ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w18 জুলাই পৃষ্ঠা ৩০-৩১
  • যেভাবে আপনার বাইবেল অধ্যয়ন হতে পারে আরও বেশি কার্যকরী ও আনন্দদায়ক

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • যেভাবে আপনার বাইবেল অধ্যয়ন হতে পারে আরও বেশি কার্যকরী ও আনন্দদায়ক
  • প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (অধ্যয়ন)—২০১৮
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • তিনি চান যেন আমরা সফল হই যিহোশূয়ের
    ২০১০ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • অধ্যয়ন—আনন্দ ও ভাল ফল নিয়ে আসে
    ২০০০ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • কীভাবে আপনি বাইবেল থেকে সবচেয়ে বেশি উপকার লাভ করতে পারেন?
    চিরকাল জীবন উপভোগ করুন!—ঈশ্বরের কাছ থেকে শিখুন
  • যিহোবার ব্যবস্থা থেকে পূর্ণরূপে উপকার লাভ করুন
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (অধ্যয়ন)—২০১৬
আরও দেখুন
প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (অধ্যয়ন)—২০১৮
w18 জুলাই পৃষ্ঠা ৩০-৩১
যিহোশূয় পদীপের আলোতে ব্যবথা পাঠ করছন

যেভাবে আপনার বাইবেল অধ্যয়ন হতে পারে আরও বেশি কার্যকরী ও আনন্দদায়ক

যিহোশূয় ব্যবথা পাঠ করছন; যিরীহোর পাচীর পড়ে যাচ্ছ আর রাহবের বাড়ি অটল অবথায় আছ; যিহোশূয় পার্থনায় স্বর্গের দিকে তার হাত তুলছন

যিহোশূয়কে এই কার্যভার দেওয়া হয়েছিল যেন তিনি ইস্রায়েল জাতিকে নেতৃত্ব দিয়ে প্রতিজ্ঞাত দেশে নিয়ে যান। এটা খুবই কঠিন এক কার্যভার ছিল। কিন্তু, যিহোবা তাকে এই কথাগুলো বলার মাধ্যমে শক্তিশালী ও উৎসাহিত করেছিলেন: “তুমি . . . বলবান হও ও অতিশয় সাহস কর।” তিনি যিহোশূয়কে বলেছিলেন যে, তিনি যদি ব্যবস্থা পাঠ করেন ও সেটার বাধ্য হন, তা হলে তিনি বুদ্ধিপূর্বক অর্থাৎ বিজ্ঞতার সঙ্গে বিভিন্ন সিদ্ধান্ত নিতে পারবেন এবং তার শুভগতি হবে অর্থাৎ তিনি সফল হতে পারবেন।—যিহো. ১:৭, ৮.

যেহেতু আমরা ‘বিষম সময়ে’ বাস করছি, তাই আমাদের জীবনও বেশ কঠিন হতে পারে। (২ তীম. ৩:১) আমরা যদি যিহোশূয়ের মতো সফল হতে চাই, তা হলে আমাদের সেই পরামর্শ অনুসরণ করতে হবে, যেটা যিহোবা তাকে দিয়েছিলেন। আমাদের নিয়মিতভাবে বাইবেল পড়তে হবে আর সেখান থেকে আমরা যা শিখি, তা ব্যবহার করে ভালো সিদ্ধান্ত নিতে হবে।

তবে, আমাদের মধ্যে কেউ কেউ হয়তো জানেন না যে, কীভাবে অধ্যয়ন করতে হয় অথবা আমরা হয়তো অধ্যয়ন করার বিষয়টাকে আনন্দদায়ক বলে মনে করি না। কিন্তু, ব্যক্তিগত বাইবেল অধ্যয়ন করা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যখন “এই পরামর্শগুলো কাজে লাগানোর চেষ্টা করুন” শিরোনামের বাক্সটা নিয়ে বিবেচনা করবেন, তখন আপনি এমন অনেক পরামর্শ খুঁজে পাবেন, যেগুলো আপনার অধ্যয়নকে আরও বেশি উপকারজনক ও আনন্দদায়ক করে তোলার জন্য আপনাকে সাহায্য করবে।

গীতরচক গেয়েছিলেন: “তোমার আজ্ঞা-পথে আমাকে গমন করাও, কারণ তাহাতেই আমার প্রীতি।” (গীত. ১১৯:৩৫) আপনিও ঈশ্বরের বাক্য অধ্যয়ন করাকে আনন্দদায়ক করে তুলতে পারেন। আপনি যখন বাইবেল অধ্যয়ন করে যাবেন, তখন আপনি অনেক সুন্দর সুন্দর বিষয় খুঁজে পাবেন।

যদিও যিহোশূয়ের মতো আপনাকে একটা জাতিকে নেতৃত্ব দেওয়ার কার্যভার দেওয়া হয়নি, তবে আপনাকে নিশ্চয়ই কিছু ব্যক্তিগত কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। তাই যিহোশূয়ের মতোই, ঈশ্বরের বাক্য অধ্যয়ন করুন ও সেটির বাধ্য হোন। আপনি যদি এমনটা করেন, তা হলে আপনি বিজ্ঞতার সঙ্গে বিভিন্ন সিদ্ধান্ত নিতে পারবেন এবং সফল হতে পারবেন।

এই পরামর্শগুলো কাজে লাগানোর চেষ্টা করুন

  • একজন ব্যক্তি পার্থনা করার সময় হাত জড়ো করছন

    অধ্যয়নের আগে প্রার্থনা করুন। বাইবেলের মধ্যে যিহোবার চিন্তাভাবনা রয়েছে আর সেগুলো আপনার উপকারের জন্য লেখা হয়েছে। তাই আপনি যখন বাইবেল পড়েন, তখন যিহোবার কাছে সাহায্য চান যেন তিনি আপনাকে সেই বিষয়বস্তু বুঝতে, মনে রাখতে এবং জীবনে ভালো সিদ্ধান্তগুলো নেওয়ার জন্য সেটা ব্যবহার করতে সাহায্য করেন।—ইষ্রা ৭:১০.

  • একজন ব্যক্তি নিজেকে একটা পন জিজ্ঞেস করছন

    নিজেকে প্রশ্ন জিজ্ঞেস করুন। বাইবেল অথবা বাইবেলভিত্তিক সাহিত্যাদি পড়ার সময়ে নিজেকে এই ধরনের প্রশ্ন জিজ্ঞেস করুন: ‘এই অংশটা যিহোবা সম্বন্ধে আমাকে কী শেখায়? এটা বাইবেলের মূলভাবের সঙ্গে কীভাবে সম্পর্কযুক্ত? কীভাবে আমি এই চিন্তাভাবনাগুলো অন্যদের সাহায্য করার জন্য ব্যবহার করতে পারি?’

  • একজন ব্যক্তি ধ্যান করছন

    আপনি যা অধ্যয়ন করেন, তা নিয়ে ধ্যান করুন। একটু থেমে এটা নিয়ে চিন্তা করুন যে, আপনি সবেমাত্র কী পড়লেন। নিজেকে জিজ্ঞেস করুন: ‘এটা পড়ে আমি কেমন অনুভব করছি? কেন আমি এইরকম অনুভব করছি? আমার প্রতি অতীতে যা ঘটেছে, বর্তমানে যা ঘটছে অথবা ভবিষ্যতে যা ঘটতে পারে, সেটার সঙ্গে এই বিষয়টা কীভাবে সম্পর্কযুক্ত? কীভাবে আমি আমার জীবনে বাইবেলের এই নীতিগুলো অথবা এই পরামর্শ কাজে লাগাতে পারি?’ (ইয়োব ২৩:৫; গীত. ৪৯:৩) ধ্যান করার সময়ে দেখুন, আপনি এটা ব্যাখ্যা করতে পারেন কি না যে, কেন যিহোবা তাঁর লোকেদের কিছু নির্দিষ্ট কাজ এড়িয়ে চলতে বলেন। অথবা এটা নিয়ে চিন্তা করুন, আপনি সবেমাত্র যে-ব্যক্তির বিষয়ে পড়েছেন, তিনি যদি বিভিন্ন বিষয়কে ভিন্ন উপায়ে করতেন, তা হলে সেটার পরিণতি কী হতে পারত।—দ্বিতীয়. ৩২:২৮, ২৯.

  • একজন ব্যক্তি বাইবেলের বিবরণগুলো নিয়ে কপনা করছন

    কল্পনাশক্তি ব্যবহার করুন। পড়ার সময়ে বিভিন্ন বিষয় নিয়ে কল্পনা করুন। উদাহরণ স্বরূপ, আপনি কি সেই দৃশ্যটা নিয়ে কল্পনা করতে পারেন, যখন যোষেফের ভাইয়েরা তাকে ইশ্মায়েলীয়দের কাছে বিক্রি করে দিয়েছিলেন? (আদি. ৩৭:১৮-২৮) আপনি কী কী দেখতে ও শুনতে পান আর কেমন গন্ধ পান? ঘটনার বিভিন্ন চরিত্রের জায়গায় নিজেকে রাখুন। তাদের চিন্তাভাবনা ও অনুভূতি কীরকম ছিল? আপনি যখন আপনার কল্পনাশক্তি ব্যবহার করেন, তখন আপনার অধ্যয়ন আরও বেশি অর্থপূর্ণ হয়ে ওঠে।

  • একজন ব্যক্তি অধ্যয়নের হাতিয়ারগুলো ব্যবহার করছন

    অধ্যয়নের হাতিয়ারগুলো ব্যবহার করুন। সংগঠনের দ্বারা জোগানো অধ্যয়নের হাতিয়ারগুলো ব্যবহার করুন। এগুলো আপনার গবেষণাকে আগ্রহজনক করে তুলতে পারে। আপনার ভাষায় যে-হাতিয়ারগুলো পাওয়া যাচ্ছে, হোক তা অনলাইনে কিংবা ছাপানো আকারে, সেগুলো ব্যবহার করতে শিখুন। সেগুলোকে কার্যকরী উপায়ে ব্যবহার করতে শেখার জন্য অন্যদের কাছে সাহায্য চাইতে লজ্জা পাবেন না। উদাহরণ স্বরূপ, ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি  অথবা যিহোবার সাক্ষিদের জন্য গবেষণা নির্দেশিকা  আপনাকে বিভিন্ন বিষয়ের উপর লেখা প্রবন্ধগুলো এবং অনেক শাস্ত্রপদের ব্যাখ্যা খুঁজে পেতে সাহায্য করবে। ঈশ্বরের বাক্য অধ্যয়নের জন্য এক সহায়িকা  শিরোনামের পুস্তিকাটা ব্যবহার করুন, যেটার মধ্যে ভৌগলিক বিষয়, সময় অনুযায়ী বিভিন্ন ঘটনার ক্রম, ওজন, পরিমাণ ও অন্যান্য বিষয়ে সাহায্যকারী তথ্য রয়েছে।

  • একজন ব্যক্তি মুখ্য বিষয়গুলো নিয়ে পুনর্বিবেচনা করছন

    মুখ্য বিষয়গুলো নিয়ে পুনর্বিবেচনা করুন। এমনটা করা আপনাকে মনে করতে সাহায্য করবে যে, আপনি সবেমাত্র কী নিয়ে অধ্যয়ন করলেন। এর চেয়েও ভালো, আপনি যে-বিষয়গুলো শিখেছেন, সেগুলো নিয়ে অন্যদের সঙ্গে কথা বলুন। আপনি কি এমন কিছু পেয়েছেন, যেটা পরিচর্যায় ব্যবহার করতে পারেন? এগুলো করার মাধ্যমে আপনি মূখ্য বিষয়গুলো মনে রাখতে পারবেন আর অন্যেরাও আপনার অধ্যয়ন থেকে উপকার লাভ করতে পারবে।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার