ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w11 ৩/১৫ পৃষ্ঠা ১৭-২০
  • আপনাদের আনন্দ করার কারণ রয়েছে

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • আপনাদের আনন্দ করার কারণ রয়েছে
  • ২০১১ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • ‘পূর্ব্বকাল’ সম্বন্ধে বলুন
  • যেভাবে ‘বিভিন্ন অঙ্গ করণীয় কাজ করে,’ তা জানুন
  • “তাহার অট্টালিকা সকল সন্দর্শন” করুন
  • অল্পবয়সিদেরকে যিহোবার সংগঠনের সঙ্গে পরিচিত হয়ে উঠতে সাহায্য করুন
    ২০১০ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • ঈশ্বরের সংগঠনের অংশ হয়ে নিরাপদ থাকুন
    ১৯৯৮ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • আপনি কি যিহোবার সংগঠনের সঙ্গে এগিয়ে চলছেন?
    ২০১৪ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • ‘যাহা যাহা শ্রেয়ঃ, তাহা পরীক্ষা করিয়া চিন’
    ২০১৩ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
২০১১ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w11 ৩/১৫ পৃষ্ঠা ১৭-২০

আপনাদের আনন্দ করার কারণ রয়েছে

সবচেয়ে ক্ষুদ্র জীবিত কোষ থেকে শুরু করে গুচ্ছাকারে ও বড়ো বড়ো গুচ্ছে বিভক্ত সুবিশাল ছায়াপথগুলোর সৃষ্টিতে সংগঠিত অবস্থা প্রতিফলিত হয়। এটা অবাক করার মতো কোনো বিষয় নয় কারণ সৃষ্টিকর্তা “গোলযোগের ঈশ্বর নহেন।” (১ করি. ১৪:৩৩) উপাসনা করার জন্য ঈশ্বর তাঁর লোকেদের যেভাবে সংগঠিত করেছেন, সেটাও হৃদয়গ্রাহী। যিহোবা কী করেছেন, তা বিবেচনা করুন। স্বাধীন ইচ্ছা রয়েছে এবং বিশুদ্ধ উপাসনায় একতাবদ্ধ এমন কোটি কোটি মাংসিক ও আত্মিক বুদ্ধিবিশিষ্ট প্রাণীকে নিয়ে তিনি এক সর্বজনীন সংগঠন গঠন করেছেন। কতই না চমৎকার!

প্রাচীন ইস্রায়েলে, যিরূশালেম ঈশ্বরের সংগঠনের পার্থিব অংশকে চিত্রিত করত, যেখানে যিহোবার মন্দির অবস্থিত ছিল ও তাঁর মনোনীত রাজা বাস করতেন। বাবিলে বন্দি একজন ইস্রায়েলীয় এই পবিত্র নগর সম্বন্ধে তার অনুভূতি এভাবে প্রকাশ করেছিলেন: “আমার জিহ্বা তালুতে সংলগ্ন হউক, যদি আমি তোমাকে মনে না করি, যদি আপন পরমানন্দ হইতে যিরূশালেমকে অধিক ভাল না বাসি।”—গীত. ১৩৭:৬.

আপনি কি যিহোবার বর্তমান সংগঠন সম্বন্ধে একইরকম মনে করেন? এটা কি আপনার জন্য অন্য যেকোনো কিছুর চেয়ে আরও বেশি আনন্দ এনে দেয়? আপনার সন্তানরা কি ঈশ্বরের পার্থিব সংগঠনের ইতিহাস ও কাজ সম্বন্ধে বুঝতে পারে? তারা যে যিহোবার সাক্ষিদের বিশ্বব্যাপী ভ্রাতৃসমাজের অংশ, এই বিষয়টাকে কি তারা মূল্যবান বলে গণ্য করে? (১ পিতর ২:১৭) যিহোবার সংগঠনের জন্য আপনার পরিবারের উপলব্ধি বৃদ্ধি করতে আপনাদের পারিবারিক উপাসনার সন্ধ্যায় নীচের পরামর্শগুলো প্রয়োগ করুন না কেন?

‘পূর্ব্বকাল’ সম্বন্ধে বলুন

প্রতি বছর ইস্রায়েলীয় পরিবারগুলো নিস্তারপর্ব উদ্‌যাপন করার জন্য সমবেত হতো। সেই উৎসব প্রবর্তন করার সময় মোশি লোকেদের এই নির্দেশনা দিয়েছিলেন: “তোমার পুত্ত্র ভাবিকালে যখন তোমাকে জিজ্ঞাসা করিবে, এ কি? তুমি বলিবে, সদাপ্রভু পরাক্রান্ত হস্ত দ্বারা আমাদিগকে মিসর হইতে, দাস-গৃহ হইতে বাহির করিলেন।” (যাত্রা. ১৩:১৪) ইস্রায়েলীয়দের সঙ্গে যিহোবার আচরণ ভুলে যাওয়ার মতো কোনো ইতিহাস ছিল না। নিশ্চিতভাবেই, অনেক ইস্রায়েলীয় বাবা মোশির আজ্ঞা পালন করেছিল। কয়েক প্রজন্ম পর, একজন ইস্রায়েলীয় এই প্রার্থনা করেছিলেন: “হে ঈশ্বর, আমরা স্বকর্ণে শুনিয়াছি, আমাদের পিতৃপুরুষেরা আমাদিগকে বলিয়াছেন, তুমি পূর্ব্বকালে তাঁহাদের সময়ে কার্য্য করিয়াছিলে।”—গীত. ৪৪:১.

বর্তমানে একজন অল্পবয়সির কাছে যিহোবার সাক্ষিদের বিগত ১০০ বা তার চেয়েও বেশি বছরের ইতিহাসকে ‘পূর্ব্বকালের’ বা অনেক আগের বলে মনে হতে পারে। কীভাবে আপনি এই ঘটনাগুলোকে আপনার সন্তানদের কাছে আরও বাস্তব হিসেবে তুলে ধরতে পারেন? তা করার জন্য কিছু বাবা-মা এই বিষয়গুলো ব্যবহার করে থাকে যেমন, যিহোবার সাক্ষিরা—ঈশ্বরের রাজ্যের ঘোষণাকারী (ইংরেজি), বর্ষপুস্তক (ইংরেজি), আমাদের পত্রিকায় প্রকাশিত জীবনকাহিনি এবং ঈশতান্ত্রিক ইতিহাসের অন্যান্য রিপোর্ট, যেগুলোর মধ্যে আধুনিক দিনে ঈশ্বরের লোকেদের সম্বন্ধে আমাদের নতুন ডিভিডি-ও রয়েছে। প্রাক্তন সোভিয়েত ইউনিয়ন ও নাতসি জার্মানিতে আমাদের ভাইবোনদের ওপর তাড়না সম্বন্ধে ভিডিওগুলো, পরিবারগুলোকে পরীক্ষার সময়ে যিহোবার ওপর নির্ভর করতে শিক্ষা দেয়। এই ধরনের বিষয়গুলো আপনাদের পারিবারিক উপাসনার সন্ধ্যার সময়ে অন্তর্ভুক্ত করুন। এটা আপনাদের সন্তানদের বিশ্বাসকে বৃদ্ধি করবে, যদি তাদের নীতিনিষ্ঠা প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হয়।

কিন্তু, ইতিহাস সম্বন্ধে এক বক্তৃতা শুনে অল্পবয়সিরা হয়তো দ্রুত বিরক্ত হয়ে পড়তে পারে। তাই, আপনার সন্তানদেরও জড়িত করুন। উদাহরণস্বরূপ, আপনি হয়তো আপনার ছেলেকে বলতে পারেন, যেন সে তার আগ্রহ রয়েছে এমন একটা দেশ বেছে নিয়ে সেই দেশের ঈশতান্ত্রিক ইতিহাস নিয়ে গবেষণা করার পর সে যা শেখে, সেগুলোর মধ্যে কিছু বিষয় পরিবারের কাছে তুলে ধরে। আপনাদের মণ্ডলীতে, দীর্ঘ সময় ধরে বিশ্বস্তভাবে সেবা করছে এমন খ্রিস্টানরা থাকতে পারে, যারা হয়তো কোনো সন্ধ্যায় আপনাদের পারিবারিক উপাসনায় যোগ দিতে পারে। আপনার মেয়ে হয়তো তাদের সাক্ষাৎকার নিতে পারে, তাদেরকে নিজেদের অভিজ্ঞতা বলার জন্য অনুরোধ করতে পারে। অথবা আপনি আপনার সন্তানকে ঈশতান্ত্রিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনার, যেমন, কোনো শাখা অফিস নির্মাণের, কোনো আন্তর্জাতিক সম্মেলনের কিংবা ঘরে ঘরে পরিচর্যায় ফোনোগ্রাফ ব্যবহারের ছবি আঁকার জন্য বলতে পারেন।

যেভাবে ‘বিভিন্ন অঙ্গ করণীয় কাজ করে,’ তা জানুন

প্রেরিত পৌল খ্রিস্টীয় মণ্ডলীকে এমন “দেহের” সঙ্গে তুলনা করেছেন, যেটার “সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ পরস্পরের সঙ্গে একত্রে যুক্ত রয়েছে। দেহের বিভিন্ন অঙ্গ যখন তাদের করণীয় কাজ করে, তখন সমগ্র দেহ বৃদ্ধিলাভ করে প্রেমে শক্ত ও দৃঢ় হয়।” (ইফি. ৪:১৬, বাংলা ইজি-টু-রিড ভারসন) মানবদেহ যেভাবে কাজ করে, তা জানা আমাদের সৃষ্টিকর্তার জন্য আমাদের উপলব্ধি ও সম্মান বৃদ্ধি করে। একইভাবে, বিশ্বব্যাপী মণ্ডলীগুলো যেভাবে কাজ করে, তা যখন আমরা পরীক্ষা করি, তখন আমরা “ঈশ্বরের বহুবিধ প্রজ্ঞা” দেখে বিস্মিত হই।—ইফি. ৩:১০.

যিহোবা তাঁর সংগঠন এর স্বর্গীয় অংশসহ যেভাবে কাজ করে থাকে, তা বর্ণনা করেন। উদাহরণস্বরূপ, তিনি আমাদের বলেন যে, তিনি প্রথমে যিশু খ্রিস্টকে প্রকাশিত বাক্য দিয়েছেন, যিনি পরে “নিজের দূত প্রেরণ করিয়া আপন দাস যোহনকে তাহা জ্ঞাত করিলেন। সেই যোহন . . . সাক্ষ্য দিল।” (প্রকা. ১:১, ২) যদি ঈশ্বর তাঁর সংগঠনের অদৃশ্য অংশ যেভাবে কাজ করে, তা প্রকাশ করে থাকেন, তাহলে তিনি কি চাইবেন না যে, পৃথিবীতে যেভাবে এর ‘বিভিন্ন অঙ্গ করণীয় কাজ করে,’ তা আমরা বুঝতে পারি?

উদাহরণস্বরূপ, যদি সীমা অধ্যক্ষ শীঘ্র আপনাদের মণ্ডলী পরিদর্শন করবেন বলে জেনে থাকেন, তাহলে আপনার পরিবারের সঙ্গে ভ্রমণ অধ্যক্ষদের দায়িত্ব ও বিশেষ সুযোগগুলো নিয়ে আলোচনা করুন না কেন? কীভাবে তারা আমাদের প্রত্যেককে সাহায্য করে? আরও যে-প্রশ্নগুলো আলোচনা করা যেতে পারে, সেগুলো মধ্যে রয়েছে: কেন ক্ষেত্রের পরিচর্যার রিপোর্ট দেওয়া গুরুত্বপূর্ণ? কীভাবে ঈশ্বরের সংগঠনের অর্থসংস্থান করা হয়? কীভাবে পরিচালকগোষ্ঠী সংগঠিত হয় এবং কীভাবে এটি আধ্যাত্মিক খাদ্য জোগায়?

যিহোবার লোকেরা যেভাবে সংগঠিত হয়েছে, তা যখন আমরা বুঝতে পারি, তখন আমরা অন্ততপক্ষে তিনটে উপায়ে উপকৃত হই: সেই ব্যক্তিদের জন্য আমাদের উপলব্ধি বৃদ্ধি পায়, যারা আমাদের জন্য কঠোর পরিশ্রম করে। (১ থিষল. ৫:১২, ১৩) আমরা ঈশতান্ত্রিক ব্যবস্থাগুলো সমর্থন করার জন্য অনুপ্রাণিত হই। (প্রেরিত ১৬:৪, ৫) সর্বোপরি, যারা নেতৃত্ব দেয়, তাদের ওপর আমাদের নির্ভরতা শক্তিশালী হয়, যখন আমরা গৃহীত বিভিন্ন সিদ্ধান্ত ও ব্যবস্থার পিছনে শাস্ত্রীয় ভিত্তি লক্ষ করি।—ইব্রীয় ১৩:৭.

“তাহার অট্টালিকা সকল সন্দর্শন” করুন

“তোমরা সিয়োনকে প্রদক্ষিণ কর, তাহার চারিদিকে ভ্রমণ কর, তাহার দুর্গ সকল গণনা কর, তাহার দৃঢ় প্রাচীরে মনোযোগ কর, তাহার অট্টালিকা সকল সন্দর্শন কর, যেন ভাবী বংশের কাছে তাহার বর্ণনা করিতে পার।” (গীত. ৪৮:১২, ১৩) গীতরচক এখানে যিরূশালেমকে কাছ থেকে দেখার জন্য ইস্রায়েলীয়দের জোরালো পরামর্শ দিয়েছিলেন। আপনারা কি সেই ইস্রায়েলীয় পরিবারগুলোর বলা অমূল্য স্মৃতিগুলো কল্পনা করতে পারেন, যারা বার্ষিক উৎসবের সময়ে সেই পবিত্র নগরে যাত্রা করেছিল ও এর অপূর্ব মন্দির দেখেছিল? তারা নিশ্চয়ই “ভাবী বংশের কাছে তাহার বর্ণনা” করতে অনুপ্রাণিত হয়েছিল।

শিবার রানির কথা চিন্তা করুন, যিনি প্রথমে শলোমনের চমৎকার শাসন ও মহৎ প্রজ্ঞার বিবরণ শুনে সন্দেহ করেছিলেন। কোন বিষয়টা তাকে তার শোনা বিষয়গুলোকে সত্য বলে মেনে নিতে দৃঢ়প্রত্যয়ী করেছিল? “আমি যাবৎ আসিয়া স্বচক্ষে না দেখিলাম,” তিনি বলেছিলেন, “তাবৎ লোকেদের সেই কথায় আমার বিশ্বাস হয় নাই।” (২ বংশা. ৯:৬) হ্যাঁ, আমরা “স্বচক্ষে” যা দেখি, তা আমাদের গভীরভাবে প্রভাবিত করতে পারে।

কীভাবে আপনি আপনার সন্তানদের যিহোবার সংগঠনের চমৎকার বিষয়গুলো “স্বচক্ষে” দেখার জন্য সাহায্য করতে পারেন? যদি আপনাদের বাড়ির কাছাকাছি যিহোবার সাক্ষিদের কোনো শাখা অফিস থাকে, তাহলে সেখানে পরিদর্শন করার প্রচেষ্টা করুন। উদাহরণস্বরূপ, ম্যান্ডি ও বেথানি তাদের দেশের বেথেল হোম থেকে প্রায় ১,৫০০ কিলোমিটার (৯০০ মাইল) দূরে বড়ো হয়ে উঠেছিল। কিন্তু, তাদের বাবা-মা প্রায়ই পরিবারগতভাবে সেই জায়গা পরিদর্শন করার পরিকল্পনা করত। “বেথেল পরিদর্শন করার আগে, আমরা মনে করতাম যে, এটা নীরস জায়গা এবং শুধুমাত্র বয়স্ক লোকেদের জন্য,” তারা ব্যাখ্যা করেছিল। “কিন্তু, সেখানে আমাদের অল্পবয়সি ব্যক্তিদের সঙ্গে দেখা হয়েছিল, যারা যিহোবার জন্য কঠোর পরিশ্রম করছে এবং তা উপভোগ করছে! আমরা দেখেছিলাম যে, যিহোবার সংগঠন আমরা যে-ছোট্ট এলাকায় থাকি, কেবল সেটার চেয়ে আরও বেশি কিছু এবং বেথেলে প্রতি বার পরিদর্শন আমাদেরকে যিহোবার আরও নিকটবর্তী করেছিল ও যিহোবার সেবায় এমনকী আরও বেশি করতে অনুপ্রাণিত করেছিল।” ঈশ্বরের সংগঠনকে কাছ থেকে দেখা ম্যান্ডি ও বেথানিকে অগ্রগামীর কাজ শুরু করার জন্য অনুপ্রাণিত করেছিল এবং তাদেরকে এমনকী বেথেলে সাময়িক স্বেচ্ছাসেবক হিসেবে সেবা করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল।

আমরা এমন আরেকটা উপায়ে যিহোবার সংগঠনকে ‘দেখিতে’ পারি, যে-উপায়টা প্রাচীন ইস্রায়েলে প্রাপ্তিসাধ্য ছিল না। সাম্প্রতিক বছরগুলোতে ঈশ্বরের লোকেরা এমন ভিডিও ও ডিভিডি পেয়েছে, যা ঈশ্বরের সংগঠনের বিভিন্ন বৈশিষ্ট্য তুলে ধরেছে, যেমন: যিহোবার সাক্ষিরা—সুসমাচার জানানোর জন্য সংগঠিত (ইংরেজি), আমাদের সমগ্র ভ্রাতৃসমাজ (ইংরেজি), পৃথিবীর প্রান্ত পর্যন্ত (ইংরেজি) এবং ঐশিক শিক্ষার দ্বারা একতাবদ্ধ (ইংরেজি)। আপনি ও আপনার পরিবার যখন বেথেলকর্মীদের, ত্রাণকর্মীদের, মিশনারিদের এবং সম্মেলনের বিষয়বস্তু প্রস্তুত ও আয়োজন করে এমন ভাইদের কঠোর পরিশ্রম করতে দেখেন, তখন আপনাদের হৃদয়ে বিশ্বব্যাপী ভ্রাতৃসমাজের জন্য উপলব্ধি নিশ্চিতভাবেই বৃদ্ধি পাবে।

ঈশ্বরের লোকেদের প্রতিটা মণ্ডলী, সুসমাচার প্রচারে ও এর অন্তর্ভুক্ত এলাকার খ্রিস্টানদের সমর্থন করার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কিন্তু, আপনার পরিবারের সঙ্গে ‘জগতে অবস্থিত আপনাদের ভ্রাতৃবর্গের’ বিষয়ে স্মরণ করার জন্য সময় করে নিন। এটা আপনাকে ও আপনার সন্তানদেরকে আপনাদের যে আনন্দ করার কারণ রয়েছে এই বিষয়টা স্বীকার করে “বিশ্বাসে অটল” থাকতে সাহায্য করবে।—১ পিতর ৫:৯.

[১৮ পৃষ্ঠার বাক্স/চিত্র]

ঈশ্বরের সংগঠন অধ্যয়ন করার মতো এক মূল্যবান বিষয়

যিহোবার সংগঠনের ইতিহাস ও কাজ সম্বন্ধে সকলকে আরও বেশি জানতে সাহায্য করার জন্য আমাদের কাছে প্রচুর বিষয়বস্তু রয়েছে। নীচের প্রশ্নগুলো আপনাকে তা শুরু করার জন্য সাহায্য করতে পারে:

☞ আধুনিক দিনের ভ্রমণ অধ্যক্ষদের কাজ কীভাবে শুরু হয়েছিল?—প্রহরীদুর্গ, নভেম্বর ১৫, ১৯৯৬, পৃষ্ঠা ১০-১৫.

☞ ১৯৪১ সালের ঈশতান্ত্রিক সম্মেলনে “শিশু দিবস”-এর উল্লেখযোগ্য বিষয়টা কী ছিল?—প্রহরীদুর্গ, জুলাই ১৫, ২০০১, পৃষ্ঠা ৮.

☞ কীভাবে পরিচালকগোষ্ঠী সংগঠিত হয়?—প্রহরীদুর্গ, মে ১৫, ২০০৮, পৃষ্ঠা ২৯.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার