ভূমিকা
আপনি কী মনে করেন?
বাইবেলের শেষ বই প্রকাশিত বাক্যে বর্ণিত চার জন অশ্বারোহীর দৃশ্যটা সবার কাছে খুবই পরিচিত। কেউ কেউ এটা পড়ে আতঙ্কিত হয় আবার অনেকে কৌতূহলী হয়ে ওঠে। এই ভবিষ্যদ্বাণী সম্বন্ধে বাইবেল যা জানায়, তা লক্ষ করুন:
“ধন্য, যে এই ভাববাণীর বাক্য সকল পাঠ করে, ও যাহারা শ্রবণ করে।”—প্রকাশিত বাক্য ১:৩.
প্রহরীদুর্গ পত্রিকার এই সংখ্যায় ব্যাখ্যা করা হয়েছে, কীভাবে চার জন অশ্বারোহীর যাত্রা আমাদের জন্য ভালো খবর হিসেবে প্রমাণিত হতে পারে।