ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w17 নভেম্বর পৃষ্ঠা ১৮-১৯
  • “দানশীল ব্যক্তি আশীর্ব্বাদযুক্ত হইবে”

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • “দানশীল ব্যক্তি আশীর্ব্বাদযুক্ত হইবে”
  • প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (অধ্যয়ন)—২০১৭
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • “এই কার্য্য অতি মহৎ”
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (অধ্যয়ন)—২০১৬
  • যিহোবার উদারতার প্রতি উপলব্ধি দেখান
    ২০১৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • তাদের উপচয়ে অভাব পূর্ণ হয়
    ২০১২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • যিহোবা ইচ্ছুক মনোভাবাপন্ন ব্যক্তিদের প্রচুররূপে আশীর্বাদ করেন
    ২০১৪ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (অধ্যয়ন)—২০১৭
w17 নভেম্বর পৃষ্ঠা ১৮-১৯
হান্না ছাট্ট শমূয়েলকে আবাসে নিয়ে আসেন

“দানশীল ব্যক্তি আশীর্ব্বাদযুক্ত হইবে”

বলিদান করার বিষয়টা দীর্ঘসময় ধরে সত্য উপাসনার একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে এসেছে। ইস্রায়েলীয়রা পশুবলি উৎসর্গ করত এবং খ্রিস্টানরা সবসময়ই তাদের ‘স্তব-বলির’ জন্য সুপরিচিত হয়ে এসেছে। তবে, এমন আরও বলিদান রয়েছে, যেগুলো ঈশ্বরকে অনেক খুশি করে। (ইব্রীয় ১৩:১৫, ১৬) এই বলিদানগুলো আনন্দ ও সেইসঙ্গে আশীর্বাদ নিয়ে আসে, ঠিক যেমনটা পরবর্তী উদাহরণগুলোতে দেখানো হয়েছে।

হান্না নামে প্রাচীন কালের একজন বিশ্বস্ত দাসী একটা পুত্র সন্তান লাভ করার জন্য আকুল আকাঙ্ক্ষী ছিলেন কিন্তু তিনি সন্তানধারণে অক্ষম ছিলেন। তিনি প্রার্থনায় যিহোবার কাছে এই মানত করেছিলেন যে, তিনি যদি একটি পুত্র সন্তানের জন্ম দেন, তা হলে তিনি ‘চিরদিনের জন্য তাহাকে সদাপ্রভুর উদ্দেশে নিবেদন করিবেন।’ (১ শমূ. ১:১০, ১১) একসময়, হান্না গর্ভবতী হয়েছিলেন এবং তিনি একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন ও তার নাম রেখেছিলেন শমূয়েল। শমূয়েল স্তন্যপান ত্যাগ করার পর, হান্না তার মানত অনুযায়ী শমূয়েলকে আবাসে নিয়ে গিয়েছিলেন। যিহোবা হান্নাকে তার আত্মত্যাগমূলক মনোভাবের জন্য আশীর্বাদ করেছিলেন। তিনি আরও পাঁচটা সন্তানের জন্ম দেওয়ার আশীর্বাদ লাভ করেছিলেন এবং শমূয়েল একজন ভাববাদী ও বাইবেল লেখক হয়ে উঠেছিলেন।—১ শমূ. ২:২১.

হান্না ও শমূয়েলের মতো, বর্তমানেও খ্রিস্টানদের তাদের জীবনকে সৃষ্টিকর্তার প্রতি উৎসর্গীকৃত সেবায় ব্যবহার করার সুযোগ রয়েছে। যিশু প্রতিজ্ঞা করেছিলেন, যিহোবার উপাসনা করার জন্য আমাদের করা যেকোনো বলিদান অর্থাৎ ত্যাগস্বীকারের জন্য আমরা প্রচুর আশীর্বাদ লাভ করব।—মার্ক ১০:২৮-৩০.

প্রথম শতাব্দীতে, দর্কা নামে একজন খ্রিস্টান বোন তার ‘নানা সৎক্রিয়া ও দানকার্য্যের’ অর্থাৎ তিনি অন্যদের সাহায্য করার জন্য যে-সমস্ত ত্যাগস্বীকার করতেন, সেগুলোর জন্য সুপরিচিত ছিলেন। কিন্তু দুঃখের বিষয় হল, ‘তিনি পীড়িত হইয়া মারা পড়িয়াছিলেন,’ যার ফলে পুরো মণ্ডলী দুঃখিত হয়েছিল। শিষ্যরা যখন শুনেছিল যে, পিতর সেই এলাকায় রয়েছেন, তখন তারা তাকে সঙ্গেসঙ্গে সেখানে আসার জন্য অনুরোধ করেছিল। কল্পনা করুন, পিতর যখন এসে দর্কাকে পুনরুত্থিত করেছিলেন, তখন তারা কতই-না আনন্দিত হয়েছিল! সেটা ছিল শাস্ত্রে লিপিবদ্ধ একজন প্রেরিতের মাধ্যমে করা প্রথম পুনরুত্থানের বিবরণ। (প্রেরিত ৯:৩৬-৪১) ঈশ্বর দর্কার বিভিন্ন ত্যাগস্বীকার ভুলে যাননি। (ইব্রীয় ৬:১০) তার দানশীল মনোভাব বা উদারতার নথি ঈশ্বরের বাক্যে সংরক্ষিত করা হয়েছে, যেন আমরা তার উত্তম উদাহরণ অনুকরণ করি।

প্রেরিত পৌলও উদারভাবে অন্যদের জন্য তার সময় ব্যয় করার ও তাদের প্রতি মনোযোগ দেওয়ার মাধ্যমে এক চমৎকার উদাহরণ স্থাপন করেছিলেন। করিন্থের খ্রিস্টান ভাইদের কাছে চিঠি লেখার সময় পৌল বলেছিলেন: “আমি অতিশয় আনন্দের সহিত তোমাদের প্রাণের নিমিত্ত ব্যয় করিব, এবং ব্যয়িতও হইব।” (২ করি. ১২:১৫) পৌল তার অভিজ্ঞতা থেকে শিখেছিলেন যে, অন্যদের জন্য ত্যাগস্বীকার করা কেবল ব্যক্তিগত পরিতৃপ্তিই এনে দেয় না কিন্তু সেইসঙ্গে এটার মাধ্যমে যিহোবার আশীর্বাদ ও অনুমোদন লাভ করা যায়, যেটা হল সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।—প্রেরিত ২০:২৪, ৩৫.

স্পষ্টতই, আমরা যখন রাজ্যের বিষয়গুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার এবং সহউপাসকদের সাহায্য করার জন্য আমাদের সময় ও শক্তি ব্যবহার করি, তখন যিহোবা খুশি হন। কিন্তু, আরও এমন উপায় কি রয়েছে, যেগুলোর মাধ্যমে আমরা রাজ্যের প্রচার কাজকে সমর্থন করতে পারি? হ্যাঁ, রয়েছে! আমাদের সময় ও শক্তি ব্যবহার করার পাশাপাশি আমরা আর্থিক দানের মাধ্যমেও ঈশ্বরকে সম্মান করতে পারি। এই দানগুলো বিশ্বব্যাপী প্রচার কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করা হয়, যেটার অন্তর্ভুক্ত হল মিশনারি ও অন্যান্য বিশেষ পূর্ণসময়ের দাসদের সমর্থন করা। এর পাশাপাশি, সাহিত্যাদি ও ভিডিও তৈরি করার এবং অনুবাদ করার কাজ, দুর্যোগের সময় ত্রাণ কাজে সহযোগিতা করার কাজ এবং নতুন কিংডম হল নির্মাণ করার কাজ, সমস্তই আমাদের স্বেচ্ছাকৃত দানের সাহায্যে করা হয়। আমরা এই বিষয়ে আশ্বস্ত হতে পারি যে, “সুনয়ন [“দানশীল,” বাংলা কমন ল্যাঙ্গুয়েজ ভারশন] ব্যক্তি আশীর্ব্বাদযুক্ত হইবে।” এ ছাড়া, আমরা যখন যিহোবার উদ্দেশে আমাদের ধন বা মূল্যবান বিষয়গুলো উৎসর্গ করি, তখন আমরা তাঁকে সম্মান করি।—হিতো. ৩:৯; ২২:৯.

কেউ কেউ যে-উপায়গুলোতে বিশ্বব্যাপী কাজের জন্য দান করে থাকে

বর্তমানে অনেকে “কিছু কিছু রাখিয়া” দেয় বা কিছু পরিমাণ অর্থ আলাদা করে রাখে এবং মণ্ডলীতে “বিশ্বব্যাপী কাজ” নামক দান বাক্সে সেটা দিয়ে থাকে। (১ করি. ১৬:২) প্রত্যেক মাসে, মণ্ডলীগুলো এই দান যিহোবার সাক্ষিদের সেই শাখা অফিসে পাঠিয়ে দেয়, যেটা তাদের শাখার এলাকার জন্য কাজ করে থাকে। এ ছাড়া, আপনার দেশে যিহোবার সাক্ষিদের দ্বারা ব্যবহৃত কোনো বৈধ সত্তার নামেও আপনি সরাসরি দান পাঠাতে পারেন।a আপনি সরাসরি যে-দানগুলো পাঠাতে পারেন, সেগুলো নীচে উল্লেখ করা হল:

শর্তহীন দান

  • ইলেকট্রনিক ব্যাঙ্ক ট্রান্সফার, ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে দান। কোনো কোনো শাখায় এটা jw.org অথবা কোনো নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমেও করা যায়।b

  • নগদ অর্থ, জুয়েলারি অথবা অন্যান্য মূল্যবান ব্যক্তিগত সম্পত্তি দান। নগদ অর্থ বা অন্যান্য জিনিস যে শর্তহীন দান, তা উল্লেখ করে একটা চিঠি অন্তর্ভুক্ত করুন।

দাতব্য পরিকল্পনাc

বিশ্বব্যাপী রাজ্যের কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উপহার হিসেবে অর্থ বা মূল্যবান ব্যক্তিগত সম্পদ পাঠানো ছাড়াও, দান করার অন্যান্য উপায় রয়েছে। এই উপায়গুলো সম্বন্ধে এখানে উল্লেখ করা হয়েছে। আপনি যে-উপায় বা উপায়গুলোই ব্যবহার করতে চান না কেন, দয়া করে প্রথমে আপনার শাখার এলাকার জন্য যে-শাখা অফিস কাজ করে থাকে, সেখানে যোগাযোগ করুন যেন আপনি জানতে পারেন যে, এখানে উল্লেখিত কোন উপায়গুলো আপনার দেশে রয়েছে। যেহেতু, বৈধ চাহিদা এবং কর সংক্রান্ত আইনগুলো ভিন্ন হয়ে থাকে, তাই দান করার জন্য সর্বোত্তম উপায়টা বেছে নেওয়ার আগে যোগ্য কোনো কর অথবা আইন উপদেষ্টার সঙ্গে পরামর্শ করে নেওয়া গুরুত্বপূর্ণ।

বিমা: কোনো জীবনবিমা প্রকল্প, ব্যক্তিগত অবসরকালীন আ্যকাউন্ট অথবা অবসরগ্রহণ/পেনশন পরিকল্পনার স্বত্বভোগী হিসেবে যিহোবার সাক্ষিদের দ্বারা ব্যবহৃত কোনো সত্তার নাম নির্দিষ্টভাবে উল্লেখ করে দান করা।

ব্যাঙ্ক আ্যকাউন্ট: ব্যাঙ্ক আ্যকাউন্টগুলোকে স্থানীয় ব্যাঙ্কের নিয়ম অনুসারে ব্যক্তির মৃত্যুর পর যিহোবার সাক্ষিদের দ্বারা ব্যবহৃত কোনো সত্তার নামে প্রদান করা যেতে পারে।

স্টক ও বন্ড: স্টক ও বন্ডগুলোকে যিহোবার সাক্ষিদের দ্বারা ব্যবহৃত কোনো সত্তার নামে শর্তহীন উপহার হিসেবে অথবা মৃত্যুর পর হস্তান্তর করা হবে, এই চুক্তির ভিত্তিতে দান করা যেতে পারে।

স্থাবর সম্পত্তি: বিক্রয়যোগ্য স্থাবর সম্পত্তি যিহোবার সাক্ষিদের দ্বারা ব্যবহৃত কোনো সত্তার নামে, হয় এক শর্তহীন উপহার হিসেবে অথবা আবাসিক সম্পত্তির ক্ষেত্রে দাতার জন্য জীবনস্বত্ত্বরূপে সংরক্ষণ করে তা প্রদান করা যেতে পারে, এই শর্তে যে, তিনি তার জীবনকালে সেখানে বসবাস করতে পারবেন।

উইল ও ট্রাস্ট: সম্পত্তি অথবা অর্থ আইনসম্মতভাবে সম্পন্ন উইলের সাহায্যে যিহোবার সাক্ষিদের দ্বারা ব্যবহৃত কোনো সত্তার নামে হস্তান্তর করা যেতে পারে অথবা ট্রাস্ট চুক্তির স্বত্বভোগী হিসেবে দান করা যেতে পারে। এই ব্যবস্থা হয়তো কর প্রদানের ক্ষেত্রে কিছুটা সুবিধা প্রদান করবে।

“দাতব্য পরিকল্পনা” শব্দটা যেমন ইঙ্গিত করে, এই ধরনের দানগুলো করার জন্য সাধারণত দাতার আগে থেকেই পরিকল্পনা করা দরকার। যে-ব্যক্তিরা কোনো ধরনের দাতব্য পরিকল্পনার মাধ্যমে যিহোবার সাক্ষিদের বিশ্বব্যাপী কাজে সাহায্য করতে চায়, তাদের সহযোগিতা করার জন্য ইংরেজি ও স্প্যানিশ ভাষায় একটা ব্রোশার প্রস্তুত করা হয়েছে, যেটার শিরোনাম হল বিশ্বব্যাপী রাজ্যের কাজের জন্য দাতব্য পরিকল্পনা।d এই ব্রোশারটা উপহার দেওয়ার বিভিন্ন উপায় সম্বন্ধে তথ্য জোগানোর জন্য লেখা হয়েছে, যেগুলো হয় এখনই কিংবা মৃত্যুর পর উইলের মাধ্যমে দেওয়া যেতে পারে। এই ব্রোশারে যে-তথ্যগুলো প্রদান করা হয়েছে, সেগুলো হয়তো আপনি যে-দেশে থাকেন, সেখানকার কর অথবা অন্যান্য আইনের কারণে আপনার ক্ষেত্রে পুরোপুরি প্রযোজ্য না-ও হতে পারে। দান করার এই উপায়গুলো ব্যবহার করার মাধ্যমে অনেকেই বিশ্বব্যাপী আমাদের ধর্মীয় এবং মানবিক কাজকে সমর্থন করার জন্য সাহায্য করতে সমর্থ হয়েছে আর তা করার ফলে কর দেওয়ার ক্ষেত্রে তাদের সুবিধাগুলো বৃদ্ধি করেছে। আপনার দেশে যদি পাওয়া যায়, তা হলে স্থানীয় মণ্ডলীর সচিবের কাছে অনুরোধ করার মাধ্যমে আপনি হয়তো এই ব্রোশারের একটা কপি পেতে পারেন।

আরও তথ্য জানার জন্য, আপনি হয়তো নীচে দেওয়া ঠিকানায় চিঠি লিখে অথবা টেলিফোনের মাধ্যমে যিহোবার সাক্ষিদের সঙ্গে যোগাযোগ করতে পারেন:

Jehovah’s Witnesses of India

Post Box 6440, Yelahanka Bengaluru 560064 Karnataka, India Telephone: 080-23092426

a ভারতে এটা “Jehovah’s Witnesses of India”-র প্রতি প্রদানযোগ্য হিসেবে পাঠানো উচিত।

b যে-সমস্ত ব্যক্তির ভারতীয় পাসপোর্ট রয়েছে, তারা www.jwindiagift.org এই ওয়েবসাইট ব্যবহার করতে পারেন।

c চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে, দয়া করে স্থানীয় শাখা অফিসের সঙ্গে যোগাযোগ করুন।

d ভারতে, “তুমি সদাপ্রভুর সম্মান কর আপনার ধনে” নামক নথিটা ইংরেজি, হিন্দি, কান্নাড়া, মালায়ালাম, তামিল এবং তেলুগু ভাষায় পাওয়া যাচ্ছে।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার