ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w13 ৪/১ পৃষ্ঠা ৫
  • মোশি একজন নম্র ব্যক্তি

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • মোশি একজন নম্র ব্যক্তি
  • ২০১৩ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • যিহোবা তাঁর নম্র দাসদের মূল্যবান হিসেবে দেখেন
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (অধ্যয়ন)—২০১৯
  • কেন নম্রতা পরিধান করা উচিৎ?
    ১৯৯২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • মোশি একজন প্রেমময় ব্যক্তি
    ২০১৩ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • অকৃত্রিম নম্রতা গড়ে তোলার প্রচেষ্টা করুন
    ২০০৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
২০১৩ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w13 ৪/১ পৃষ্ঠা ৫

মোশি একজন নম্র ব্যক্তি

নম্রতা কী? নম্রতার সঙ্গে উদ্ধত বা অহংকারী মনোভাব থেকে মুক্ত হওয়া জড়িত। একজন নম্র ব্যক্তি অন্যদেরকে নিজের চেয়ে নিকৃষ্ট মনে করেন না। এমন যেকোনো অসিদ্ধ মানুষ যিনি নম্র, তার একইসময়ে বিনয়ী হওয়া অর্থাৎ নিজের সীমাবদ্ধতা সম্বন্ধে জানা উচিত।

মোশি কীভাবে নম্রতা দেখিয়েছিলেন? কর্তৃত্ব পেয়ে মোশি অহংকারে অন্ধ হয়ে যাননি। প্রায় সময়ই, একজন ব্যক্তি যখন সামান্য কর্তৃত্ব লাভ করেন, তখন তার নম্রতা—অথবা সেটার অভাব—দ্রুত স্পষ্ট হয়ে ওঠে। ঊনবিংশ শতাব্দীর একজন গ্রন্থকার রবার্ট জি. ইঙ্গারসোল এভাবে বলেছিলেন: “অধিকাংশ মানুষ দুর্দশা সহ্য করতে পারে। কিন্তু আপনি যদি জানতে চান, একজন ব্যক্তি আসলে কেমন, তাহলে তার হাতে ক্ষমতা দিন।” সেই অর্থে, মোশি নম্রতার এক চমৎকার উদাহরণ স্থাপন করেছেন। কীভাবে?

মোশি অসাধারণ কর্তৃত্ব লাভ করেছিলেন কারণ যিহোবা ইস্রায়েলীয়দের নেতৃত্ব দেওয়ার জন্য তাকে নিযুক্ত করেছিলেন। তা সত্ত্বেও, সেই ক্ষমতা মোশিকে কখনোই অহংকারী করে তোলেনি। উদাহরণস্বরূপ, উত্তরাধিকার সংক্রান্ত একটা কঠিন প্রশ্নের ক্ষেত্রে তিনি যেভাবে বিনয়ের সঙ্গে মীমাংসা করেছিলেন, তা বিবেচনা করুন। (গণনাপুস্তক ২৭:১-১১) প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ ছিল কারণ সিদ্ধান্তটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক বৈধ দৃষ্টান্ত স্থাপন করবে।

মোশি কী করবেন? তিনি কি এইরকম যুক্তি দেখাবেন যে, ইস্রায়েলের নেতা হিসেবে এই ব্যাপারে তিনিই সিদ্ধান্ত নেওয়ার যোগ্য? তিনি কি নিজের সহজাত ক্ষমতা, বহু বছরের অভিজ্ঞতা অথবা যিহোবার চিন্তাভাবনা সম্বন্ধে নিজের গভীর জ্ঞানের ওপর নির্ভর করবেন?

একজন অহংকারী ব্যক্তি হয়তো তা-ই করতেন। কিন্তু, মোশি তা করেননি। বাইবেল আমাদের জানায়: “মোশি সদাপ্রভুর সম্মুখে তাহাদের বিচার উপস্থিত করিলেন।” (গণনাপুস্তক ২৭:৫) একটু চিন্তা করে দেখুন! এমনকী প্রায় ৪০ বছর ধরে ইস্রায়েল জাতিকে নেতৃত্ব দেওয়ার পরও, মোশি নিজের ওপর নয়, বরং যিহোবার ওপর নির্ভর করেছিলেন। এখান থেকেই আমরা বুঝতে পারি, মোশি অনেক নম্র ব্যক্তি ছিলেন।

মোশি ঈর্ষাপরায়ণ হয়ে নিজের কর্তৃত্ব ধরে রাখার চেষ্টা করেননি। যিহোবা যখন তার সঙ্গে অন্যান্য ইস্রায়েলীয়কেও ভাববাদী হিসেবে কাজ করার সুযোগ দিয়েছিলেন, তখন মোশি আনন্দিত হয়েছিলেন। (গণনাপুস্তক ১১:২৪-২৯) মোশির শ্বশুর যখন মোশিকে কিছুটা কাজের ভার অন্যদের ওপর অর্পণ করার পরামর্শ দিয়েছিলেন, তখন তিনি নম্র হয়ে সেই পরামর্শ কাজে লাগিয়েছিলেন। (যাত্রাপুস্তক ১৮:১৩-২৪) আর তার জীবনের শেষের দিকে, শারীরিকভাবে শক্তিশালী থাকা সত্ত্বেও, মোশি তার উত্তরসূরি নিযুক্ত করার জন্য যিহোবার কাছে অনুরোধ করেছিলেন। যিহোবা যখন যিহোশূয়কে মনোনীত করেছিলেন, তখন মোশি সর্বান্তঃকরণে অপেক্ষাকৃত কমবয়সি সেই ব্যক্তিকে সমর্থন করেছিলেন, লোকেদের জোরালো পরামর্শ দিয়েছিলেন যেন তারা প্রতিজ্ঞাত দেশে যাওয়ার জন্য যিহোশূয়ের নেতৃত্ব অনুসরণ করে। (গণনাপুস্তক ২৭:১৫-১৮; দ্বিতীয় বিবরণ ৩১:৩-৬; ৩৪:৭) নিশ্চিতভাবেই, মোশি উপাসনার ক্ষেত্রে ইস্রায়েলীয়দের নেতৃত্ব দেওয়াকে এক বিশেষ সুযোগ বলে গণ্য করেছিলেন। কিন্তু, তিনি নিজের কর্তৃত্বকে অন্যদের মঙ্গলের ঊর্ধ্বে রাখেননি।

আমাদের জন্য কী শিক্ষা রয়েছে? ক্ষমতা, কর্তৃত্ব অথবা সহজাত গুণের কারণে আমরা যেন কখনোই অহংকারে অন্ধ না হয়ে যাই। মনে রাখবেন: যিহোবার কাছে কার্যকারী হওয়ার জন্য, আমাদের যোগ্যতার চেয়ে আমাদের নম্রতা বেশি গুরুত্বপূর্ণ। (১ শমূয়েল ১৫:১৭) আমরা যদি সত্যিই নম্র হই, তাহলে আমরা বাইবেলের এই বিজ্ঞতাপূর্ণ উপদেশ কাজে লাগানোর প্রচেষ্টা করব: “তুমি সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস কর; তোমার নিজ বিবেচনায় নির্ভর করিও না।”—হিতোপদেশ ৩:৫, ৬.

এ ছাড়া, মোশির উদাহরণ আমাদেরকে নিজেদের সামাজিক অবস্থান বা পদমর্যাদা অথবা কর্তৃত্বের ওপর অত্যধিক গুরুত্ব না দিতে শিক্ষা দেয়।

আমরা কি নম্রতার বিষয়ে মোশির উদাহরণ অনুকরণ করে উপকৃত হই? এতে কোনো সন্দেহেরই অবকাশ নেই! আমরা যখন সত্যিকারের নম্রতা গড়ে তুলি, তখন আমাদের চারপাশের লোকেরা সহজ বোধ করে আর আমরা তাদের কাছে প্রিয় হয়ে উঠি। এর চেয়েও গুরুত্বপূর্ণ হল, আমরা যিহোবা ঈশ্বরের কাছে প্রিয় হয়ে উঠি, যিনি নিজে এই অপূর্ব গুণ দেখিয়ে থাকেন। (গীতসংহিতা ১৮:৩৫) “ঈশ্বর অহঙ্কারীদের প্রতিরোধ করেন, কিন্তু নম্রদিগকে অনুগ্রহ প্রদান করেন।” (১ পিতর ৫:৫) মোশির নম্রতাকে অনুকরণ করার জন্য কতই না জোরালো এক কারণ! (w১৩-E ০২/০১)

[৫ পৃষ্ঠার চিত্র]

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার