তারা আরও ভালো কিছু পেয়েছিল
লক্ষ লক্ষ খ্রিস্টান বড়দিন পালন না করার সিদ্ধান্ত নিয়েছে। তাদের এই সিদ্ধান্তের বিষয় তারা কেমন অনুভব করে? তারা কি এইরকম মনে করে, তারা কিছু হারিয়ে ফেলছে? তাদের সন্তানরা কি এইরকম মনে করে, তারা কিছু থেকে বঞ্চিত হচ্ছে? সারা পৃথিবীতে থাকা যিহোবার সাক্ষিরা এই বিষয়ে কী বলে আসুন তা জানি।
ইভ
যিশু খ্রিস্টকে মনে রাখা: “যিহোবার সাক্ষি হওয়ার আগে আমি কেবলমাত্র বড়োদিন আর ইস্টারের সময় গির্জায় যেতাম। সত্যি বলতে কী এমনকি তখনও আমি যিশু খ্রিস্ট সম্বন্ধে কখনো চিন্তা করিনি। এখন আমি আর বড়োদিন পালন করি না কিন্তু সপ্তাহে দু-বার খ্রিস্টীয় সভায় যোগ দিই আর সেইসঙ্গে বাইবেল যিশু সম্বন্ধে কী জানায়, তা অন্যদের শিখিয়ে থাকি।”—ইভ, অস্ট্রেলিয়া।
রিউবেন
উপহার দেওয়ার মাধ্যমে আনন্দ লাভ করা: “লোকেরা যখন আমাকে না জানিয়ে কোনো উপহার দেয় তখন আমার খুব ভালো লাগে। আসলে হঠাৎ করে কিছু পেলে আমি খুব খুশি হই। আমি অন্যদের জন্য ছবি আঁকতে ও বিভিন্ন কার্ড বানাতে পছন্দ করি কারণ এটা তাদের আনন্দিত করে আর সেইসঙ্গে আমাকেও অনেক আনন্দ দেয়।”—রিউবেন, উত্তর আয়ার্ল্যান্ড।
এমিলি
প্রয়োজন রয়েছে এমন ব্যক্তিদের সাহায্য করা: “আমরা অসুস্থ ব্যক্তিদের জন্য খাবার বানাতে পছন্দ করি। কখনো কখনো আমরা তাদের আনন্দ দেওয়ার জন্য ফুল, কেক ও বিভিন্ন উপহার দিয়ে থাকি। আমরা এটা করতে পছন্দ করি কারণ এটা করার মাধ্যমে আমরা লোকদের সঙ্গে দেখা করতে পারি আর সেটা বছরের যেকোনো দিন।”—এমিলি, অস্ট্রেলিয়া।
ওয়েন্ডি
পরিবারগতভাবে একসঙ্গে সময় কাটানো: “আমাদের পুরো পরিবার যখন একত্রিত হয় তখন আমাদের বাচ্চারা তাদের কাকা, কাকিমা, দাদু, দিদিমা এবং পরিবারের অন্যান্য বাচ্চাদের সঙ্গে ভালোভাবে পরিচিত হতে পারে। যেহেতু তাদের সঙ্গে দেখা করার জন্য আমাদের কোনো বিশেষ ছুটির দিনের জন্য অপেক্ষা করতে হয় না আর আমরা যেকোনো সময় তাদের সঙ্গে দেখা করতে পারি, তাই আমরা কোনো চাপ অনুভব করি না। আর তাদের সঙ্গে দেখা করার ফলে তারাও অনুভব করে যে, আমরা তাদের ভালোবাসি বলে তাদের সঙ্গে দেখা করতে এসেছি।”—ওয়েন্ডি, কেম্যান দ্বীপপুঞ্জ।
সান্ড্রা
শান্তি: “বড়োদিনের সময় বেশিরভাগ লোকই হয়তো শান্তি নিয়ে চিন্তা করে না কারণ তারা বড়োদিনের বিভিন্ন কাজ নিয়ে অনেক ব্যস্ত থাকে। বাইবেলে মানুষের জন্য কোন প্রতিজ্ঞা করা আছে তা আমি জানতে পেরেছি আর এটা জানার ফলে আমি অনেক শান্তি লাভ করি। আমি জানি যে, আমার সন্তানরা একটা ভালো ভবিষ্যৎ লাভ করবে।”—সান্ড্রা, স্পেন।