যিশু কি সর্বশক্তিমান ঈশ্বর?
প্রচলিত উত্তরগুলো:
◼ “হ্যাঁ, যিশু হলেন সর্বশক্তিমান ঈশ্বর।”
◼ “যিশু ছিলেন মনুষ্যরূপী ঈশ্বর।”
যিশু কী বলেছিলেন?
◼ “যদি তোমরা আমাকে প্রেম করিতে, তবে আনন্দ করিতে যে, আমি পিতার নিকটে যাইতেছি; কারণ পিতা আমা অপেক্ষা মহান্।” (যোহন ১৪:২৮) যিশু স্বীকার করেছিলেন যে, তিনি এবং তাঁর পিতা সমান নন।
◼ “যিনি আমার পিতা ও তোমাদের পিতা, এবং আমার ঈশ্বর ও তোমাদের ঈশ্বর, তাঁহার নিকটে আমি ঊদ্ধের্ব যাই।” (যোহন ২০:১৭) যিশু নিজেকে ঈশ্বর বলেননি কিন্তু ঈশ্বরকে আলাদা একজন ব্যক্তি হিসেবে উল্লেখ করেছিলেন।
◼ “আমি আপনা হইতে বলি নাই; কিন্তু কি কহিব ও কি বলিব, তাহা আমার পিতা, যিনি আমাকে পাঠাইয়াছেন, তিনিই আমাকে আজ্ঞা করিয়াছেন।” (যোহন ১২:৪৯) যিশুর দেওয়া শিক্ষাগুলো তাঁর নিজের ছিল না; সেগুলো তাঁর পিতার কাছ থেকে এসেছিল।
যিশু নিজেকে ঈশ্বরের পুত্র বলে দাবি করেছিলেন, সর্বশক্তিমান ঈশ্বর বলে নয়। যিশু যদি ঈশ্বরই হতেন, তাহলে পৃথিবীতে থাকাকালীন তিনি কার কাছে প্রার্থনা করেছিলেন? (মথি ১৪:২৩; ২৬:২৬-২৯) যিশু নিশ্চয়ই কারো সঙ্গে কথা বলার ভান করছিলেন না!
যিশুকে যখন তাঁর দুজন শিষ্য তাঁর রাজ্যে তাদেরকে বিশেষ স্থান দিতে বলেছিল, তখন তিনি উত্তর দিয়েছিলেন: “যাহাদের জন্য আমার পিতা কর্ত্তৃক স্থান প্রস্তুত করা হইয়াছে, তাহাদের ভিন্ন আর কাহাকেও আমার দক্ষিণ পার্শ্বে ও বাম পার্শ্বে বসিতে দিতে আমার অধিকার নাই।” (মথি ২০:২৩) যিশু কি তাদেরকে মিথ্যা বলছিলেন, যখন তিনি বলেছিলেন যে, তাদের অনুরোধ রক্ষা করার অধিকার তাঁর নেই? কখনোই না! এর পরিবর্তে, তিনি নম্রভাবে স্বীকার করেছিলেন যে, শুধুমাত্র ঈশ্বরেরই এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। যিশু এমনকী ব্যাখ্যা করেছিলেন যে, এমন কিছু বিষয় আছে, যা তিনি বা দূতেরা জানতেন না, কেবল তাঁর পিতাই জানতেন।—মার্ক ১৩:৩২.
যিশু যখন একজন মানুষ হিসেবে পৃথিবীতে এসেছিলেন, শুধুমাত্র তখনই কি তিনি ঈশ্বরের চেয়ে হীন ছিলেন? না। এমনকী তাঁর মৃত্যু ও পুনরুত্থানের পরেও, বাইবেলে যিশুকে ঈশ্বরের চেয়ে নিম্নপদস্থ হিসেবে বর্ণনা করা হয়েছে। প্রেরিত পৌল আমাদেরকে স্মরণ করিয়ে দেন যে, “ঈশ্বর খ্রিস্টের চেয়ে শ্রেষ্ঠ।” (১ করিন্থীয় ১১:৩, টুডেজ ইংলিশ ভারসন) বাইবেল বলে যে, ভবিষ্যতে “সকলই তাঁহার বশীভূত করা হইলে পর পুত্ত্র আপনিও তাঁহার বশীভূত হইবেন, যিনি সকলই তাঁহার বশে রাখিয়াছিলেন; যেন ঈশ্বরই সর্ব্বেসর্ব্বা হন।”—১ করিন্থীয় ১৫:২৮.
স্পষ্টতই, যিশু সর্বশক্তিমান ঈশ্বর নন। তাই, তিনি তাঁর পিতাকে ‘আমার ঈশ্বর’ বলেছিলেন।—প্রকাশিত বাক্য ৩:২, ১২; ২ করিন্থীয় ১:৩, ৪.a (w০৯ ২/১)
[পাদটীকা]
a এই বিষয়ে আরও তথ্যের জন্য যিহোবার সাক্ষিদের দ্বারা প্রকাশিত বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়? বইয়ের ২০১-২০৪ পৃষ্ঠা দেখুন।
[৭ পৃষ্ঠার ব্লার্ব]
যিশু বলেছিলেন যে, এমন কিছু বিষয় আছে যা তিনি বা দূতেরা জানতেন না, কেবল তাঁর পিতাই জানতেন