ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w16 মার্চ পৃষ্ঠা ৮-১২
  • অল্পবয়সিরা কীভাবে তোমরা বাপ্তিস্মের জন্য প্রস্তুত হতে পার?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • অল্পবয়সিরা কীভাবে তোমরা বাপ্তিস্মের জন্য প্রস্তুত হতে পার?
  • প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (অধ্যয়ন)—২০১৬
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • তোমার দৃঢ়প্রত্যয়
  • তোমার কাজ
  • তোমার কৃতজ্ঞ মনোভাব
  • অল্পবয়সিরা তোমরা কি বাপ্তিস্ম নেওয়ার জন্য প্রস্তুত?
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (অধ্যয়ন)—২০১৬
  • আপনি কি বাপ্তিস্ম নেওয়ার জন্য প্রস্তুত?
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২০
  • কেন বাপ্তিস্ম নেবেন?
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২৩
  • বাপ্তিস্ম—এক গুরুত্বপূর্ণ লক্ষ্য!
    চিরকাল জীবন উপভোগ করুন!—ঈশ্বরের কাছ থেকে শিখুন
আরও দেখুন
প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (অধ্যয়ন)—২০১৬
w16 মার্চ পৃষ্ঠা ৮-১২
একজন অপবয়সি ছলে ব্যক্তিগত অধ্যয়ন করছ, বাইবেল পড়ছ, কিংডম হল পরিকার করছ এবং পচার করছ

অল্পবয়সিরা কীভাবে তোমরা বাপ্তিস্মের জন্য প্রস্তুত হতে পার?

“হে আমার ঈশ্বর, তোমার অভীষ্ট সাধনে আমি প্রীত।”—গীত. ৪০:৮.

গান সংখ্যা: ৫১, ৪৫

তোমরা কীভাবে উত্তর দেবে?

  • ‘প্রমাণ জ্ঞাত হওয়া’ বলতে কী বোঝায়?

  • ‘পবিত্র আচার ব্যবহার ও ভক্তির’ কাজ বলতে কী বোঝায়?

  • মুক্তির মূল্য নিয়ে ধ্যান করা কীভাবে যিহোবার প্রতি তোমার উপলব্ধি গড়ে তুলতে সাহায্য করে?

১, ২. (ক) কেন বাপ্তিস্ম এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ, তা ব্যাখ্যা করো। (খ) বাপ্তিস্ম নেওয়ার আগে একজন ব্যক্তিকে কোন বিষয়ে নিশ্চিত হতে হবে এবং কেন?

তুমি কি একজন অল্পবয়সি আর তুমি কি বাপ্তিস্ম নিতে চাও? যদি তা-ই হয়, তা হলে এটা তোমার জন্য সবচেয়ে সম্মানের এক বিষয়। আগের প্রবন্ধে যেমন আলোচনা করা হয়েছে, বাপ্তিস্ম হল এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। কারণ বাপ্তিস্ম অন্যদের কাছে প্রকাশ করে, তুমি নিজেকে যিহোবার কাছে উৎসর্গ করেছ অর্থাৎ তুমি তাঁর কাছে এই প্রতিজ্ঞা করেছ, তুমি চিরকাল তাঁর সেবা করবে আর তাঁর ইচ্ছা পালন করাই তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এটা যেহেতু ঈশ্বরের কাছে করা এক গুরুত্বপূর্ণ প্রতিজ্ঞা, তাই তোমার একমাত্র তখনই বাপ্তিস্ম নেওয়া উচিত, যখন তুমি যথেষ্ট পরিপক্ব হয়ে ওঠো, বাপ্তিস্ম নেওয়ার বিষয়ে তোমার ব্যক্তিগত আকাঙ্ক্ষা গড়ে উঠে এবং ঈশ্বরের কাছে উৎসর্গীকরণের অর্থ কী, তা তুমি বুঝতে পারো।

২ কিন্তু, তোমার হয়তো মনে হতে পারে, তুমি এখনও বাপ্তিস্মের জন্য প্রস্তুত হওনি। কিংবা তুমি হয়তো নিজেকে প্রস্তুত বলে মনে করছ অথচ তোমার বাবা-মা মনে করেন, তোমার আরেকটু বয়স হওয়া পর্যন্ত এবং আরও অভিজ্ঞতা লাভ করা পর্যন্ত অপেক্ষা করা উচিত। এইরকম পরিস্থিতিতে তুমি কী করবে? হতাশ হোয়ো না। এর পরিবর্তে, অপেক্ষা করার এই সময়কে উন্নতি করার জন্য ব্যবহার করো, যাতে তুমি শীঘ্র বাপ্তিস্ম নেওয়ার জন্য যোগ্য হয়ে উঠতে পারো। এই বিষয়টা মনে রেখে তুমি তিনটে ক্ষেত্রে লক্ষ্যস্থাপন করতে পারো: (১) তোমার দৃঢ়প্রত্যয় বা বিশ্বাস, (২) তোমার কাজ এবং (৩) তোমার কৃতজ্ঞ মনোভাব।

তোমার দৃঢ়প্রত্যয়

৩, ৪. তীমথিয়ের উদাহরণ থেকে অল্পবয়সিরা কোন শিক্ষা লাভ করতে পারে?

৩ তুমি নিজে কীভাবে এই তিনটে প্রশ্নের উত্তর দেবে, তা একটু চিন্তা করে দেখো: কেন আমি ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করি? কেন আমি নিশ্চিত, বাইবেল ঈশ্বরের কাছ থেকেই এসেছে? কেন আমি জগতের নৈতিক মান অনুসরণ করার পরিবর্তে ঈশ্বরের আজ্ঞার প্রতি বাধ্য থাকি? এই প্রশ্নগুলো তোমাকে প্রেরিত পৌলের পরামর্শ অনুসরণ করার জন্য সাহায্য করতে পারে: ‘তোমরা পরীক্ষা করিয়া জানো, ঈশ্বরের ইচ্ছা কি, যাহা উত্তম ও প্রীতিজনক ও সিদ্ধ।’ (রোমীয় ১২:২) কেন তোমার সেটা করা উচিত?

৪ এক্ষেত্রে তীমথিয়ের উদাহরণ তোমাকে সাহায্য করতে পারে। তিনি শাস্ত্র সম্বন্ধে ভালোভাবে জানতেন, কারণ তার মা ও দিদিমা তাকে শাস্ত্র থেকে শিক্ষা দিয়েছিলেন। কিন্তু, তীমথিয়কে পৌল এই কথা বলেছিলেন: “যাহা যাহা শিখিয়াছ ও যাহার যাহার প্রমাণ জ্ঞাত হইয়াছ, তাহাতেই স্থির থাক।” (২ তীম. ৩:১৪, ১৫) এখানে “প্রমাণ জ্ঞাত” হওয়ার অর্থ হচ্ছে, কোনো কিছুর সত্যতা সম্বন্ধে দৃঢ়ভাবে বিশ্বাস করা ও নিশ্চিত হওয়া। তাই তীমথিয়কে এই বিষয়ে দৃঢ়প্রত্যয়ী হতে হয়েছিল যে, শাস্ত্রের থেকেই সত্য খুঁজে পাওয়া যেতে পারে। তিনি সেই সত্য গ্রহণ করেছিলেন, তবে সেটার কারণ এই নয় যে, তার মা ও দিদিমা তাকে তা করতে বলেছিলেন। বরং এর পিছনে কারণ হল, তিনি যে-সত্য শিখেছিলেন, তা তিনি নিজে পরীক্ষা করেছিলেন এবং সেটার প্রমাণ জ্ঞাত হয়েছিলেন।—পড়ুন, ১ থিষলনীকীয় ৫:২১.

৫, ৬. কেন তোমার জন্য অল্পবয়স থেকেই “পরীক্ষা” করতে শেখা গুরুত্বপূর্ণ?

৫ তোমার বিষয়ে কী বলা যায়? তুমি হয়তো দীর্ঘসময় ধরে সত্য সম্বন্ধে জানো। যদি তা-ই হয়, তা হলে তোমার বিশ্বাসের পিছনে কারণগুলো নিয়ে চিন্তা করার জন্য লক্ষ্যস্থাপন করো। এটা তোমার বিশ্বাসকে দৃঢ় করতে সাহায্য করবে এবং সঙ্গীসাথির চাপ, জগতের চিন্তাভাবনা অথবা তোমার নিজস্ব অনুভূতির কারণে ভুল সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলতে সাহায্য করবে।

৬ তুমি যদি অল্পবয়স থেকেই “পরীক্ষা” করে যুক্তি করতে শেখো, তা হলে তুমি তোমার সঙ্গীসাথির এই ধরনের প্রশ্নের উত্তর দিতে পারবে: ‘কীভাবে তুমি নিশ্চিতভাবে জান, একজন ঈশ্বর আছেন? ঈশ্বর যদি আমাদের ভালোবাসেন, তা হলে কেন তিনি মন্দ বিষয়গুলো ঘটতে দেন? ঈশ্বর যদি সব কিছু সৃষ্টি করে থাকেন, তা হলে ঈশ্বরকে কে সৃষ্টি করেছেন?’ তুমি যখন প্রস্তুত থাকবে, তখন এই ধরনের প্রশ্নের মুখোমুখি হলে তোমার মনে কোনো সন্দেহ সৃষ্টি হবে না, বরং তুমি আরও বেশি বাইবেল অধ্যয়ন করার জন্য অনুপ্রাণিত হবে।

৭-৯. অনলাইন থেকে “What Does the Bible Really Teach?” শিরোনামের ধারাবাহিক অধ্যয়ন সহায়ক ব্যবহার করা কীভাবে তোমার বিশ্বাসকে দৃঢ় করতে পারে, তা বর্ণনা করো।

৭ মনোযোগ দিয়ে ব্যক্তিগত অধ্যয়ন করা, তোমাকে বিভিন্ন প্রশ্নের উত্তর পেতে, যেকোনো সন্দেহ দূর করতে এবং তোমার বিশ্বাসকে দৃঢ় করতে সাহায্য করতে পারে। (প্রেরিত ১৭:১১) আমাদের কিছু প্রকাশনা রয়েছে, যেগুলো তোমাকে ব্যক্তিগত অধ্যয়নে সাহায্য করতে পারে। অনেকে জীবনের উৎপত্তি—জিজ্ঞেস করা যথার্থ এমন পাঁচটা প্রশ্ন (ইংরেজি) ব্রোশার অথবা যিহোবার নিকটবর্তী হোন বই অধ্যয়ন করে সাহায্য লাভ করেছে। এ ছাড়া, অনেক অল্পবয়সি jw.org ইংরেজি ওয়েবসাইট থেকে “What Does the Bible Really Teach?” শিরোনামের ধারাবাহিক অধ্যয়ন সহায়ক ব্যবহার করে আনন্দ পেয়েছে এবং উপকৃত হয়েছে। তুমি BIBLE TEACHINGS-এর অধীনে এটা খুঁজে পাবে। এই ধারাবাহিক অধ্যয়ন সহায়কের প্রত্যেকটা এমনভাবে তৈরি করা হয়েছে, যেন তা বাইবেলের কোনো একটা বিষয়ে তোমার বিশ্বাস দৃঢ় করতে পারে।

৮ যেহেতু তুমি বাইবেলের একজন ছাত্র, তাই তুমি হয়তো এই অধ্যয়ন সহায়কের কিছু প্রশ্নের উত্তর ইতিমধ্যেই জানো। কিন্তু, তুমি কি সেইসমস্ত উত্তর সম্বন্ধে নিশ্চিত? এই অধ্যয়ন সহায়কগুলো তোমাকে বিভিন্ন শাস্ত্রপদ নিয়ে মনোযোগ সহকারে চিন্তা করতে সাহায্য করবে আর এরপর তোমার বিশ্বাসের পিছনে বিভিন্ন কারণ লিখে রাখতে অনুপ্রাণিত করবে। এর ফলে তুমি জানতে পারবে, কীভাবে অন্যদের কাছে নিজের বিশ্বাস ব্যাখ্যা করা যায়। তোমার যদি অনলাইন থেকে “What Does the Bible Really Teach?” শিরোনামের ধারাবাহিক অধ্যয়ন সহায়ক ব্যবহার করার সুযোগ থাকে, তা হলে তোমার বিশ্বাস দৃঢ় করার জন্য ব্যক্তিগত অধ্যয়নের সময় তুমি সেগুলো ব্যবহার করতে পারো।

৯ তোমার বিশ্বাসকে দৃঢ় করার মাধ্যমে তুমি বাপ্তিস্ম নেওয়ার জন্য আরও এক ধাপ এগিয়ে যেতে পারবে। একজন কিশোরী বলেছিল: “বাপ্তিস্ম নেওয়ার আগে আমি বাইবেল অধ্যয়ন করেছিলাম এবং বুঝতে পেরেছিলাম, এটাই সত্য ধর্ম। আর আমার সেই বিশ্বাস প্রতিদিন আরও দৃঢ় হচ্ছে।”

তোমার কাজ

১০. কেন এটা আশা করা যুক্তিসংগত যে, একজন বাপ্তাইজিত খ্রিস্টান তার বিশ্বাসের সঙ্গে মিল রেখে বিভিন্ন কাজ করবে?

১০ বাইবেল বলে: “বিশ্বাসও কর্ম্মবিহীন হইলে আপনি একা বলিয়া তাহা মৃত।” (যাকোব ২:১৭) তোমার বিশ্বাস যদি দৃঢ় হয়, তা হলে সেটা তোমার কাজে প্রকাশ পাবে। বাইবেলের বর্ণনা অনুযায়ী, তুমি ‘পবিত্র আচার ব্যবহার ও ভক্তি’ প্রকাশ করবে।—পড়ুন, ২ পিতর ৩:১১.

১১. “পবিত্র আচার ব্যবহার” বা কাজ বলতে কী বোঝায়, তা ব্যাখ্যা করো।

১১ “পবিত্র আচার ব্যবহার” বা কাজ বলতে কী বোঝায়? তুমি যদি পবিত্র কাজ করতে চাও, তা হলে তোমাকে নৈতিকভাবে শুদ্ধ হতে হবে। উদাহরণ স্বরূপ, গত ছয় মাসের বিষয়ে চিন্তা করে দেখো। তুমি যখন ভুল কোনো কিছু করার জন্য প্রলোভিত হয়েছিলে, তখন তুমি কি কোনটা সঠিক ও কোনটা ভুল, তা নিয়ে মনোযোগ সহকারে চিন্তা করেছিলে? (ইব্রীয় ৫:১৪) তুমি কি এমন সময়ের কথা মনে করতে পার, যখন তুমি কোনো প্রলোভন অথবা সঙ্গীসাথির চাপের কাছে নতিস্বীকার করোনি? তুমি কি স্কুলে অন্যদের কাছে উদাহরণযোগ্য? তুমি কি যিহোবার প্রতি বিশ্বস্ত থাকো, না কি তোমার সহপাঠীরা যাতে তোমাকে নিয়ে ঠাট্টা না করে, সেইজন্য তাদের মতো হওয়ার চেষ্টা করো? (১ পিতর ৪:৩, ৪) অবশ্য, কেউই সিদ্ধ নয়। কখনো কখনো, দীর্ঘসময় ধরে যিহোবার সেবা করছে এমন ব্যক্তিরাও অন্যদের কাছে প্রচার করার ক্ষেত্রে লজ্জা পেতে পারে ও প্রচার করা কঠিন বলে মনে করতে পারে। কিন্তু, যে-ব্যক্তি নিজেকে ঈশ্বরের কাছে উৎসর্গ করেছে, সে যিহোবার সাক্ষি হতে পেরে গর্বিত হবে এবং নিজের শুদ্ধ আচরণের মাধ্যমে তা প্রকাশ করবে।

১২. “ভক্তি” বা ঈশ্বরীয় ভক্তির কিছু কাজ কী আর সেগুলোকে তোমার কীভাবে দেখা উচিত?

১২ “ভক্তি” বা ঈশ্বরীয় ভক্তির কাজ বলতে কী বোঝায়? এর অন্তর্ভুক্ত সেইসমস্ত কাজ, যেগুলো তুমি মণ্ডলীগতভাবে করে থাকো, যেমন সভাতে যাওয়া ও প্রচার করা। তবে সেইসমস্ত কাজও এর অন্তর্ভুক্ত, যেগুলো অন্যেরা দেখতে পায় না, যেমন যিহোবার কাছে তোমার ব্যক্তিগত প্রার্থনা এবং তোমার ব্যক্তিগত অধ্যয়ন। যে-ব্যক্তি নিজেকে যিহোবার কাছে উৎসর্গ করেছে, এই কাজগুলো তার কাছে বোঝা বলে মনে হবে না। সে দায়ূদের মতো অনুভব করবে, যিনি বলেছিলেন: “হে আমার ঈশ্বর, তোমার অভীষ্ট সাধনে আমি প্রীত, আর তোমার ব্যবস্থা আমার অন্তরে আছে।”—গীত. ৪০:৮.

১৩, ১৪. কোন বিষয়টা তোমাকে “ভক্তি” বা ঈশ্বরীয় ভক্তির কাজ করার ক্ষেত্রে সাহায্য করতে পারে আর কিছু অল্পবয়সি কীভাবে উপকৃত হয়েছিল?

১৩ “ভক্তি” বা ঈশ্বরীয় ভক্তির কাজ করার জন্য, কিছু প্রশ্ন বিবেচনা করা হয়তো তোমাকে সাহায্য করতে পারে। যেমন: “তোমার প্রার্থনা কতটা সুনির্দিষ্ট আর তা যিহোবার প্রতি তোমার প্রেম সম্বন্ধে কী প্রকাশ করে?” “তুমি ব্যক্তিগত অধ্যয়নে কোন বিষয়গুলো অন্তর্ভুক্ত করে থাকো?” “তোমার বাবা-মা প্রচারে না গেলেও তুমি কি প্রচারে যাও?”[১] তুমি এই প্রশ্নগুলোর উত্তর লিখে রাখতে পারো। এটা তোমাকে তোমার প্রার্থনা, ব্যক্তিগত অধ্যয়ন এবং প্রচারের মান উন্নত করার জন্য বিভিন্ন লক্ষ্যস্থাপন করতে সাহায্য করবে।

১৪ বাপ্তিস্ম নেওয়ার বিষয়ে চিন্তা করছে এমন কিছু অল্পবয়সির জন্য এই ধরনের প্রশ্নগুলোর উত্তর লিখে রাখা খুব সাহায্যকারী বলে প্রমাণিত হয়েছে। টিল্ডা নামে এক অল্পবয়সি বোন বলে, এই ধরনের প্রশ্নের উত্তর লিখে রাখার ফলে সে বিভিন্ন লক্ষ্যস্থাপন করতে পেরেছিল। তারপর সে একটা একটা করে সেইসমস্ত লক্ষ্যে পৌঁছেছিল এবং এক বছর পর বাপ্তিস্ম নেওয়ার জন্য প্রস্তুত হয়েছিল। প্যাট্রিক নামে একজন অল্পবয়সি ভাইও একইভাবে সফল হয়েছিল। সে বলে: “আমার বিভিন্ন লক্ষ্য সম্বন্ধে আমি ইতিমধ্যেই জানতাম, কিন্তু তারপরও সেগুলো লিখে রাখার ফলে, আমি সেগুলোতে পৌঁছানোর জন্য আরও বেশি কাজ করতে অনুপ্রাণিত হয়েছিলাম।”

একজন অপবয়সি ছলে মডলীর সভায় মন্তব্য করছ

তোমার বাবা-মা যদি যিহোবার সেবা করা বন্ধ করে দেন, তারপরও কি তুমি তাঁর সেবা করবে? (১৫ অনুচ্ছেদ দেখুন)

১৫. কেন উৎসর্গীকরণ এক ব্যক্তিগত সিদ্ধান্ত হওয়া উচিত, তা ব্যাখ্যা করো।

১৫ আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হল: “তোমার বাবা-মা ও বন্ধুবান্ধব যদি যিহোবার সেবা করা বন্ধ করে দেয়, তারপরও কি তুমি তাঁর সেবা করবে?” তুমি যখন যিহোবার কাছে নিজেকে উৎসর্গ করবে এবং বাপ্তিস্ম নেবে, তখন যিহোবার সঙ্গে তোমার এক ব্যক্তিগত সম্পর্ক গড়ে উঠবে। তাই, যিহোবার জন্য তুমি যা-কিছু করো, সেটা বাবা-মা অথবা অন্য কারো উপর নির্ভর করে না। তোমার পবিত্র আচার-ব্যবহার ও ঈশ্বরীয় ভক্তির কাজগুলো প্রকাশ করে, তুমি সত্য সম্বন্ধে নিশ্চিত এবং তুমি ঈশ্বরের মান অনুসরণ করতে চাও। এভাবে শীঘ্রই তুমি বাপ্তিস্ম নেওয়ার জন্য যোগ্য হয়ে উঠবে।

তোমার কৃতজ্ঞ মনোভাব

১৬, ১৭. (ক) একজন ব্যক্তি মূলত কোন কারণে খ্রিস্টান হয়ে থাকে? (খ) মুক্তির মূল্যের প্রতি কৃতজ্ঞ মনোভাবের বিষয়টা কীভাবে উদাহরণের সাহায্য ব্যাখ্যা করা যেতে পারে?

১৬ মোশির ব্যবস্থা ভালোভাবে জানতেন এমন একজন ব্যক্তি একবার যিশুকে জিজ্ঞেস করেছিলেন: “কোন আজ্ঞা মহৎ?” যিশু উত্তর দিয়েছিলেন: “তোমার সমস্ত অন্তঃকরণ, তোমার সমস্ত প্রাণ ও তোমার সমস্ত মন দিয়া তোমার ঈশ্বর প্রভুকে প্রেম করিবে।” (মথি ২২:৩৫-৩৭) মূলত কোন কারণে একজন ব্যক্তি বাপ্তিস্ম নেবে ও সেইসঙ্গে অন্যান্য খ্রিস্টীয় কাজ করবে, তা যিশু ব্যাখ্যা করেছিলেন আর সেটা হল, যিহোবার প্রতি ভালোবাসা। যিহোবার প্রতি তোমার ভালোবাসা গভীর করার একটা উত্তম উপায় হচ্ছে, মানবজাতির জন্য ঈশ্বরের সর্বমহৎ উপহার অর্থাৎ মুক্তির মূল্য সম্বন্ধে মনোযোগ সহকারে চিন্তা করা। (পড়ুন, ২ করিন্থীয় ৫:১৪, ১৫; ১ যোহন ৪:৯, ১৯.) তুমি যখন তা করবে, তখন তুমি এই চমৎকার উপহারের জন্য তোমার কৃতজ্ঞতা প্রকাশ করতে চাইবে।

১৭ মুক্তির মূল্যের জন্য তোমার মনোভাব কেমন হবে, তা এভাবে ব্যাখ্যা করা যেতে পারে: মনে করো, তুমি জলে ডুবে যাচ্ছিলে আর ঠিক সেই সময়ে কেউ তোমাকে উদ্ধার করেছেন। তখন তুমি কি তাকে কিছু না বলে ঘরে গিয়ে শুকনো জামাকাপড় পরে নেবে আর সেই ব্যক্তি তোমার জন্য যা করেছেন, তা ভুলে যাবে? কখনোই না! যে-ব্যক্তি তোমার জীবন বাঁচিয়েছেন, তার প্রতি তুমি নিশ্চয়ই সবসময় কৃতজ্ঞ থাকবে! একইভাবে, মুক্তির মূল্যের জন্য আমাদের যিহোবা ও যিশুর প্রতি অত্যন্ত কৃতজ্ঞ মনোভাব থাকা উচিত। আমাদের জীবনের জন্য আমরা তাঁদের কাছে ঋণী! তাঁরা আমাদেরকে পাপ ও মৃত্যু থেকে উদ্ধার করেছেন। আমাদের প্রতি তাঁদের ভালোবাসার কারণে আমরা পরমদেশ পৃথিবীতে চিরকাল বেঁচে থাকার আশা লাভ করতে পেরেছি!

১৮, ১৯. (ক) যিহোবার কাছে নিজেকে উৎসর্গ করার বিষয়ে কেন তোমার ভয় পাওয়া উচিত নয়? (খ) যিহোবাকে সেবা করার ফলে তোমার জীবন কীভাবে আরও ভালো হবে?

১৮ যিহোবা তোমার জন্য যা-কিছু করেছেন, সেগুলোর জন্য তুমি কি কৃতজ্ঞ? যদি কৃতজ্ঞ হও, তা হলে নিজেকে উৎসর্গ করা ও বাপ্তিস্ম নেওয়া তোমার জন্য উপযুক্ত হবে। উৎসর্গীকরণ হচ্ছে ঈশ্বরের কাছে তোমার এই প্রতিজ্ঞা যে, তুমি চিরকাল তাঁর ইচ্ছা পালন করবে। এইরকম প্রতিজ্ঞা করার ব্যাপারে কি তোমার ভয় পাওয়া উচিত? না! যিহোবা তোমাকে সর্বোত্তম বিষয়টা দিতে চান আর যারা তাঁর ইচ্ছা পালন করে, তাদের তিনি পুরস্কার দেবেন। (ইব্রীয় ১১:৬) তুমি যখন নিজেকে ঈশ্বরের কাছে উৎসর্গ করবে ও বাপ্তিস্ম নেবে, তখন তোমার জীবন আরও খারাপ নয় বরং আরও ভালো হবে! ২৪ বছর বয়সি একজন ভাই, যিনি কিশোর বয়সে পৌঁছানোর আগেই বাপ্তিস্ম নিয়েছিলেন, তিনি বলেন, “যদি আরও বেশি বয়সে বাপ্তিস্ম নিতাম, তা হলে আমার হয়তো আরও বেশি বোধগম্যতা থাকত। কিন্তু যিহোবার কাছে নিজেকে উৎসর্গ করার বিষয়ে আমার সিদ্ধান্ত, আমাকে জাগতিক বিষয়ের পিছনে ছোটা থেকে সুরক্ষা করেছে।”

১৯ যিহোবা তোমার জন্য সর্বোত্তম বিষয়টা চান। কিন্তু, শয়তান হল স্বার্থপর আর সে তোমার মঙ্গলের বিষয়ে চিন্তা করে না। তুমি যদি তাকে অনুসরণ করো, তা হলে সে তোমাকে ভালো কিছু দিতে পারবে না। কীভাবে সে তোমাকে এমন কিছু দেবে, যা তার নিজেরই নেই? তার জন্য কোনো ভালো খবর নেই আর তার কোনো আশাও নেই। সে তোমাকে কেবল এক অন্ধকার ভবিষ্যৎ দিতে পারে কারণ তার নিজের ভবিষ্যৎ অন্ধকার!—প্রকা. ২০:১০.

২০. উৎসর্গীকরণ ও বাপ্তিস্মের লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে উন্নতি করার জন্য একজন অল্পবয়সি কী করতে পারে? (এ ছাড়া, “তোমাকে উন্নতি করতে সাহায্য করার জন্য কিছু বিষয়” শিরোনামের বাক্স দেখো।)

২০ যিহোবার কাছে নিজের জীবন উৎসর্গ করা হচ্ছে তোমার জীবনের সবচেয়ে উত্তম সিদ্ধান্ত। তুমি কি সেই পদক্ষেপ গ্রহণের জন্য প্রস্তুত? যদি প্রস্তুত হয়ে থাকো, তা হলে সেই প্রতিজ্ঞা করতে ভয় পেও না। কিন্তু তোমার যদি মনে হয় তুমি এখনও প্রস্তুত নও, তা হলে উন্নতি করে চলার জন্য এই প্রবন্ধের পরামর্শগুলো ব্যবহার করো। পৌল ফিলিপীর ভাই-বোনদেরকে তারা যে-পর্যন্ত পৌঁছেছিল বা উন্নতি করেছিল, তা বজায় রাখার জন্য পরামর্শ দিয়েছিলেন। (ফিলি. ৩:১৬) তুমি যদি সেই পরামর্শ অনুসরণ করো, তা হলে শীঘ্রই তুমি যিহোবার কাছে নিজেকে উৎসর্গ করতে ও বাপ্তিস্ম নিতে চাইবে।

^ [১] (১৩ অনুচ্ছেদ) যুবক-যুবতীদের জিজ্ঞাস্য—যে-উত্তরগুলো কাজ করে (ইংরেজি) বইয়ের দ্বিতীয় খণ্ডের ৩০৮ ও ৩০৯ পৃষ্ঠায় দেওয়া অনুশীলনী ব্যবহার করে কিছু অল্পবয়সি উপকৃত হয়েছে।

তোমাকে উন্নতি করতে সাহায্য করার জন্য কিছু বিষয়

সচেতন থাক! (বর্তমানে সজাগ হোন!) পত্রিকার “যুবক-যুবতীদের জিজ্ঞাস্য” শিরোনামের ধারাবাহিক প্রবন্ধ থেকে

  • “কীভাবে আমি আমার প্রার্থনার গুণগত মান উন্নত করতে পারি?”—নভেম্বর ২০০৮ (ইংরেজি)

  • “কীভাবে আমি বাইবেল পড়াকে এক উপভোগ্য বিষয় করে তুলতে পারি?”—এপ্রিল ২০০৯ (ইংরেজি)

  • “আমি কে?”—অক্টোবর ২০১১ (ইংরেজি)

  • “কীভাবে আমি ব্যক্তিগত বাইবেল অধ্যয়ন উপভোগ করতে পারি?”—ফেব্রুয়ারি ২০১২ (ইংরেজি)

  • “কেন খ্রিস্টীয় সভাতে যাব?”—এপ্রিল ২০১২ (ইংরেজি)

যুবক-যুবতীদের জিজ্ঞাস্য—যে-উত্তরগুলো কাজ করে (ইংরেজি) বইয়ের

খণ্ড ১ থেকে

  • “কীভাবে আমি ঈশ্বরের উপাসনাকে এক উপভোগ্য বিষয় করে তুলতে পারি?”—৩৮ অধ্যায়

  • “কেন আমি স্কুলে নিজের বিশ্বাস সম্বন্ধে জানাতে ভয় পাই?”—১৭ অধ্যায়

খণ্ড ২ থেকে

  • “কেন বাইবেলের মান অনুযায়ী জীবনযাপন করব?”—৩৪ অধ্যায়

  • “কীভাবে আমি ঈশ্বরের বন্ধু হতে পারি?”—৩৫ অধ্যায়

  • “আমার কি বাপ্তিস্ম নেওয়া উচিত?”—৩৭ অধ্যায়

আরও তথ্যের জন্য এই প্রবন্ধগুলো দেখো: প্রহরীদুর্গ ০০ ৩/১৫ পৃষ্ঠা ১৫-২০; প্রহরীদুর্গ ০০ ১০/১ পৃষ্ঠা ১৩-২৩; প্রহরীদুর্গ ১২ ১/১৫ পৃষ্ঠা ১৫; প্রহরীদুর্গ ১৩ ৯/১৫, পৃষ্ঠা ১৩-১৪, অনু. ৪-১০; দায়িত্ববান সন্তান ব্রোশার পৃষ্ঠা ২৬-২৮.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার