ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w12 ৭/১ পৃষ্ঠা ১৮-১৯
  • কীভাবে আমরা ভালো বন্ধুবান্ধব বেছে নিতে পারি?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • কীভাবে আমরা ভালো বন্ধুবান্ধব বেছে নিতে পারি?
  • ২০১২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • ভেবে-চিন্তে বন্ধু বাছাই করুন
    চিরকাল জীবন উপভোগ করুন!—ঈশ্বরের কাছ থেকে শিখুন
  • আপনি কি যিহোবার বন্ধু হতে পারেন?
    চিরকাল জীবন উপভোগ করুন!—ঈশ্বরের কাছ থেকে শিখুন
  • সেই ব্যক্তিদের ভালোবাসুন, যাদেরকে ঈশ্বর ভালোবাসেন
    “ঈশ্বরের প্রেমে আপনাদিগকে রক্ষা কর”
  • কীভাবে আমি ভালো বন্ধুত্ব গড়ে তুলতে পারি?
    যুবক-যুবতীদের জিজ্ঞাস্য—যে-উত্তরগুলো কাজ করে, খণ্ড ১
আরও দেখুন
২০১২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w12 ৭/১ পৃষ্ঠা ১৮-১৯

ঈশ্বরের বাক্য থেকে শিখুন

কীভাবে আমরা ভালো বন্ধুবান্ধব বেছে নিতে পারি?

এই প্রবন্ধ আপনি হয়তো জিজ্ঞেস করেছেন এমন প্রশ্নগুলোকে তুলে ধরে ও আপনার বাইবেলে কোথায় আপনি উত্তরগুলো পেতে পারেন তা দেখায়। যিহোবার সাক্ষিরা আপনার সঙ্গে এই উত্তরগুলো আলোচনা করতে পেরে খুশি হবে।

১. কেন আমাদের সতর্কতার সঙ্গে বন্ধুবান্ধব বেছে নেওয়া উচিত?

অধিকাংশ লোকই অন্যদের কাছে গ্রহণযোগ্য হতে চায়। এই ইচ্ছা প্রায়ই আমাদেরকে আমাদের চারপাশে থাকা লোকেদেরকে অনুকরণ করতে পরিচালিত করে। তাই, আমাদের হৃদয়ে যে-মনোভাব গড়ে ওঠে, সেটার ওপর আমাদের বন্ধুবান্ধবের এক জোরালো প্রভাব থাকে। সেই কারণে, আমাদের বন্ধুবান্ধব বেছে নেওয়া, আমরা কী ধরনের ব্যক্তি হয়ে উঠব, সেটার ওপর প্রভাব ফেলতে পারে।—পড়ুন, হিতোপদেশ ৪:২৩; ১৩:২০.

অনুপ্রাণিত বাইবেল লেখক দায়ূদ বিজ্ঞতার সঙ্গে তার বন্ধুবান্ধব বেছে নিয়েছিলেন। তিনি সেই ব্যক্তিদের সঙ্গে মেলামেশা করেছিলেন, যারা তাকে ঈশ্বরের একজন দাস হিসেবে তার নীতিনিষ্ঠা বজায় রাখতে সাহায্য করেছিল। (গীতসংহিতা ২৬:৪, ৫, ১১, ১২) উদাহরণস্বরূপ, দায়ূদ যোনাথনের বন্ধুত্ব উপভোগ করেছিলেন, কারণ যোনাথন তাকে যিহোবার ওপর নির্ভরতা রাখতে উৎসাহিত করেছিলেন।—পড়ুন, ১ শমূয়েল ২৩:১৬-১৮.

২. কীভাবে আপনি ঈশ্বরের বন্ধু হতে পারেন?

যদিও যিহোবা হলেন সর্বশক্তিমান, তবুও আমরা প্রকৃতপক্ষে তাঁর বন্ধু হয়ে উঠতে পারি। উদাহরণস্বরূপ, অব্রাহাম ঈশ্বরের একজন বন্ধু হয়ে উঠেছিলেন। অব্রাহাম যিহোবার ওপর নির্ভরতা রেখেছিলেন এবং তাঁর বাধ্য হয়েছিলেন, তাই যিহোবা তাকে একজন বন্ধু হিসেবে বিবেচনা করেছিলেন। (আদিপুস্তক ২২:২, ৯-১২; যাকোব ২:২১-২৩) আমরা যদি যিহোবার ওপর নির্ভর করি এবং তিনি আমাদের যা করতে বলেন তা করি, তাহলে আমরাও ঈশ্বরের বন্ধু হয়ে উঠতে পারি।—পড়ুন, গীতসংহিতা ১৫:১, ২.

৩. কীভাবে আপনি ভালো বন্ধুবান্ধবের কাছ থেকে উপকার লাভ করতে পারেন?

প্রকৃত বন্ধুরা হল অনুগত আর তারা যা সঠিক তা করতে আপনাকে সাহায্য করে। (হিতোপদেশ ১৭:১৭; ১৮:২৪) উদাহরণস্বরূপ, যদিও যোনাথন দায়ূদের চেয়ে সম্ভবত ৩০ বছরের বড়ো ছিলেন এবং সাধারণত ইস্রায়েলের সিংহাসনের উত্তরাধিকারী হতেন, কিন্তু তবুও তিনি রাজা হওয়ার জন্য ঈশ্বরের দ্বারা নির্বাচিত ব্যক্তি দায়ূদকে অনুগতভাবে সমর্থন করেছিলেন। এ ছাড়া, প্রকৃত বন্ধুরা যদি দেখে যে, আপনি মূর্খের মতো কাজ করছেন, তাহলে আপনাকে সংশোধন করার সাহসও তাদের রয়েছে। (গীতসংহিতা ১৪১:৫) ঈশ্বরকে ভালোবাসে এমন বন্ধুবান্ধব আপনাকে উত্তম অভ্যাসগুলো গড়ে তুলতে সাহায্য করবে।—পড়ুন, ১ করিন্থীয় ১৫:৩৩.

যিহোবার সাক্ষিদের কিংডম হলে আপনি এমন লোকেদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন, যারা আপনারই মতো যেটা সঠিক, সেটাকে ভালোবাসে। সেখানে আপনি এমন বন্ধুবান্ধব খুঁজে পাবেন, যারা ঈশ্বরকে খুশি করার ক্ষেত্রে আপনার প্রচেষ্টায় আপনাকে উৎসাহিত করবে।—পড়ুন, ইব্রীয় ১০:২৪, ২৫.

কিন্তু, এমনকী ঈশ্বরকে ভালোবাসে এমন বন্ধুবান্ধবও কখনো কখনো আমাদেরকে হতাশ করতে পারে। তাদের ভুলত্রুটির কারণে সহজেই বিরক্ত হবেন না। (উপদেশক ৭:৯, ২০-২২) মনে রাখবেন, কোনো বন্ধুই সিদ্ধ নয় আর যে-বন্ধুবান্ধব ঈশ্বরকে ভালোবাসে, তারা আমাদের কাছে মূল্যবান। ঈশ্বরের বাক্য আমাদেরকে সহখ্রিস্টানদের ভুলত্রুটিকে উপেক্ষা করার পরামর্শ দেয়।—পড়ুন, কলসীয় ৩:১৩.

৪. “বন্ধুবান্ধব” যদি আপনার বিরোধিতা করে, তাহলে কী?

অনেকেই দেখেছে যে, ঈশ্বরের বাক্য বোঝার জন্য তারা যখন সাহায্য লাভ করতে শুরু করে, তখন তাদের কিছু পুরোনো বন্ধু তাদের বিরোধিতা করে। সম্ভবত এই ধরনের বন্ধুরা আপনি বাইবেলে যে-ব্যবহারিক পরামর্শ ও নিশ্চিত আশা খুঁজে পেয়েছেন, তা বুঝতে পারে না। আপনি হয়তো তাদেরকে সাহায্য করতে পারেন।—পড়ুন, কলসীয় ৪:৬.

অন্যান্য ক্ষেত্রে, “বন্ধুবান্ধব” হয়তো ঈশ্বরের বাক্যে প্রাপ্ত সুসমাচার নিয়ে উপহাস করতে পারে। (২ পিতর ৩:৩, ৪) কেউ কেউ হয়তো, যা সঠিক তা করার জন্য আপনার প্রচেষ্টার বিষয়ে উপহাস করতে পারে। (১ পিতর ৪:৪) আপনার ক্ষেত্রে যদি তা ঘটে, তাহলে আপনাকে হয়তো তাদের বন্ধু হওয়া এবং ঈশ্বরের বন্ধু হওয়ার মধ্যে কোনো একটাকে বেছে নিতে হবে। আপনি যদি ঈশ্বরের একজন বন্ধু হওয়া বেছে নেন, তাহলে আপনি এমন একজন সর্বোত্তম বন্ধুকে বেছে নিয়েছেন, যা কারোর থাকতে পারে।—পড়ুন, যাকোব ৪:৪, ৮. (w১১-E ১২/০১)

আরও তথ্যের জন্য যিহোবার সাক্ষিদের দ্বারা প্রকাশিত এই বইয়ের ১২ ও ১৯ অধ্যায় দেখুন।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার