৩ যিশু সম্বন্ধে সত্য শিখুন
“ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে, আপনার একজাত পুত্ত্রকে দান করিলেন, যেন, যে কেহ তাঁহাতে বিশ্বাস করে, সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়।”—যোহন ৩:১৬.
কোন আপত্তি তোলা হয়? কেউ কেউ আপনাকে বিশ্বাস করাতে চাইবে যে, যিশু বলে কোনো ব্যক্তি কখনো ছিলেন না। অন্যেরা স্বীকার করে যে, তাঁর অস্তিত্ব ছিল কিন্তু তারা দাবি করে যে, তিনি নিছক একজন সাধারণ মানুষ ছিলেন, যিনি বহু আগে মারা গিয়েছেন।
কীভাবে আপনি সেই আপত্তির উত্তর দিতে পারেন? শিষ্য নথনেলকে অনুকরণ করুন।a তার বন্ধু ফিলিপ তাকে বলেছিলেন যে, তিনি মশীহের—‘নাসরতীয় যীশু, যোষেফের পুত্ত্রের’—দেখা পেয়েছেন। কিন্তু, নথনেল ফিলিপের কথায় এমনি এমনি বিশ্বাস করেননি। বস্তুতপক্ষে তিনি উত্তর দিয়েছিলেন: “নাসরৎ হইতে কি উত্তম কিছু উৎপন্ন হইতে পারে?” তা সত্ত্বেও, তিনি তার উদ্দেশে করা ফিলিপের এই আমন্ত্রণকে গ্রহণ করেছিলেন, “আইস, দেখ।” (যোহন ১:৪৩-৫১) আপনিও যিশু সম্বন্ধে প্রমাণ নিজে নিজে পরীক্ষা করে দেখার মাধ্যমে উপকৃত হতে পারবেন। আপনি কী করতে পারেন?
যিশু বলে যে আসলেই কেউ ছিলেন, সেই বিষয়ে ঐতিহাসিক প্রমাণ পরীক্ষা করে দেখুন। জোসিফাস ও ট্যাসিটাস ছিলেন দুজন সম্মাননীয় ইতিহাসবেত্তা, যারা প্রথম শতাব্দীতে বাস করত আর তারা কেউই খ্রিস্টান ছিলেন না। তারা যিশু খ্রিস্টকে এক ঐতিহাসিক চরিত্র হিসেবে উল্লেখ করেছে। রোমে সা.কা. ৬৪ সালে অগ্নিকাণ্ডের জন্য রোমীয় সম্রাট নিরো কীভাবে খ্রিস্টানদের দায়ী করেছিলেন, তা বর্ণনা করে ট্যাসিটাস লিখেছিলেন: “নিরো এমন একটি শ্রেণীর ওপর দোষ চাপিয়ে দিয়েছিলেন ও নিদারুণ অত্যাচার করেছিলেন, যারা তাদের কাজের জন্য ঘৃণিত ছিল, যারা জনসাধারণ্যে খ্রিস্টান হিসেবে আখ্যাত ছিল। খ্রিস্টাস [খ্রিস্ট], যাঁর কাছ থেকে এই নামের উৎপত্তি হয়েছিল, তিনি তিবরিয়ের রাজত্বকালে আমাদের একজন প্রাদেশিক কর্মকর্তা, পন্তীয় পীলাতের হাতে মৃত্যুদণ্ড ভোগ করেছিলেন।”
যিশু ও প্রাথমিক খ্রিস্টানদের বিষয়ে প্রথম ও দ্বিতীয় শতাব্দীর ইতিহাসবেত্তাদের তথ্য সম্বন্ধে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা, ২০০২ সালের সংস্করণ বলে: “আলাদা আলাদা এই বিবরণগুলো প্রমাণ করে যে, প্রাচীনকালের এমনকী খ্রিস্ট ধর্মের বিরোধীরা পর্যন্ত কখনো যিশুর ঐতিহাসিক সত্যতা নিয়ে সন্দেহ পোষণ করেনি, যা নিয়ে অষ্টাদশ শতাব্দীর শেষ দিকে, ঊনবিংশ শতাব্দী চলাকালে এবং বিংশ শতাব্দীর শুরুতে প্রথমবারের মতো পর্যাপ্ত প্রমাণ ছাড়াই এই বিষয়ে বিতর্কের ঝড় উঠেছিল।” ২০০২ সালে দি ওয়াল স্ট্রিট জার্নাল-এর একটি সম্পাদকীয় কলম বলেছিল: “কেবল কয়েক জন বিচ্ছিন্ন নাস্তিক ছাড়া অধিকাংশ পণ্ডিত ব্যক্তিই ইতিমধ্যে নাসরতের যিশুকে একজন ঐতিহাসিক ব্যক্তি হিসেবে মেনে নিয়েছে।”
যিশু যে পুনরুত্থিত হয়েছিলেন, সেই প্রমাণ বিবেচনা করুন। যিশু যখন তাঁর বিরোধীদের দ্বারা গ্রেপ্তার হয়েছিলেন, তখন তাঁর নিকটতম সঙ্গীরা তাঁকে পরিত্যাগ করেছিল আর তাঁর বন্ধু পিতর ভয়ে জর্জরিত হয়ে যিশুকে চেনেন বলে অস্বীকার করেছিলেন। (মথি ২৬:৫৫, ৫৬, ৬৯-৭৫) যিশুর গ্রেপ্তারের পর, তাঁর অনুসারীরা ছড়িয়ে-ছিটিয়ে পড়েছিল। (মথি ২৬:৩১) এরপর, হঠাৎ তাঁর শিষ্যরা খুবই সক্রিয় হয়ে উঠেছিল। পিতর ও যোহন সাহসের সঙ্গে সেই ব্যক্তিদের মুখোমুখি হয়েছিল, যারা যিশুকে মৃত্যুদণ্ড দেওয়ার পরিকল্পনা করেছিল। যিশুর শিষ্যরা এতটাই অনুপ্রাণিত হয়েছিল যে, তারা তাঁর শিক্ষাকে রোমীয় সাম্রাজ্যজুড়ে ছড়িয়ে দিয়েছিল আর তাদের বিশ্বাসের ব্যাপারে আপোশ করার পরিবর্তে মৃত্যুবরণ করাকে বেছে নিয়েছিল।
তাদের মনোভাবে এই আমূল পরিবর্তনের একটা কারণ কী ছিল? প্রেরিত পৌল ব্যাখ্যা করেন যে, যিশু মৃত্যু থেকে উত্থিত হয়েছিলেন এবং “কৈফাকে [পিতরকে], পরে সেই বারো জনকে দেখা দিলেন।” পৌল আরও বলেন: “তাহার পরে একেবারে পাঁচ শতের অধিক ভ্রাতাকে দেখা দিলেন।” পৌল যখন উক্ত কথাগুলো লিখেছিলেন, তখন সেই চাক্ষুষ সাক্ষিদের অধিকাংশ সেই সময়েও জীবিত ছিল। (১ করিন্থীয় ১৫:৩-৭) চাক্ষুষ সাক্ষি যদি একজন বা দুজন হতো, তাহলে সন্দেহবাদীদের পক্ষে তা বাতিল করে দেওয়া সহজ হতো। (লূক ২৪:১-১১) কিন্তু, পাঁচ-শো জনেরও বেশি চাক্ষুষ সাক্ষির সাক্ষ্য এই বিষয়ে জোরালো প্রমাণ জুগিয়েছিল যে, যিশু মৃতদের মধ্যে থেকে উত্থাপিত হয়েছিলেন।
কোন পুরস্কার রয়েছে? যাদের যিশুর ওপর বিশ্বাস আছে এবং যারা তাঁর বাধ্য হয়, তারা তাদের পাপের ক্ষমা লাভ করতে পারে এবং এক শুদ্ধ বিবেক বজায় রাখতে পারে। (মার্ক ২:৫-১২; ১ তীমথিয় ১:১৯; ১ পিতর ৩:১৬-২২) যদি তারা মারাও যায়, তবুও যিশু তাদেরকে “শেষ দিনে” পুনরুত্থিত করার প্রতিজ্ঞা করেন।—যোহন ৬:৪০. (w০৯ ৫/১)
আরও তথ্যের জন্য, বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়?b বইয়ের “যিশু খ্রিস্ট কে?” শিরোনামের অধ্যায় ৪ এবং “মুক্তির মূল্য—ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ উপহার” শিরোনামের অধ্যায় ৫ দেখুন।
[পাদটীকাগুলো]
a সুসমাচার লেখক মথি, মার্ক এবং লূক স্পষ্টতই নথনেলকে বর্থলময় নামে উল্লেখ করেছিলেন।
b যিহোবার সাক্ষিদের দ্বারা প্রকাশিত।
[৭ পৃষ্ঠার চিত্র]
নথনেলের মতো, যিশু সম্বন্ধে প্রমাণ পরীক্ষা করুন