ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w12 ৮/১৫ পৃষ্ঠা ১৬-১৯
  • একতা এবং রোমাঞ্চকর পরিকল্পনার দ্বারা বৈশিষ্ট্যমণ্ডিত এক সভা

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • একতা এবং রোমাঞ্চকর পরিকল্পনার দ্বারা বৈশিষ্ট্যমণ্ডিত এক সভা
  • ২০১২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • মেক্সিকো থেকে এক চমৎকার রিপোর্ট
  • জাপান থেকে সাম্প্রতিক তথ্য
  • আইনি বিজয়
  • নির্মাণ প্রকল্প
  • গর্জনকারী সিংহ থেকে সাবধান থাকুন
  • যিহোবার গৃহে আপনার স্থানকে মূল্যবান বলে গণ্য করুন
  • খ্রিস্টানরা ঈশ্বরের বাক্যকে সম্মান করে
  • প্রশিক্ষণ ও পরিচর্যার ক্ষেত্রে রোমাঞ্চকর রদবদল
  • ইতিহাস সৃষ্টিকারী এক সভা
    ২০১১ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • পরিচালক গোষ্ঠীর নতুন সদস্যরা
    ২০০০ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • প্রেমে একতাবদ্ধ বার্ষিক সভার রিপোর্ট
    ২০১০ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • কে বর্তমানে ঈশ্বরের লোকেদের নেতৃত্ব দিচ্ছে?
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (অধ্যয়ন)—২০১৭
২০১২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w12 ৮/১৫ পৃষ্ঠা ১৬-১৯

বার্ষিক সভার রিপোর্ট

একতা এবং রোমাঞ্চকর পরিকল্পনার দ্বারা বৈশিষ্ট্যমণ্ডিত এক সভা

ওয়াচ টাওয়ার বাইবেল অ্যান্ড ট্র্যাক্ট সোসাইটি অভ্‌ পেনসিলভানিয়ার বার্ষিক সভা সবসময়ই উদ্দীপনা জাগিয়ে তোলে। ২০১১ সালের ১ অক্টোবর, শনিবার, ১২৭-তম বার্ষিক সভার ক্ষেত্রে সেটা কতই না সত্য বলে প্রমাণিত হয়েছিল! সমগ্র পৃথিবী থেকে আমন্ত্রিত অতিথিরা যুক্তরাষ্ট্রের নিউ জার্সির, জার্সি শহরে যিহোবার সাক্ষিদের সম্মেলন হলে একত্রিত হয়েছিল।

পরিচালকগোষ্ঠীর সদস্য গ্যারিট লুশ আনন্দিত লোকেদের এই বিরাট দলকে স্বাগতম জানিয়েছিলেন। প্রায় ৮৫-টা দেশ থেকে আগত অভ্যাগতদের তিনি বলেছিলেন যে, তারা অসাধারণ আন্তর্জাতিক একতা উপভোগ করে। এই ধরনের একতা এক উত্তম সাক্ষ্য দেয় এবং যিহোবার গৌরব নিয়ে আসে। আসলে, এই সভায় বার বার একতার সম্বন্ধেই উল্লেখ করা হয়েছিল।

মেক্সিকো থেকে এক চমৎকার রিপোর্ট

এই কার্যক্রমের প্রথম অংশে যিহোবার লোকেদের একতার উদাহরণ তুলে ধরা হয়েছিল। বাল্টাসার পেরলা, মেক্সিকো শাখা অফিসের সঙ্গে মধ্য আমেরিকার ছয়টা শাখা অফিসের সংযুক্তিকরণের ব্যাপারে মেক্সিকো বেথেল পরিবারের তিন জন সহকর্মীর সাক্ষাৎকার নিয়েছিলেন। এই সংযুক্তিকরণের ফলে মেক্সিকোর বেথেল পরিবার আরও বেশি বহুসাংস্কৃতিক এবং আন্তর্জাতিক হয়ে উঠেছে। বিভিন্ন দেশ থেকে আগত সহবিশ্বাসীদের বিরাট দল পরস্পরের সঙ্গে উৎসাহ বিনিময় করেছে। এটা এমন ছিল যেন ঈশ্বর একটা বিরাট রাবার দিয়ে জাতিগত সীমারেখা মুছে দিয়েছেন।

এই সংযুক্তিকরণের ফলে একটা প্রতিদ্বন্দ্বিতা দেখা দিয়েছিল আর সেটা হল প্রকাশকদের এই বিষয়টা বুঝতে সাহায্য করা যে, যদিও শাখা অফিসগুলো আর তাদের দেশে নেই কিন্তু তাই বলে তারা যিহোবার সংগঠন থেকে বিচ্ছিন্ন নয়। এই কারণে, প্রতিটা মণ্ডলীতে একটা নিরাপদ ই-মেইল ব্যবস্থা রয়েছে, যেন এমনকী বিচ্ছিন্ন এলাকার মণ্ডলীগুলো সরাসরি শাখা অফিসের সঙ্গে যোগাযোগ করতে পারে।

জাপান থেকে সাম্প্রতিক তথ্য

জাপান শাখা থেকে জেমস্‌ লিনটন ব্যাখ্যা করেছিলেন যে, ২০১১ সালের মার্চ মাসে জাপানে যে-ভূমিকম্প এবং সুনামি আঘাত হেনেছিল, সেটার দ্বারা কীভাবে আমাদের ভাইয়েরা ক্ষতিগ্রস্ত হয়েছিল। অনেক সাক্ষি তাদের প্রিয়জনদের ও সেইসঙ্গে বিষয়সম্পত্তি হারিয়েছিল। ক্ষতিগ্রস্ত এলাকার বাইরে বসবাসরত সাক্ষিরা, ৩,১০০-রও বেশি ঘরের ব্যবস্থা করেছিল এবং ক্ষতিগ্রস্ত ভাইদের কিছু সময়ের জন্য নিজেদের যানবাহন ব্যবহার করতে দিয়েছিল। রিজিওনাল বিল্ডিং কমিটি-র সঙ্গে যুক্ত স্বেচ্ছাসেবকরা ভাইদের ঘরবাড়ি মেরামত করার জন্য অবিরাম কাজ করেছিল। ১,৭০০ জনেরও বেশি স্বেচ্ছাসেবক যেখানে প্রয়োজন, সেখানে সেবা করেছিল। যুক্তরাষ্ট্র থেকে স্বেচ্ছাসেবকদের একটা দল কিংডম হল পুনর্স্থাপন করার কাজে সাহায্য করেছিল আর এই প্রকল্পে ৫৭৫ জন স্বেচ্ছাসেবক কাজ করেছিল।

ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের আধ্যাত্মিক এবং আবেগগত মঙ্গলের প্রতি বেশি মনোযোগ দেওয়া হয়েছিল। ৪০০-রও বেশি প্রাচীন যেখানে পালকীয় সাক্ষাৎ করার প্রয়োজন, সেখানে গিয়ে সেবা করেছিল। পরিচালকগোষ্ঠীর চিন্তা সেই সময়ে স্পষ্ট প্রকাশ পেয়েছিল, যখন বিশ্বপ্রধান কার্যালয় থেকে দুজন আঞ্চলিক অধ্যক্ষ উৎসাহ দেওয়ার লক্ষ্যে দুর্যোগকবলিত এলাকায় উপস্থিত হয়েছিল। পৃথিবীর বিভিন্ন জায়গার সাক্ষিদের কাছ থেকে পাওয়া চিন্তার অভিব্যক্তিগুলো সান্ত্বনার এক বিরাট উৎস হিসেবে প্রমাণিত হয়েছিল।

আইনি বিজয়

ব্রিটেন শাখা অফিস থেকে স্টিভেন হার্ডি যখন সাম্প্রতিক কিছু আইনি বিজয় নিয়ে আলোচনা করেছিলেন, তখন শ্রোতারা অত্যন্ত আগ্রহের সঙ্গে মনোযোগ প্রদান করেছিল। উদাহরণস্বরূপ, ফ্রান্সে আমরা যে-সংগঠন ব্যবহার করে থাকি, সেটার কাছ থেকে ফ্রান্স সরকার কর বাবদ ৮২০ লক্ষ (মার্কিন) ডলার দাবি করেছিল। এই বিষয়টা সেই সময় মীমাংসা করা হয়েছিল, যখন ইউরোপীয় মানবাধিকার আদালত (ইসিএইচআর) এই বলে আমাদের পক্ষে রায় দিয়েছিল যে, ফ্রান্স সরকার ইউরোপীয় চুক্তির ৯ অনুচ্ছেদ লঙ্ঘন করেছিল, যেটা ধর্মীয় স্বাধীনতাকে সমর্থন করে। সেই রায়ে উল্লেখিত কথাগুলো দেখিয়েছিল যে, এই মামলাটা অর্থ সংক্রান্ত ছিল না, কারণ এটা বলে: “একটা ধর্মীয় সংগঠনকে স্বীকার করতে প্রত্যাখ্যান করা, এটাকে বিনষ্ট করে দেওয়ার প্রচেষ্টা করা, একটা ধর্মীয় দলের প্রতি অবমাননাকর ভাষা ব্যবহার করা, এই সবই হল সেই অধিকারের ওপর হস্তক্ষেপ করার কিছু নমুনা, যা চুক্তির ৯ অনুচ্ছেদে নিশ্চিত করা হয়েছে।”

এ ছাড়া, ইসিএইচআর আর্মেনিয়ার সঙ্গে সম্পর্কযুক্ত একটা মামলায়ও আমাদের পক্ষে রায় দিয়েছিল। ১৯৬৫ সাল থেকে ইসিএইচআর মনে করে যে, ইউরোপীয় চুক্তি ব্যক্তি-বিশেষকে সেনাবাহিনীতে বাধ্যতামূলকভাবে কাজ করা থেকে রক্ষা করেনি। কিন্তু, প্রধান পরিষদ—ইউরোপীয় মানবাধিকার আদালতের সর্বোচ্চ কর্তৃপক্ষ—এই সিদ্ধান্ত দেয় যে, ইউরোপীয় চুক্তি একজন ব্যক্তিকে সেনাবাহিনীতে যোগ দেওয়ার বিষয়টা প্রত্যাখ্যান করার অধিকার প্রদান করে, যদি কিনা তিনি তার দৃঢ় ধর্মীয় বিশ্বাসের কারণে সেটা করে থাকেন। এই সিদ্ধান্ত আর্মেনিয়া এবং আজারবাইজান ও তুরস্কের মতো দেশগুলোকে একই অধিকার স্বীকার করতে বাধ্য করে।

নির্মাণ প্রকল্প

এরপর, পরিচালকগোষ্ঠীর সদস্য গায় পিয়ার্স কথা বলেন এবং নিউ ইয়র্কে আমাদের নির্মাণ প্রকল্পের ব্যাপারে উপস্থিত সকলেই যে কৌতূহলী, সেটা স্বীকার করেন। তিনি এমন একটা ভিডিওর সঙ্গে পরিচয় করিয়ে দেন, যেখানে প্যাটারসনের ওয়ালকিলে এবং সম্প্রতি নিউ ইয়র্কের ওয়রউইক ও টুক্সেডোতে অধিকৃত জায়গায় কাজের অগ্রগতি সম্বন্ধে তুলে ধরা হয়েছে। ওয়ালকিলে নতুন যে-ভবনটা ২০১৪ সালের মধ্যে শেষ হওয়ার কথা, সেখানে ৩০০-রও বেশি কামরা থাকবে।

ওয়রউইকে ২৪৮ একর (১০০ হেক্টর) জায়গার ওপর বিল্ডিং নির্মাণের পরিকল্পনা রয়েছে। “যদিও আমরা ওয়রউইক সম্বন্ধে যিহোবার ইচ্ছার ব্যাপারে এখনও নিশ্চিত নই” ভাই পিয়ার্স বলেন, “তবে আমরা সেই জায়গায় যিহোবার সাক্ষিদের বিশ্বপ্রধান কার্যালয় স্থানান্তরিত করার লক্ষ্য নিয়ে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছি।” ওয়রউইকের ১০ কিলোমিটার (৬ মাইল) উত্তরে অবস্থিত ৫০ একর (২০ হেক্টর) পরিমাণ জায়গাকে, যন্ত্রপাতি এবং বিল্ডিং নির্মাণসামগ্রী রাখার জন্য ব্যবহার করার পরিকল্পনাও রয়েছে। “নির্মাণের জন্য অনুমোদন পেলে, আমরা আশা করি যে, চার বছরের মধ্যে পুরো প্রকল্পটা সমাপ্ত হবে,” গায় পিয়ার্স বলেন। “এরপর ব্রুকলিনে আমাদের বিষয়সম্পত্তি বিক্রি করা যেতে পারে।”

“মহাক্লেশ যে একেবারে নিকটে, সেই বিষয়টা সম্বন্ধে পরিচালকগোষ্ঠী কি তাদের মন পরিবর্তন করেছে?” ভাই পিয়ার্স জিজ্ঞেস করেছিলেন। “একেবারেই না,” তিনি উত্তর দিয়েছিলেন। “যদি মহাক্লেশ আমাদের পরিকল্পনাগুলোর মাঝখানে বাধা প্রদান করে, তবে সেটা সত্যিই চমৎকার হবে, খুবই ভালো হবে!”

গর্জনকারী সিংহ থেকে সাবধান থাকুন

এরপর, পরিচালকগোষ্ঠীর আরেকজন সদস্য স্টিভেন লেট ১ পিতর ৫:৮ পদ নিয়ে আলোচনা করেন, যেখানে বলা আছে: “তোমরা প্রবুদ্ধ হও, জাগিয়া থাক; তোমাদের বিপক্ষ দিয়াবল, গর্জ্জনকারী সিংহের ন্যায়, কাহাকে গ্রাস করিবে, তাহার অন্বেষণ করিয়া বেড়াইতেছে।” ভাই লেট উল্লেখ করেন যে, সিংহের বিভিন্ন বৈশিষ্ট্য পিতরের এই দৃষ্টান্তকে দিয়াবলের এক উপযুক্ত বর্ণনা হিসেবে তুলে ধরে।

যেহেতু মানুষের তুলনায় সিংহ আরও শক্তিশালী ও ক্ষিপ্র, তাই শয়তানের সঙ্গে নিজেদের শক্তিতে যুদ্ধ করা অথবা তাকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করা আমাদের উচিত নয়। আমাদের যিহোবার সাহায্য প্রয়োজন। (যিশা. ৪০:৩১) একটা সিংহ সাধারণত চুপিসারে শিকার করে থাকে, তাই আমাদের অবশ্যই সেই আধ্যাত্মিক অন্ধকার এড়িয়ে চলতে হবে, যেখানে শয়তান তার শিকার ধরার চেষ্টা করে। ঠিক যেমন একটা সিংহ এক নিরীহ কৃষ্ণসার হরিণ অথবা ঘুমন্ত জেব্রার বাচ্চাকে হত্যা করে থাকে, তেমনই শয়তান নিষ্ঠুর এবং আমাদের সবাইকে হত্যা করতে চায়। আর একটা সিংহের ক্ষুধা নিবারণ হওয়ার পর, প্রায়ই একটা শিকারকে শনাক্ত করা যায় না, ঠিক শয়তানের আধ্যাত্মিক শিকারের ‘শেষ দশার’ মতো, যা ‘প্রথম দশা অপেক্ষা আরও মন্দ হইয়া পড়ে।’ (২ পিতর ২:২০) তাই, আমাদের অটল থেকে শয়তানের প্রতিরোধ করতে হবে এবং বাইবেলের যে-নীতিগুলো আমরা শিখেছি, সেগুলো দৃঢ়ভাবে ধরে রাখতে হবে।—১ পিতর ৫:৯.

যিহোবার গৃহে আপনার স্থানকে মূল্যবান বলে গণ্য করুন

“আমাদের সকলেরই যিহোবার গৃহে একটা স্থান রয়েছে,” পরবর্তী বক্তা পরিচালকগোষ্ঠীর সদস্য স্যামুয়েল হার্ড বলেন। সমস্ত খ্রিস্টানেরই ঈশ্বরের “গৃহে” অর্থাৎ তাঁর আত্মিক মন্দিরে একটা স্থান রয়েছে আর এই আত্মিক মন্দির হল, যিশুর মুক্তির মূল্যরূপ বলিদানের ভিত্তিতে ঈশ্বরকে উপাসনা করার এক ব্যবস্থা। এটা এমন এক স্থান, যেটাকে এক মূল্যবান সুযোগ হিসেবে গণ্য করা উচিত। দায়ূদের মতো, আমরাও ‘জীবনের সমুদয় দিন সদাপ্রভুর গৃহে বাস করিবার’ আকাঙ্ক্ষা করি।—গীত. ২৭:৪.

ভাই হার্ড গীতসংহিতা ৯২:১২-১৪ পদ সম্বন্ধে উল্লেখ করে জিজ্ঞেস করেন, “কীভাবে যিহোবা আমাদের সমৃদ্ধ হতে সমর্থ করেন?” তিনি উত্তর দেন: “আধ্যাত্মিক পরমদেশে ঈশ্বর আমাদের উষ্ণ রাখেন, সুরক্ষা করেন এবং সত্যের সতেজতাদায়ক জল প্রদান করেন।” এরপর, ভাই হার্ড শ্রোতাদেরকে জোরালো পরামর্শ দেন: “আসুন আমরা এরজন্য তাঁকে ধন্যবাদ দিই। আসুন আমরা যিহোবার গৃহে থাকতে পেরে আনন্দিত হই আর তা শুধুমাত্র অল্পসময়ের জন্য নয় কিন্তু চিরকালের জন্য।”

খ্রিস্টানরা ঈশ্বরের বাক্যকে সম্মান করে

পরিচালকগোষ্ঠীর আরেকজন সদস্য ডেভিড স্প্ল্যান পরবর্তী বক্তৃতায় ব্যাখ্যা করেন যে, সত্য খ্রিস্টানরা সবসময়ই ঈশ্বরের বাক্যকে সম্মান করে থাকে। প্রথম শতাব্দীতে, ত্বক্‌চ্ছেদের বিষয়টা মীমাংসা করার জন্য তারা এই বাক্যের ওপর নির্ভর করেছিল। (প্রেরিত ১৫:১৬, ১৭) কিন্তু, দ্বিতীয় শতাব্দীর কিছু নামধারী খ্রিস্টান, যারা গ্রিক দর্শনবিদ্যায় প্রশিক্ষিত হয়েছিল, তারা শাস্ত্রের চেয়ে বরং নিজেদের মেধাগত সন্তুষ্টিকে অগ্রাধিকার দিয়েছিল। পরবর্তী সময়ে, অন্যেরা বাইবেলের শিক্ষাগুলোর পরিবর্তে বরং তথাকথিত গির্জার ফাদার এবং রোমীয় সম্রাটদের মতামত তুলে ধরেছিল, যেগুলো অসংখ্য মিথ্যা মতবাদের জন্ম দিয়েছিল।

ভাই স্প্ল্যান যিশুর একটা দৃষ্টান্ত উল্লেখ করে বলেন যে, সত্যের পক্ষসমর্থন করার জন্য সবসময়ই পৃথিবীতে প্রকৃত অভিষিক্ত খ্রিস্টানরা রয়েছে। (মথি ১৩:২৪-৩০) আমরা নিশ্চিত করে বলতে পারি না যে, তারা কারা। তবে, বিভিন্ন শতাব্দীতে অনেকে অশাস্ত্রীয় বিশ্বাস ও অভ্যাসগুলো প্রকাশ করে দিয়েছিল। এদের মধ্যে কয়েক জন হলেন নবম শতাব্দীর লিয়নের আর্চবিশপ আগোবার, ব্রুইয়ের পিটার, লুসেনির হেনরি এবং দ্বাদশ শতাব্দীর ভলডেস (বা ওয়ালডো), চতুর্দশ শতাব্দীর জন ওয়াইক্লিফ, ষোড়শ শতাব্দীর উইলিয়াম টিনডেল এবং ঊনবিংশ শতাব্দীর হেনরি গ্রু ও জর্জ স্টোর্জ। যিহোবার সাক্ষিরা এখনও শাস্ত্রীয় মানগুলোকে সমর্থন করে এবং বাইবেলকে সত্যের ভিত্তি হিসেবে স্বীকার করে। আর এই কারণেই পরিচালকগোষ্ঠী ২০১২ সালের বার্ষিক শাস্ত্রপদ হিসেবে যোহন ১৭:১৭ পদ বেছে নিয়েছে, যেখানে বলা আছে: “তোমার বাক্যই সত্যস্বরূপ।”

প্রশিক্ষণ ও পরিচর্যার ক্ষেত্রে রোমাঞ্চকর রদবদল

পরিচালকগোষ্ঠীর একজন সদস্য অ্যান্থনি মরিসের দেওয়া একটা ঘোষণায় মিশনারি ও বিশেষ অগ্রগামীদের সম্বন্ধে কিছু রদবদলের বিষয়ে উল্লেখ করা হয়। যেমন, ২০১২ সালের সেপ্টেম্বর মাস থেকে নির্ধারিত দেশগুলোতে খ্রিস্টান দম্পতিদের জন্য বাইবেল স্কুল-এর ক্লাস অনুষ্ঠিত হবে। গত অক্টোবর মাস থেকে গিলিয়েড স্কুলের উদ্দেশ্য পরিবর্তন করা হয়েছে। যাদেরকে গিলিয়েডে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, তারা ইতিমধ্যেই বিশেষ কোনো ধরনের পূর্ণসময়ের সেবায় রত আছে, যেমন গিলিয়েডে যোগদান করেনি এমন মিশনারিরা, বিশেষ অগ্রগামীরা, ভ্রমণ অধ্যক্ষরা অথবা বেথেলকর্মীরা। গ্র্যাজুয়েটপ্রাপ্ত ব্যক্তিদেরকে ঈশ্বরের লোকেদের শক্তিশালী ও সুস্থির করার জন্য ব্যবহার করা হবে আর হোক তা শাখা অফিসে থেকে, ভ্রমণের কাজে অথবা এমন ঘনবসতিপূর্ণ এলাকায় গিয়ে, যেখানে তারা মণ্ডলীগুলোকে প্রচার কাজ করার জন্য উৎসাহিত করতে পারে।

অন্যান্য বিশেষ অগ্রগামীরা প্রত্যন্ত এবং বিচ্ছিন্ন জায়গাগুলোতে প্রচারের এলাকা উন্মোচন করবে। ২০১২ সালের ১ জানুয়ারি থেকে অবিবাহিত ভাইদের জন্য বাইবেল স্কুল এবং খ্রিস্টান দম্পতিদের জন্য বাইবেল স্কুল থেকে গ্র্যাজুয়েটপ্রাপ্ত কিছু ব্যক্তিকে অস্থায়ী বিশেষ অগ্রগামী হিসেবে কার্যভার দেওয়া হবে ও প্রত্যন্ত জায়গাগুলোতে কাজ শুরু করার এবং সেই কাজ বৃদ্ধি করার জন্য ব্যবহার করা হবে। তারা এক বছর থেকে শুরু করে বড়োজোর তিন বছর পর্যন্ত বিশেষ অগ্রগামীর কার্যভার পাবে। যারা কার্যকারী বলে প্রমাণিত হবে, তারা হয়তো স্থায়ী কার্যভার পাবে।

২০১১ সালের বার্ষিক সভা ছিল এক আনন্দপূর্ণ সময়। আমাদের প্রচারের কাজকে আরও জোরদার করার এবং ভ্রাতৃসমাজকে আরও ঐক্যবদ্ধ করার এই নতুন ব্যবস্থার ওপর আশীর্বাদ করার জন্য আমরা যিহোবার কাছে প্রার্থনা করি আর এর সবই তাঁর গৌরব ও প্রশংসার জন্য।

[১৮, ১৯ পৃষ্ঠার বাক্স/চিত্রগুলো]

আরও ভালোভাবে পরিচিত হওয়া

এই কার্যক্রমে পরিচালকগোষ্ঠীর নয় জন সদস্যের বিধবা স্ত্রীদের মধ্যে পাঁচ জনের সাক্ষাৎকারও নেওয়া হয়েছিল। মেরিনা সিডলিক, ইডিথ সুইটার, মেলিটা জারাস, মেলবা ব্যারি এবং সিডনি বারবার বলেছিল যে, কীভাবে তারা সত্য শিখেছে ও পূর্ণসময়ের পরিচর্যা শুরু করেছে। প্রত্যেকেই তার মূল্যবান স্মৃতিগুলো, স্বামী সম্বন্ধে তার চিন্তাভাবনা এবং তারা একত্রে যে-আশীর্বাদগুলো উপভোগ করেছে, সেগুলো শ্রোতাদের সঙ্গে ভাগ করে নিয়েছিল। এই প্রেরণাদায়ক সাক্ষাৎকারগুলোর শেষে শ্রোতারা ৮৬ সংখ্যার গান গেয়েছিল, যেটার শিরোনাম হল, “বিশ্বস্ত নারীরা, খ্রিস্টান বোনেরা।”

[চিত্রগুলো]

(ওপরে) ড্যানিয়েল ও মেরিনা সিডলিক; গ্র্যান্ট ও ইডিথ সুইটার; থিওডোর ও মেলিটা জারাস

(নীচে) লয়েড ও মেলবা ব্যারি; ক্যারি ও সিডনি বারবার

[১৬ পৃষ্ঠার মানচিত্র]

(পুরোপুরি ফরম্যাট করা টেক্সটের জন্য এই প্রকাশনা দেখুন)

মেক্সিকো শাখার অধীনে ছয়টা শাখাকে সংযুক্ত করা হয়েছে

মেক্সিকো

গুয়েতেমালা

হন্ডুরাস

এল সালভাদর

নিকারাগুয়া

কোস্টা রিকা

পানামা

[১৭ পৃষ্ঠার চিত্র]

নিউ ইয়র্কের ওয়রউইকে, যিহোবার সাক্ষিদের বিশ্বপ্রধান কার্যালয়ের সম্ভাব্য নকশা

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার