ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w12 ৭/১ পৃষ্ঠা ১১-১২
  • অব্রাহাম—একজন নম্র ব্যক্তি

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • অব্রাহাম—একজন নম্র ব্যক্তি
  • ২০১২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • যিহোবা তাকে “আমার বন্ধু” বলেছিলেন
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (অধ্যয়ন)—২০১৬
  • অব্রাহাম এবং সারা—আপনি তাদের বিশ্বাস অনুকরণ করতে পারেন!
    ২০০৪ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • ঈশ্বর অব্রাহামের বিশ্বাস পরীক্ষা করেন
    আমার বাইবেলের গল্পের বই
  • অব্রাহাম—একজন প্রেমময় ব্যক্তি
    ২০১২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
২০১২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w12 ৭/১ পৃষ্ঠা ১১-১২

অব্রাহাম—একজন নম্র ব্যক্তি

অব্রাহাম তার তাঁবুতে বসে দিনের অসহ্য গরমের সময়ে, এটা যে-ছায়া প্রদান করে, তা উপভোগ করছেন। দিগন্তের দিকে একদৃষ্টে তাকিয়ে থাকার সময়ে তিনি তিন জন লোককে দেখতে পান, যারা সেই এলাকায় আসে।a কোনোরকম দ্বিধা না করে তিনি সেই অতিথিদের কাছে দৌড়ে যান আর একটু বিশ্রাম নেওয়ার ও তার আতিথেয়তা গ্রহণ করার জন্য তাদেরকে পীড়াপীড়ি করেন। তিনি তাদেরকে “কিছু খাদ্য” এনে দেন আর তারপর গরম গরম রুটি, মাখন, দুধ এবং সবচেয়ে ভালো, কচি মাংসের এক বিরাট ভোজের আয়োজন করার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়েন। তার অতিথিদের এই খাবার পরিবেশন করে অব্রাহাম যে কেবল অসাধারণ আতিথেয়তাই দেখান তা নয় কিন্তু সেইসঙ্গে তিনি প্রকৃত নম্রতাও প্রদর্শন করেন, যেমনটা আমরা দেখব।—আদিপুস্তক ১৮:১-৮.

নম্রতা কী? নম্রতা হল অহংকার বা দম্ভ না করা। একজন নম্র ব্যক্তি উপলব্ধি করেন যে, প্রত্যেক ব্যক্তি কোনো না কোনো দিক দিয়ে তার চেয়ে শ্রেষ্ঠ। (ফিলিপীয় ২:৩) তিনি অন্যদের পরামর্শগুলো শোনেন এবং তাদের জন্য যেকোনো নিচু কাজ করতে তিনি ইচ্ছুক থাকেন।

কীভাবে অব্রাহাম নম্রতা প্রদর্শন করেছিলেন? অব্রাহাম আনন্দের সঙ্গে অন্যদের সেবা করেছিলেন। শুরুতে যেমন উল্লেখ করা হয়েছে, অব্রাহাম যখন তিন জন অতিথিকে দেখতে পেয়েছিলেন, তখন তিনি সঙ্গেসঙ্গে তাদের প্রয়োজনীয় বিষয়গুলোর আয়োজন করতে শুরু করেছিলেন। তার স্ত্রী সারা দেরি না করে খাবারদাবার তৈরি করতে শুরু করেছিলেন। কিন্তু কে বেশি কাজ করছিল, সেটাও লক্ষ করুন: অব্রাহাম অতিথিদের কাছে দৌড়ে গিয়েছিলেন, তিনি তাদেরকে কিছু খেতে দিয়েছিলেন, তিনি দৌড়ে গিয়ে পশুপাল থেকে বধ করার জন্য একটা পশু বেছে নিয়েছিলেন এবং তিনি অতিথিদের সামনে সমস্ত খাবারদাবার সাজিয়ে রেখেছিলেন। তার দাসদের ওপর সমস্ত দায়িত্ব না চাপিয়ে, এই নম্র ব্যক্তিটি নিজেই সেই নিচু কাজগুলো করেছিলেন। অন্যদের সেবা করায় তার মর্যাদা ক্ষুণ্ণ হবে, এমনভাবে তিনি এটাকে দেখেননি।

অব্রাহাম তার কর্তৃত্বাধীনে থাকা ব্যক্তিদের পরামর্শগুলো শুনেছিলেন। অব্রাহাম ও সারার মধ্যে যে-কথোপকথনগুলো হয়েছিল, সেগুলোর মাত্র কয়েকটা বাইবেলে লিপিবদ্ধ করা রয়েছে। কিন্তু তবুও, আমরা দু-বার পড়ি যে, অব্রাহাম সারার পরামর্শগুলো শুনেছিলেন ও সেই অনুসারে কাজ করেছিলেন। (আদিপুস্তক ১৬:২; ২১:৮-১৪) তবে একবার, সারার পরামর্শে প্রথমদিকে ‘অব্রাহাম অতি অসন্তুষ্ট’ হয়েছিলেন। কিন্তু যিহোবা যখন অব্রাহামের সঙ্গে কথা বলেছিলেন, তখন অব্রাহাম সারার পরামর্শকে উত্তম বলে বিবেচনা করে নম্রতার সঙ্গে তা মেনে নিয়ে তার পরামর্শ মতো কাজ করেছিলেন।

আমাদের জন্য শিক্ষণীয় বিষয়টা কী? আমরা যদি সত্যিই নম্র হই, তাহলে অন্যদের সেবা করে আমরা খুশি হব। তাদের জীবনকে আরও আরামদায়ক করে তুলতে আমাদের সাধ্যমতো করে আমরা আনন্দ খুঁজে পাব।

এ ছাড়া, অন্য লোকেদের পরামর্শগুলোর প্রতি আমরা যেভাবে সাড়া দিই, সেটার দ্বারাও আমরা নম্রতা দেখাতে পারি। আমরা নিজেরা চিন্তা করিনি বলেই কোনো একটা পরামর্শকে প্রত্যাখ্যান করার পরিবর্তে, আমরা হয়তো বিজ্ঞতার সঙ্গে অন্যদের মন্তব্যগুলো গ্রহণ করতে পারি। (হিতোপদেশ ১৫:২২) এই ধরনের খোলা মনের মনোভাব বিশেষ করে সেই ব্যক্তিদেরকে উপকৃত করে, যাদের কিছুটা কর্তৃত্ব রয়েছে। জন নামে একজন অভিজ্ঞ অধ্যক্ষ বলেন, “আমি দেখেছি যে, একজন উত্তম অধ্যক্ষ এমন একটা পরিবেশ সৃষ্টি করেন, যেখানে লোকেরা তাদের মনের কথা খুলে বলতে স্বচ্ছন্দবোধ করে।” তিনি আরও বলেন: “আপনার তত্ত্বাবধানে থাকা একজন হয়তো আপনার চেয়ে আরও ভালোভাবে কাজগুলো করতে পারেন, এ কথা স্বীকার করার জন্য নম্রতার প্রয়োজন। কিন্তু তারপরও, উত্তম পরামর্শগুলো কখনোই এককভাবে একজনের—এমনকী কোনো অধ্যক্ষেরও—কাছ থেকে আসতে পারে না।”

আমরা যখন অন্যদের পরামর্শগুলো শোনার এবং তাদের জন্য নিচু কাজগুলো করার দ্বারা অব্রাহামকে অনুকরণ করি, তখন আমরা যিহোবার অনুগ্রহ লাভ করি। সর্বোপরি, “ঈশ্বর অহঙ্কারীদের প্রতিরোধ করেন, কিন্তু নম্রদিগকে অনুগ্রহ প্রদান করেন।”—১ পিতর ৫:৫. (w১২-E ০১/০১)

[পাদটীকা]

a যদিও অব্রাহাম হয়তো প্রথমদিকে এটা বুঝতে পারেননি, এই অতিথিরা ছিল ঈশ্বরের বার্তাবাহক দূত।—ইব্রীয় ১৩:১, ২.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার