলেন। তুমি কি এই সম্বন্ধে কিছু জানতে চাও?—

তীমথিয় যিরূশালেম থেকে শত শত কিলোমিটার দূরে লুস্ত্রায় জন্মগ্রহণ করেছিলেন। তার দিদিমা লোয়ী ও মা উনীকী শাস্ত্রের উত্তম ছাত্রী ছিল। এমনকি তীমথিয় যখন শিশু ছিলেন, তখনই তারা তাকে ঈশ্বরের বাক্য সম্বন্ধে শিক্ষা দিতে শুরু করেছিল।—২ তীমথিয় ১:৫; ৩:১৫.

যে-সময়ে তীমথিয় সম্ভবত তখনও একজন কিশোর ছিলেন, সেই সময়ে প্রেরিত পৌল বার্ণবার সঙ্গে তার প্রথম দীর্ঘ প্রচার যাত্রায় লুস্ত্রা পরিদর্শন করেছিলেন। সম্ভবত এই সময়েই তীমথিয়ের মা ও দিদিমা খ্রিস্টান হয়েছিল। পৌল ও বার্ণবা যে-সমস্যার মুখোমুখি হয়েছিল, তুমি কি সেই সম্বন্ধে জানতে চাও?— যে-লোকেরা খ্রিস্টানদের পছন্দ করত না, তারা পৌলের দিকে পাথর ছুঁড়তে শুরু করেছিল, তাকে মারধর করে ফেলে রেখেছিল ও টেনেহিঁচড়ে নগরের বাইরে নিয়ে গিয়েছিল। তারা ভেবেছিল যে, তিনি মারা গিয়েছেন।

পৌল যা শিক্ষা দিচ্ছিলেন, যারা তা বিশ্বাস করেছিল তারা তার চারপাশে জড়ো হয়েছিল আর তিনি উঠে দাঁড়িয়েছিলেন। পরদিন, পৌল ও বার্ণবা সেই স্থান পরিত্যাগ করেছিল কিন্তু এর অল্প কিছু সময় পরেই তারা লুস্ত্রায় ফিরে এসেছিল। যখন তারা ফিরে এসেছিল, তখন পৌল একটা বক্তৃতা দিয়েছিলেন ও শিষ্যদের বলেছিলেন: “অনেক ক্লেশের মধ্য দিয়া আমাদিগকে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করিতে হইবে।” (প্রেরিত ১৪:৮-২২) তুমি কি জানো পৌল কী বোঝাতে চেয়েছিলেন?— তিনি বোঝাতে চেয়েছিলেন যে, যারা ঈশ্বরের সেবা করে অন্যেরা তাদেরকে বাধা দেবে। পরে পৌল তীমথিয়কে লিখেছিলেন: “যত লোক ভক্তিভাবে . . . জীবন ধারণ করিতে ইচ্ছা করে, সেই সকলের প্রতি তাড়না ঘটিবে।”—২ তীমথিয় ৩:১২; যোহন ১৫:২০.

পৌল ও বার্ণবা লুস্ত্রা পরিত্যাগ করার পর বাড়িতে ফিরে গিয়েছিল। কয়েক মাস পর, পৌল সীলকে তার সঙ্গে ভ্রমণ করার জন্য বেছে নিয়েছিলেন আর তারা একসঙ্গে পৌল যে-স্থানগুলোতে পরিদর্শন করেছিলেন, সেখানে নতুন শিষ্যদের উৎসাহিত করার জন্য ফিরে গিয়েছিল। যখন তারা লুস্ত্রায় এসে পৌঁছেছিল, তখন আবারও পৌলকে দেখতে পেয়ে তীমথিয় নিশ্চয় কত আনন্দিতই না হয়েছিলেন! এমনকি তীমথিয়কে যখন পৌল ও সীলের সঙ্গে ভ্রমণ করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল, তখন তিনি আরও বেশি আনন্দিত হয়েছিলেন। তীমথিয় সেই আমন্ত্রণ গ্রহণ করেছিলেন। তিনি যেতে প্রস্তুত ও ইচ্ছুক ছিলেন।—প্রেরিত ১৫:৪০–১৬:৫.

সেই তিনজন একসঙ্গে ভ্রমণ করেছিল, বহু কিলোমিটার হেঁটেছিল আর তারপর তারা একটা নৌকায় চড়েছিল। তীরে পৌঁছানোর পর, তারা গ্রিসের থিষলনীকীর দিকে হাঁটতে শুরু করেছিল। এখানে অনেকেই খ্রিস্টান হয়েছিল। কিন্তু, অন্যেরা রেগে গিয়েছিল ও একটা উচ্ছৃঙ্খল দল গঠন করেছিল। পৌল, সীল ও তীমথিয়ের জীবন বিপদের মধ্যে থাকায় তারা বিরয়াতে চলে গিয়েছিল।—প্রেরিত ১৭:১-১০.

থিষলনীকীর নতুন বিশ্বাসীদের সম্বন্ধে পৌল খুব চিন্তিত ছিলেন, তাই তিনি তীমথিয়কে সেখানে পাঠিয়েছিলেন। তুমি কি জানো কেন?— পৌল পরে থিষলনীকীর খ্রিস্টানদের কাছে ব্যাখ্যা করেছিলেন: ‘যেন তিনি তোমাদিগকে সুস্থির করেন এবং আশ্বাস দেন, যেন কেহ নিরুৎসাহিত না হয়।’ তুমি কি জানো যে, কেন পৌল যুবক তীমথিয়কে এইরকম এক ঝুঁকিপূর্ণ কার্যভারে পাঠিয়েছিলেন?— কারণ, তীমথিয় বিরোধীদের কাছে খুব একটা পরিচিত ছিলেন না আর তিনি যেতে ইচ্ছুক ছিলেন। এর জন্য অনেক সাহসের প্রয়োজন ছিল! সেই পরিদর্শনের ফলাফল কেমন হয়েছিল? তীমথিয় যখন পৌলের কাছে ফিরে এসেছিলেন, তখন থিষলনীকীয়রা কতখানি বিশ্বস্ত ছিল সেই সম্বন্ধে তিনি পৌলকে বলেছিলেন। তাই পৌল তাদেরকে লিখেছিলেন: “তোমাদের বিষয়ে আমরা . . . আশ্বাস পাইলাম।”—১ থিষলনীকীয় ৩:২-৭.

তীমথিয় পরে পৌলের সঙ্গে দশ বছর ধরে সেবা করেছিলেন। এরপর পৌল রোমে বন্দি ছিলেন আর তীমথিয়, যিনি সম্প্রতি জেল থেকে মুক্তি পেয়েছিলেন, তার সঙ্গে থাকার জন্য গিয়েছিলেন। জেলে থাকার সময়ে, পৌল ফিলিপীয়দের উদ্দেশে একটা চিঠি লেখেছিলেন, সম্ভবত তিনি তীমথিয়কে একজন সচিব হিসেবে ব্যবহার করেছিলেন। পৌল বলেছিলেন: ‘আমি প্রত্যাশা করিতেছি যে, তীমথিয়কে তোমাদের কাছে পাঠাইব, কারণ আমার কাছে এমন কেহই নাই যে, এত বিশ্বস্ত ও তোমাদিগকে আরও ভালভাবে সেবা করিতে ইচ্ছুক।’—ফিলিপীয় ২:১৯-২২; ইব্রীয় ১৩:২৩.

এই কথাগুলো নিশ্চয় তীমথিয়কে কত আনন্দিতই না করেছিল! পৌল তীমথিয়কে খুবই ভালবেসেছিলেন কারণ তিনি সেবা করতে প্রস্তুত ও ইচ্ছুক ছিলেন। আমরা আশা করি যে, তুমিও তা-ই হবে। (w০৮ ৪/১)

প্রশ্নাবলি:

❍ তীমথিয় কোথায় বড় হয়ে উঠেছিলেন আর পৌল যখন সেখানে প্রথম পরিদর্শন করেছিলেন, তখন কী ঘটেছিল?

❍ তীমথিয়কে যখন পৌল ও সীলের সঙ্গে ভ্রমণ করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল, তখন তিনি কী করেছিলেন?

❍ কীভাবে তীমথিয় সাহস দেখিয়েছিলেন আর কেন পৌল তাকে এত বেশি ভালবেসেছিলেন?

[১৮ পৃষ্ঠার চিত্র]

কী ঘটেছে?

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার