ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w11 ৪/১ পৃষ্ঠা ৩
  • সন্তুষ্ট থাকা কি সম্ভব?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • সন্তুষ্ট থাকা কি সম্ভব?
  • ২০১১ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • আপনি কি “সন্তুষ্ট থাকতে” শিখেছেন?
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২৫
  • বাইবেলের নীতিগুলো প্রয়োগ করে পরিতৃপ্তি লাভ করুন
    ২০০৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • আপনি কীভাবে টাকাপয়সার প্রতি এক ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি বজায় রাখতে পারেন?
    ২০০১ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • বিজ্ঞতার সঙ্গে আপনার বন্ধুবান্ধব বাছাই করুন
    ২০১১ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
২০১১ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w11 ৪/১ পৃষ্ঠা ৩

সন্তুষ্ট থাকা কি সম্ভব?

“সন্তুষ্ট থাকা দরিদ্রকে ধনী করে; অসন্তুষ্ট থাকা ধনীকে দরিদ্র করে।” —বেঞ্জামিন ফ্রাঙ্কলিন।

এই প্রবাদের সঙ্গে মিল রেখে অনেকেই শিখেছে যে, সন্তুষ্ট থাকাকে পণ্যসামগ্রীর মতো কেনা যায় না। তাই এতে অবাক হওয়ার কিছু নেই যে, এমন এক জগতে যেখানে আরও সম্পদ, বড়ো বড়ো সাফল্য অথবা অন্যেরা যে-জীবন উপভোগ করে তা লাভ করার এক আকাঙ্ক্ষাকে জাগিয়ে তোলে, সেখানে সন্তুষ্ট থাকা—পরিতৃপ্তির অন্তরস্থ এক অনুভূতি—কঠিন বলেই মনে হয়! আপনি কি নীচের এই বিষয়গুলোর কোনোটার দ্বারা প্রভাবিত হয়েছেন?

• বিজ্ঞাপনদাতারা আপনাকে এই বার্তার দ্বারা জর্জরিত করে যে, অনেক জিনিস কেনার দ্বারাই সন্তুষ্টি লাভ করা যেতে পারে।

• কর্মস্থলে অথবা স্কুলে প্রতিযোগিতার মনোভাব আপনাকে অন্যেরা যা করতে সমর্থ, সেটার সঙ্গে আপনার যোগ্যতাকে পরিমাপ করতে প্ররোচিত করে।

• লোকেদের জন্য আপনি যা করেন, সেটার প্রতি তাদের উপলব্ধির অভাব রয়েছে।

• বন্ধুরা তাদের যা আছে, সেটার দ্বারা আপনাকে ঈর্ষান্বিত করে।

• জীবন সম্বন্ধে আপনার মৌলিক প্রশ্নগুলোর উত্তর অজানা থেকে গিয়েছে।

এই ধরনের প্রতিদ্বন্দ্বিতাগুলোর মুখোমুখি হলে সন্তুষ্ট থাকা কি প্রকৃতপক্ষে সম্ভব? প্রেরিত পৌল “সন্তুষ্ট থাকার রহস্য” সম্বন্ধে উল্লেখ করেছিলেন। কখনো কখনো তিনি প্রাচুর্যপূর্ণ জীবন যাপন করেছিলেন আর অন্য সময় তিনি অভাবে জীবন কাটিয়েছিলেন। তার বন্ধুরা তার প্রশংসা করেছিল কিন্তু অন্যেরা তাকে উপহাস করেছিল। তা সত্ত্বেও, তিনি বলেছিলেন যে, তিনি ‘যেকোনো পরিস্থিতিতে সন্তুষ্ট থাকতে শিখেছিলেন।’—বাঁকা অক্ষরে মুদ্রণ আমাদের; ফিলিপীয় ৪:১১, ১২, নিউ ইন্টারন্যাশনাল ভারসন।

যারা এটা লাভ করার জন্য কখনো পদক্ষেপগুলো নেয়নি, তাদের কাছে সন্তুষ্ট থাকা হল একটা রহস্য কিন্তু পৌল যেমন বলেছিলেন, এটাকে শেখা যেতে পারে। আমরা আপনাকে এখন সন্তুষ্ট থাকার সেই পাঁচটা রহস্যকে বিবেচনা করার আমন্ত্রণ জানাই, যেগুলো ঈশ্বরের বাক্য বাইবেলে পাওয়া যায়। (w১০-E ১১/০১)

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার