ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w11 ১০/১ পৃষ্ঠা ২০-২১
  • মৃতদের জন্য কি কোনো আশা রয়েছে?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • মৃতদের জন্য কি কোনো আশা রয়েছে?
  • ২০১১ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • মৃত ব্যক্তিদের জন্য কোন আশা রয়েছে?
    ঈশ্বরের কাছ থেকে সুসমাচার!
  • আমাদের মৃত প্রিয়জনদের কী অবস্থা হয়?
    জ্ঞান যা অনন্ত জীবনে পরিচালিত করে
  • আপনার মৃত প্রিয়জনদের জন্য প্রকৃত আশা
    বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়?
  • একমাত্র প্রতিকার!
    ২০০৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
২০১১ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w11 ১০/১ পৃষ্ঠা ২০-২১

ঈশ্বরের বাক্য থেকে শিখুন

মৃতদের জন্য কি কোনো আশা রয়েছে?

এই প্রবন্ধ আপনি হয়তো জিজ্ঞেস করেছেন এমন প্রশ্নগুলোকে তুলে ধরে ও আপনার বাইবেলে কোথায় আপনি উত্তরগুলো পেতে পারেন তা দেখায়। যিহোবার সাক্ষিরা আপনার সঙ্গে এই উত্তরগুলো আলোচনা করতে পেরে খুশি হবে।

১. মৃতদের জন্য কী আশা রয়েছে?

যিশু যখন যিরূশালেমের কাছে বৈথনিয়ায় আসেন, তখন চার দিন হয়েছে তাঁর বন্ধু লাসার মারা গিয়েছেন। যিশু মৃত ব্যক্তির বোন, মার্থা ও মরিয়মের সঙ্গে কবরস্থানের দিকে যান। শীঘ্র, এক বিরাট জনতা একত্রিত হয়। যিশু যখন লাসারকে পুনরুত্থিত করেন, তখন মার্থা ও মরিয়মের সেই আনন্দের কথা কি আপনি কল্পনা করতে পারেন?—পড়ুন, যোহন ১১:২০-২৪, ৩৮-৪৪.

মার্থা বিশ্বাস করতেন যে, মৃতেরা পুনরুত্থিত হবে। যিহোবার বিশ্বস্ত দাসেরা অনেক আগে থেকেই জানত যে, ঈশ্বর মৃতদেরকে আবারও পৃথিবীতে বাস করার জন্য ভবিষ্যতে পুনরুত্থিত করবেন।—পড়ুন, ইয়োব ১৪:১৪, ১৫.

২. মৃতদের অবস্থা কী?

মানুষ অমর নয়। (যিহিষ্কেল ১৮:৪) আমরা মৃত্তিকা থেকে সৃষ্ট মাংসিক প্রাণী। (আদিপুস্তক ২:৭; ৩:১৯) আমাদের মস্তিষ্কের যখন মৃত্যু হয়, তখন আমাদের সংকল্প সকলও নষ্ট হয়ে যায়। তাই, পুনরুত্থিত হওয়ার পর, লাসার তার মৃত্যুর অভিজ্ঞতার বিষয়ে কিছুই বলেননি যেহেতু মৃতেরা কিছুই জানে না।—পড়ুন, গীতসংহিতা ১৪৬:৪; উপদেশক ৯:৫, ১০.

স্পষ্টতই, মৃতেরা যন্ত্রণা ভোগ করতে পারে না। তাই, মৃত্যুর পর ঈশ্বর লোকেদেরকে যাতনা দেন, এই শিক্ষা হল মিথ্যা। এটি ঈশ্বরকে অপবাদ দেয়। লোকেদেরকে আগুনে যাতনা দেওয়ার ধারণা তাঁর কাছে ঘৃণ্য।—পড়ুন, যিরমিয় ৩২:৩৫.

৩. আমরা কি মৃতদের সঙ্গে কথা বলতে পারি?

মৃতেরা কথা বলতে পারে না। (গীতসংহিতা ১১৫:১৭) মন্দদূতেরা যখন লোকেদের সঙ্গে কথা বলে, তখন তারা হয়তো সেই মৃত ব্যক্তির আত্মা বলে প্রতারণাপূর্ণভাবে দাবি করতে পারে। (২ পিতর ২:৪) যিহোবা মৃতদের সঙ্গে কথা বলার চেষ্টা করতে নিষেধ করেন।—পড়ুন, দ্বিতীয় বিবরণ ১৮:১০, ১১.

৪. কারা পুনরুত্থিত হবে?

আসন্ন নতুন জগতে, লক্ষ লক্ষ লোক যারা কবরের মধ্যে রয়েছে, তারা পুনরুত্থিত হবে। কিছু লোক যারা যিহোবাকে না জানার কারণে খারাপ কাজগুলো করেছে, এমনকী তারাও পুনরুত্থিত হবে।—পড়ুন, ২ পিতর ৩:১৩; প্রেরিত ২৪:১৫.

পুনরুত্থিত ব্যক্তিরা ঈশ্বর সম্বন্ধে সত্য শিখতে ও যিশুর প্রতি বাধ্য থাকার দ্বারা তাঁর ওপর বিশ্বাস অনুশীলন করতে সমর্থ হবে। (প্রকাশিত বাক্য ২০:১১-১৩) যারা পুনরুত্থিত হবে ও ভালো কাজগুলো করবে তারা পৃথিবীতে চিরকাল জীবন উপভোগ করবে। কিন্তু, কিছু পুনরুত্থিত ব্যক্তি খারাপ কাজগুলো করে চলবে। তাদের পুনরুত্থান ‘বিচারের পুনরুত্থানে’ পরিণত হবে।—পড়ুন, যোহন ৫:২৮, ২৯.

৫. পুনরুত্থান আমাদেরকে যিহোবা সম্বন্ধে কী জানায়?

ঈশ্বর তাঁর পুত্রকে আমাদের জন্য তাঁর জীবন দান করতে পাঠিয়েছিলেন বলেই পুনরুত্থান সম্ভব। তাই এটা হল যিহোবার প্রেম ও অযাচিত দয়ার এক প্রকাশ।—পড়ুন, যোহন ৩:১৬; রোমীয় ৬:২৩. (w১১-E ০৬/০১)

আরও তথ্যের জন্য যিহোবার সাক্ষিদের দ্বারা প্রকাশিত বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়? এই বইয়ের ৬ এবং ৭ অধ্যায় দেখুন।

[২০ পৃষ্ঠার চিত্র]

আদমকে মৃত্তিকা থেকে সৃষ্টি করা হয়েছিল

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার