আপনাদের সন্তানদের শিক্ষা দিন
যোশিয় যা সঠিক, তা করাই বেছে নিয়েছিলেন
তুমি কি মনে করো যা সঠিক, তা করা কঠিন?a— তুমি যদি হ্যাঁ বলো, তাহলে অধিকাংশ লোকই তোমার সঙ্গে একমত হবে। এমনকী বড়োরাও যেটাকে সঠিক বলে জানে, তা করাকে কঠিন বলে মনে করে। এসো আমরা দেখি যে, যোশিয়র জন্য সঠিকটা বাছাই করা কেন বিশেষভাবে কঠিন ছিল? তুমি কি জানো, তিনি কে?—
যোশিয় যিহূদার একজন রাজা আমোনের ছেলে ছিলেন, যোশিয়ের জন্মের সময় যার বয়স ছিল মাত্র ১৬ বছর। আমোন তার বাবা রাজা মনঃশির মতো খুবই মন্দ প্রকৃতির ছিলেন। বস্তুতপক্ষে, মনঃশি অনেক বছর ধরে খুবই মন্দ এক শাসক হিসেবে শাসন করেছেন। কিন্তু, পরে তাকে অশূরীয়রা আটক করে এবং একজন বন্দি হিসেবে দূরবর্তী বাবিলে নিয়ে যায়। কারাগারে থাকার সময়, মনঃশি তাকে ক্ষমা করে দেওয়ার জন্য যিহোবার কাছে মিনতি করেছিলেন আর যিহোবা তাকে ক্ষমা করেছিলেন।
মনঃশি বন্দি অবস্থা থেকে মুক্ত হওয়ার পর যিরূশালেমে ফিরে আসেন এবং পুনরায় রাজা হিসেবে শাসন করতে শুরু করেন। তিনি অবিলম্বে তার করা মন্দ কাজগুলো সংশোধন করেন এবং যিহোবাকে সেবা করার জন্য লোকেদের সাহায্য করেন। তার ছেলে আমোন যখন তার উত্তম উদাহরণ অনুসরণ করেনি, তখন নিশ্চয়ই এটা তাকে দুঃখ দিয়েছিল। সেই সময়ই যোশিয়র জন্ম হয়েছিল। মনঃশি তার নাতি যোশিয়র সঙ্গে কতটা সময় কাটিয়েছিলেন, সেই বিষয়ে বাইবেল কিছু বলে না। কিন্তু, তুমি কি মনে করো যে, যিহোবাকে সেবা করার জন্য মনঃশি হয়তো তাকে সাহায্য করার চেষ্টা করেছিলেন?—
যোশিয়র বয়স যখন মাত্র ছয় বছর, তখন মনঃশি মৃত্যুবরণ করেছিলেন এবং যোশিয়র বাবা আমোন রাজা হয়েছিলেন। আমোনকে তার নিজের দাসেরা হত্যা করার আগে তিনি মাত্র দু-বছর শাসন করেছিলেন। তাই, যোশিয় আট বছর বয়সে যিহূদার রাজা হয়েছিলেন। (২ বংশাবলি ৩৩ অধ্যায়) এরপর কী ঘটেছে বলে তুমি মনে করো? যোশিয় কি তার বাবা আমোনের মন্দ উদাহরণ, নাকি তার অনুতপ্ত ঠাকুরদাদা মনঃশির ভালো উদাহরণ অনুসরণ করা বেছে নিয়েছিলেন?—
যদিও যোশিয় অল্পবয়সি ছিলেন কিন্তু তিনি যিহোবাকে সেবা করার জন্য দৃঢ়সংকল্পবদ্ধ ছিলেন। তাই, তিনি তার বাবার বন্ধুদের কথা না শুনে বরং যারা যিহোবাকে ভালোবাসত, তাদের কথা শুনেছিলেন। যোশিয়র বয়স ছিল মাত্র আট বছর কিন্তু তিনি জানতেন, যে-লোকেরা ঈশ্বরকে ভালোবাসে তাদের কথা শোনা হচ্ছে সঠিক। (২ বংশাবলি ৩৪:১, ২) তুমি কি সেই ব্যক্তিদের সম্বন্ধে কিছু জানতে চাও, যারা যোশিয়কে পরামর্শ দিয়েছিল এবং তার জন্য উত্তম উদাহরণ হিসেবে কাজ করেছিল?—
ভাববাদী সফনিয় যোশিয়র ওপর প্রভাব ফেলেছিলেন। তিনি যোশিয়র পরিবারের একজন আত্মীয় ছিলেন, কারণ তিনি সম্ভবত মনঃশির বাবা, ভালো রাজা হিষ্কিয়ের এক বংশধর ছিলেন। রাজা হিসেবে যোশিয়র শাসনের প্রথম দিকে, সফনিয় নিজের নামে বাইবেলের একটি বই লিখেছিলেন। সফনিয় সেইসব মন্দ বিষয় সম্বন্ধে সাবধান করে দিয়েছিলেন, যেগুলো এমন ব্যক্তিদের প্রতি ঘটবে, যারা সঠিক বিষয় করা বেছে নেয়নি আর যোশিয় স্পষ্টতই সেই সতর্কবাণীতে মনোযোগ দিয়েছিলেন।
এরপর, আরেকজন ব্যক্তি ছিলেন যিরমিয়, যার সম্বন্ধে তুমি হয়তো আগেই শুনেছ। যিরমিয় ও যোশিয় উভয়েই যুবক ছিল এবং দুজনে খুব কাছাকাছি থেকে বড় হয়ে উঠেছিল। যিহোবা যিরমিয়কে বাইবেলে নিজের নামের বইটি লিখতে অনুপ্রাণিত করেছিলেন। যোশিয় যখন যুদ্ধে মারা যান, তখন যিরমিয় তার গভীর দুঃখ প্রকাশ করার জন্য একটি বিশেষ গান লিখেছিলেন, যেটাকে বিলাপ-গীত বলা হয়। (২ বংশাবলি ৩৫:২৫) আমরা কল্পনা করতে পারি যে, যিহোবার প্রতি বিশ্বস্ত থাকার জন্য তারা নিঃসন্দেহে পরস্পরকে কতই না উৎসাহিত করেছিল!
যোশিয় সম্বন্ধে অধ্যয়ন করা থেকে তুমি কী শিখতে পারো বলে মনে করো?— তার মতো, তোমার বাবাও যদি যিহোবাকে সেবা না করেন, তাহলে এমন কেউ কি আছেন, যিনি তোমাকে ঈশ্বর সম্বন্ধে শিখতে সাহায্য করতে পারেন? সেই ব্যক্তি হতে পারেন তোমার মা, ঠাকুরদাদা বা ঠাকুরমা অথবা দাদু বা দিদিমা কিংবা অন্য কোনো আত্মীয়। এটা এমন একজন ব্যক্তিও হতে পারেন, যিনি যিহোবাকে সেবা করেন, যার সঙ্গে বাইবেল অধ্যয়ন করার জন্য তোমার মা তোমাকে অনুমতি দিতে পারেন।
যা-ই হোক না কেন, যোশিয় যদিও তখন খুবই ছোটো ছিলেন, কিন্তু যিহোবাকে সেবা করে এমন লোকেদের সঙ্গেই যে তার বন্ধুত্ব করা উচিত, সেটা জানার মতো তিনি পরিপক্ব ছিলেন। তুমিও যেন তা-ই করো এবং যা সঠিক, তা করা বেছে নাও! (w০৯ ২/১)
[পাদটীকা]
a আপনি যদি সন্তানের সঙ্গে এই প্রবন্ধটি পড়েন, তাহলে ড্যাশগুলো আপনাকে একটু থামতে ও সন্তানকে তার মনের কথা প্রকাশ করার জন্য উৎসাহ দেওয়ার বিষয়টা মনে করিয়ে দেয়।
প্রশ্নাবলি:
○ যোশিয়র বাবা এবং ঠাকুরদাদা কে ছিল আর তারা কেমন ব্যক্তি ছিল?
○ যোশিয়র ঠাকুরদাদা তার নিজের জীবনে কোন পরিবর্তন করেছিলেন?
○ দুজন ভাববাদীর নাম কী, যারা যোশিয়র ওপর সম্ভবত এক উত্তম প্রভাব ফেলেছিল আর কেন তুমি মনে করো যে, তাদের মতো বন্ধু থাকা গুরুত্বপূর্ণ?
[২৩ পৃষ্ঠার চিত্রগুলো]
যা সঠিক, তা করার জন্য সফনিয় ও যিরমিয় কীভাবে যোশিয়কে সাহায্য করেছিল?